খালাতো বোনকে বিবাহ করলে কী কী সুবিধা ও অসুবিধা?
একটা ও সুবিধা নাই। প্রেম করার জন্য শুবিধা থাকতে পারে যেহেতু বার বার দেখা হয় পারিবারিক একটা যোগাযোগ সব সময় থাকেই ।
কিন্ত বিয়ে করার ক্ষেত্রে সমস্যাই সমস্যা। খালাতো বোন, খালা এই সম্পর্ক গুলো বিয়ের পর আর থাকে না। সম্পর্ক গুলো হয়ে যায় দেনা – পাওনার। হিসাব নিকেষ এর। তাই আশাহত হওয়ার সম্ভাবনা অনেক বেশী । জামাই আদর পাবার বেলায় ও সম্ভাবনা অনেক বেশী যে আপনি পিছিয়ে থাকবেন কারণ আপনি ঘরের ছেলে, আবার দায়িত্ব পালনে আপনার থেকে প্রত্যাশা বেশী আপনি তো আগে থেকেই আপন জন।
মুসলিম দের মধ্যে জন্ম গত কমতি নিয়ে জন্মানো শিশুর সংখ্যা হিন্দু পপুলেশন থেকে বেশী এই একটি কারণে , আত্মীয়দের মধ্যে বিয়ে। জেনে শুনে আপনার ভবিষৎ প্রজন্ম কে এই বিপদে ফেলার ঝুকি টুকু না নেয়া কি উত্তম নয় ? তবে মায়ের দিকের আত্মীয় হতে বাবার দিকের আত্মীয় , চাচাত ভাই বোনের বিয়ে তে এই ঝুঁকি আরো বেশী।
খালা কে খালার মত থাকতে দেন, আপনার আজীবনের একজন শুভাকাঙ্খি, একটা আশ্রয় । খালাতো বোন বিয়ে করলে খালা সব সময় তার কন্যার পক্ষ নিবেন। খালাকে নিশ্চিত ভাবে হারাবেন। একটা বোন কে ও চির তরে হারাবেন।
এইটা একান্ত আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা ও বিবেচনা থেকে দেওয়া উত্তর। কেউ এই টা সঠিক মনে নাও করতে পারেন।
অনেকে আত্মীয়র মধ্যে বিয়ে করে ভালো আছে এমন উদাহরণ ও কম নেই।