বিসিএস
০১. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে? [৪৫তম বিসিএস ২০২৩]
ক. উপপদ
খ. প্রাতিপদিক
গ. প্রপদ
ঘ. পূর্বপদ
উত্তর: ক
০২. ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত? [৪৪তম বিসিএস ২০২২]
ক. অব্যয়ীভাব
খ. দ্বিগু
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
উত্তর: ক
ব্যাখ্যা: যথারীতি = রীতিকে অতিক্রম না করে
০৩. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস? [৪৩তম বিসিএস ২০২১]
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. অব্যয়ীভাব
ঘ. তৎপুরুষ
উত্তর: ক
ব্যাখ্যা: চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
০৪. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [৪১ তম বিসিএস ২০২১]
ক. শশব্যস্ত
খ. কালচক্র
গ. পরানপাখি
ঘ. বহুব্রীহি
উত্তর: ক
০৫. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? [৪২তম বিসিএস (বিশেষ) ২০২১]
ক. সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
খ. মহান যে পুরুষ = মহাপুরুষ
গ. কুসুমের মতো কোমল = কুসুমকোমল
ঘ. জায়া ও পতি = দম্পতি
উত্তর: ক
০৬. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? [৩৯তম বিসিএস)
ক. দোতলা
খ. আশীবিষ
গ. কানাকানি
ঘ. অজানা
উত্তর: গ
০৭. ‘জলে-স্থলে’ কী সমাস? [৩৭তম বিসিএস]
ক. সমার্থক দ্বন্দ্ব
খ. বিপরীতার্থক দ্বন্দ্ব
গ. অলুক দ্বন্দ্ব
ঘ. একশেষ দ্বন্দ্ব
উত্তর: গ
০৮. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ? [৩৮তম বিসিএস]
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. বহুব্রীহি
উত্তর: ক
ব্যাখ্যা: পুষ্পসৌরভ = পুষ্পের সৌরভ; এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
০৯. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ? [৩৫তম বিসিএস]
ক. দ্বিগু
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি
উত্তর: খ
১০. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [৩৭তম বিসিএস]
ক. বিস্ময় দ্বারা আপন্ন
খ. বিস্ময়ে আপন্ন
গ. বিস্ময়কে আপন্ন
ঘ. বিস্ময়ে যে আপন্ন
উত্তর: গ
১১. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? [৩৬তম বিসিএস]
ক. জনশ্রুতি
খ. অনমনীয়
গ. খাসমহল
ঘ. তপোবন
উত্তর: খ
নেই নমন যার = অনমনীয় (নঞ বহুব্রীহি সমাস)।
১২. সমাস ভাষাকে কি করে? [২৯তম বিসিএস; ১১তম বিসিএস]
ক. সংক্ষেপ করে
খ. বিস্তৃত করে
গ. অর্থপূর্ণ করে
ঘ. অর্থের রূপান্তর ঘটায়
উত্তর: ক
১৩. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? [২৬তম বিসিএস]
ক. সমাস
খ. সন্ধি
গ. প্রত্যয়
ঘ. উপসর্গ
উত্তর: ক
১৪. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত? [৩২তম বিসিএস]
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
ব্যাখ্যা: আলো ও ছায়া = আলোছায়া- দ্বন্দ্ব সমাস।
উত্তর: ক
১৫. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [২০তম বিসিএস]
ক. সিংহাসন
খ. ভাই-বোন
গ. কানাকানি
ঘ. গাছপাকা
উত্তর: খ
১৬. ‘জ্যোৎস্নারাত’ কোন সমাসের দৃষ্টান্ত? (৩০তম বিসিএস]
ক. মধ্যপদলোপী কর্মধারয়
গ. পঞ্চমী তৎপুরুষ
