ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২–২৩
২২. “মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত / আমি সেইদিন হব শান্ত” এখানে “ক্লান্ত” ও “শান্ত” শব্দদ্বয়ের প্রয়োগকে কী বলা হয়? [GST C ইউনিট (বাণিজ্য শাখা) – ২০২২-২৩]
ক. উপমা
খ. রূপক
গ. যমক
ঘ. অন্ত্যমিল
উত্তর: ঘ
ব্যাখ্যা: ছন্দ ও অন্ত্যমিল যেখানে শেষের শব্দ আগের পঙ্ক্তির শব্দের সাথে ছন্দে মেলে বা মিলে যায়, সেটাই হল অন্ত্যমিল।
২৩. “বিদ্রোহী” কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? [জাবি C ইউনিট ২০২২-২৩/
ক. ইস্রাফিলের
খ. অর্ফিয়াসের
গ. শ্যামের
ঘ. শুদ্ধ খওগ
উত্তর: ঘ
২৪. “বিদ্রোহী”- কবিতায় “অর্ফিয়াস” এর পিতা কে ছিলেন? [রাবি A ইউনিট (গ্রুপ – ১) ২০২২-২৩]
ক. জিউস
খ. ইগ্রাস
গ. প্রমেথিউস
ঘ. সিসিফাস
উত্তর: খ
২৫. ‘বিদ্রোহী’ কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম কী? [রাবি A ইউনিট ২০২২-২৩/
ক. ইন্দ্রানী
খ. তিয়াসা
গ. পূরবী
ঘ. অনসূয়া
উত্তর: ঘ
২৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? চিবি D1 ইউনিট ২০২২-২৩]
ক. সাম্যবাদী
খ. অগ্নিবীণা
গ. বিষের বাঁশী
ঘ. দোলন চাঁপা
উত্তর: খ
২৭. “বিদ্রোহী” কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? [বিএসসি ইন নার্সিং কোর্স – ২০২৩]
ক. ২০২০
খ. ২০২১
গ. ২০২২
ঘ. ২০১৯
উত্তর: গ
ব্যাখ্যা: “বিদ্রোহী” কবিতা প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে।
২৮. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হলো –
[BUP (FSSS ইউনিট) ২০২২-২৩]
ক. পুরাণ
খ. ইতিহাস
গ. ঐতিহ্য
ঘ. সবগুলো
উত্তর: ঘ
২৯. “বিদ্রোহী” কবিতায় তরবারি সদৃশ অস্ত্রবিশেষকে কী নামে অভিহিত করা হয়েছে? সাত কলেজ বিজ্ঞান ইউনিট ২০২২-২৩/
ক. খড়গ
খ. কৃপাণ
গ. কুঠার
ঘ. হল
উত্তর: খ
৩০. ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [চবি মানবিক ইউনিট ২০২২-২৩
ক. বিজলী
খ. সওগাত
গ. মোসলেম ভারত
ঘ. প্রবাসী
উত্তর: ক
৩১. “এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ-তূর্য” এখানে কবির কোন সত্তা
প্রকাশিত হয়েছে? [সাত কলেজ বিজ্ঞান ইউনিট ২০২২-২৩]
ক. প্রেম ও দ্রোহ
গ. বিদ্রোহী ও অত্যাচারিত
খ. বিদ্রোহী ও বংশীবাদক
ঘ. বিদ্রোহী ও যোদ্ধা
উত্তর: ক
৩২. বলরামের অস্ত্র কোনটি? [ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ২০২২-২৩/
ক. কুঠার
খ. ত্রিশূল
গ. খড়ুগ
ঘ. হল
উত্তর: ঘ
পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
৩৫. ‘বিদ্রোহী’ কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কীসের?
ক. এলানো কেশের
খ. আইনের
গ. মহাপ্রলয়ের
ঘ. নটরাজের নৃত্যের
উত্তর: ক
৩৬. ‘সুত’ শব্দের অর্থ কী?
ক. সুতা
খ. পুত্র
গ. স্রোত
ঘ. তন্তু
উত্তর: খ
৩৭. নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন?
ক. ধূর্জটি
খ. পিণাক-পাণি
গ. ধর্মরাজ
ঘ. রুদ্র
উত্তর: ঘ
ব্যাখ্যা: মহাদেব বা শিবের আরেকটি নাম হচ্ছে ধূর্জটি। জটাধারী শিবের জট ধূম্ররূপী বলে তাকে ধূর্জটি বলা হয়। পিণাক হলো ভগবান শিবের ধনুকের নাম। ধর্মরাজ, যিনি নরকের অধীশ্বর দেবতা এবং দেবগণের মধ্যে সবচেয়ে পুণ্যবান। আর রুদ্র দিয়ে উজ্জ্বল গ্রীষ্মকাল বুঝিয়েছেন।
৩৮. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছে?
