এক ভিখারি সামান্য একটু মরিচ পোড়া দিয়ে ভাত খেতে বসেছিলো।
খাবার সময় হঠাৎ তাঁর মাথায় প্রশ্ন আসলো যে, রাজা কিভাবে ভাত খায়। সে ভাবলো যে, এই যে আমি সামান্য মরিচ পোড়া দিয়ে ভাত খাচ্ছি, রাজা নিশ্চয়ই থালা ভর্তি মরিচ পোড়া নিয়ে ভাত খায়। ভিখারির কল্পনায় ভালো খাবারের ধারণা প্রচুর মরিচ পোড়ার উপরে ওঠার সাধ্য নাই।
রুপপুর আণবিক পাওয়ার প্ল্যান্টে ১২ বিলিয়ন ডলার খরচ করেছে রাশিয়ার কোম্পানি। ভারতে একই কোম্পানি এর অর্ধেক, অর্থাৎ ৬ বিলিয়ন ডলার খরচ করে এর চেয়ে বড় আণবিক পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে।
কথিত আছে, বাকী ৬ বিলিয়ন ডলার হাসিনা, টিউলিপ এবং পুতিন স্বয়ং ভাগাভাগি করে নিয়েছেন।
এক বিলিয়ন ডলার কতটুকু? এক বিলিয়ন ডলারের ক্রয়ক্ষমতা কতটুকু, এক বিলিয়ন ডলারের রাজনৈতিক ক্ষমতা কতটুকু?
মরিচ পোড়া দিয়ে ভাত খাওয়া ভিখারিটির মতই বিলিয়ন বিলিয়ন ডলারের দূর্নীতি নিয়ে আমাদের কল্পনা করারও সাধ্য নেই।
অতএব, এ নিয়ে আমাদের কোন মাথাব্যাথাই নেই।
তাই ওই ভিখারিটির মতোই আমাদের কল্পনার সীমাবদ্ধতার ভেতরে মাত্র ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে আমরা নড়েচড়ে বসেছি এবং এটিকেই বিরাট মাপের দূর্নীতি হিসেবে গণনা করে চেঁচামেচি করছি।