বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস
বাবাকে বলে রেখেছিলাম আমার জন্য একটা একটু বোকা ছেলে খুঁজে বের করতে। আমি বোকা পাত্রই চাই।আমার এক খালা বলেছিল – বোকা ছেলেরা খুব বউয়ের কথা শুনে। আমিও তাই চেয়েছিলাম।
বাবা খুঁজে পায়নি।আমিই অনেক খুঁজে বের করলাম একজনকে। সজীবকে – আমার স্বামী। সমস্যা হলো সে কথা শুনে, তবে আমার চেয়ে তার মায়ের।
বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম আমি যা ই বলি, সে তার মাকে আগে জিজ্ঞেস করবে। ওনি হ্যাঁ বললে হ্যাঁ আর না বললেই না।
আমি নীলা। খুব ছোটবেলা থেকেই স্বাধীনচেতা। বাবা মার আদরে দিশেহারা।আমার কথা মতই আমার বাসায় বেশীর ভাগ জিনিস হতো। তিন ভাইয়ের এক বোন আমি।
শ্বশুর বাড়িতে আবার সবকিছু শ্বাশুরির কথা মত। দুই দেবর আছে। ননদদের বিয়ে হয়ে গেছে। একই এলাকায় থাকে। মায়ের কাছাকাছি।
আমার সংসার শুরুই হয়েছে শ্বাশুরির ওপর বিরক্তি নিয়ে।আমি চেয়েছিলাম বৌভাতে অফ হোয়াইট শাড়ী পরবো। কিন্ত ওনি ওনার পছন্দের সিদূর লাল শাড়ী পাঠিয়েছিলেন। আর আমার বোকা পাত্র কিছুই বলতে ও করতে পারলো না।
আমি শুরু থেকেই ওনার দোষ ধরতে আরম্ভ করলাম। ওনিও ওনার অনেক মতামত আমার ওপর চাপিয়ে দিতে থাকলেন। তবে ওনি ভাল বললেও আমার ভাল লাগতো না। আমরা আসলে এক বনে দুই রাজা হওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠলাম।
আমার শ্বশুরবাড়িতে একটা বড় বারান্দা আছে। খুব সুন্দর। কিন্ত সে জায়গাটা আমার শ্বাশুরি একটা রুমের মত ব্যবহার করেন। একটা ছোট্ট পুরনো খাট আছে। ছোট দুইটা সোফা ও একটা টেবিল। প্রায়ই ওনার খালাতো,মামাতো বোন, ছোটবেলার বান্ধবী ও গ্রামের অসুস্থ আত্বীয়স্বজন আসেন। সেখানে বসে ওনি খুব গল্প করেন। খাওয়া দাওয়া চলে।আমার শ্বশুর ব্যস্ত ওনার ব্যবসা নিয়ে।আর ওনি আছেন ওনার সামাজিকতা নিয়ে। আমাকেই যে একা সব করতে হয়, তা না। কিন্ত ওনার কথামতো অনেক কাজই করতে হয়। বেশী বিরক্ত লাগে যখন গ্রাম থেকে ঢাকায় ডাক্তার দেখাতে আসে বা বিদেশ যাবে এখান থেকে এয়ারপোর্ট যাবে। আমি খুব রাগ করে থাকি মনে মনে কিন্ত অতিথিদের বুঝতে দেই না।বাসাটায় মেহমান লেগেই থাকে।
ওনি অবশ্য আমাকেও বলেন আমার বন্ধু বান্ধব বা আপনজনকে ডাকতে। কিন্ত আমি তো ওনার কথা শুনে কাজ করার মানুষ না।
আমার শ্বাশুরির মত এই বিছানাটাও আমি সহ্য করতে পারি না। সজীবকে বহুবার বলেছি – এই বিছানাটা সরিয়ে ফেলো।সে শুধু বলে – আচ্ছা। আম্মাকে বলে দেখি। কাজের কাজ কিছুই হয় নাই।
একবার আমরা ওদের গ্রামে গেলাম এক আত্বীয়ের বিয়েতে। দুইজন বয়স্ক খালা এসে আমাকে জড়িয়ে ধরলেন। কৃতঙ্গতা প্রকাশ করলেন ওনাদের যত্ন নিয়েছি বলে যখন ওনারা ঢাকায় এসেছিল ডাক্তার দেখাতে।
আমার খুব প্রশংসা করলেন অনেকের কাছে। আমি তো খুব অবাক। এত অল্পতেই মানুষকে খুশি করা যায়! আমি তো তেমন কিছুই করি নাই।বেশীরভাগ করেছেন আমার শ্বাশুরি।কত বিরক্তি নিয়ে ওনার পাশে ছিলাম শুধু।
বাবার বাড়ি গিয়েছিলাম নারায়ণগঞ্জে এক সপ্তাহ থেকে ফিরেছি রাতে। মার শরীরটা ভাল না। মনটা ভাল না।
শ্বাশুরির সাথে টুকটাক কথা বলছিলাম। ওনি বললেন – তুমি সাথে করে নিয়ে আসতে।
– নাহ্। মা আসবেনা।
দুইদিন পরই হঠাৎ শ্বাশুরি বললেন – নীলা, ঐ ঘরটা একটু গুছিয়ে রেখতো।
-কেন, আম্মা? কেউ কি আসবে?