খ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়
উত্তর: ক
ব্যাখ্যা: জ্যোৎস্না শোভিত রাত- জ্যোৎস্নারাত, মধ্যপদলোপী কর্মধারয়
১৭. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়- [২৭তম বিসিএস]
ক. উপমিত
খ. উপমান
গ. উপমেয়
ঘ. রূপক
উত্তর: গ
ব্যাখ্যা: ‘পদ্মআঁখি’ শব্দটিতে পদ্মের সাথে আঁখির উপমা দেয়া হয়েছে। সুতরাং ‘পদ্ম’ উপমান এবং ‘আঁখি’ উপমেয়।
১৮. ‘চাঁদমুখ’- এর ব্যাসবাক্য হলো- [২৫তম বিসিএস]
ক. চাঁদ মুখের ন্যায়
খ. চাঁদের মত মুখ
গ. চাঁদ মুখ যার
ঘ. চাঁদরূপ মুখ
উত্তর: খ
ব্যাখ্যা: ‘চাঁদমুখ’ -এর ব্যাসবাক্য হলো ‘মুখ চাঁদের ন্যায়’ বা ‘চাঁদের ন্যায় মুখ’। এটি উপমিত কর্মধারয় সমাস।
১৯. মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত- [১৩তম বিসিএস ২০১০]
ক. ঘর থেকে ছাড়া- ঘড়ছাড়া
খ. অরুণের মতো রাঙা- অরুণরাঙা
গ. হাসি মাখা মুখ – হাসিমুখ
ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী – ক্ষণস্থায়ী
উত্তর: গ
২০. ‘লাঠালাঠি’- এটি কোন সমাস? [২৬তম বিসিএস; ১৭তম বিসিএস]
ক. প্রাদি সমাস
খ. ব্যতিহার বহুব্রীহি সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তর: খ
ব্যাখ্যা: লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
২১. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে? [২৫তম বিসিএস]
ক. দ্বন্দ্ব সমাস
খ. রূপক সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তর: ঘ
২২. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? [৩১তম বিসিএস]
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. সুপসুপা
ঘ. অব্যয়ীভাব
উত্তর: ঘ
ব্যাখ্যা: ঈষৎ নত = আনত (ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস)।
২৩. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়- [২৩তম বিসিএস]
ক. দ্বন্দ্ব সমাস
গ. কর্মধারয় সমাস
খ. অব্যয়ীভাব সমাস
ঘ. নিত্য সমাস
উত্তর: ঘ
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান
।। ক – ইউনিট।।
২৪. ‘পঙ্কজ’ কোন সমাস [ক ইউনিট ২০২২-২৩]
ক. রূপক কর্মধারয়
খ. উপপদ তৎপুরুষ
গ. অলুক বহুব্রীহি
ঘ. নিত্য সমাস
উত্তর: খ
ব্যাখ্যা: পঙ্কে জন্মে যা= পঙ্কজ। পঙ্কজ অর্থ পদ্ম।
২৫. ‘সর্বনাশ করে যে’ এই ব্যাসবাক্যটি কোন সমাস? [ক ইউনিট – ২০১৮-১৯]
ক. মধ্যপদলোপী
খ. বহুব্রীহি
গ. উপপদ তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তর: গ
ব্যাখ্যা: সর্বনাশ করে যে = সর্বনাশা।
২৬. ‘যুবজানি’ সমাসের ব্যাসবাক্য কোনটি? [ক ইউনিট ২০১৭-১৮]
ক. যুবতী জানি যার
খ. যুব জানি যার
গ. যুবতী জায়া যার
ঘ. যুবক পতি যার
উত্তর: গ
ব্যাখ্যা: যুবজানি = যুবতী জায়া (স্ত্রী) যার; বহুব্রীহি সমাস। যুবজানি অর্থ যুবতী স্ত্রী।
২৭. ‘কালস্রোত’ কোন সমাসের উদাহরণ? [ক ইউনিট ২০১৫-১৬]
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর: গ
ব্যাখ্যা: কালস্রোত = সময়ের অগ্রগতি; কালস্রোেত = কাল রূপ স্রোত।
২৮. বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত? [ক ইউনিট ২০১৪-১৫]
ক. রবি-শশী
খ. অহি-নকুল
গ. খাওয়া-পরা
ঘ. ধনী-দরিদ্র
উত্তর: ঘ
