#তাহিনা_নিভৃত_প্রাণ
মাস পেরিয়ে বছর ঘুরেছে। তটিনী অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে। রুপান্তরও সেম। বাদ যায়নি মিনহাজও। সে এমবিবিএস দ্বিতীয় বর্ষে।
মার্চ মাস। রমজান শুরু হবে। চারিদিকে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে। প্রত্যেক মুসলমান অপেক্ষা করছেন রমজানের জন্য। তার মধ্যে একদিন তটিণী-দের বাড়ি থেকে বের হলো দুটো কালো টয়েটো কার। বাড়ির একটা মানুষও বাদ যায়নি। গাড়ি দুটো এসে থামলো এয়ারপোর্টের সামনে। জাঁকজমকপূর্ণ পোশাক সবার। তারা অধির আগ্রহে অপেক্ষা করছে বহু পরিচিত একটা মুখের। ঘন্টা পেরোতেই সেই মুখ দেখতে পেলো সবাই। তটিনী হাতের ফুল নিয়ে দৌড়ে গেলো। মুহুর্তেই শূন্যে ভাসলো তার পা। ব্যক্তিটি তাকে সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়েছে, আশেপাশে খেয়াল না করে পুরো মুখশ্রীতে ঠোঁট ভুলিয়ে নিচ্ছে তৃষ্ণার্থ পথিকের মতো। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে কুটিল হাসলো। বলল, ‘এবার আগের মতো ওদের জ্বালাতে পারবো ভাই। রুদ্র ভাই ইজ কাম ইন ব্রো।’
তটিনীকে এক হাতে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে ব্যাগপত্র ভর্তি চাকা ঘুরিয়ে সে এগিয়ে এলো সামনে। রোবা নাহার ছেলেকে জড়িয়ে ধরে কপালে আদর দিলেন। মাথায় হাত ভুলিয়ে আওড়ালেন, ‘আমার রুদু, বাবা আমার।’
রুদ্র বাবাকে জড়িয়ে ধরলো। তাহসিন ইরফানের চোখে জল এসে গেলো। চোখের পানি মুছে ছেলেকে আগলে নিলেন বুকে। বললেন, ‘বড় হও বাবা। তোমার এই সাফল্যে আমরা গর্বিত।’ বাবাকে ছাড়িয়ে যাবে এবার? তাই তো?’
রুদ্র মাথা নাড়িয়ে বলল, ‘তুমি তো তুমিই বাবা। তোমাকে ছাড়াতে পারবো না। কিন্তু নিজের মতো অবশ্যই ভালো কিছু করে দেখাবো।’
রুদ্র ঈশানীকে সালাম দিলো। ঈশানী মুখে হাত ভুলিয়ে দিলেন। তাহের ইফফাত বুকে জড়িয়ে নিলেন।
‘আরে আমার জামাইরাজা যে। বড় হও বাবা।’
রুদ্র হাসলো। রাজ ও তুরফানের কান টেনে বুকে জড়িয়ে নিলো। দুটো বড় হয়েছে এখন। পাবলিক ভার্সিটিতে অনার্সে পড়ছে।
রুদ্রদের বাড়িটি আজ আত্নীয় স্বজনে ভরপুর। শিশির ও তার বোন চশমা ঠিক করতে করতে তটিনী ও রুদ্রকে পর্যবেক্ষণ করছে। এতোদিনের গুজব যে সত্যি তা তারা টের পাচ্ছে। এই দুটো তলে তলে বিয়ে করে বাসরও যে সেরে ফেলেছে তাতে তাদের কোনো সন্দেহ নেই। শিশির গম্ভীর হলো, ‘আমি ভেবেছিলাম একটু চান্স নিবো। কিন্তু রুদ্র ব্রো তো আমার থেকেও এগিয়ে বোন।’
শিশিরের বোন চশমা ঠিক করে বলল, ‘তোর গার্লফ্রেন্ডের কি হলো? সে থাকতে তটিনী কেন?’
শিশির মন খারাপ করে নিরীহ স্বরে বলল, ‘কোনো ইয়াং মেয়ের বিয়ে হলে আমার দুঃখ হয় বোন। ওরা কেন আমাকে রেখে বিয়ে করবে? রীতিমতো বুকে ব্যথা করছে দেখ?’
