অস্কার ওয়াইল্ডের কয়েকটি এপিগ্রাম
১
মানুষ নিজের ভুলগুলোর জন্য যুৎসই একটা নাম বের করেছে – ‘অভিজ্ঞতা’।
২
প্রতিটি সাধুপুরুষের আছে অতীত, প্রতিটি পাপীর আছে ভবিষ্যৎ।
৩
মানুষ আমার সঙ্গে একমত হলেই আমার মনে হয় অবশ্যই আমার কোথাও ভুল হচ্ছে।
৪
বুড়োরা সব বিশ্বাস করে। মধ্যবয়সীরা সব সন্দেহ করে। তরুণেরা সব জানে।
৫
জনগণ খুবই সহনশীল। তারা সবকিছুকে ক্ষমা করে দেয়, কেবল প্রতিভাকে ক্ষমা করে না।
৬
আমরা সবাই পড়ে আছি নর্দমায়, তবু আমাদের মধ্যে কারো কারো চোখ নক্ষত্রের দিকে।
.
.
[অনুবাদ : Mostak Sharif]