ক. বিশ্বামিত্র
খ. ইন্দ্রাণী
গ. দুর্বাশা
ঘ. পরশুরাম
উত্তর: ক
৩৯. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন?
ক. দুর্বাসা
খ. ইন্দ্রাণী
গ. বিশ্বামিত্র
ঘ. প্রভঞ্জল
উত্তর: খ
৪০. “বিদ্রোহী” কবিতায় ‘প্রণবনাদ’ বলতে কি বোঝানো হয়েছে?
ক. ওঙ্কার ধ্বনি
খ. করুণ কান্না
গ. ঐকতান
ঘ. মহাশব্দ
উত্তর: ক
৪১. “শির নেহারি আমারি, নতশির ঐ শিখর হিমাদ্রির!” – চরণটিতে মূলত কী প্রকাশ পেয়েছে?
ক. তীব্র আত্মবিশ্বাস
গ. প্রবল অহংকার
খ. চরম দুঃসাহস
ঘ. বিপুল প্রত্যাশা
উত্তর: ক
৪২. কবি নজরুল দাবানল হয়ে কী দাহন করবেন?
ক. শ্মশান
খ. লোকালয়
গ. বিশ্ব
ঘ. হিমাদ্রি
উত্তর: গ
………………………………..
৪৪. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯২১ সালে
খ. ১৯২২ সালে
গ. ১৯২৩ সালে
ঘ. ১৯২৪ সালে
উত্তর: খ
৪৫. ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
ক. দ্বিতীয়
খ. তৃতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
উত্তর: ক
৪৬. কোন যুগে ‘বিদ্রোহী’ কবিতার মধ্য দিয়ে এক প্রাতিন্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে।
ক. প্রাচীন যুগে
গ. মাইকেলযুগে
খ. মধ্যযুগে
ঘ. রবীন্দ্রযুগে
উত্তর: ঘ
৪৭. ‘এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ’। এখানে এ কবিতা বলতে কোন কবিতাকে বোঝানো হয়েছে?
ক. বিদ্রোহী
খ. মানুষ
গ. সাম্যবাদী
ঘ. ইন্দ্রনীল
উত্তর: ক
৪৮. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
ক. বঞ্চিতের
খ. বিধবার
গ. পরশুরামের
ঘ. ইস্রাফিলের
উত্তর: খ
৪৯. ‘বিদ্রোহ’ কবিতার মূল শিক্ষা কী?
ক অন্যায়ের সাথে আপস করা
খ. অন্যায়কারীকে হত্যা করা
গ. ক্ষমতাসীনদের ধ্বংস করা
ঘ. অন্যায়ের প্রতিবিধানে সর্বদা সোচ্চার হওয়া
উত্তর: ঘ
ব্যাখ্যা: কবিতায় ঔপনিবেশিক শাসকদের অত্যাচার ও অধিকার হননের প্রতিবাদ করা হয়েছে।
৫০. ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে কোন সময়কে নির্দেশ করে?
ক. পাল যুগ
খ. সেন যুগ
গ. মোগল শাসনামল
ঘ. ইংরেজ শাসনামল
উত্তর: ঘ
৫১. ‘বিদ্রোহী’ কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে?
ক. অত্যাচারের অবসান
খ. অন্যায়ের শাস্তি বিধান
গ. অত্যাচারীর নাশ
ঘ. পরাধীনতার অবসান
উত্তর: ক
৫২. ‘বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
ক. বল বীর
খ. বল উন্নত মম শির
গ. আমি দুর্বার
ঘ. বিদ্রোহী রণক্লান্ত
উত্তর: ক
৫৩. কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
ক. হিমালয় শিখর
খ. পৃথিবীর মানুষ
গ. পৃথিবীর বৃক্ষরাজি
ঘ. অত্যাচারী শাসককুল
উত্তর: ক
৫৪. কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
ক. নিখিল পৃথ্বীর
খ. বিশ্ব বিধাতৃর
গ. মহা-প্রলয়ের
ঘ. শিখর হিমাদ্রির
উত্তর: গ
৫৫. কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন?
ক. আশীর্বাদ
খ. অভিশাপ
গ. শান্তির দূত
ঘ. দীর্ঘশ্বাস
উত্তর: খ
৫৬. কবি সব ভেঙেচুরে চুরমার করেন কেন?