শিশিরের ন্যাকামোতে তার বোন পাত্তা দিলো না। বেচারি মনে মনে রুদ্রকে একটু আকটু পছন্দ করতো। কিন্তু তা প্রকাশ করলে এখন তার ভাই তাকে বাঁ*শসহ বাঁ*শঝা*ড় উপহার দিবে।
রাতে বিরাট আয়োজন হলো। ছাঁদে আড্ডা হলো অনেকক্ষণ। তারপর এলো ঘুমানোর পালা। রুদ্র যেনো এটারই অপেক্ষা করছিল। সবার অগোচরে তটিনীকে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলো। বহু দিনের তৃষ্ণা নিবারণের চেষ্টায় মত্ত হলো দুজন।
রাত দুটোর দিকে যখন তটিনী রুদ্রের উন্মুক্ত বুকে লেপ্টে ঘুমোচ্ছে রুদ্র তখন একদৃষ্টিতে তাকিয়ে তার সর্বনাশিনীকে দেখছে। মাঝে মধ্যে ঠোঁট ভুলিয়ে দিচ্ছে পুরো মুখশ্রীতে। এই দেখার শেষ হবে না কখনো। রুদ্রের মন ভরে না। তার শুধু দেখে যেতেই ইচ্ছে করে। এই মেয়েটা একসময় তাকে অনেক জ্বালিয়েছে। পুড়িয়েছে দিনরাত নিজের অজান্তে। রুদ্র কতশত রাত বুকে ব্যথায় ঘুমাতে পারেনি। তার মন শুধু এই একটি মেয়েকেই কাছে চাইতো। তারপর, বহু বহু প্রতীক্ষার পর সে মেয়েটিকে আচমকা নিজের সাথে জুড়ে নিলো। ভালোবাসার চাদরে মুড়িয়ে নিজের করে নিলো সেদিনই। এইযে তাকে রুদ্র এতো ভালোবাসে তাতে কি রমণীর ভাবান্তর হয়? সে তো দিনরাত এক প্রহর ভালোবাসার কথা বলে এগারো প্রহরই ঝগড়া করতে ব্যস্ত। কিন্তু তাতে রুদ্রের মন্দ লাগে না। তটিণী-র ঝগড়াতেও সে ভালোবাসা খুঁজে পায়। এইযে আজ সে এলো। মেয়েটা সারাক্ষণই তার আশেপাশে বসে ছিলো। যেন রুদ্র তাকে শর্ত দিয়েছে আমার কাছ থেকে একদম সরবে না। কিন্তু রুদ্র কিছুই বলেনি। নিজেও সুযোগ খুঁজেছে ভালোবাসার।
ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায়। কার কখন কবে কার সাথে ভালোবাসাবাসি হবে কেউ বলতে পারে না। রুদ্র ও বলতে পারেনি। কবে কিভাবে ভালোবেসেছে সে নিজেও জানে না। সে শুধু জানে সে ভালোবাসে। এই ভালোবাসা যুগ যুগ ধরে চলুক। রুদ্র শুধু এই এক রমনীকেই ভালোবেসে যেতে চায় যুগের পর যুগ।
*
ভিডিও কলে কানেক্টেড রুপান্তর ও মিনহাজ। মিনহাজ বইপত্র গুছিয়ে বিছানায় শুয়ে পড়লো। গভীর চোখে রুপান্তরের দিকে তাকিয়ে বলল, ‘ঘুমাবে না?’
রুপান্তর মন খারাপ করে বলল, ‘রুদ্র ভাই আজ দেশে এসেছেন। তুই জানিস তটিনী আমাকে সেই যে সকালে এটা জানিয়ে উধাও হয়েছে তার আর কোনো খবর নেই। একবার ফোন পর্যন্ত করলো না।’
মিনহাজ হেসে বলল, ‘আজকের দিনটা ওর একজনের সাথেই কাটানো উচিত। সেজন্য ও তোকে কোনোরকম ফোনকল করছে না। যেদিন তোরও এমন দিন আসবে সেদিন তুই ও সেই মানুষটা ছাড়া আর কারো কথা ভাববি না। বুঝেছিস?’
