কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে! বা আপনার প্রতি তার কোনো গুরত্ব নেই৷
১) কি করো, খাইছো, কিছুনা, হুম, আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই৷
২) আপনি সবসময় নিজ থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না৷ এরমানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়৷
৩) মেসেজে দেওয়ার সাথে সাথে সিন করছে না৷ বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া৷
৪) অনলাইন থাকার পরেও আপনাকে নক দেবে না৷ আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিলো আমি ছিলাম না৷
৫) খুব ব্যস্ততা দেখাবে৷ অথচ ক্লাস, আড্ডা, ঘুরাঘুরি, ছবি তোলা আপলোড দেওয়া সব ঠিক থাকবে৷ শুধু আপনার মেসেজের উত্তর দেবার সময় তার হাতে থাকবে না৷
৬) অনেকগুলো মেসেজ করার পর সে বলবে ‘আসলে আমি খেয়াল করিনি স্যরি”
৭) সবসময় তার খোঁজ নেন অথচ সে আগ বাড়িয়ে কখনও নিবে না৷ অথবা তার সামান্য জ্বর হলে আপনি উদ্বিগ্ন হন অথচ আপনি ম-রে গেলেও জিগাবে না কেমনে ম-র-লে?
৮) আপনার ভুল না থাকলেও নিজে সেধে স্যরি বলেন, অথচ সে কখনো এমন করে না৷
উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজ থেকে সরে আসুন৷ খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান৷ মনে রাখবেন! সেল্ফ রেসপেক্টটা বড় জরুরী