২৯. ‘তুষারধবল’ কোন সমাসের উদাহরণ? [ক ইউনিট ২০১২-১৩]
দুটি
ক. সাধারণ কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর: খ
৩০. ‘ধামাধরা’ শব্দটি কোন সমাস? কি ইউনিট ২০০৭-০৮]
ক. সমানাধিকরণ বহুব্রীহি
খ. উপপদ তৎপুরুষ
গ. বিরোধার্থক দ্বন্দ্ব
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর: খ
ব্যাখ্যা: ধামা ধরে যে = ধামাধরা (তোষামুদে)।
৩১. ‘পুষ্পাঞ্জলি’ শব্দটি কীভাবে গঠিত? [ক ইউনিট ২০০৩-০৪]
ক. প্রত্যয়যোগে
খ. সন্ধিযোগে
গ. উপযোগে
ঘ. সমাসযোগে
উত্তর: ক
৩২. যে কর্মধারয় সমাসে উপমান ও উপমিতের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে কোন সমাস বলে? [ক ইউনিট ২০০১-০২]
ক. রূপক কর্মধারয়
গ. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
ঘ. উপমিত কর্মধারয়
উত্তর: ক
৩৩. যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বুঝায়, তাকে কোন সমাস বলে? [কি ইউনিট ২০০০-০১]
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. দ্বিগু
ঘ. বহুব্রীহি
উত্তর: খ
ব্যাখ্যা: দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই তিনটি সমাসেরই পরপদ প্রধান। এমন প্রশ্ন হলে
তৎপুরুষ উত্তর দিবেন।
৩৪. ‘চিনিপাতা’ শব্দের ব্যাসবাক্য কোনটি? [ক ইউনিট ১৯৯৯-০০]
ক. যা চিনি তা-ই পাতা
গ. চিনিরূপ পাতা
খ. চিনি ও পাতা
ঘ. চিনির দ্বারা পাতা
ব্যাখ্যা: চিনিপাতা – তৃতীয়া তৎপুরুষ সমাস। চিনিপাতা অর্থ চিনি মিশানো।
৩৫. ‘গায়ে-হলুদ’ এর ব্যাসবাক্য কোনটি? [ক ইউনিট ১৯৯৬-৯৭]
ক. গায়ে দেওয়ার হলুদ
খ. গায়ের হলুদ
গ. গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে
ঘ. বিবাহের হলুদ
উত্তর: গ
ব্যাখ্যা: গায়ে-হলুদ = মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
৩৬. ‘মহাকীর্তি’ এর ব্যাসবাক্য কোনটি? [ক ইউনিট ১৯৯৫-৯৬; গ ইউনিট ১৯৯৪-৯৫)
ক. মহান যে কীর্তি
খ. মহৎ যে কীর্তি
গ. মহতী যে কীর্তি
ঘ. মহা যে কীর্তি
উত্তর: ঘ
ব্যাখ্যা: মহাকীর্তি – কর্মধারয় সমাস।
৩৭. ‘ছাই দিয়ে চাপা’ এর সমাস হলো- (ক ইউনিট ১৯৯৫-৯৬]
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তর: খ
ব্যাখ্যা: ছাই দিয়ে চাপা ছাইচাপা; ৩য়া তৎপুরুষ সমাস।
।।খ – ইউনিট।।
৩৮. অব্যয়ীভাব সমাসের উদাহরণ- [খ ইউনিট ২০২২-২৩]
ক. প্রশিক্ষিত
খ. যথারীতি
গ. জনৈক
ঘ. সপ্তাহ
উত্তর: খ
৩৯. ‘নয়নকমল’ এর যথার্থ ব্যাসবাক্য হলো- [খ ইউনিট ২০১৯-২০]
ক. নয়নের ন্যায় কমল
খ. নয়ন কমলের ন্যায়
গ. নয়নে কমল
ঘ. নয়ন ও কমল
উত্তর: খ
ব্যাখ্যা: নয়নকমল – উপমিত কর্মধারয়।
৪০. প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে-
[খ ইউনিট- ২০১৮-১৯]
ক. উপমান
খ. উপমিত
গ. উপমেয়
ঘ. উপমা
উত্তর: গ
৪১. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [খ ইউনিট – ২০১৮-১৯]
ক. আমরা
খ. দা-কুমড়া
গ. হাতে-কলমে
ঘ. প্রতিকূল
উত্তর: গ
৪২. মৎস্যগন্ধা যে সমাসের উদাহরণ- খি ইউনিট- ২০১৭-১৮]
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তর: গ
ব্যাখ্যা: মৎস্যের ন্যায় গন্ধ যার = মৎস্যগন্ধা (বহুব্রীহি সমাস)।
৪৩. ‘করপল্লব’ কোন সমাস? [খ ইউনিট ২০১৫-১৬]
