আমার বন্ধু নতুন বিয়ে করেছে। বিয়ের পরে ওর কী একটা সমস্যা দেখা দিয়েছে! একজন ডাক্তার দেখান দরকার। বন্ধু আবার বিদেশে থাকে। দেশের হাসপাতাল ভালো চিনে না!
আমাকে বলল, “রায়হান, আগামীকাল হাসপাতালে যেতে পারবি?”
সোহেল আমার খুবই কাছের বন্ধু। ওকে না বলা যায় না।
সরকারি হাসপাতালে এসেছি। সরকারি হাসপাতালে নাকি বড়ো বড়ো ডাক্তার পাওয়া যায়। চিকিৎসা খরচও কম। রাস্তায় আসতে আসতে যা বুঝলাম বন্ধুর গোপন সমস্যা!
সরকারি হাসপাতালে এত সহজে সিরিয়াল পাওয়া যায় না। একজন লোক আমার কাছে এসে আস্তে করে বলল, “ডাক্তারের সিরিয়াল লাগব?”
“হ্যাঁ।”
“পাঁচ শো টাকা দেন। সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাব।”
বন্ধু বলল, “সমস্যা নাই। পাঁচ শো দিয়ে দে।”
“আপনারা এখানে দাঁড়ান আমি এখনি আসছি।” লোকটা টাকা নিয়ে চলে গেল।
টাকাটা দেয়া মনে হয় ঠিক হয়নি। লোকটা টাকা নিয়ে পালিয়ে গেলে। কিছুই করার থাকবে না। আমরা দুইজন দাঁড়িয়ে আছি। একটু পরেই লোকটা ফিরে আসল। দুই নাম্বার কাজ করলেও এরা দেখি মানুষ খারাপ না।
“সরাসরি ছয় নাম্বারে চলে যান। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। বলবেন আসলাম পাঠাইছে। “
আমরা ছয় নাম্বার রুমের সামনে যাওয়ার পর নার্স বলল,” আসলাম পাঠাইছে?”
“জি।”
“আসুন।”
ভিতরে ঢুকে দেখি একজন ডাক্তার বসে আছেন! আমি আস্তে করে বের হয়ে গেলাম। বন্ধু এখনো ভিতরে বসে আছে। পালাব কিনা চিন্তা করতাছি। এ সময় দেখি বন্ধু দৌড়ে আমার দিকে আসছে। আমি আর অপেক্ষা না করে দিলাম দৌড়।
বন্ধু দৌড়াচ্ছে আর বলছে, “শালা! তুই আমারে গাইনি ডাক্তারের কাছে আনছোস!”