কিভাবে বউকে খুশি রাখবো?
আমি ধরে নিচ্ছি আপনার হাতে খুব বেশি সময় নেই। তাই এক কথায় উত্তর দিচ্ছি ,তাকে তার মত থাকতে দিন। তাহলেই আপনার স্ত্রী সবচেয়ে বেশি খুশি থাকবেন।
আপনি যেহেতু ভীষণ বউপ্রেমী (সেটা হওয়াটাই স্বাভাবিক ) বউকে খুশি রাখার জন্য যে আপনি অনেকটা সময় ব্যয় করতে পারেন ।এটা ধরে নিয়ে আমি আপনাকে দু একটা সু পরামর্শ দিচ্ছি (এই সু পরামর্শকে অনুগ্রহ করে কু হিসেবে বিবেচনা করবেন না ) ।
নিজের বউয়ের জন্য রোজ অফিস থেকে ফেরার সময় গোলাপ আর রজনীগন্ধার একটা করে বোকে নিয়ে যান। আপনার ঘেমো শরীরে ফুলের গন্ধ একটা সান্ধ্যকালীন রোমান্টিকতা আনবে। বউ ভীষণ খুশি হবেন।
নিজের বউয়ের ফেভারিট সিনেমা এক্টরকে নিজের হিরো বলে মেনে নেবেন। আপনার যে কোন প্রিয় হিরোইন থাকতে পারে বা কোন একদিন যে কারোর ফিদা ছিলেন ঘুনাক্ষরেও আপনার স্ত্রীর সামনে প্রকাশ করে ফেলবেন না। আপনার বউই যে আপনার ফেভারিট হিরোইন এ কথা শোনার পর আপনার বউয়ের খুশি খুশি ভাব আর ধরে রাখে কে !
আপনার বউই যে এলাকার সবচেয়ে বেশি সুন্দরী এবং পাড়া-প্রতিবেশীরা সকলেই যে আপনার বউয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ সে কথা জানাতে একবারও ভুলবেন না।
আপনার বন্ধুরা বা অফিসের কলিগরা যে আপনার বউয়ের রূপচর্চার হাল হকিকত (শুধুমাত্র খবর) রাখেন , সেকথা আপনার বউকে জানালে আমি স্থির নিশ্চিত আপনার বউ খুশি মনে আপনাকে (অফিস থেকে ফেরার পর) দু কাপ ইলাচ দেওয়া ঠান্ডা চা খাওয়াবেন।
আপনার বউয়ের পছন্দের মত বাজার করবেন। রান্নায় 100 ভাগ সাহায্য করবেন। মাছ কেটে দেবেন ( যদি কোটার লোক না থাকে) । দেখবেন বউ কেমন খুশি মনে তাড়িয়ে তাড়িয়ে রান্না ভাত গলাধ্:করন করছেন।
রান্নাঘরের পরিবেশ আপনার বউয়ের পছন্দ হবে না ।কেন ওই পরিবেশটা কেমন গুমোট গুমোট ।একমাত্র আলসে লোকেরাই রান্নার ঘরের থেকে নিজেদের জীবনটা কাটিয়ে দেন আপনি যেহেতু আপনার বউকে খুশি রাখতে চান তাই সপ্তাহে অন্তত দু তিনবার রান্না করা প্যাকেট খাবার নিয়ে আসবেন । হোম ডেলিভারি হলে আরো ভালো হয়। এই মাত্রাটা যদি আরেকটু বাড়াতে পারেন তাহলে আপনার বউয়ের খুশি খুশি চাঁদপানা মুখ দেখতে দেখতে আপনার রাত কাবার হয়ে যাবে।
আপনার বউ যদি কখনো ঘুমিয়ে পড়েন ভুল করেও তাকে ঘুম থেকে ডেকে তুলবেন না কেননা কাঁচা ঘুমে আপনার বউয়ের খুশি খুশি ভাবটা বিগড়ে যেতে পারে।
আপনার স্ত্রী যখন এক মনে তার বাপের বাড়ি মানে আপনার শ্বশুর বাড়ির সম্পর্কে একনাগাড়ে প্রশংসা করে যেতে থাকবেন, তখন নিঃশ্বাস বন্ধ না করে নির্বাক শ্রোতার মত জ্ঞানমুগ্ধ ছাত্রের মত নতজানু হয়ে স্ত্রীর সামনে বসে থাকবেন । সব বউরাই অনুগত বর পছন্দ করেন।
এ মাসের স্যালারি যদি হয়ে গিয়ে থাকে , ( নিজের টাকার প্রতি কোনরকম কোন লোভ না করে) পুরো স্যালারিটা ধরে নিজের একমাত্র বউয়ের হাতে সঁপে দিন।
শপিংয়ে বা মার্কেটিং এ গিয়ে কোনদিন কোন ভাবে প্রাইস ট্যাগের দিকে তাকাবেন না। আপনার খুশি খুশি থাকতে চাওয়া বউয়ের মর্জির উপর ওটা ছেড়ে দেবেন।
সামনের মাসে আপনি কি আপনার বউকে ব্র্যান্ড নিউ একটা অ্যাপেলের স্মার্টফোন কিনে দিচ্ছেন সেটা ঘোষণা করুন । দেখবেন আপনার হাইটেক বউ কেমন হাইলি ইম্প্রেসড আপনার বর-বিচক্ষণতায় ( বর্বর বিচক্ষণতা নয়)।
আপনি আপনার বউয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট কখনো ঘাটাঘাটি করার চেষ্টা করবেন না। তাহলে আপনার বউয়ের মুড ঘেঁটে ঘ হয়ে যেতে পারে।
আমি কোনদিনই নারী বিদ্বেষী ছিলাম না । আজও নই। মহিলাদের হাসিখুশি দেখতে চাওয়াটাই আমার জীবনের প্রধান এবং একমাত্র কর্তব্য বলে আমি মনে করি। তবে আমার জ্ঞান খুব ক্ষুদ্র। সেই কারণে তাদের খুশি হওয়ার কারণগুলোর সব তালিকাভুক্ত করে উঠতে পারলাম না। ত্রুটি মার্জনীয়। বউ প্রেমী সমালোচকরা আমাকে সমৃদ্ধ করবেন বলেই আমার বিশ্বাস।