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তর: খ
ব্যাখ্যা: কর পল্লবের ন্যায় = করপল্লব। করপল্লব অর্থ ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত।
৪৪. কর্মধারয় সমাস কোনটি? [খ ইউনিট ২০১৩-১৪]
ক. দেশত্যাগ
খ. হতশ্রী
গ. অনুদান
ঘ. ভদ্রমহিলা
উত্তর: ঘ
ব্যাখ্যা: ভদ্রমহিলা = ভদ্র যে মহিলা।
৪৫. বহুব্রীহি সমাসের উদাহরণ- [খ ইউনিট ২০১২-১৩]
ক. দাবানল
খ. দিভ্রান্ত
গ. দামোদর
ঘ. দায়বদ্ধ
উত্তর: গ
ব্যাখ্যা: দাম উদরে যার = দামোদর। দাম বেষ্টিত উদর বলে শ্রীকৃষ্ণের একটি নাম দামোদর।
৪৬. ‘আগাপাছতলার’ ব্যাসবাক্য – [খ ইউনিট ২০০৮-০৯]
ক. আগা থেকে গাছের তলা পর্যন্ত
খ. আগু, পিছু ও তলা
গ. আগা থেকে পাছ ও তলা পর্যন্ত
ঘ. আগে, পেছনে ও তলায়
উত্তর: খ
ব্যাখ্যা: আগাপাছতলা অর্থ আপাদমস্তক (পা থেকে মাথা পর্যন্ত); সর্বাঙ্গ, গোড়া থেকে শেষ। আগাপাছতলা দ্বন্দ্ব সমাস।
৪৭. ‘মহানদী’ শব্দের ব্যাসবাক্য কোনটি? [খ ইউনিট ২০০৮-০৯]
ক. মহান যে নদী
খ. মহা যে নদী
গ. মহৎ যে নদী
ঘ. মহীয়সী যে নদী
উত্তর: খ
ব্যাখ্যা: মহানদী – কর্মধারয় সমাস।
৪৮. বহুব্রীহি সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ- [খ ইউনিট ২০০৬-০৭]
ক. রাজেন্দ্র
খ. গায়েপড়া
গ. পকেটমার
ঘ.হৃতসর্বস্ব
উত্তর: ঘ
ব্যাখ্যা: হৃত হয়েছে সর্বস্ব যার = হৃতসর্বস্ব
৪৯. কোনটি তৎপুরুষ সমাস? [খ ইউনিট ২০০৫-০৬]
ক. জনমানব
খ. মহাকাব্য
গ. শতাব্দী
ঘ. মন্ত্রমুগ্ধ
উত্তর: ঘ
ব্যাখ্যা: মন্ত্রমুগ্ধ – মন্ত্র দ্বারা মুগ্ধ বা বশীভূত।
৫০. ‘কচুকাটা’র ব্যাসবাক্য কোনটি? [খ ইউনিট ২০০২-০৩]
ক. কচুর মতো কাটা
গ. কচু ও কাটা
খ. কচুকে কাটা
ঘ. কচুকাটা
উত্তর: ক
৫১. ‘ফুলকুমারী’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য- [খ ইউনিট ১৯৯৯-০০]
ক. ফুল ও কুমারী
খ. ফুল যে কুমারী
গ. ফুল কুমারীর ন্যায়
ঘ. কুমারী ফুলের ন্যায়
উত্তর: ঘ
ব্যাখ্যা: ফুলকুমারী – উপমিত কর্মধারয় সমাস।
৫২. এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গভরা। এ বাক্যের ‘রঙ্গভরা’ কোন সমাস? [খ ইউনিট ১৯৯৮-৯৯]
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তর: গ
ব্যাখ্যা: রঙ্গভরা = রঙ্গ দ্বারা ভরা; তৃতীয়া তৎপুরুষ সমাস।
৫৩. ‘সংবাদপত্র’ কোন সমাস? [খ ইউনিট ১৯৯৭-৯৮]
ক. মধ্যপদলোপী কমর্ধারয়
খ. দ্বন্দ্ব সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উত্তর: ক
ব্যাখ্যা: সংবাদপত্র = সংবাদ প্রকাশের পত্র।
৫৪. ‘কথাসর্বস্ব’; কোন ধরনের বহুব্রীহি সমাস? [খ ইউনিট ১৯৯৭-৯৮]
ক. সমানাধিকরণ
খ. ব্যাধিকরণ
গ. ব্যতিহার
ঘ. মধ্যপদলোপী
উত্তর: খ
ব্যাখ্যা: কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব; ব্যাধিকরণ বহুব্রীহি।
৫৫. ‘পণ্ডিতমূর্খ’ এর ব্যাসবাক্য কোনটি? [খ ইউনিট ১৯৯৬-৯৭]
ক. পণ্ডিত সেজে আছে যে মূর্খ
খ. যিনি পণ্ডিত তিনিই মূর্খ
গ. পণ্ডিত অথচ মূর্খ
ঘ. পণ্ডিত ও মূর্খ
উত্তর: গ
ব্যাখ্যা: ‘পণ্ডিতমূর্খ’ নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
৫৬. ‘বিষাদ-সিন্ধু’ কোন সমাস? [ঢাবি গ ইউনিট – ২০২১-২২]
ক. রূপক কর্মধারয়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. উপমান কর্মধারয়
