- ব্রেকআপ হওয়ার কারণ।
- ব্রেকআপ স্ট্যাটাস বাংলা।
- ইমোশনাল স্ট্যাটাস স্টাইলিশ।
- ব্রেকআপ স্ট্যাটাস বাংলা।
- ভালোবাসার না পাওয়ার গল্প।
১.ব্রেকআপ হওয়ার কারণ।
সম্পর্ক ন’ষ্ট হওয়ার ১০টি কারণ:
১) মিথ্যা বলা। (মিথ্যা বলা ধীরে ধীরে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায়।)
২) অতীতের ভুল বুঝাবুঝি মনে রাখা (সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলে যান)
৩) দো!ষারােপ করা। (কোন বিষয়ে দো!ষারােপ না করে তাকে বুঝিয়ে বলুন)
৪ ) সব বিষয়ে নাক গলানাে। (প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্তা রয়েছে। সে স্বাধীনতা চায়।)
৫) সময় কম দেওয়া। (সময় না দেওয়ার ফলে , অনেক মধুর সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।)
৬) মত বিরােধ হওয়া। (ধৈর্য সহকারে আলােচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন)
৭) অহংকার বা EGO। (কখনাে নিজের যােগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না।)
৮) সন্দেহ করা। (কোন বিষয়ে সন্দেহ না করে খােলাখুলি আলোচনা করুন।)
৯) রেগে যাওয়া। (রাগ নিয়ন্ত্রণের জন্য ভোরবেলা মেডিটেশন করতে পারেন। আরো ভালোভাবে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন)
১০) প্রশংসা না করা। (প্রশংসা ভালােবাসা বৃদ্ধি করে ও সম্পর্ক মজবুত করে তােলে।)
২.ব্রেকআপ স্ট্যাটাস বাংলা
শিক্ষিত হওয়ার সাথেসাথে স্মার্ট হওয়াটাও খুব জরুরী!’
তুমি দিনরাত পড়াশোনার উপর দিয়ে গেলা,অথচ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানো না, নূন্যতম ম্যানার্স জানো না,নিজেরে পরিপাটি রাখতে জানো না!’তবে তোমার পড়াশোনা জানা অমন মগজের দাম তুমি খুব একটা কারো কাছেই পাবা না!’
একটা পর্যায়ে গিয়ে তোমার শিক্ষা-ধিক্কা প্রকাশ পাবে ‘তোমার আচার-আচরণ,চালচলনে,তোমার কথা বলার স্টাইলে’তোমার সার্টিফিকেটে না!’
৩.ইমোশনাল স্ট্যাটাস স্টাইলিশ
মাঝরাতে ঘুম ভেঙে গেলে তুমি ফোনটা হাতে নিয়ে ঘুম না আসা অব্দি ফেসবুক স্ক্রল করে কাটিয়ে দাও,
তোমার নামের পাশের সবুজ বাতি জানিয়ে দেয় তুমি জেগে আছো,
হয়তো তখন কেউ একটা নকও দেয় তোমায়, তুমি তোমার স্বভাবসুলভ আচরণই করে যাও, ইচ্ছে হলে রিপ্লাই দাও না হলে অফলাইন হয়ে যাও।
আর আমার মাঝরাতে ঘুম ভেঙে গেলে সবার আগে তোমায় একটু ফোন দেবার জন্য মনটা কাঁদে,
অথচ আমি পারি না।
তোমায় কারণে-অকারণে বিরক্ত করতে যতটুকু অধিকার লাগে সেটুকুর পাট তো তুমি কবেই চুকিয়ে দিয়েছো কড়ায়-গণ্ডায় হিসেব করে!
