বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর
১১. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি? [৪৪তম বিসিএস ২০২২]
ক. কবর
খ. বহিপীর
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. ওরা কদম আলী
উত্তর: খ
০২. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম- [৪৪তম বিসিএস ২০২২]
ক. আব্দুল কাদের
খ. খতিব মিয়া
গ. আক্কাস আলী
ঘ. আরেফ আলী
উত্তর: ঘ
০৩. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে? [২১তম বিসিএস]
ক. মুনির চৌধুরী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শওকত আলী
উত্তর: খ
ঢাকা বিশ্ববিদ্যালয়
।। ক – ইউনিট।।
০৪. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ’- কার চোখ? [ক ইউনিট ২০২২-২৩]
ক. মজিদের
খ. রহিমার
গ. আক্কাসের
ঘ. গ্রামবাসীর
উত্তর: ঘ
।।খ – ইউনিট।।
০৫. লালসালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে- [খ ইউনিট ২০২২-২৩]
ক. আওয়ালপুরের পীর সাহেবকে
খ. রহিমাকে
গ. জমিলাকে
ঘ. মজিদকে
উত্তর: ঘ
ব্যাখ্যা: ‘যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে – আউয়ালপুরে আসা পীরের প্রভাবে মজিদের প্রভাব স্নান হয়ে যাওয়া বোঝাতে উক্তিটি করা হয়েছে।
০৬. লালসালু উপন্যাসে ‘প্রাণধর্মের সহজ প্রকাশে’র প্রতীক নারী চরিত্র- [ঢাবি খ ইউনিট- ২০২১-২২]
ক. রহিমা
খ. জমিলা
গ. আমেনা বিবি
ঘ. হাসুনির মা
উত্তর: খ
০৭. ‘পাথর এবার হঠাৎ নড়ে’ চরণে উল্লেখিত ‘পাথর’ হলো- [ঢাবি খ ইউনিট-২০২১-২২]
ক. মজিদ
খ. মাজার
গ. সমাজ
ঘ. খালেক
উত্তর: ক
০৮. ‘লালসালু’ উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়- (খ ইউনিট, ২০২০-২১]
ক. শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান
খ. সংসার ঔদাসীন্য
গ. অন্তঃহীন নৈঃসঙ্গ্য
ঘ. মানুষিক অন্তর্দ্বন্দ্ব
উত্তর: খ
০৯. লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হল- [খ ইউনিট, ২০২০-২১]
ক. ঠ্যাঙা বেটিরে, ঠ্যাঙা
খ. যতসব শয়তানি, বেদাতি কাজ-কারবার
গ. কলমা জানস্ না ব্যাটা
ঘ. নাফরমানি করিও না
উত্তর: ক
১০. ‘ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মড়ক লাগুক ঘরে’ উক্তিটি করেছিল- [খ ইউনিট ২০১৯-২০]
ক. খালেক ব্যাপারী
খ. মজিদ
গ. রহিমা
ঘ. জমিলা
উত্তর: খ
১১. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে- [খ ইউনিট ২০১৮-১৯/
ক. সূর্য
খ. ইস্পাত
গ. ধ্রুবতারা
ঘ. হীরকখণ্ড
উত্তর: গ
১২. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’ ‘লালসালু’ উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এ মন্তব্যের তাৎপর্য- [খ ইউনিট ২০১৮-১৯/
ক. আত্মবিধ্বংসী ধর্মান্ধতা
খ. যুক্তিনিষ্ঠ আনুগত্য
গ. বিশ্বাস ও যুক্তির দাম্ভিকতা
ঘ. অপরিসীম বিনয়
উত্তর: ক
১৩. ‘প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে।’ মজিদের এ ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়ায়- [খ ইউনিট ২০১৭-১৮]
ক. জমিলা
খ. পির সাহেব
গ. ধলা মিয়া
ঘ. ব্যাপারী
উত্তর: ক
।। গ–ইউনিট।।
১৪. ‘তরঙ্গভঙ্গ’ সৈয়দ ওয়ালীউল্লাহ্র একটি- [গ ইউনিট ২০১৩-১৪]
ক. গল্পগ্রন্থ
খ. উপন্যাস
গ. প্রবন্ধগ্রন্থ
ঘ. নাটক
উত্তর: ঘ
।। ঘ–ইউনিট।।
১৫. বয়স হলে এরা আর কিছু না হোক [ঘ ইউনিট ২০১৯-২০]
ক. অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়
খ. এরা ছুটতে শেখে
গ. শক্ত করে গিরেটা দিতে শেখে
ঘ. দেহটা গেলেই হয়, এমন ভাবনা ভাবে
উত্তর: গ
।। চ–ইউনিট।।
১৬. ২০২২ সালে যে সাহিত্যিকের জন্মশতবর্ষ [ঢাবি চ ইউনিট – ২০২১-২২]
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. সৈয়দ মুজতবা আলী
গ. শওকত ওসমান
ঘ. সরদার জয়েনউদদীন
উত্তর: ক
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ই আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন।
১৭. ‘লালসালু’ উপন্যাসে মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ কেমন ছিল? [চ ইউনিট ২০১৯-২০]
ক. ভীতিকর
খ. কাব্যিক
গ. নাটকীয়
ঘ. স্বাভাবিক
উত্তর: গ
GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়
১৮. মজিদের তৈরি মাজারটির আকৃতি ছিল [GST A ইউনিট ২০২২-২৩)
ক. উটের পিঠের মতো
খ. নৌকার ছাউনির মতো
গ. বাঁকা চাঁদের মতো
ঘ. মাছের পিঠের মতো
উত্তর: ঘ
১৯. ‘লালসালু’ উপন্যাসের ফরাসি অনুবাদক কে? [GST A ইউনিট ২০২২-২৩)
ক. অ্যালবেয়র কামু
গ. সিমোন দ্যা লোভোয়ার
খ. অ্যানি এখনো
ঘ. অ্যান-মেরি
উত্তর: ঘ
২০. ‘তানি বুঝি দুলার বাপ’ ‘লালসালু’ উপন্যাসে জমিলার এই উক্তি কার প্রসঙ্গে?
[GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় A ইউনিট (বিজ্ঞান শাখা) ২০২২-২৩]
ক. মজিদ
খ. আক্কাস
গ. তাহেরের বাপ
ঘ. তাহের
উত্তর: ক
২১. ‘হে আমার মুখে থুথু দিল’ কে কার মুখে থুথু দিয়েছে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২২-২৩]
ক. রহিমা মজিদের মুখে
গ. জমিলা রহিমার মুখে
খ. মজিদ জমিলার মুখে
ঘ. জমিলা মজিদের মুখে
উত্তর: ঘ
২২. মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাস পোষণকারী চরিত্রের নাম –[GST
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২২-২৩]
ক. তাহের
খ. তাহের-কাদেরের পিতা
গ. রহিমা
ঘ. খালেক ব্যাপারী
উত্তর: খ
২৩. ‘লালসালু’ উপন্যাসের সংলাপে কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২২-২৩]
ক. চট্টগ্রাম
খ. কুমিল্লা
গ. নোয়াখালী
ঘ. বরিশাল
উত্তর: গ
২৪. ‘লালসালু’ উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় C ইউনিট (বাণিজ্য শাখা) – ২০২২-২৩/
ক. খালেক ব্যাপারী
খ. মজিদ
গ. আক্কাস
ঘ. তাহের
উত্তর: গ
২৫. মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে মজিদের দৃষ্টিতে তারা কীসের পূজারী? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট- ২০২১-২২]
ক. ভূত
খ. পীর
গ. মাঠ
ঘ. ফসল
উত্তর: ক
২৬. মজিদকে প্রথমবার দেখে জমিলা কী ভেবেছিল? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট- ২০২১-২২]
ক. বর
খ. ঘটক
গ. শ্বশুর
ঘ. মৌলভি
উত্তর: গ
২৭. ‘লালসালু’ উপন্যাসে ধলা মিয়া কে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় C ইউনিট ২০২১-২২]
ক. জমিলার বড় ভাই
খ. জমিলার ছোট ভাই
গ. খালেক ব্যাপারীর বড় ভাই
ঘ. তানু বিবির বড় ভাই
উত্তর: ঘ
২৮. ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে’ কার ধরা পড়ার কথা বলা হয়েছে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২০-২১]
ক. রহিমা
খ. জমিলা
গ. হাসুনির মা
ঘ. আমেনা বিবি
উত্তর: খ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
।।খ – ইউনিট।।
২৯. ‘লালসালু’ উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য [জাবি B ইউনিট ২০২২-২৩/
ক. গোলাপী রং, কালো পাড়
খ. বেগুনি রং, কালো পাড়
গ. সাদা রং, লাল পাড়
ঘ. হলুদ রং, সবুজ পাড়
উত্তর: খ
।। গ–ইউনিট।।
৩০. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।’ বলতে বোঝানো হয়েছে [জাবি C ইউনিট- ২০২১-২২]
ক. অভাব-অনটন, ধর্মভীরুতা, জনসংখ্যার অধিক্য
খ. অভাবগ্রস্ততা, ধর্মভীরুতা, আত্মবিশ্বাস
গ. প্রচণ্ড অভাব, কৃষিনির্ভরতা, ধর্মভীরুতা
ঘ. যন্ত্রণাময় জীবন, ধর্মবিশ্বাস, আত্মনির্ভরতা
উত্তর: ক
৩১. ‘তুমি আইজ রাইতে তারাবি নামাজ পড়বা। তারপর মাজারে গিয়া তানার কাছে মাফ চাইবা।’ এখানে ‘তানার’ নাম [জাবি C ইউনিট- ২০২১-২২/
ক. মোখাব্বের
খ. মোদাব্বের
গ. মোদাচ্ছের
ঘ. মোকাব্বের
উত্তর: গ
৩২. সর্বদর্শী অবস্থান থেকে কাহিনি বর্ণনা করা হয়েছে কোন রচনাটিতে? [গ ইউনিট ২০১৮-১৯]
ক. লালসালু
খ. অপরিচিতা
গ. বিলাসী
ঘ. আহ্বান
উত্তর: ক