ঘ. উপমিত কর্মধারয়
উত্তর: ক
ব্যাখ্যা: বিষাদ-সিন্ধু = বিষাদ রূপ সিন্ধু
৫৭. কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয়যোগে এবং উত্তরপদ বিশেষ্য দ্বারা গঠিত হয়? [গ ইউনিট ২০১৯-২০]
ক. কর্মধারয় সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তর: খ
৫৮. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? [গ ইউনিট- ২০১৮-১৯]
ক. চৌরাস্তা
খ. তেপায়া
গ. পঞ্চবট
ঘ. দশগজি
উত্তর: খ,ঘ
ব্যাখ্যা: তেপায়া = তিন পায়া যার। দশগজি = দশ গজ পরিমাণ যার। এই দুইটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
৫৯. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস? [গ ইউনিট- ২০১৭-১৮]
ক. প্রিয়ংবদা
খ. প্রাণভয়
গ. মুখভ্রষ্ট
ঘ. নবযৌবন
উত্তর: ক
ব্যাখ্যা: প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে।
৬০. ‘তপোবন’ কোন সমাস? [গ ইউনিট, ২০১৬-১৭]
ক. রূপক কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. চতুর্থী তৎপুরুষ
ঙ. নিত্য
উত্তর: ঘ
ব্যাখ্যা: তপোবন = তপের নিমিত্ত বন।
৬২. কোনটি “ঈষৎ” অর্থে অব্যয়ীভাব সমাস? [গ ইউনিট ২০১৫-১৬]
ক. আরক্তিম
খ. আজীবন
গ. আপাদমস্তক
ঘ. আগমন
উত্তর: ক
ঈষৎ রক্তিম = আরক্তিম (ঈষৎ অর্থে)। পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক (পর্যন্ত অর্থে)।
৬৩. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে? [গ ইউনিট ২০১৪-১৫]
ক. কর্মধারয় সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তর: খ
৬৪. ‘গৃহান্তর’ কোন সমাস? [গ ইউনিট ২০১৪-১৫]
ক. নিত্য সমাস
খ. দ্বন্দ্ব সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর: ক
ব্যাখ্যা: গৃহান্তর = অন্য গৃহ।
৬৫. ‘আশৈশব আত্মনিন্দা শুনিতেছি।’ এখানে ‘আশৈশব’ কোন সমাস? [গ ইউনিট ২০১৩-১৪]
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. অব্যয়ীভাব
ঘ. তৎপুরুষ
উত্তর: গ
ব্যাখ্যা: আশৈশব = শৈশব পর্যন্ত; (পর্যন্ত অর্থে অব্যয়ীভাব)
৬৬. ‘কাঁচকলা’ কোন সমাসভুক্ত? [গ ইউনিট ২০১২-১৩]
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. বহুব্রীহি
উত্তর: খ
ব্যাখ্যা: কাঁচকলা = কাঁচা যে কলা।
৬৭. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ- [গ ইউনিট ২০১১-১২]
ক. গাড়িবারান্দা
খ. পাঁচহাতি
গ. দশবছুরে
ঘ. কাঞ্জনপ্রভা
উত্তর: ক
ব্যাখ্যা: গাড়ি দাঁড়াইবার বারান্দা = গাড়িবারান্দা।
৬৮. ‘বাগবিতণ্ডা’ কোন সমাস সাধিত শব্দ? [গ ইউনিট ২০১১-১২; খ ইউনিট ২০০৪-০৫]
ক. কর্মধারয়
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তর: গ
ব্যাখ্যা: বাক্ দ্বারা বিতণ্ডা = বাগবিতণ্ডা; তৃতীয়া তৎপুরুষ সমাস।
৬৯. ‘হা-ভাত’ এর ব্যাসবাক্য কোনটি? [গ ইউনিট ২০০৯-১০]
ক. হা ও ভাত
খ. ভাতের অভাব
গ. হাতে ভাত
ঘ. যেই হা সেই ভাত
উত্তর: খ
ব্যাখ্যা: হা-ভাত = ভাতের অভাব; (অভাব অর্থে অব্যয়ীভাব সমাস)।
৭০. ‘মানবহৃদয়’ কোন জাতীয় সমাসবদ্ধ পদ? [গ ইউনিট ২০০৭-০৮]
ক. দ্বন্দ্ব
খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অলুক দ্বন্দ্ব
উত্তর: খ
ব্যাখ্যা: মানবহৃদয় – মানবের হৃদয়।