আমি মুঠোফোনটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি,
আমাদের ইনবক্সে ঢুকে বারবার ফেলে আসা দিনগুলোর স্মৃতিই রোমন্থন করি।
কখনো তোমার প্রোফাইলে যেয়ে তোমার ছবি দেখে অঝোরে কেঁদে কেটে বুক ভাসাই,
তোমার নামের পাশেই সবুজ বাতি জ্বলজ্বল করে জ্বলে রয়,
আমি জানি শুধু একটা মাত্র মেসেজের দূরত্বে তুমি,
অথচ তবুও তোমায় একটা মেসেজ দেয়া হয়ে ওঠে না আমার।
আমি এক মনে ঘন্টার পর ঘন্টা তোমার প্রোফাইলের দিকে তাকিয়েই রাত পার করে দেই।
তুমি ফেসবুকে আমার দেয়া রাত-দিন হাজারো পোস্ট দেখে ভাবো হয়তো ভালোই আছি,হয়তো ভুলেই গেছি,
বোকা ফেসবুকটা এসবই তোমায় বোঝায় অথচ তোমার অভাবে যে রোজ কত-শত বার মরে যাই,মরে যেতে চাই একথা তোমার বোধ অব্দি পৌঁছতে পারে না।
চোখ ঝলসানো হাজারো রং-বেরঙের পোস্ট, মাঞ্জা মারা প্রোফাইল পিকচার আর বাহারি স্টোরি, ফলাও করে ভালো আছি শো-অফ করাটাই শুধু তুমি দেখে যাও,
অফলাইনের তুমিহীন রঙচটা জীবনটা যে কতোটা দুর্বিষহ, কতোটা যন্ত্রণাময়,কতোটা অসহ্য অসহায় সে খবর অনলাইনের দুনিয়া তোমায় দেয় না।
তুমি বরাবরই ভেবে যাও আমাকে মুক্ত করে দিয়ে কিংবা আমার থেকে মুক্ত হয়ে তুমি যতোটা ভালো আছো, ভালো থাকো, তোমার প্রাক্তন প্রেমিকাও হয়তো ঠিক ততোটাই ভালো থাকে।
তুমি শুধু জানতে পারো না তোমার ফেলে যাওয়া প্রেমটুকু কুড়িয়ে সযতনে বুকে জড়িয়ে তোমার প্রাক্তন প্রেমিকা রোজ মরে যায়,রোজ মরে যেতে চায়।
মরে যাই যাই করেও তবু জীবনের কাছে হেরে কি করে যেনো বেহায়ার মতো তবুও বেঁচে রয়।
বোকা ফেসবুকটা তোমায় কেবল বাহারি জীবনের শো-অফের খবরটাই দেয়,
অফলাইনে রোজ মনে মনে লেখা অজস্র সুইসাইড নোটের খবরটা আর তোমায় কেউ দেয় না।
কেউই দিতে পারে না।
__সত্য যখন শো-অফটুকুই
__©বুশরা হাবিবা
৪.ব্রেকআপ স্ট্যাটাস বাংলা
যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।
নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, ‘যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল’ । তারা বলল, ‘আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি’। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।
একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক – হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।
তারা বলেছিল ‘এটা বিনামূল্যে’। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।
যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।
“জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়”
Collected.
৫.ভালোবাসার না পাওয়ার গল্প
ডিয়ার আমি,
আবেগ কমাও! লাইফে কাকে দরকার,কাকে দরকার নাই সেটা বুঝতে শিখো৷ কে প্রায়োরিটি দিচ্ছে,কে দিচ্ছে না সেটাও বুঝতে শিখো৷ আগের বোকামির কথা ভেবে এখন আর লাভ নেই। মনে ‘জিদ’ রাখো৷ আর অবশ্যই ‘ভালো থেকো!’ তোমাকে ভালো থাকতেই হবে! কারন তুমি অনেক দামী ।
…………………..
……………………
তুমি যাকে তোমার সবচেয়ে প্রিয় মানুষ বলে ভাববে, যাকে তোমার সবটা উৎসর্গ করে দেবে; মনে রেখ সে কিন্তু তোমাকে তার প্রিয় মানুষ বলে মানতেও না পারে। তার সবটা তোমাকে উজাড় করে দেবার চিন্তা তার মাথায় নাও থাকতে পারে।
তাই কাউকে নিজের প্রিয় মানুষ বানানোর আগে, একবার ভেবে দেখ সে কি সত্যিই তোমার প্রিয় মানুষ, নাকি অন্য কেউ আছে?
কারণ, যাকে তুমি আজ তোমার প্রিয় মানুষ বলে ভাবছ, কাল সে তোমার পাশে নাও থাকতে পারে।
কিন্তু এমন একজন আছে যে তোমাকে কোনোদিনও কোনো মুহূর্তে ছাড়বে না।
তাকে জানতে হলে, নিজেকে একবার আয়নার সামনে দেখ।
হ্যাঁ, ঠিকই ধরেছ।
একমাত্র তুমিই তোমার প্রিয় মানুষ। তুমি কখনোই চাইলেও নিজেকে ছেড়ে থাকতে পারবে না। তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার সাথেই থাকবে।
তাই সর্বদা নিজেকে ভালোবাসো। নিজেকে নিয়ে খুশি থাক, নিজেই নিজের প্রিয় মানুষ হও।
দেখবে তোমার মত সুখী মানুষ এ দুনিয়ায় আর কেউ নেই