#চেম্বার_কথন_২৮
জনৈক রোগী (!): ” আপনি প্রথম দিনই ডায়াগনোসিস করছেন যে আমার আন্তঃসম্পর্কে নির্দিষ্ট কোন বাউন্ডারি নেই বলে আমার সমস্যাগুলো তৈরি হচ্ছে।”
আমি: ” জ্বী।”
ভদ্রলোক: ” আপনি সম্পর্ক অনুযায়ী নির্দিষ্ট একটা বাউন্ডারি তৈরীর কথাও ভাবতে বলেছেন আমাকে। এবং এই বাউন্ডারি নির্ভর করবে সে মানুষটির সাথে আমার কতোটুকু ব্যক্তিগত অথবা পেশাগত আন্তঃসম্পর্ক তার উপর। “
আমি: ” জ্বী।”
ভদ্রলোক: ” আপনার সাথে আমার বাউন্ডারিটা আরেকটু কি প্রসারিত করা যায়?”
আমি: ” কি রকম?”
ভদ্রলোক: ” ধরুন মধ্যরাত্রে যদি মানসিকভাবে খুব অস্থির লাগে, আমি কি আপনাকে টেক্সট করতে পারি? আর যদি বেশি খারাপ লাগে একটা ফোন কি করা যাবে? After all you are my doctor!”
আমি: ” জিরো টু টেনে কতটুকু অস্থিরতা হলে ফোন করবেন বলে ভাবছেন?”
ভদ্রলোক বড় বড় চোখ করে তাকালেন, চোখে চোখ রেখে, গাঢ় গলায় মধু ক্ষরা কণ্ঠে বললেন, ” 10 out of 10.”
আমি : ” বেশ, আপনার স্পাউসের নাম্বারটা দিন, সেভ করে রাখি। কারণ অস্থিরতার জন্য, আপনি হয়ত তখন আমাকে ফোন করার অবস্থায় নাও থাকতে পারেন। ভাবিকে বলবেন, আপনার সুস্থতা নিশ্চিত করতে ডাক্তার হিসেবে তাঁর যেকোন টেক্সট এবং ফোন আমি রেসপন্স করব। ভয় পাবেন না।”
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাক্টিশনার