‘তুই সবজান্তা নাকি?’
মিনহাজ হাসলো, ‘সবজান্তা কি না জানি না, তবে আমি যা বলেছি রিয়েলিটি -ই বলেছি।’
রুপান্তর গাল ফুলালো। মিনহাজ মুচকি হাসলো, আয় তোর গালটা টেনে দেই।’
‘চুপ কর বেয়াদব।’
‘আমি বেয়াদব? বেয়াদবির কি করেছি তোর সাথে?’
রুপান্তর অবাক হয়ে বলল, ‘করিস নি?’ মনে কর শয়তান।’
‘কি করেছি?’
‘তুই আমাকে চুমু খাসনি?’
‘কবে কখন?’
‘ওরে হারামি, তোদের বাড়িতে যে-ই কাহিনি করলি। আবার ভালো সাজোস। খবিশ কোথাকার।’
মিনহাজ হাসলো, ‘ওটা তো আমি করিনি, তোর বর করেছে।’
‘তুই কে তাহলে?’
‘আমি তো তোর বন্ধু তাই না?’
রুপান্তরের মাথা ঘুরে গেলো, ‘তাহলে আমার বরটা কে?’
‘যে তোকে সেদিন চুমু খেয়েছিল সে।’
রুপান্তর রেগে গেলো, ‘মজা নিবি না শয়তান। মাথা ঘুরাচ্ছে।’
‘আচ্ছা নিলাম না।’
মিনহাজ ও রুপান্তরের খুনসুটি চলতে থাকলো। রাত এভাবেই চলবে তাদের।
*
ভোর সাতটায় তটিণী-র ঘুম ভেঙে গেলো। রুদ্র তখন গভীর ঘুমে। তটিনীকে শক্ত করে আগলে রেখে ঘুমাচ্ছে সে। তটিনী উঠতে গিয়ে পারলো না। রুদ্রের শক্ত বাঁধনে আটকা পড়লো। রুদ্রের কপালের চুলগুলোতে হাত ভুলিয়ে সে একদৃষ্টিতে তাকিয়ে রইলো। কতোদিন পর মানুষটা তার পাশে। কতোদিন পর তাকে আবারও উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেছে। তটিণী-র নিজেকে সর্ব সুখী মনে হচ্ছে। মনে হচ্ছে তার কোনো দুঃখ নেই। কোনো মন খারাপ নেই।
প্রিয় মানুষকে পেয়ে গেলে মন খারাপ না-ই হয়ে যায়। মন খারাপের একমাত্র ঔষধ প্রিয় মানুষ।
তটিনী হাত বাড়িয়ে মোবাইল হাতে নিলো। রুপান্তরকে একটি মেসেজ পাঠিয়ে পুনরায় চোখ বন্ধ করে নিলো। ঘুম ধরা দিলো আবারও।
রাজ ও তুরফানের মস্তিষ্কে শয়তানি কিলবিল করছে। দুজন হাতে ফটকা নিয়ে ঘুরছে। উদ্দেশ্য যেকোনো সময় রুদ্রের দরজার সামনে ফা*টিয়ে দেওয়া। বাড়ির সবার অগোচরে কাজটা করতে হবে। নাহলে বাঁ*শ খেতে হবে। রুদ্র নিজে সেই বা*শ উপহার দিতে দ্বিধা করবে না। বহু সময় পর দুজন সুযোগ পেল। রুদ্রের দরজার সামনে ফু*টিয়ে দিলো বাজি। ঠাস করে শব্দ হলো। ঈশানী রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন। কি হলো কি হলো বলে হৈহৈ পড়ে গেলো। রুদ্র নিচ থেকে কাপড় তুলে পড়ে নিলো। তটিনীকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে বলে নিজে দরজা খুলে বের হলো। দরজার সামনে ফটকা দেখে তার বুঝতে বাকি নেই কাজটা কাদের। কিন্তু বাড়ির কারো সামনে তা সে প্রকাশ করলো না। বলল, ‘আমিই করেছি এটা।’
ঈশানী চলে গেলেন। রুদ্র ঘর ছেড়ে বের হলো। দুটো পাঁজিকে আজ সে দেখে নিবে।
(চলবে)
(ছবিতে আমি)