অনেক কারনেই, বিয়ে হওয়ার আগেই বিয়ে ভেঙ্গে যায়
পাত্র নাকি হাসলে দাঁতের মাড়ি দেখা যায়… বিয়ে ক্যান্সেল
সেদিন শুনলাম দুইপক্ষ খুশিখুশি আড়ং এ দেখা করতে গেছে; ছেলে বিসিএস পাস করা… দেখতেও উঁচা লম্বা… সব ঠিকঠাক
উঠার আগে ছেলে বলল, ‘তরমুজের জূষটা ভালো ছিল’
গেল ভেঙ্গে বিয়ে
মেয়ের বাবা বাসায় এসে বলল, “যে ছেলে জুস কে জূষ বলে, তার সাথে আমি মেয়ে বিয়ে দিবো না”
… কয়েকদিন আগে শুনলাম বিয়ে ভেঙ্গে গেছে কারন ছেলে নাকি আবহাওয়া অধিদফতরে কাজ করে
পাত্রীর বাবা জিজ্ঞেস করলেন, “বাবা কি করো তুমি?”
‘আব্বা আমি আবহাওয়া অধিদপ্তরে কাজ করি’
‘কি কাজ করো তুমি সেখানে?’
“আব্বা আমি আবহাওয়া অধিদপ্তরের কাজ করি”
‘আরে ভোদাই… কাজটা কি করস, সেটা বল
তোর বাসায় আসার পথে ঝড়ের কবলে পরলাম… মিষ্টির ডালা সামলাবো নাকি নিজেরে সামলাবো!
তুই ড্রয়েং রুমে বসে বসে পটর পটর লাগাইসস আবহাওয়া অধিদপ্তরে কাজ করস
বিয়াই দিবো না আমি আমার মেয়েকে এই দফতরের কারো সাথে … ঝড়ের দফতরে কাজ করে তুই ঝড়েরই খবর জানস না… বিয়ের পরে তুই আমার মেয়েকে হাজারো ঝড় ঝাঁপটা থেকে কেমনে সামলাবি? উত্তর দে’
…আমি সিরিয়াসলি বুঝি না এই দফতরের কাজটা কি?
নেপাল ভুটানের মত দেশেও, তাদের আবহাওয়া অধিদফতর যদি বলে বিকাল ৪টা ১৭ মিনিটে বৃষ্টি নামবে… তাহলে ৪টা ১৮ মিনিটের মধ্যে বৃষ্টি নামবেই
আমাদের নাকি তাদের থেকে অনেক বড়, অনেক ইকুইপড মেশিন্স আছে … আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এসব মেশিনারিস কেনা হয়… তাদের বেতন হয়
আবহাওয়া অধিদফতর যেদিন বলছে; বৃষ্টি হবে, সেদিন গরম বাড়ছে
আর যেদিন বলছে গরম হবে চরমে, স্কুল বন্ধ দেয়া উচিত…. তার ঠিক একসপ্তাহ পরে তার দ্বিগুণ গরম পরছে, অথচ কিনা স্কুল গেছে খুলে
এই সপ্তাহে গরম গতসপ্তাহের থেকেও ৩/৪ ডিগ্রি বেশী হবে এটা তারা আজ থেকে ১০ দিন আগেও জানত না?
এই আবহাওয়া অধিদফতর নামের আজুবা জিনিসটাকেই তো আজ আমার কাছে জাতির জন্য একটা মহাবিপদ সঙ্কেত মনে হচ্ছে
আর এ জন্যই, প্রথম দুইটা কারনে বিয়ে ভেঙ্গে গেছে শুনে খারাপ লাগলেও, এই কারনে বিয়ে ভেঙ্গে গেছে শুনে খারাপ লাগছে না
প্রথম দুইটা কারন যথেস্ট কিউট; বিয়ে ভাঙার জন্য তো না’ই… বরং ঝাঁপিয়ে পরে তাকে বিয়ে করার জন্য
যে মানুষ নিজেই কিউট, সে একদিন না একদিন দেশকে কিছু একটা হলেও দিবে দেটস ফর শিওর
কিন্তু… কিন্তু শেষ কারনটার কারণে, বিয়ে ভেঙ্গে গেছে শুনে খারাপ লাগছে না একটুও
তার হবু শশুড়ের মতো সাম ওয়ান হ্যাজ টু স্পিক আপ; “তোরা কাজটা আদতে করসটা কি!!”