চাকরির আবেদন এ ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
প্রত্যেক Teletalk নিয়ন্ত্রিত রিক্রুটমেন্ট পোর্টালে “Recover User ID” ও “Recover Password” অপশন থাকে।
ধাপগুলো হলো:
User ID ভুলে গেলেঃ
১. রিক্রুটমেন্ট পোর্টালে যান (যেমন: http://dpe.teletalk.com.bd)
২. “Recover User ID” অপশন নির্বাচন করুন।
৩. প্রয়োজনীয় তথ্য দিন (যেমন: আবেদনকারীর নাম, পিতার নাম, মোবাইল নাম্বার ইত্যাদি)।
৪. সাবমিট করলে ইউজার আইডি মোবাইলে এসএমএস বা অন-স্ক্রিনে দেখাবে।
Password ভুলে গেলেঃ
১. রিক্রুটমেন্ট পোর্টালে যান।
২. “Recover Password” অপশন নির্বাচন করুন।
৩. ইউজার আইডি ও মোবাইল নম্বর দিন।
৪. সাবমিট করলে নতুন পাসওয়ার্ড বা রিকভারি লিংক মোবাইলে বা অন-স্ক্রিনে পাওয়া যাবে।
বিকল্পভাবেঃ
প্রাথমিক আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইলে Teletalk থেকে প্রেরিত প্রাথমিক ইউজার আইডি ও পাসওয়ার্ডের এসএমএস খুঁজুন।
এসএমএসটি এমন ধরনের হয়:
User ID: ABCDEF Password: 123456
এটা দিয়েও লগইন করতে পারবেন।
অফিসিয়াল সোর্সঃ
এ নিয়মগুলো সকল সরকারি নিয়োগের teletalk.com.bd নিয়ন্ত্রিত রিক্রুটমেন্ট পোর্টালের অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী। আপনি যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির Instruction for Applicants বা অফিসিয়াল বিজ্ঞপ্তির লাস্ট প্যারাগ্রাফেও এই নির্দেশনা পাবেন।
যেমনঃ https://bpsc.teletalk.com.bd/instructions.php
নোটঃ
যদি মোবাইল নম্বর ভুল দেন বা নম্বর বন্ধ থাকে, তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হয়। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল যোগাযোগ নম্বর বা ইমেইল উল্লেখ থাকে।
লেখাঃ সাকিবুল হাসান।
সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তথ্য ও গাইডলাইন পেতে পেইজে ফলো দিয়ে সঙ্গেই থাকুন
Sakibul’s Job Update