– হুম।আমার এক বোন আসবে। থাকবে কিছুদিন।
বলেই ওনি আর আমার শ্বশুর বেরিয়ে গেলেন। আমি তো রেগে আগুন। ইচ্ছামত সজীবের সাথে ঝগড়া করলাম। হয় এই অপ্রয়োজনীয় বিছানা বাসা থেকে বের করবে আর না হয় আমি। আর ভাল লাগেনা।
ঠিক মাগরিবের সময় দরজায় কড়া নাড়ছে। আমি তো দরজা খুলেই অবাক।
-মা! তুমি!!
– দেখ্ না, তোর শ্বশুর শ্বাশুরি গিয়ে জোর করে নিয়ে আসলো। আমাকে ঢাকায় তোর কাছে রেখে বড় ডাক্তার দেখাবে। কি পাগলামি।
আমি খুশিতে আমার শ্বাশুরিকে জড়িয়ে ধরলাম।ভালবাসায় – কৃতজ্ঞতায়।
আমার মা একমাস এগারদিন আমার কাছে থেকে ডাক্তার দেখিয়ে সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন। আমরা মা -মেয়ে কত রাত যে জেগে, চা খেয়ে গল্প করেছি বারান্দার এই বিছানাটায়।
জীবনে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন বুঝেছি অনেক পরে। যখন নিজের কাধে এসে পরলো, তখন।
সজীব বললো – নীলা, বিছানাটা কবে বের করবো?
– খুব তাড়াতাড়ি। কিন্ত আরেকটা নতুন সুন্দর বিছানা এখানে রাখবো।
ছোটগল্প
বোধ
বিয়ে নিয়ে গল্পের লিংক রিভিউ
—————————
আমাকে বিয়ে করানো নিয়ে বাসায় জরুরি মিটিং চলছে। মিটিং এর সভাপতি করা হয়েছে আমার বাবাকে।মিটিং এ আমাদের কয়েকজন নিকট আত্মীয়ও উপস্থিত হয়েছেন।এই মিটিং ডেকেছেন আমার বড় বোন।যে ভাবেই হোক উনি আমাকে বিয়ে দিয়েই ছাড়বেন।কারণ উনার ধারণা আমার মাথায় সমস্যা আছে।আর এই সমস্যার কারণেই আমি নাকি জীবন সম্পর্কে উদাসীন।উনার বিশ্বাস অল্প কিছুদিনের মধ্যে আমি সম্পূর্ণ পাগল হয়ে যাব।তারপর আমি রাস্তায় রাস্তায় বেলি ড্যান্স দিয়ে পয়সা উপার্জন করব।উনার মাথায় কেন এই চিন্তা এসেছে তা আমি জানিনা।
মিটিং এর শুরুতেই আপা তার স্বামী কামাল সাহেবকে সূচনা বক্তব্য রাখতে আমন্ত্রণ জানালেন। দুলাভাই খুক খুক করে দুটো কাশি দিয়ে তার বক্তব্য শুরু করলেন,
-সম্মানিত সভাপতি সহ উপস্থিত সবাইকে আমার সালাম।আসসালামুআলাইকুম।আমার শ্যালক দিপুর বিবাহের বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।আমাকে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে।সেজন্য আমি আমার স্ত্রী পপি বেগমকে,অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।আমি আরও ধন্যবাদ জানাচ্ছি….