ক. তিনি অশান্ত বলে
খ. নতুনের আবাহনে
গ. ক্ষমতা প্রদর্শনের জন্য
ঘ. তিনি অভিশপ্ত হওয়ায়
উত্তর: খ
৫৭. যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন?
ক. দলে যান
খ. ভেঙে যান
গ. পিষে যান
ঘ. মেনে নেন
উত্তর: ক
৫৮. কবি কী মানেন না?
ক. বাধাবিপত্তি
খ. ধর্মীয় রীতিনীতি
গ. শাসন-বারণ
ঘ. কোনো আইন
উত্তর: ঘ
৫৯. কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
ক. ভয়ংকর
খ. বিধ্বংসী
গ. এলোকেশে
ঘ. বিদ্রোহী
উত্তর: গ
৬০. কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
ক. বিশ্ব-বিধাতার
খ. ভারত-মাতার
গ. জন্মভূমির
ঘ. স্বীয় ধর্মের
উত্তর: ক
৬১. ইন্দ্রাণী-সুত কে?
ক. দুর্বাসা
খ. জয়ন্ত
গ. ধূর্জটি
ঘ. শ্যাম
উত্তর: খ
৬২. ইন্দ্রাণী-সুতের হাতে কী?
ক. চাঁদ
খ. তারা
গ. সূর্য
ঘ. গ্রহ
উত্তর: ক
৬৩. কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, অন্য হাতে কী?
ক. ইস্রাফিলের শিঙ্গা
খ. পরশুরামের কুঠার
গ. রণ-তূর্য
ঘ. খড়গ-কৃপাণ
উত্তর: গ
৬৪. কবি নিজেকে বেদুঈন বলেছেন কেন?
ক. বেদুঈন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
খ. বেদুঈনরা যাযাবর বলে
গ. নিজেকে বেদুঈনদের মতো যোদ্ধা মনে করায়
ঘ. বেদুঈনদের ভালোবাসতেন বলে
উত্তর: গ
৬৫. কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?
ক. অহংকারী বলে
গ. শক্তিশালী বলে
খ. বিদ্রোহী বলে
ঘ. আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে
উত্তর: ঘ
৬৬. নজরুল দাবানল হয়ে কী দাহ করবেন?
ক. লোকালয়
খ. শ্মশান
গ. বিশ্ব
ঘ. হিমাদ্রি
উত্তর: গ
৬৭. কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন?
ক. পিণাক-পাণির
খ. ধর্মরাজের
গ. ইস্রাফিলের
ঘ. অর্ফিয়াসের
উত্তর: ক
১০৬. ‘প্রণব-নাদ’ অর্থ কী?
ক. ওঙ্কার ধ্বনি
খ. প্রচণ্ড শব্দ
গ. ধ্বংসের বার্তা
ঘ. বিধ্বংসী শিঙার সুর
উত্তর: ক
১০৭. দুর্বাসা কেমন স্বভাববিশিষ্ট মুনি ছিলেন?
ক. সদাহাস্য
খ. কোপন
গ. গুরুগম্ভীর
ঘ. অস্থির
উত্তর: খ
ব্যাখ্যা: কোপন স্বভাব বলতে বোঝায় রুক্ষভাব বা বদমেজাজি স্বভাবকে।
১০৮. দুর্বাসার পিতার নাম কী?
ক. মহর্ষি কপিল
খ. মহর্ষি বিশ্বামিত্র
গ. মহর্ষি অত্রি
ঘ. মহর্ষি উষাণা
উত্তর: গ
১০৯. কে ক্ষত্রিয়কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন?
ক. দুর্বাসা
খ. অত্রি
গ. প্রণব
ঘ. বিশ্বামিত্র
উত্তর: ঘ
১১০. ‘নিদাঘ’ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. হেমন্ত
উত্তর: ক
১১১. গ্রিক পুরাণের গানের দেবতা কে?
ক. অর্ফিয়াস
খ. এ্যাপোলো
গ. ইগ্রাস
ঘ. জিউস
উত্তর: খ
১১২. ইগ্রাস কোথাকার রাজা ছিলেন?
ক. ইথাকার
খ. স্পার্টার
গ. থ্রেসের
ঘ. এথেন্সের
উত্তর: গ
১১৩. অর্ফিয়াসের মায়ের নাম কী?
ক. মিউজ ক্যাল্লোপি
খ. ইগ্রাস
গ. এথিনা
ঘ. নেমেসিস
উত্তর: ক
১১৪. অর্ফিয়াস কীভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন?
