ক্যাসেমিরো যেদিন প্রথম সাও পাওলোর ট্রায়ালে গিয়েছিলেন সেদিন মূলত ফরোয়ার্ড হিসেবে ট্রায়াল দিতেই গেছেন! কিন্তু গিয়ে দেখেন যে অনেক বেশি ছেলেরা আছে ফরোয়ার্ড হওয়ার লাইনে, তাই সে আশা একপাশে সরাইয়া রাখলেন। দেখলেন ডিফেন্সিভ মিডফিল্ডার লাইনটা ফাঁকা, গিয়ে দাড়ান সেখানেই!
.
পৃথিবীর সব সেরাদের গল্পগুলো এমন রোমাঞ্চকরই হয় না? নাহলে ক্যাসেমিরোর তো ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার কথা না, তার তো স্ট্রাইকার হওয়ার কথা! কিন্তু দেখেন, এখন সে ব্যতিব্যস্ত থাকে ফরোয়ার্ডদের খেলা নষ্ট করার কাজে!
.
ক্যাসেমিরো যদি আপনার দলে থাকে, তাহলে এটাকে আশীর্বাদ হিসেবে ধরে নিবেন! সে এক কথায় অসাধারণ, এবং এতো পরিশ্রমী যে ব্রাজিলিয়ানরা মাঝে মাঝে বুঝতেই পারে না যে সে ব্রাজিলিয়ান!
.
জিদান একবার একটা কথা বলেছিলো, আপনার দলে যখন ক্যাসেমিরো খেলবে আপনি ব্যালেন্স খুজে পাবেন, মাঠে যখন সে থাকবে তখন আপনি বুঝবেন না সে আছে! কিন্তু যখন সে থাকবে না তখনই আপনি টের পাবেন আসলে ক্যাসেমিরো নাই!
Casemiro, our tank
©