আমার মামি বিরক্ত হয়ে দুলাভাইকে থামিয়ে দিয়ে বললেন,
-কামাল মিয়া কথা বেশি প্যাঁচাইও না।আমাদের সময়ের মূল্য আছে।যা বলবা সংক্ষেপে বলবা,ঠিক আছে ?
-জি মামি।তা যা বলছিলাম,আমরা সবাই জানি বিবাহ একটি অতি গুরুত্বপূর্ণ কাজ।পৃথিবীর সবারই বিবাহ করা উচিত।কারণ বিবাহ ছাড়া জীবন একদম অন্ধকার।তাইতো কবি বলেছেন
যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি
আশু গৃহে তার দেখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি।
অর্থাৎ বিয়ে না করলে ঘরে বাতি জ্বলবে না। ঘর অন্ধকারে ডুবে থাকবে।মোমের বাতি জ্বালাইলেও তখন কাজ হবে না।
মিটিং এ উপস্থিত সবাই দুলাভাই এর কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন।কারও মুখে কোনো কথা নাই।মনে হলো সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন।কিছুক্ষণ পর আমার মামি চোখ-মুখ কুঁচকে দুলাভাই এর দিকে তাকিয়ে বললেন,
-জামাই তুমি এটা কি উদাহরণ দিলা ? এই কবিতার সাথে বিবাহের কি সম্পর্ক ! শোনো, তুমি এসব উল্টা-পাল্টা উদাহরণ দিয়া মানুষের মাথায় প্যাঁচ লাগাইয়া দিও না।আর তোমারে না বলছি,কথা সংক্ষেপ করতে ?
দুলাভাই আবারও খুক খুক করে দুবার কেশে বললেন,
-জি মামি,সংক্ষেপে বলছি।আমি এবং আমার স্ত্রী পপি বেগম দিপুর বিবাহের জন্য পাত্রী নির্বাচনের দায়িত্ব পেয়েছি।এর জন্য আমাদের অনেক গবেষণা করতে হচ্ছে, জরিপ করতে হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ করতে হচ্ছে।বিবাহের জন্য পাত্রী বাছাই করা আসলেই খুবই জটিল একটি কাজ।এ প্রসঙ্গে কবি বলেছেন,
ঐ দেখা যায় তাল গাছ,
ঐ আমাদের গা।
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।
এবার মামি আর দুলাভাই এর দিকে তাকালেন না।তিনি ভুরু কুঁচকে আপার দিকে তাকালেন।তারপর বললেন,
-পপি তুই এর ব্যাটারে সহ্য করিস কেমনে ? এ তো কথা কয় একটা,আর উদাহরণ দেয় আরেকটা।এর মাথায় তো জটিল সমস্যা আছে।তুই এরে তাড়াতাড়ি ডাক্তার দেখা।না হলে এই গাধা,সবারে পাগলা বানায় ছাড়বে।
আপা চোখ গরম করে দুলাভাই এর দিকে তাকালেন।দুলাভাই ভয়ে ঢোক গিলে আপার দিকে তাকিয়ে বললেন,
-সরি,আসলে আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম।আ…
-খবরদার,তুমি আর একটা কথাও বলবা না।চুপ করে বসে থাকো।
আপার ধমক খেয়ে দুলাভাই মুখ অন্ধকার করে বসে পড়লেন।দুলাভাই বসতেই আপা সবার উদ্দেশ্যে তার বক্তব্য শুরু করলেন,
-দিপুর বিবাহের বিষয়ে আলোচনার জন্য আজ আমরা একত্র হয়েছি।সবাই মিলে এই হারামজাদাকে জিজ্ঞেস করেন,ওর সমস্যা কি ? ওকি বিয়ে করবে,কি করবে না ? কারণ আমি ওর জন্য যে মেয়েকেই খুঁজে আনছি, সেই মেয়েকেই হারামজাদা বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল করে দিচ্ছে।কোনো মেয়েকেই সে পছন্দ করছে না।হারামজাদার ভাব দেখে মনে হচ্ছে সে মোগল সম্রাট।
আমি বসা থেকে দাঁড়িয়ে নরম সুরে বললাম,
-আপা শোনো, তোমার কথা বলার স্টাইল খুবই খারাপ।তুমি বোন হয়ে ভাইকে বারবার হারামজাদা বলে সম্বোধন করছ।এটা কিন্তু খুবই আপত্তিকর।তোমার আসলে ভাষার শালীন ব্যবহার শেখা উচিত।
-কি বললি ? আমার ভাষা খারাপ ? তোর মতো পাগলের কাছ থেকে এখন আমার ভাষার ব্যবহার শিখতে হবে ? তুই কি রবীন্দ্রনাথ ?
