আমি কিংবদন্তির কথা বলছি
৮১. কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন?
ক. আকাঙ্ক্ষার
খ. বাস্তবতার
গ. স্বপ্নের
ঘ. ইচ্ছায়
উত্তর: গ
৮২. ‘আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব’ কোন দিকটি প্রকাশ পেয়েছে? – চরণটিতে কবি মনের
ক. আনন্দ
খ. বিস্ময়
গ. শঙ্কা
ঘ. হতাশা
উত্তর: গ
৮৩. “তিনি কবি এবং কবিতার কথা বলতেন” – পঙ্ক্তিতে ‘তিনি’ কে?
ক. কবি
খ. নির্যাতিত জাতি
গ. পূর্বপুরুষ
ঘ. নির্যাতিত যোদ্ধা
উত্তর: গ
৮৪. হিংস্র মাংসাশী শিকারি জন্তুকে কী বলা হয়?
ক. দৈত্য
খ. দানব
গ. শ্বাপদ
ঘ. অসুর
উত্তর: গ
৮৫. কাকে প্রবহমান নদী পুরস্কৃত করবে?
ক. যে নৌকা চালায়
খ. যে কর্ষণ করে
গ. যে গাভীর পরিচর্যা করে
ঘ. যে মৎস্য পালন করে
উত্তর: ঘ
৮৬. ‘আমি বিচলিত স্নেহের কথা বলছি’- পঙক্তিটিতে ‘বিচলিত’ শব্দটি দ্বারা কী বুঝানো হয়েছে?
ক. নিত্য
খ. উদ্বিগ্ন
গ. উচ্চারণযোগ্য
ঘ. দিব্য
উত্তর: খ
৮৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি” কবিতায় রক্তজবার মত ক্ষত ছিল বলতে কী
বোঝানো হয়েছে?
ক. বিদ্রোহের আঘাত
খ. সংগ্রামের ইতিহাস
গ. অত্যাচারের আঘাত
ঘ. বাঙালির আর্তনাদ
উত্তর: গ
৮৮. ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে?
ক. যে কর্ষণ করে
খ. যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে
গ. যে যুদ্ধে যায়
ঘ. যে মৎস্য পালন করে
উত্তর: খ
৮৯. ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ’ – কী?
ক. গান
খ. স্লোগান
গ. কবিতা
ঘ. গদ্য
উত্তর: গ
৯০. চিত্রকল্প কী?
ক. শব্দের ছবি
খ. ছবির দৃশ্য
গ. ছন্দের ধারা
ঘ. রূপরেখা
উত্তর: ক
৯১. ‘লৌহখণ্ডকে প্রজ্বলিত করা’ – অর্থ কী?
ক. লৌহ উত্তপ্ত করা
খ. যুদ্ধ করা
গ. সাহসের সাথে অস্ত্র শান দেওয়া
ঘ. ভূমি কর্ষণের উপযোগী লোহা তৈরি করা
উত্তর: খ
৯২. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক. বাঙালির হাজার বছরের ইতিহাস
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
গ. বাংলাদেশের ভাষা আন্দোলন
ঘ. বাঙালির দুঃসাহস
উত্তর: ক
৯৩. যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
ক. পাখির কলকাকলি
খ. কলের গান
গ. ঝড়ের আর্তনাদ
ঘ. অস্ত্রের শব্দ
উত্তর: গ
৯৪. সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করলে মুক্তি অনিবার্য, কারণ –
ক. শক্তির আধার হওয়ায়
খ. শত্রুদের ভয় হওয়ায়
গ. প্রচণ্ড উত্তাপ থাকায়
ঘ. তার আশীর্বাদ থাকায়
উত্তর: ক
৯৫. সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পেয়েছে?
ক. সদা প্রজ্বলিত
খ. স্বাধীনতার
গ. শোষণের
ঘ. শাসকের
উত্তর: ক
৯৬. কার অনিবার্য অভ্যুত্থান কবিতা?
ক. সশস্ত্রের
খ. সুন্দরের
গ. শক্তিহীন সুন্দরের
ঘ. সশস্ত্র সুন্দরের
উত্তর: ঘ
৯৭. কে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না?
ক. যে পড়াশোনা করে না
খ. যে গান শোনে না
গ. যে গল্প শোনে না
ঘ. যে কবিতা শোনে না
উত্তর: ঘ
৯৮. ভালোবাসা দিলে মরে যায় –
ক. বোন
খ. ভাই
গ. ছেলে
ঘ. মা
উত্তর: ঘ
৯৯. যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?
