Dhaka University
।। খ–ইউনিট।।
১. সিকানদার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন?
ক. অধকাল
খ. সমকাল
গ. মহাকাল
ঘ. সকাল
উত্তর: খ
০২. মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কীসের প্রতীক? (খ ইউনিট ২০২২-২৩]
ক. প্রতিরোধের
খ. অন্তিম প্রচেষ্টার
গ. স্বদেশপ্রেমের
ঘ. আন্দোলনের
উত্তর: খ
০৩. সিরাজউদ্দৌলা নাটকে ‘দি ব্রেভেস্ট সোলজার’ আখ্যা দেওয়া হয়েছে- [ঢাবি খ ইউনিট- ২০২১-২২]
ক. সাঁফ্রেকে
খ. বদ্রিআলিকে
গ. মিরমর্দানকে
ঘ. নারান সিংকে
উত্তর: গ
০৪. ‘আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে।’-সিরাজ কোন প্রসঙ্গে এ কথা বলেছিলেন? [ ঢাবি খ ইউনিট- ২০২১-২২]
ক. যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন
খ. স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ
গ. মিরনের সঙ্গে সংলাপ বিনিময়
ঘ. কূটনৈতিক কৌশল নির্ধারণ
উত্তর: ক
০৫. সিরাজউদ্দৌলা নাটকে ‘স্ট্যান্ডিং লাইক পিলার্স’ বলতে বোঝানো হয়েছে – [ঢাবি খ ইউনিট, ২০২০-২১]
ক. ইংরেজ সৈন্যদের
খ. নবাবের সৈন্যদের
গ. রাজকর্মচারীদের
ঘ. নিরাপত্তা প্রহরীদের
উত্তর: খ
০৬. ‘এখন থেকে কারও শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না।’ সিরাজউদ্দৌলা নাটকের যিনি এই আশা ব্যক্ত করেছেন- [ঢাবি খ ইউনিট,২০২০-২১]
ক. মিরজাফর খ. ক্লাইভ গ. মিরন ঘ. উমিচাঁদ
উত্তর: ক
০৭. ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি হয়ে উঠেছে- [খ ইউনিট ২০১৯-২০]
ক. দেশপ্রেমিক নেতা
খ. ষড়যন্ত্র-জাল ছিন্নকারী
গ. লড়াকু বীর
ঘ. জনদরদি
উত্তর: ক
০৮. ‘পরোক্ষ তাঁর নামে দেশ শাসন করবেন রাজবল্লভ।’ সিরাজকে হটানোর এ চক্রান্তসূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার [খ ইউনিট ২০১৮-১৯]
ক. অতিদর্পে হত লঙ্কা
খ. কালনেমির লঙ্কাভাগ
গ. গাঙ পার হলে কুমিরকে কলা
ঘ. বানরের রুটিভাগ
উত্তর: খ
০৯. ‘আপনাকে আমরা মায়ের মতো ভালবাসি।’ ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল- [খ ইউনিট ২০১৮-১৯]
ক. সিরাজ
খ. রাইসুল জুহালা
গ. লুৎফা
ঘ. আমিনা
উত্তর: গ
১০. ‘আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়….’ সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কীসের ওপর ভরসা করতে চেয়েছিলেন? [খ ইউনিট ২০১৭-১৮]
ক. সাঁফ্রের সৈন্যদলের সাহসিকতার উপর
খ. মোহনলাল-মিরমর্দানের বিচক্ষণতার উপর
গ. মিরজাফর-রায়দুর্লভের স্বদেশপ্রেমের উপর
ঘ. ক্লাইভের সৈন্যদলের দুর্বলতার উপর
উত্তর: গ
।।গ – ইউনিট।।
১১. ‘সিরাজউদ্দৌলা’ নাটক কত অঙ্কে বিন্যস্ত? [ঢাবি গ ইউনিট, ২০২০-২১]
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. এক
ব্যাখ্যা: নাটকটি চারটি অঙ্কে বারোটি দৃশ্যে রচিত।
উত্তর: খ
GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়
১২. সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? [GST A ইউনিট ২০২২-২৩]
ক. ফোর্ট উইলিয়াম দুর্গে
খ. জাফরাগঞ্জের কয়েদখানায়
গ. নিজ প্রাসাদে
ঘ. নবাবের দরবারে
উত্তর: খ
১৩. ‘ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন?’ সিরাজউদ্দৌলার এই উক্তিটি কার প্রতি? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় A ইউনিট (বিজ্ঞান শাখা) ২০২২-২৩]