-আপা দেখো,আমি তোমার সাথে কত সুন্দর করে কথা বলছি।অথচ তুমি আমাকে অপমান করে কথা বলছ।এটা পরিহার করো।
-শোন,কথায় কথায় মানুষের ভুল ধরবি না,আর কথায় কথায় মানুষকে উপদেশ দিবি না।
-আচ্ছা আর ভুল ধরব না।আর উপদেশ দিব না।তুমি যা বলছিলে বলো।
আপা আবার তার বক্তব্য আবার শুরু করলেন,
-এবার আমি যে মেয়েটিকে খুঁজে এনেছি,সে একটি অসাধারণ মেয়ে।আপনারা সবাই আগে মেয়েটির ছবি ভালো করে দেখুন।
এই বলে আপা কয়েকটি ছবি বের করল।একে একে সবাই ছবিগুলো দেখল।আপা সবার উদ্দেশে প্রশ্ন করলেন।
-মেয়ে কেমন দেখলেন ?
সবাই প্রায় একসাথে বলে উঠলেন,অসাধারণ।
-আসলেই অসাধারণ।মেয়ের নাম মলি।ও আমার বান্ধবীর ছোট বোন।এবার বিসিএস দিয়ে রামগড় সরকারি কলেজে শিক্ষক হিসেবে ঢুকেছে।
এই কথা শোনা মাত্র হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখার পাগল আমার খালা উচ্ছ্বসিত হয়ে বললেন,
-কেয়া বলা ? রামগড় ! শোলে সিনেমা কি রামগড় ! বাসন্তী কি রামগড় ! শোন,দিপু এই মেয়েকে অবশ্যই শাদি করেগি।আমি সবাইকে গর্ব করে বলেগা,মেরা বেটেনে রামগড় কো সাদি কিয়া।
আমি খালার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম।এরপর নরম সুরে বললাম,
-খালা,এটা শোলে সিনেমার রামগড় না।এই রামগড় আমাদের খাগড়াছড়ি জেলায় অবস্থিত।
-কেয়া বলছিস তুই ! এ বাসন্তীকি রামগড় নেহি ?
-খালা শোনো,তুমি একটু হিন্দি সিনেমা-সিরিয়াল দেখা কমাও।প্লিজ,এভাবে কথায় কথায় হিন্দি ভাষায় কথা বলবা না।
-কিউ মেরা হিন্দি শুনে তেরা পাছোমে আগুন লাগ গেয়ি ? তু মুজে হিংসা করতাহে ?
-না খালা কোথাও আগুন লাগেনি।আসলে তুমি অশুদ্ধ হিন্দি বলছ।তোমার বাক্য গঠন ভুল হচ্ছে।তাই তোমাকে হিন্দি বলতে মানা করছি।কোনো ভাষায় কথা বলতে হলে, আগে সে ভাষা ভালো করে শেখা উচিত,তাই না ?
-হারামজাদে,তুই মুজকো উপদেশ দিবি না।
-খালা,আমি তোমাকে উপদেশ দিচ্ছি না।আমি শুধু তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছি।তুমি খুবই হাস্যকর ভাবে হিন্দি বলছো।
দেখলাম খালা আমার কথায় মুখ কালো করে ফেললেন।তা দেখে আপা আমাকে ধমক দিয়ে বললেন,
-দিপু শোন,তুই কিন্তু খালার সাথে বেয়াদবি করছিস।আমরা এখানে তোর বিয়ে নিয়ে আলোচনা করতে বসেছি, হিন্দি ভাষা নিয়ে না।আমি বুঝতে পারছি,তুই আসলে বারবার বিয়ের প্রসঙ্গ পাল্টে কথা অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিস।
-সরি আপা।
-শোন,মেয়েটা খুবই লক্ষ্মী।আমি লিখে দিতে পারি,এই মেয়ে কখনো স্বামীর সাথে ঝগড়া করবে না।তোর একে বিয়ে করা উচিত।
-আপা শোনো আমি কোনো ভাবেই লক্ষ্মী মেয়ে বিয়ে করব না।বউ যদি ঝগড়া না করে,তাহলে তো দাম্পত্য জীবন ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে।আমি ঝগড়া করা বউ চাই।
আপা ভুরু কুঁচকে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন।তারপর বললেন,
-শোন,ছবিতে যেমন দেখছিস,মলি সামনাসামনি তার চেয়েও সুন্দর।ও এত সুন্দর যে রাস্তা দিয়ে হেটে গেলে সবাই তাকিয়ে থাকে।
-আপা,আমি কোনো সুন্দর মেয়ে বিয়ে করব না।
-সুন্দর মেয়ের সমস্যা কি ?
