এক কথায় প্রশ্নোত্তর
০১. জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? [ রাবি A ইউনিট; ২০১৯-২০]
উত্তর: যে গাভীর পরিচর্যা করবে- জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
০২. প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী ‘যে সাঁতার জানে না’ তাকে ভাসিয়ে রাখে।
০৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি গদ্যছন্দে রচিত।
০৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে কী ছিল?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল
০৫. ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কিংবদন্তি’ শব্দের অর্থ জনশ্রুতি।
০৬. জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
উত্তর: জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা।
০৭. তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কারণ তিনি কী ছিলেন?
উত্তর: তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কারণ তিনি ক্রীতদাস ছিলেন।
০৮. শস্যের সম্ভার কাকে-সমৃদ্ধ করবে?
উত্তর: যে কর্ষণ করে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।
০৯. যে কবিতা শুনতে জানে না, সে কার জন্য মরতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না সে সন্তানদের জন্য মরতে পারে না।
১০. ভালোবেসে কী আসে?
উত্তর: ভালোবেসে যুদ্ধ আসে।
১১. কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর: কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।
এর ১২. কবি ‘উচ্চারিত সত্যের মতো’ কিসের কথা বলেছেন?
উত্তর: কবি ‘উচ্চারিত সত্যের মতো’ স্বপ্নের কথা বলেছেন।
১৩. জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?
উত্তর: যে গাভীর পরিচর্যা করে।
১৪. প্রবহমান নদীর কথা কে বলতেন?
উত্তর: কবির মা প্রবহমান নদীর কথা বলতেন।
১৫. আমাদের সন্তানেরা কোথায় শুয়ে ঐতিহ্যের গল্প শোনে?
উত্তর: আমাদের সন্তানেরা মায়ের কোলে শুয়ে ঐতিহ্যের গল্প শোনে।
১৬. ভালোবাসা দিলে কে মরে যায়?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত ভালোবাসা দিলে মা মারা যায়।
১৭. যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্যে কী করতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্যে মরতে পারে না।
১৮. কবিতায় কী ধরনের সুন্দরের কথা বলা হয়েছে?
উত্তর: কবিতায় সশস্ত্র সুন্দরের কথা বলা হয়েছে।