ক. বন্দি
খ. মনিব
গ. ক্রীতদাস
ঘ. মূর্খ
উত্তর: গ
১০০. মায়ের ছেলে মাকে ছেড়ে যুদ্ধে যায় কেন?
ক. বাধ্য হয়ে
খ. অভিমান করে
গ. মাকে ভালোবেসে
ঘ. মায়ের আদর্শে
উত্তর: গ
১০১. কবির পূর্বপুরুষদের পিঠে রক্তজবার মতো কী ছিল?
ক. গর্ত
খ. ফুল
গ. ক্ষত
ঘ. দাগ
উত্তর: গ
১০২. ‘বিচলিত স্নেহ’ বলতে কবি যা বুঝিয়েছেন –
ক. মানসিক আশঙ্কা
খ. আপনজনের উৎকণ্ঠা
গ. স্নেহের প্রতিদান
ঘ. বিপদের আশঙ্কা
উত্তর: খ
১০৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় মুক্তির পূর্বশর্ত কী?
ক. শান্তি
খ. সাহসী
গ. যুদ্ধ
ঘ. স্বাধীনতা
উত্তর: গ
১০৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় গর্ভবতী বোনের মৃত্যু কিসের প্রতীক?
ক. বাঙালির ত্যাগ
খ. অতীত ঐতিহ্য
গ. প্রতিশোধের প্রতীক
ঘ. নিপীড়নের চিত্র
উত্তর: ঘ
১০৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল’ বলতে কবি কোনটিকে নির্দেশ করেছেন?
ক. পূর্বপুরুষের শক্তি
খ. ভালোবাসার মুহূর্তে
গ. কৃষকের জীবন
ঘ. কৃষি সভ্যতা
উত্তর: গ
১০৬. ‘রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা’ – এখানে প্রকাশিত হয়েছে –
ক. অতীতের কষ্ট
খ. প্রতিবাদ ও মুক্তির কথা
গ. স্বপ্নের পূরণ
ঘ. ঘুরে দাঁড়ানো অঙ্গীকার
উত্তর: খ
১০৭. কবি কেন উনোনের আগুনের আলোকে একটি জানালার কথা বলেছেন?
ক. প্রাপ্তির জন্য
খ. পবিত্রতার জন্য
গ. মুক্তির জন্য
ঘ. চেতনার জন্য
উত্তর: গ
১০৮. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল; তা বোঝা যায় যেভাবে –
ক. ক্রীতদাস থাকায়
খ. শ্রমিক থাকায়
গ. কৃষক থাকায়
ঘ. দরিদ্র থাকায়
উত্তর: ক
১০৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে পুত্রগণের কথা বলা হয়েছে তারা কেমন?
ক. কুৎসিত
খ. দীর্ঘদেহী
গ. স্থুলদেহী
ঘ. খর্বদেহী
উত্তর: খ
১১০. কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন?
ক. সাহসী ছিল বলে
খ. নিপীড়িত হয়েছে বলে
গ. জমিদার ছিল বলে
ঘ. গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে
উত্তর: ঘ
১১১. কবি কেন বিচলিত স্নেহের কথা বলছেন?
ক. ভয়ে
খ. শঙ্কায়
গ. ভীরুতায়
ঘ. কল্পনায়
উত্তর: খ
১১২. কবি সূর্যের হৃৎপিণ্ড বলতে কোন দিকটি নির্দেশ করেছেন?
ক. আত্মবিশ্বাসের
খ. শক্তির
গ. লড়াইয়ের
ঘ. চেতনার
উত্তর: খ
১১৩. ‘প্রবহমান নদী’ বলতে কবিতাটিতে কী বোঝানো হয়েছে?
ক. স্রোতস্বিনী নদী
খ. স্বাধীন সমাজব্যবস্থা
গ. যুদ্ধক্ষেত্র
ঘ. সময়ের প্রবহ
উত্তর: খ
১১৪. ভালোবেসে কী আসে?
ক. শান্তি
খ. সম্প্রীতি
গ. মৈত্রী
ঘ. যুদ্ধ
উত্তর: ঘ
১১৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ পঙ্ক্তিটিতে ‘কথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গালগল্প
খ. উপন্যাস
গ. স্বগতোক্তি
ঘ. কিসসা
উত্তর: গ
১১৬. যুদ্ধ কীসের প্রতীক?
ক. কল্যাণের
খ. প্রতিবাদের
গ. ন্যায়ের
ঘ. সন্ধির
উত্তর: খ