-অনেক সমস্যা।প্রধান সমস্যা হলো,আমি ততটা সুন্দর না।এ অবস্থায় আমি সুন্দর বউ নিয়ে রাস্তায় বের হলে, সবাই বলবে দেখ,ঐ যে পরির সাথে এক হনুমান যায়।এই অপমান আমি নিতে পারব না আপা।
-ফালতু যুক্তি দিবি না।তুই জানিস এই মেয়ের গানের গলা কতো সুন্দর ! দেখবি প্রতিদিন তোকে সুন্দর সুন্দর গান শোনাবে।
-আপা আমি কি গান শুনার জন্য বিয়ে করছি ? শোনো, আমি এমনিতেই খুব একটা গান শুনি না।আর যদি কখনো গান শোনার ইচ্ছে হয়, তা হলে ইউটিউব থেকে শুনে নেব।আমি শিওর এই মেয়ে প্রতিদিন সকালে রেওয়াজ করে করে আমার সকালের শান্তির ঘুমের বারোটা বাজিয়ে দেবে।
-শোন ও খুবই স্বাস্থ্য সচেতন।
-তাহলে তো আরও সমস্যা।এ মেয়ে নিজেও খাবে না। আমাকেও খেতে দেবে না। সারা জীবন সে আমারে ডায়েটিং এর উপর রাখবে।আমারে শুধু চিরতার পানি, করলার জুস,শশার স্যালাদ খাওয়াবে। আমি সমুচা-সিঙ্গারা, তেহারি-বিরিয়ানি খাওয়া মানুষ।ওগুলো ছাড়া আমি বাঁচব না।
-মলি খুবই মিতব্যয়ী।অযথা একটা পয়সাও খরচ করে না।
-আপা মিতব্যয়ী না, বলো কিপটা ? দেখা যাবে আমারে হাত খরচের জন্য দশ টাকা দিয়ে বলবে, আগামী সাত দিন এই টাকায় চলবে।
– ঐ তোর সমস্যা কি ? তোরে আমি মেয়ে সম্পর্কে যাই বলছি, তুই তাতেই সমস্যা বের করছিস ? সত্যি করে বলতো, তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন ? তোর কি কোনো শারীরিক সমস্যা আছে ?
-আপা তুমি বাবা-মার সামনে এসব কি বলছ ? আমার কিন্তু লজ্জা করছে।
-ন্যাকামি করবি না। সরাসরি উত্তর দে। তোর কি কোনো শারীরিক সমস্যা আছে ?
