- ঘুম না আসার কষ্টের স্ট্যাটাস।
- ঘুম নিয়ে মজার ছন্দ।
- ঘুম নিয়ে ফানি স্ট্যাটাস।
- ঘুম নিয়ে বিখ্যাত কবিতা।
- গভীর ঘুমের কবিতা।
১.ঘুম না আসার কষ্টের স্ট্যাটাস
ঘুম, সে তো তোমার মতই
আসি আসি করেও আসে না।
শ্লথ গতিতে কেটে যায় একটা দীর্ঘ রাত
ঘুমের সেদিকে খেয়ালই থাকেনা।
ঘুম বড় ভুলো মনা, বল যতই
সে যেন ঠিক তোমার মতই,
যেমন আমায় মনে করতে গিয়েও
তুমি মনে করার কথাই ভুলে যাও
জানোতো, কেবল আমিই পারিনা,,,
তোমাকে ভুলতে গিয়েও ভোলা হয়না।
তোমাতে এতটাই বিভোর হই
যে, ভুলে যাওয়ার কথাটাই ভুলে যাই।
আমার প্রতি খারাপ লাগার মায়া বেড়েছে আজকাল,
আর তাইতো ও খুব যতনে সঙ্গ দেয়,
থাকেনা দূরে ক্ষণকাল।
ও জানে আমার একলাপনা,
তাইতো তোমার মত করে
ও আমায় ভুলতে পারে না।
আমি কি তোমার বিরক্তি, প্রিয়?
কভু চাইব না তোমার পানে
একটি বার বলে দিও….
ভাবনারা বেহায়া বড়-ই
তোমাতেই বিভোর হয়
যায় না বাঁধা তাদের গতি,
শূন্য জেনেও মত্ত রয়
___কারিমা
২.ঘুম নিয়ে মজার ছন্দ
ঘুমকে আমি কহিলাম
ঘুম তুমি নয়নে আসো,
ঘুম আমায় কহিল-
তুমি দুঃখ নিয়ে কেনো বাঁচো?
ঘুমকে কি করে বুঝাই….
দুঃখকে কি করে সরাই?
__সীমা রহমান মেঘো
৩.ঘুম নিয়ে ফানি স্ট্যাটাস
,,,,,ঘুম,,,,
লিখাঃ আন্নি
ঘুম তুই বড় পাজি
যখন খুঁজি তোকে
তখন থাকিস আড়ালে
যখন বলি লাগবে না তোকে
তখন থাকিস আকঁড়ে ধরে,
ঘুম তুই বড় পাজি,,,
ধনীর ঘরের অভাব তুই,
দরিদ্রের ঘরের বাদশা,,,
ঘুম তোকে খুঁজে বেড়াই অসুস্থ শহরে,
নামি,দামি খামে তোকে কিনতে পাওয়া যায়।
ঘুম তোর এতই সুনাম, টাকা- পয়সা মানেও হার।
সারাদিনের ক্লান্তি শেষে তোর কোলেতে সবাই শান্তি খুঁজে,তৃপ্তি নিয়ে আসিস তুই সবার নিদ্রায়।
ঘুম তুই বড্ড পাজি, করিসনে আর হয়রানি।
৪.ঘুম নিয়ে বিখ্যাত কবিতা
#রম্য_ছড়া #ধুকপুক
জানো কাল মাঝরাতে দরজায় ঠকঠক
শুনে ঘুম গেলো টুটে চোখ লাল টকটক
কান পেতে শুনি কী ঘটনাটা ঘটছে
ভয়ে পাশ বালিশটা চেপে ধরে জোরসে।
ফিসফাস অাওয়াজ কানে এসে লাগছে
বুঝি নাকো কেউ কাছে অাসছে না ভাগছে
ধুকপুক ধুকপুক বুকে বাজে ঘন্টা
চোর নাকি ভূত জ্বিন ভয়ে কাঁপে মনটা।
ধুপধাপ দরজায় ফের জোরে শব্দ
এইবার বাপু অামি হয়ে গেছি জব্দ
ভয় পেয়ে জোরে-শোরে শুরু করি হাউমাউ
তক্ষুনি বিড়ালেও ডেকে উঠে ম্যাঁউ ম্যাঁউ।
#আব্দুল্লাহ_আল_মামুর #aalmamur
৬.গভীর ঘুমের কবিতা
তোমার ভীষণ ঘুম দরকার ! শ্বাশত-গাঢ় ভালোবাসা দরকার !
তোমার সব কিছুতেই গভীর বিষাদের ছোঁয়া ; তুমি নিজেকে শেষ করে দিতে চাও যদি আমি ভুল না হয়ে থাকি! এমনকি আত্মত্যাগ!
তুমি জেনে রেখো, যে মানুষ গুলো বেঁচে থাকতে তোমার আবেগ গুলো কে অবহেলায় পিষে মেরেছে তারা সহ সবাই কিন্তু এমন কিছু হলে তোমার গায়ে থুতু দেবে,ছিঃ ছিঃ করবে!
অথবা ফেসবুক সেলিব্রিটি হতে চাও ! যশস্বী ব্যক্তি মনযোগ পাওয়ার জন্য অনেক কিছুই এমন করেন! এক সময় তোমার আবেগ তোমায় গুলিয়ে খেয়ে ফেলবে!
কিন্তু ভুলে যেওনা ফেসবুক সব কিছুর সমাধান নয়।
তবে এমনটাও ভাবার সুযোগ নেই চারপাশে কি হচ্ছে তাতে করে আমার কি যায় আসে ?
কিন্তু তোমার যাওয়া–আসা উচিত! কারণ এটা জীবনে টিকে থাকতে ,একটু ভালো থাকার জন্য সংযোগ থাকা দরকার।
সংসারে তোমার ভীষণ অনীহা ;অবশ্য এ জন্য দায়ী তোমার পারিপার্শ্বিকতা !
অতানুগতিক বিয়েতে তোমার ভীষণ আপত্তি !
বিয়ের প্রথা পালন করলেই কেউ স্বামী -স্ত্রী হয়ে যায় না। বিয়ের নিবন্ধন বন্দী হওয়ার চুক্তিনামা এক প্রস্থ কাগজ মাত্র !
তুমি ভাবো তাহলে কীভাবে দুজন বিবাহিত হয়ে থাকবে – ঋণাত্মক ভাবনা সর্বদা !
শোন,আমার কথা গুলো তুমি যাত্রাদলের বিবেকের পার্ট মনে করে ছুঁড়ে ফেলে দিতেই পারো ! তাতে আমার কি আর করার থাকতে পারে।
নিজেকে সভ্যতার অসভ্য বিছানার ছুড়ে ফেলে দেবে হয়তো । লাল গাউন,গলায় বাহারি স্কার্ফ পরা থাকবে হয়তো, সেটা অন্য কারও দেওয়া অন্য কারও স্বপ্নে বোনা !
হয়তো, গরমের দিনেও গলায় বন্ধনী পরিধানের প্রয়োজন পরবে ! সেটা হয়তো শুধুই ভালোবাসার আঁচড় ঢাকতে! ভালোবাসা আঁচড় ,মিষ্টি-মৃদু কামড় হয়ে কথা বলবে!
এতো কিছু না ভেবে অনিদ্রা, উদ্বেগ এবং অন্যান্য অবস্থার উন্নতির জন্য নিয়মিত ঔষধ খেয়ে নিয়ো ! সাথে একটা ঘুমের ট্যাবলেট !
তোমার আসলে ভীষণ ঘুম দরকার! শ্বাশত-গাঢ় ভালোবাসা দরকার !
-শাহেদ এম আজিম