১০৬. ‘প্রণব-নাদ’ অর্থ কী?
ক. ওঙ্কার ধ্বনি
খ. প্রচণ্ড শব্দ
গ. ধ্বংসের বার্তা
ঘ. বিধ্বংসী শিঙার সুর
উত্তর: ক
১০৭. দুর্বাসা কেমন স্বভাববিশিষ্ট মুনি ছিলেন?
ক. সদাহাস্য
খ. কোপন
গ. গুরুগম্ভীর
ঘ. অস্থির
উত্তর: খ
ব্যাখ্যা: কোপন স্বভাব বলতে বোঝায় রুক্ষভাব বা বদমেজাজি স্বভাবকে।
১০৮. দুর্বাসার পিতার নাম কী?
ক. মহর্ষি কপিল
খ. মহর্ষি বিশ্বামিত্র
গ. মহর্ষি অত্রি
ঘ. মহর্ষি উষাণা
উত্তর: গ
১০৯. কে ক্ষত্রিয়কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন?
ক. দুর্বাসা
খ. অত্রি
গ. প্রণব
ঘ. বিশ্বামিত্র
উত্তর: ঘ
১১০. ‘নিদাঘ’ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. হেমন্ত
উত্তর: ক
১১১. গ্রিক পুরাণের গানের দেবতা কে?
ক. অর্ফিয়াস
খ. এ্যাপোলো
গ. ইগ্রাস
ঘ. জিউস
উত্তর: খ
১১২. ইগ্রাস কোথাকার রাজা ছিলেন?
ক. ইথাকার
খ. স্পার্টার
গ. থ্রেসের
ঘ. এথেন্সের
উত্তর: গ
১১৩. অর্ফিয়াসের মায়ের নাম কী?
ক. মিউজ ক্যাল্লোপি
খ. ইগ্রাস
গ. এথিনা
ঘ. নেমেসিস
উত্তর: ক
১১৪. অর্ফিয়াস কীভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন?
ক. গান গেয়ে
খ. সুরের ইন্দ্রজাল বিস্তার করে
গ. শারীরিক সৌন্দর্য দেখিয়ে
ঘ. অর্থবিত্তের লোভ দেখিয়ে
উত্তর: খ
১১৫. হাবিয়া কী?
ক. সাতটি দোজখের একটির নাম
খ. আটটি বেহেশতের একটির নাম
গ. বেহেশতের একটি নদীর নাম
ঘ. দোজখের প্রধান দ্বার
উত্তর: ক
১১৬. পরশুরাম বিষ্ণুর কততম অবতার?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. চতুর্থ
ঘ. ষষ্ঠ
উত্তর: ঘ
১১৭. কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃহত্যা করেন?
ক. রাজার
খ. পিতার
গ. দেবতার
ঘ. গুরুর
উত্তর: খ
১১৮. পরশুরামের মায়ের নাম কী?
ক. অনুসূয়া
খ. রেণুকা
গ. অদিতি
ঘ. ইন্দ্রাণী
উত্তর: খ
১১৯. পরশুরামের নামকরণের কারণ কী?
ক. অস্ত্র হিসেবে পরশু ধারণ করা
খ. পরশু সঙ্গে নিয়ে চলা
গ. আজ্ঞাবাহী হওয়া
ঘ. রামকে জয় করা
উত্তর: ক
ব্যাখ্যা: ‘পরশু’ শব্দের অর্থ ‘কুঠার’।
১২০. পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন?
ক. একান্ন বার
খ. এগারো বার
গ. একুশ বার
ঘ. একত্রিশ বার
উত্তর: গ
১২১. ‘হল’ শব্দের অর্থ কী?
ক. পাহাড়
খ. কুঠার
গ. লাঙল
ঘ. কাস্তে
উত্তর: গ
১২২. খড়ুগ কী?
ক. যন্ত্রবিশেষ
খ. অস্ত্রবিশেষ
গ. খাদ্যবিশেষ
ঘ. সাজাবিশেষ
উত্তর: খ
১২৩. খড়ুগ কী কাজে ব্যবহৃত হয়?
ক. কোনো কিছু কর্তন করতে
খ. যুদ্ধ করতে
গ. বলিদান করতে
ঘ. যজ্ঞ করতে
উত্তর: গ
১২৪. বৈমাত্রেয় ভ্রাতা মানে কী?
ক. আপন ভাই
খ. সৎভাই
গ.চাচাতো ভাই
ঘ. জ্ঞাতি ভাই
উত্তর: খ
১২৫. পরশুরাম তার মা-বাবার কততম পুত্র?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তর: গ
১২৬. পরশুরামের পিতার নাম কী?
ক. দুর্বাসা
খ. বিশ্বামিত্র
গ. বলরাম
ঘ. জমদগ্নি
উত্তর: ঘ
১২৭. কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না?
ক. হলাহল
খ. তরবারি
গ. গদা
ঘ. খড়গ-কৃপাণ
উত্তর: ঘ
১২৮. নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে?
ক. মহাবিপ্লব
খ. মহাপ্রলয়
গ. মহাশ্মশান
ঘ. মহাকাল
ব্যাখ্যা: এই প্রলয়কালে সৃষ্টির দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটে।
উত্তর: খ
১২৯. ‘বিদ্রোহী’ কবিতায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্রকে কোন শব্দে
প্রকাশ করা হয়েছে?
ক. মাইন
খ. টর্পেডো
গ. মহাপ্রলয়
ঘ. ভীম
উত্তর: খ
১৩০. কবি কোন বৈশাখীর এলোকেশে ঝড়?
