একজন জিজ্ঞেস করলো, ‘এইযে তুমি সারাদিন এতো আকাম করো। এর পেছনে অনুপ্রেরণা কে?’
আমি মুখ গম্ভীর করে বললাম, ‘অবশ্যই স্বামী। ব্যক্তিগতভাবে আমি খুবই পতিব্রতা রমণী। স্বামীকে জিজ্ঞেস না করে কোনো কাজ করা আমার পক্ষে অসম্ভব। সকল আকাম করার আগে আমি স্বামীকে মধুর কণ্ঠে জিজ্ঞেস করি। এই কাজটা করতে চাইছি, করি? স্বামী নিষেধ করার সঙ্গে সঙ্গে সেই কাজের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। নিষেধ করেছে বলে খুব দুঃখ হয়। বিষণ্ণ মনে বার বার জিজ্ঞেস করি, করি? করি? করলে কী হয়? স্বামী এক সময় ত্যক্ত হয়ে বলে, যাও করো। আমি খুশি মনে করি। তারপর বাঁশ খাই। আগে বাঁশ খেলে মন খারাপ হতো, এখন হয় না। স্বামী যখন গম্ভীর হয়ে বলে, মানা করেছিলাম না? তখন দুনিয়ার তাবৎ মন খারাপ নিয়ে বলা যায়, তুমি অনুমতি দিলে বলেই তো করলাম। অনুমতি দিলে কেন? ঠিক করে নিষেধ করতে পারলা না? স্বামী উত্তর না দিয়ে শান্ত চোখে তাকিয়ে থাকে৷ তার মুগ্ধ দৃষ্টি দেখে পরবর্তী আকাম করার আগ্রহ পাই। জীবনটা খুবই বিউটিফুল লাগে।’
Nowsin Ahmed Rodela