-না না আমার কোনো সমস্যা নেই।আসলে একজন অচেনা মানুষকে বিয়ে করতে কেমন জানি ভয় করছে।
মা আমার পাশেই বসা ছিলেন। তিনি আমার পিঠে হাত বুলিয়ে বললেন,
-তাহলে তোর চেনা-জানা যদি কেউ থাকে,তো তাকে বিয়ে কর।
-না মা,আমার তেমন কেউ নাই।
-তাহলে তো কোনো সমস্যাই নাই।
-সমস্যা আছে মা।আসলে আমার বিয়ে করতে ইচ্ছে করে না মা।
-ইচ্ছে করে না,ইচ্ছে করাবি।শোন তুই বরং এককাজ কর।তুই মেয়েটার সাথে একবার দেখা কর।দেখবি মেয়েকে দেখলেই তোর আগ্রহ জন্ম নিবে।
-মা শোনো,মেয়ের সাথে দেখা করার জন্য আমি এখন রামগড় যেতে পারব না।
আপা উৎসাহ নিয়ে বলে উঠল,
-আরে গাধা,তোকে রামগড় যেতে হবে না।মলি এখন ঢাকাতেই আছে।
-কি বললা, সে ঢাকায় ? কলেজ রামগড়ে,সে ঢাকায় কি করে ? এতো দেখি মহা ফাঁকিবাজ।কলেজ ফাঁকি দিয়ে ঢাকায় বসে আছে।উু হু,শোনো আপা,আমি কোনো ফাঁকিবাজ মেয়েকে বিয়ে করব না।
আমার কথা শেষ না হতেই,আপা বাবাকে উদ্দেশ্য করে বললেন,
-বাবা তুমি কিছু একটা বলো।এ হারামজাদা কিন্তু এই মেয়েটাকেও বাতিল করার চেষ্টা করছে। বাবা শোনো,এমন ভালো মেয়ে ও কোথাও পাবে না।
এসময় মা,আপাকে ধমক দিয়ে বললেন,
-খবরদার, বারবার আমার ছেলেকে হারামজাদা বলবি না।
-মা শোনো,সব দোষ তোমার।তুমি আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ।
বাবা হাত তুলে সবাইকে থামতে ইশারা করলেন। তারপর আমাকে বললেন,
-এক কাজ কর, তুই মেয়েটার সাথে একবার দেখা কর।তারপর সিদ্ধান্ত নে।
আমি মাথা নেড়ে সম্মতি জানালাম।কারণ আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পাই।উনি বলার পর আমার আর কিছু করার নেই।মলির সাথে আমাকে এখন দেখা করতেই হবে।তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এই বিয়ে আমাকে ভাঙতেই হবে।
বসুন্ধরা সিটির ফুডকোর্টে আমি,আপা আর দুলাভাই বসে মলির জন্য অপেক্ষা করছি।বেশ কিছুক্ষণ পর দুটো মেয়ে এসে আমাদের টেবিলের সামনে দাঁড়াল।আমি চোখ তুলে তাকাতেই ওর মধ্যে একটি মেয়ে আমার দিকে সরাসরি তাকিয়ে বলল,
-আমি মলি। আর ও আমার খালাত বোন।
মলিকে দেখেই আমি অবাক হয়ে গেলাম।কারণ আপার দেওয়া বর্ণনার সাথে কোনো মিল নাই।মেয়ে অসাধারণ সুন্দর শুধু সেটিই মিল আছে।আপা বলেছিল মলি সব সময় শাড়ি পরে।অথচ মলি এসেছে জিনস পরে। চোখে সানগ্লাস, বোম্বের নায়িকাদের মতো চুল।আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম।আপা বলেছিল মেয়ে লাজুক,কথা কম বলে।অথচ প্রথম কথাটাই মলি আমাকে বলল ঝাঁঝাল কন্ঠে।
-আপনি বসে আছেন কেন ? কেউ আসলে যে তাকে দাড়িয়ে অভ্যর্থনা জানাতে হয়,সেই ভদ্রতা টুকুও কি জানেন না ?
আমি থতমত খেয়ে উঠে দাঁড়ালাম।মনে হলো, কে যেন দূর থেকে আমাকে বলছে,দিপু সাবধান।দেখ,এই মেয়ে কিন্তু প্রথম দেখাতেই বিড়াল মেরে দিয়েছে।এর সঙ্গে বিয়ে হলে, এই মেয়ে তোরে সারাজীবন দৌড়ের উপর রাখবে।
মলি একটা চেয়ার টেনে নিয়ে বসল।চেয়ারে বসতে বসতে বলল,
-গতকাল আপনার আপার কাছে শুনলাম,আপনি নাকি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না ? আপনি নাকি বলেছেন মেয়ের অনেক অনেক সমস্যা ? আপনার এত বড় সাহস আপনি আমাকে রিজেক্ট করেন ! মেয়েদের আপনারা কি মনে করেন ?
আমি কি বলব কিছু খুঁজে পেলাম না।শুধু অবাক হয়ে আমার বোনের দিকে তাকিয়ে রইলাম।তারপর মনে মনে নিজেকে প্রশ্ন করলাম, “এই কুটনি কি আসলেই আমার বোন ?।।
চলবে……
সম্পূর্ণ গল্পের লিংক