ক. গান গেয়ে
খ. সুরের ইন্দ্রজাল বিস্তার করে
গ. শারীরিক সৌন্দর্য দেখিয়ে
ঘ. অর্থবিত্তের লোভ দেখিয়ে
উত্তর: খ
১১৫. হাবিয়া কী?
ক. সাতটি দোজখের একটির নাম
খ. আটটি বেহেশতের একটির নাম
গ. বেহেশতের একটি নদীর নাম
ঘ. দোজখের প্রধান দ্বার
উত্তর: ক
১১৬. পরশুরাম বিষ্ণুর কততম অবতার?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. চতুর্থ
ঘ. ষষ্ঠ
উত্তর: ঘ
১১৭. কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃহত্যা করেন?
ক. রাজার
খ. পিতার
গ. দেবতার
ঘ. গুরুর
উত্তর: খ
১১৮. পরশুরামের মায়ের নাম কী?
ক. অনুসূয়া
খ. রেণুকা
গ. অদিতি
ঘ. ইন্দ্রাণী
উত্তর: খ
১১৯. পরশুরামের নামকরণের কারণ কী?
ক. অস্ত্র হিসেবে পরশু ধারণ করা
খ. পরশু সঙ্গে নিয়ে চলা
গ. আজ্ঞাবাহী হওয়া
ঘ. রামকে জয় করা
উত্তর: ক
ব্যাখ্যা: ‘পরশু’ শব্দের অর্থ ‘কুঠার’।
১২০. পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন?
ক. একান্ন বার
খ. এগারো বার
গ. একুশ বার
ঘ. একত্রিশ বার
উত্তর: গ
১২১. ‘হল’ শব্দের অর্থ কী?
ক. পাহাড়
খ. কুঠার
গ. লাঙল
ঘ. কাস্তে
উত্তর: গ
১২২. খড়ুগ কী?
ক. যন্ত্রবিশেষ
খ. অস্ত্রবিশেষ
গ. খাদ্যবিশেষ
ঘ. সাজাবিশেষ
উত্তর: খ
১২৩. খড়ুগ কী কাজে ব্যবহৃত হয়?
ক. কোনো কিছু কর্তন করতে
খ. যুদ্ধ করতে
গ. বলিদান করতে
ঘ. যজ্ঞ করতে
উত্তর: গ
১২৪. বৈমাত্রেয় ভ্রাতা মানে কী?
ক. আপন ভাই
খ. সৎভাই
গ.চাচাতো ভাই
ঘ. জ্ঞাতি ভাই
উত্তর: খ
১২৫. পরশুরাম তার মা-বাবার কততম পুত্র?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তর: গ
১২৬. পরশুরামের পিতার নাম কী?
ক. দুর্বাসা
খ. বিশ্বামিত্র
গ. বলরাম
ঘ. জমদগ্নি
উত্তর: ঘ
১২৭. কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না?
ক. হলাহল
খ. তরবারি
গ. গদা
ঘ. খড়গ-কৃপাণ
উত্তর: ঘ
১২৮. নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে?
ক. মহাবিপ্লব
খ. মহাপ্রলয়
গ. মহাশ্মশান
ঘ. মহাকাল
ব্যাখ্যা: এই প্রলয়কালে সৃষ্টির দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটে।
উত্তর: খ
১২৯. ‘বিদ্রোহী’ কবিতায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্রকে কোন শব্দে
প্রকাশ করা হয়েছে?
ক. মাইন
খ. টর্পেডো
গ. মহাপ্রলয়
ঘ. ভীম
উত্তর: খ
১৩০. কবি কোন বৈশাখীর এলোকেশে ঝড়?
ক. শুভ্র-বৈশাখীর
খ. তপ্ত-বৈশাখীর
গ. অকাল-বৈশাখীর
ঘ. নম্র-বৈশাখীর
উত্তর: গ
১৩১. ‘ডমরু’ বলতে কী বোঝায়?
ক. একধরনের গোল অস্ত্র
খ. ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র
গ. ডুমুর গাছের ফল
ঘ. একটি জাতি-গোষ্ঠীর নাম
উত্তর: খ
১৩২. ‘আমি চক্র ও মহাশঙ্খ, আমি …………. প্রচণ্ড!’ শূন্যস্থানে কী হবে?
ক. বিপ্লব
খ. উল্লাস
গ. প্রণব-নাদ
ঘ. ধর্মত্রিশূল
উত্তর: গ
১৩৩. ‘শিখর হিমাদ্রির’ সবচেয়ে সহজ অর্থ কোনটি?