ক. ক্লাইভ
খ. হলওয়েল
গ. ড্রেক
ঘ. মার্টিন
উত্তর: খ
=
১৪. ‘He is a dead horse.’ – কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২২-২৩]
ক. রায় দুর্লভ
খ. মির মর্দান
গ. মোহনলাল
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তর: ঘ
১৫. আলিনগরের সন্ধি কত সালে করা হয়? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২২-২৩]
ক. ১৭৫৯
খ. ১৭৫৭
গ. ১৭৬০
ঘ. ১৭৫৫
উত্তর: খ
১৬. বিষয়গত দিক থেকে ‘সিরাজউদ্দৌলা’ কোন ধরনের নাটক? [GST গুচ্ছভুক্ত
বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২২-২৩]
ক . সামাজিক খ.পৌরাণিক গ. ট্র্যাজেডি ঘ. ঐতিহাসিক উত্তর:গ
১৭. কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন? [GSTগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় C ইউনিট (বাণিজ্য শাখা) – ২০২২-২৩]
ক. পাঁচ হাজার খ. দশ হাজার গ. এক লক্ষ ঘ. পঞ্চাশ হাজার উত্তর: খ
১৮. সিরাজ-উদ্-দৌলা নাটকে ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কী? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট ২০২১-২২]
ক. মির মিরন খ. মির জুমলা গ. মানিক চাঁদ ঘ.শওকত জং উত্তর: ঘ
১৯. সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে? [GST
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২০-২১]
ক. মিরজাফর
গ. ঘসেটি বেগম
খ. মানিকচাঁদ
ঘ. শওকত জঙ্গ
উত্তর: ঘ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
।।খ – ইউনিট।।
২০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের স্থান কোনটি? [জাবি B ইউনিট ২০২২-২৩]
ক. ভাগীরথী নদীতে জাহাজ
খ. ঘসেটি বেগমের বাড়ি
গ. সিরাজের শিবির
ঘ. নবাবের দরবার
উত্তর: খ
২১. ‘শওকতজঙ্গ আপনাদেরই ছেলে। সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাইতো দেশের মালিক হয়ে বসবেন।” ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ঘসেটি বেগম কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেন? [জাবি B ইউনিট ২০২২-২৩]
ক. জগৎশেঠ
খ. রায়দুর্লভ
গ. রাজবল্লভ
ঘ. উমিচাঁদ
উত্তর: ক
২২. ওয়াটসনের সই জাল করেন কে? [জাবি B ইউনিট ২০২২-২৩]
ক. ক্লাইভ
খ. লুসিংটন
গ. কিলপ্যাট্রিক
ঘ. রইস
উত্তর: খ
।।গ – ইউনিট।।
২৩. সিরাজউদ্দৌলার পতনের কারণ [জাবি C ইউনিট ২০২১-২২]
ক. স্ত্রীর প্রতি ভালোবাসা
খ. স্বজনপ্রীতি
গ. অপরিণামদর্শী
ঘ. মোহনলালের প্রতি আস্থা
উত্তর: গ
২৪. ‘আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি। আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন।’ কার সংলাপ? [সি১ ইউনিট ২০১৭-১৮]
ক. উমিচাঁদ
খ. সিরাজ
গ. হলওয়েল
ঘ. মিরমর্দান
উত্তর: ক
২৫. ‘চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওৎপেতে বসে আছে।’ কার সংলাপ? [সি১ ইউনিট ২০১৭-১৮]
ক. জগৎশেঠ
খ. রাইস
গ. মিরজাফর
ঘ. রায়দুর্লভ
উত্তর: গ
২৬. ‘তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারতে হবে ইন ইউর ওন ইন্টারেস্ট’ কার উক্তি? [সি১ ইউনিট ২০১৭-১৮]
ক. মিরন
খ. ড্রেক
গ. রাইস
ঘ. ক্লাইভ
উত্তর: ঘ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
।। ক – ইউনিট।।
২৭. “সিরাজউদ্দৌলা” নাটকের কতটি দৃশ্যে সিরাজউদ্দৌলার উপস্থিতি রয়েছে?
