বিয়ের ২৩ বছর পরেও আমার বাবা-মা প্রতিদিন মশারী টাঙানো নিয়ে ঝগড়া করেন। যদি আমি টাঙাতে যাই, আম্মু বলে “খবরদার! তুই টাঙাবি না। আজকে তোর বাপ টাঙাবে।”
এদিকে আব্বু বলেন, “আজকে তোমার মা না টাঙালে তোমার মায়ের গুষ্টি এসে টাঙাবে।”
এখন আবার তিন বছরের বিবাহিত জীবনের আপু ফোন করে বললো, “দেখ! তোর দুলাভাই মশারীর তিন কোণা টানিয়ে ছেলেকে নিয়ে শুয়ে আছে। আমার কোণেরটা না-কি আমাকেই টানাতে হবে।”
লে সিঙ্গেল আমিঃ কয়েল জ্বালিয়ে তাদের কাহিনী শুনি।
ফান পোস্ট
#Samiha_Jannat