ক. হিমালয়ের শীর্ষচূড়া
খ. হিমালয়ের শিখা
গ. হিমালয়ের পাদদেশ
ঘ. হিমালয়ের বিস্তার
উত্তর: ক
১৩৪. কবি নিজেকে কার ‘মরম-বেদনা’ হিসেবে পরিচয় দিয়েছেন?
ক. অভিমানীর
খ. সম্মানীর
গ. অবমানিতের
ঘ. উদাসিনীর
উত্তর: গ
১৩৫. চেঙ্গিস-এর পুরো নাম কী?
ক. চেঙ্গিস খান
খ. চেঙ্গিস শেঠ
গ. চেঙ্গিস শাহ আপনার
ঘ. জন চেঙ্গিস
উত্তর: ক
১৩৬. ‘হা-হুতাশ করে যে’ কবিতার কোন শব্দটিকে নির্দেশ করে?
ক. হুতাশী
খ. অবসান
গ. পুরবী
ঘ. উতলা
উত্তর: ক
১৩৭. যন্ত্রসংগীতের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কার?
ক. নটরাজ
খ. জয়ন্ত
গ. অর্ফিয়াসের
ঘ. বলরামের
উত্তর: গ
১৩৮. অর্ফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন কী করে?
ক. সুরের জাল বিস্তার করে
খ. ইন্দ্রজাল বিস্তার করে
গ. আধিপত্য বিস্তার করে
ঘ. দেবতাদের অনুরোধ করে
উত্তর: ক
১৩৯. ‘হাবিয়া দোজখ’ কয়টি দোজখের অন্যতম একটি?
ক. সাতটি
খ. নয়টি
গ. পাঁচটি
ঘ. আটটি
উত্তর: ক
১৪০. ‘পরশু’ কথাটির মানে কী?
ক. কুঠার
খ. প্রাণী
গ. বৃক্ষ
ঘ. নদী
উত্তর: ক
১৪১. পরশুরাম মৃত মাকে বাঁচিয়ে তোলেন কীভাবে?
ক. সাধনাবলে
খ. মন্ত্রবলে
গ. ধৈর্যবলে
ঘ. শক্তি দ্বারা
উত্তর: ক
১৪২. উদাসীর মনের সঙ্গে মিল রয়েছে কোনটির?
ক. আবদ্ধ
খ. উন্মন
গ. উল্লসিত
ঘ. প্রশান্ত
উত্তর: খ
১৪৩. বিশ্বামিত্র কঠোর তপস্যার ফলে কী লাভ করেন?
ক. নাগরিকত্ব
খ. দেবত্ব
গ. ব্রাহ্মণত্ব
ঘ. সর্বজাতে কর্তৃত্ব
উত্তর: গ
১৪৪. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাকে পিণাক-পাণির ডমরু ত্রিশূলের সঙ্গে তুলনা করেছেন?
ক. সূর্যকে
খ. চন্দ্রকে
গ. দেবতাকে
ঘ. নিজেকে
উত্তর: ঘ
১৪৫. কবি কেমন নিদাঘ-তিয়াসার কথা বলেছেন?
ক. আকুল
খ. ব্যাকুল
গ. অনুকূল
ঘ. প্রতিকূল
উত্তর: ক
১৪৬. যার চুল বা কেশ এলানো তাকে কী বলে?
ক. এলোকেশে
খ. এলোমেলো
গ. পাগল বেশ
ঘ. ছদ্মবেশ
উত্তর: ক
১৪৭. ‘কানুন’ শব্দের সমার্থক কোনটি?
ক. আইন
খ. নথি
গ. আদেশ
ঘ. হলফনামা
উত্তর: ক
১৪৮ বেদুঈন-এর সঙ্গে সম্পর্ক রয়েছে কোন দেশের?
ক. আরবের
খ. মিসরের
গ. ইরানের
ঘ. জাপানের
উত্তর: ক
ব্যাখ্যা: এরা যাযাবর জাতি।
১৪৯. পুরাণ কাহিনি অনুসারে মহর্ষি অত্রির ঔরসে কার জন্ম হয়?
ক. ভৃগুর
খ. দুর্বাসার
গ. নটরাজের
ঘ. ভীমের
উত্তর: খ
১৫০. ‘তান’ শব্দের অর্থ কী?
ক. সুরের বিস্তার
খ. গানের লয়
গ. নাটকের সংলাপ
ঘ. শোকগীতি
উত্তর: ক
১৫১. অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কী?
ক. ইউরিডিস
খ. নেফারতিতি
গ. অলকা
ঘ. কুন্তি
উত্তর: ক