ফেব্রুয়ারি ১৯৬৯
৮০. শামসুর রাহমান কী ধরনের লেখা লিখতেন? [ঢাবি অধিভুক্ত ৭ কলেজ; ক ইউনিট ২০১৭-১৮]
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. কবিতা
উত্তর: ঘ
৮১. কোন গ্রন্থটি শামসুর রাহমানের? [ঢাবি অধিভুক্ত ৭ কলেজ; ২০১৭-১৮]
ক. ঝরা পালক
খ. বিমুখ প্রান্তর
গ. বৈরী বৃষ্টিতে
ঘ. নিজ বাসভূমে
উত্তর: ঘ
৮২. কর্মজীবনে কবি শামসুর রাহমান ছিলেন- [গ ইউনিট ২০১৩-১৪]
ক. শিক্ষক
খ. সাহিত্য গবেষক
গ. সাংবাদিক
ঘ. আইনজীবী
উত্তর: গ
৮৩. কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কী?
ক. রক্তাক্ত রাজপথ
খ. শহিদের রক্তের বুদ্বুদ্
গ. একুশের কৃষ্ণচূড়া
ঘ. রক্তাক্ত মিছিল
উত্তর: গ
৮৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া কীসের ইঙ্গিত?
ক. চেতনার
খ. প্রেমের
গ. বিদ্রোহের
ঘ. স্বপ্নের
উত্তর: ক
৮৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ভাষা শহিদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তর: খ
৮৬. কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এতে রয়েছে –
ক. অত্যাচারের পটভূমি
খ. অতীত ঐতিহ্য
গ. রঙের সমতা
ঘ. ইতিহাসের উদ্দীপনা
উত্তর: ক
৮৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কী?
ক. কৃষ্ণচূড়া ফুল
খ. একুশে ফেব্রুয়ারি
গ. একুশের কৃষ্ণচূড়া
ঘ. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ
উত্তর: গ
৮৮. ‘একুশের কৃষ্ণচূড়া’ কথাটি আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
ক. একুশে এপ্রিলের কথা
খ. একুশে আগস্টের কথা
গ. একুশে ফেব্রুয়ারির কথা
ঘ. একুশে জানুয়ারির কথা
উত্তর: গ
৮৯. কোন রং চোখে ভালো লাগে না?
ক. যে রং পাকা নয়
খ. যে রং গাঢ় নয়
গ. যে রং হালকা নয়
ঘ. যে রং সন্ত্রাস আনে
উত্তর: ঘ
৯০. “এখন যে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারাদেশ”- এখানে কোন রঙের কথা বলা হয়েছে?
ক. কৃষ্ণচূড়ার রং
খ. সন্ত্রাসের রং
গ. ভালোবাসার রং
ঘ. বিপ্লবের রং
উত্তর: খ
৯১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে?
ক. মিছিলে
খ. রাজপথে
গ. আন্দোলনে
ঘ. ঘাতকের আস্তানায়
উত্তর: ঘ
৯২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে?
ক. সালামের
খ. বরকতের
গ. রফিকের
ঘ. শফিকের
উত্তর: খ
৯৩. বরকত গাঢ় উচ্চারণে কী বলে?
ক. জয় বাংলা
খ. বাংলাদেশ জিন্দাবাদ
গ. অবিনাশী বর্ণমালা
ঘ. বাংলাদেশ দীর্ঘজীবী হউক
উত্তর: গ
৯৪. “এখনো — রক্তে দুঃখিনী — অশ্রুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে।” খালিঘরের উপযুক্ত শব্দ হলো-
ক. বীরের, মাতার
খ. বীরের, বোনের
গ. সন্ত্রাসীর, মাতার
ঘ. সন্ত্রাসীর, বোনের
উত্তর: ক
৯৫. ‘সকাল সন্ধ্যায়’ বলতে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবি কী বুঝিয়েছেন?
ক. সকাল-সন্ধ্যায়
খ. সকাল ও সন্ধ্যায়
গ. সারাক্ষণ
ঘ. সকাল বা সন্ধ্যায়
উত্তর: গ
৯৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
গ. স্বদেশি আন্দোলন
ঘ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
উত্তর: ঘ
৯৭. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কোন সরকারের বিরুদ্ধ শক্তি ছিল-
ক. স্বৈরাচারী আইয়ুব সরকার
খ. স্বৈরাচারী এরশাদ সরকার
গ. স্বৈরাচারী মুসলিমলীগ সরকার
ঘ. স্বৈরাচারী ইয়াহিয়া সরকার
উত্তর: ক
৯৮. কবি শামসুর রাহমান ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন দুটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
গ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
ঘ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন
উত্তর: খ
৯৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে আছে –
ক. থরে বিথরে
খ. সারি সারি হয়ে
গ. বৈচিত্র্যপূর্ণভাবে
ঘ. নিবিড় হয়ে
উত্তর: ঘ
১০০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় শহরের পথে কৃষ্ণচূড়া ফুটেছে-
ক. থরে থরে
খ. ঝাঁকে ঝাকে
গ. নিবিড় হয়ে
ঘ. থোকা থোকা
উত্তর: ক
১০১. ‘মানবিক বাগান’ কমলবন হচ্ছে তছনছ।’ চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক. মানুষের তৈরি বাগানের কারণে কমলবন নষ্ট হয়ে যাচ্ছে
খ. মূল্যবোধের অবক্ষয়
গ. বাগান ধ্বংস হয়ে যাওয়া
ঘ. শত্রুর হিংস্র হামলা
উত্তর: খ
১০২. ‘এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়।’ উদ্দীপকের সঙ্গে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন বিষয়টির মেলবন্ধন রয়েছে?
ক. নির্যাতন
খ. বিজয়
গ. সংগ্রাম
ঘ. মিছিল
উত্তর: ক
১০৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. পূর্ব বাংলাকে
খ. হৃদয়ের অনুভূতিকে
গ. পশ্চিম বাংলাকে
ঘ. হৃদয়ের উপত্যকাকে
উত্তর: ক
১০৪. ‘বুঝি তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে’ – সালাম রাজপথে নেমে কী করে?
ক. স্লোগান দেয়
খ. পতাকা উড়ায়
গ. শহিদ হয়
ঘ. ভাষণ দেয়
উত্তর: খ
১০৫. সালাম আবার কোথায় নামে-
ক. মিছিলে
খ. রাস্তায়
গ. রাজপথে
ঘ. উঠোনে
উত্তর: গ
১০৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় আত্মহুতি দেওয়া বীর জনতাকে কবি কাদের প্রতীকে তৎপর্যময় করে তুলেছেন?
ক. প্রীতিলতা – ক্ষুদিরাম
খ. মতিউর – ড. শামসুজ্জোহা
গ. আসাদুজ্জামান – ক্ষুদিরাম
ঘ. সালাম – বরকত
উত্তর: ঘ
১০৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কতজন ভাষা শহীদের নাম এসেছে?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন
উত্তর: খ
১০৮. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ বলা হয়েছে কোন ফুলকে?
ক. রক্তজবা
খ. কৃষ্ণচূড়া
গ. পলাশ
ঘ. শিমুল
উত্তর: খ
১০৯. ১৯৬৯-এর আন্দোলনের কারণ কী?
ক. অর্থনৈতিক শোষণ
খ. জাতিগত শোষণ
গ. সামাজিক শোষণ
ঘ. ধর্মীয় শোষণ
উত্তর: খ
১১০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন ধরনের কবিতা?
ক. রোমান্সধর্মী
খ. ইতিহাস নির্ভর
গ. রাজনৈতিক
ঘ. রোমান্টিক
উত্তর: খ