ক. শুভ্র-বৈশাখীর
খ. তপ্ত-বৈশাখীর
গ. অকাল-বৈশাখীর
ঘ. নম্র-বৈশাখীর
উত্তর: গ
১৩১. ‘ডমরু’ বলতে কী বোঝায়?
ক. একধরনের গোল অস্ত্র
খ. ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র
গ. ডুমুর গাছের ফল
ঘ. একটি জাতি-গোষ্ঠীর নাম
উত্তর: খ
১৩২. ‘আমি চক্র ও মহাশঙ্খ, আমি …………. প্রচণ্ড!’ শূন্যস্থানে কী হবে?
ক. বিপ্লব
খ. উল্লাস
গ. প্রণব-নাদ
ঘ. ধর্মত্রিশূল
উত্তর: গ
১৩৩. ‘শিখর হিমাদ্রির’ সবচেয়ে সহজ অর্থ কোনটি?
ক. হিমালয়ের শীর্ষচূড়া
খ. হিমালয়ের শিখা
গ. হিমালয়ের পাদদেশ
ঘ. হিমালয়ের বিস্তার
উত্তর: ক
১৩৪. কবি নিজেকে কার ‘মরম-বেদনা’ হিসেবে পরিচয় দিয়েছেন?
ক. অভিমানীর
খ. সম্মানীর
গ. অবমানিতের
ঘ. উদাসিনীর
উত্তর: গ
১৩৫. চেঙ্গিস-এর পুরো নাম কী?
ক. চেঙ্গিস খান
খ. চেঙ্গিস শেঠ
গ. চেঙ্গিস শাহ আপনার
ঘ. জন চেঙ্গিস
উত্তর: ক
১৩৬. ‘হা-হুতাশ করে যে’ কবিতার কোন শব্দটিকে নির্দেশ করে?
ক. হুতাশী
খ. অবসান
গ. পুরবী
ঘ. উতলা
উত্তর: ক
১৩৭. যন্ত্রসংগীতের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কার?
ক. নটরাজ
খ. জয়ন্ত
গ. অর্ফিয়াসের
ঘ. বলরামের
উত্তর: গ
১৩৮. অর্ফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন কী করে?
ক. সুরের জাল বিস্তার করে
খ. ইন্দ্রজাল বিস্তার করে
গ. আধিপত্য বিস্তার করে
ঘ. দেবতাদের অনুরোধ করে
উত্তর: ক
১৩৯. ‘হাবিয়া দোজখ’ কয়টি দোজখের অন্যতম একটি?
ক. সাতটি
খ. নয়টি
গ. পাঁচটি
ঘ. আটটি
উত্তর: ক
১৪০. ‘পরশু’ কথাটির মানে কী?
ক. কুঠার
খ. প্রাণী
গ. বৃক্ষ
ঘ. নদী
উত্তর: ক
১৪১. পরশুরাম মৃত মাকে বাঁচিয়ে তোলেন কীভাবে?
ক. সাধনাবলে
খ. মন্ত্রবলে
গ. ধৈর্যবলে
ঘ. শক্তি দ্বারা
উত্তর: ক
১৪২. উদাসীর মনের সঙ্গে মিল রয়েছে কোনটির?
ক. আবদ্ধ
খ. উন্মন
গ. উল্লসিত
ঘ. প্রশান্ত
উত্তর: খ
১৪৩. বিশ্বামিত্র কঠোর তপস্যার ফলে কী লাভ করেন?
ক. নাগরিকত্ব
খ. দেবত্ব
গ. ব্রাহ্মণত্ব
ঘ. সর্বজাতে কর্তৃত্ব
উত্তর: গ
১৪৪. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাকে পিণাক-পাণির ডমরু ত্রিশূলের সঙ্গে তুলনা করেছেন?
ক. সূর্যকে
খ. চন্দ্রকে
গ. দেবতাকে
ঘ. নিজেকে
উত্তর: ঘ
১৪৫. কবি কেমন নিদাঘ-তিয়াসার কথা বলেছেন?
ক. আকুল
খ. ব্যাকুল
গ. অনুকূল
ঘ. প্রতিকূল
উত্তর: ক
১৪৬. যার চুল বা কেশ এলানো তাকে কী বলে?
ক. এলোকেশে
খ. এলোমেলো
গ. পাগল বেশ
ঘ. ছদ্মবেশ
উত্তর: ক
১৪৭. ‘কানুন’ শব্দের সমার্থক কোনটি?
ক. আইন
খ. নথি
গ. আদেশ
ঘ. হলফনামা
উত্তর: ক
১৪৮ বেদুঈন-এর সঙ্গে সম্পর্ক রয়েছে কোন দেশের?
ক. আরবের
খ. মিসরের
গ. ইরানের
ঘ. জাপানের
উত্তর: ক
ব্যাখ্যা: এরা যাযাবর জাতি।
১৪৯. পুরাণ কাহিনি অনুসারে মহর্ষি অত্রির ঔরসে কার জন্ম হয়?
ক. ভৃগুর
খ. দুর্বাসার
গ. নটরাজের
ঘ. ভীমের
উত্তর: খ
১৫০. ‘তান’ শব্দের অর্থ কী?
ক. সুরের বিস্তার
খ. গানের লয়
গ. নাটকের সংলাপ
ঘ. শোকগীতি
উত্তর: ক
১৫১. অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কী?
ক. ইউরিডিস
খ. নেফারতিতি
গ. অলকা
ঘ. কুন্তি
উত্তর: ক