[রাবি A ইউনিট (গ্রুপ – ৩) ২০২২-২৩]
ক. ছয় খ. সাত গ. আট ঘ. নয় উত্তর: গ
২৮. “সিরাজউদ্দৌলা” নাটকটি কতটি অঙ্কে রচিত? [রাবি A ইউনিট ২০২২-২৩]
ক. সাত
খ. ছয়
গ. পাঁচ
ঘ. চার
উত্তর: ঘ
২৯. “সিরাজউদ্দৌলা” নাটকের দৃশ্য সংখ্যা কয়টি? [রাবি A ইউনিট ২০২২-২৩]
ক. ১০
খ. ১১
গ. ১২
ঘ. ১৩
উত্তর: গ
৩০. নাটককে মূখ্যত কতটি ভাগে ভাগ করা যায়? [রাবি A ইউনিট ২০২২-২৩]
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
উত্তর: খ
৩১. ‘সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য।’ ‘সিরাজউদ্দৌলা’ নাটকে উক্তিটি কে করেছেন? [রাবি A ইউনিট ২০২২-২৩]
ক. ড্রেক
খ. হলওয়েল
গ. ওয়াটস
ঘ. কিলপ্যাট্রিক উত্তর: ক
৩২. “সবাই উচ্চাভিলাষী। সবাই সুযোগ খুঁজছে।” ‘সিরাজউদ্দৌলা’ নাটকে উক্তিটি কার? [রাবি A ইউনিট – ২০২১-২২]
ক. রাজবল্লভের
খ. সিরাজউদ্দৌলার
গ. মিরজাফরের
ঘ. মিরমর্দানের
উত্তর: ক
৩৩. সিকানদার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন? [ক ইউনিট ২০১৮-১৯; বেরোবি ক ইউনিট ২০১৭-১৮]
ক. অধকাল
খ. সমকাল
গ. মহাকাল
ঘ. সকাল
উত্তর: খ
৩৪. সিকানদার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কী? কি ইউনিট ২০১৭-১৮]
ক. নায়ান সিং
খ. নারান সিং
গ. নয়ন সিং
ঘ. নকুল সিং
উত্তর: খ
।।খ – ইউনিট।।
৩৫. সিকানদার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা করতেন? [খ ২০১৭-১৮]
ক. দৈনিক নবযুগ
খ. সাপ্তাহিক অভিযান
গ. দৈনিক বাংলা
ঘ. ইত্তেফাক
উত্তর: খ
৩৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচয়িতা কে? [গ ইউনিট ২০১৭-১৮]
ক. সিকানদার আবু জাফর
খ. সৈয়দ শামসুল হক
গ. উৎপল দত্ত
ঘ. সাঈদ আহমদ
উত্তর: ক
৩৭. ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সঙ্কল্প টলাতে পারেনি’ বলতে কী
বোঝানো হয়েছে? [ঘ ইউনিট ২০১৭-১৮]
ক. সাহসিকতা
খ. ভীরুতা
গ. পলায়নপরতা
ঘ. নির্দয়তা
উত্তর: ক