১৯৮০ সালে মানে আমাদের দাদী নানীদের আমলে সোনার ভরি ছিল ৩০০০ টাকা। জ্বি মাত্র “তিন হাজার” টাকা। সেই সময় একজন সরকারি চাকরিজীবী মাসে বেতন পেতেন ৮০০ থেকে ১০০০ টাকা। মানে একজন সরকারি চাকরিজীবী literally তিন মাস না খেয়ে না পরে থাকলে এক ভরি gold কিনতে পারতেন। কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। তখনকার দিনে একটা গোল্ড চেইন কিনতেই একটা ফ্যামিলির বছরের পর বছর সঞ্চয় করা লাগতো।
এখন একজন fresh graduate গড়ে মাসে ২৫-৩০ হাজার টাকা স্যালারি পায়। স্বর্ণের ভরি ২ লাখ। মানে প্রায় ৬-৭ মাসের বেতন। হিসাবটা আলটিমেটলি প্রায় same ই দাঁড়ায়! শুধু সংখ্যাটা এখন বড় দেখাচ্ছে।
বিষয় হচ্ছে, সোনা কখনোই সস্তা ছিল না। এখনও নেই।
সোনার দাম আসলে বাড়ে না। আমাদের টাকার দাম কমে। সেটা কিভাবে আমি একটু সহজ ভাষায় খুলে বলি। আমাদের পরদাদা ১০০ বছর আগে ১ ভরি সোনা দিয়ে একটা ভালো গরু কিনতে পারতেন। আজকে আপনি ১ ভরি সোনা দিয়েও একটা ভালো তরতাজা গরু কিনতে পারবেন। তারমানে দাড়ালো সোনার ক্রয় ক্ষমতা কিন্তু same ই আছে।
অথচ ১০০ বছর আগে ১০ টাকা দিয়ে অনেক কিছু কেনা যেত। এখন ১০ টাকা দিয়ে এককাপ চা ও খাওয়া যায় না। কারণ আমাদের টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। তাই মনে হচ্ছে সোনার দাম অনেক বেশি, আসলে আপনার-আমার পকেটের টাকা দুর্বল হয়ে গেছে।
ইন্টারেস্টিং ব্যাপার হলো, গোল্ডের মধ্যে কিন্তু মেকিং চার্জ বলে একটা বিষয় আছে। এটা হলো গয়না বানানোর খরচ। এই খরচটা হয় ক্ষেত্রভেদে ২৫ থেকে ৩০ হাজার টাকা! মানে আপনি ১ লাখ টাকার গোল্ড কিনলে তার মধ্যে গোল্ড আছে মাত্র ৭০-৭৫ হাজার টাকার। আর মজার ব্যাপার এই making charge টা আপনি জীবনেও ফেরত পাবেন না। দোকান থেকে বের হওয়া মাত্রই ওই ৩০ হাজার টাকা শেষ। পরে যদি সোনা বিক্রি করতে যান, আপনাকে শুধু গোল্ডের দাম দেবে। কারণ, making charge এর কোনো value নেই। এখন বলেন, এটা investment নাকি expense?
Well, প্রশ্ন দাঁড়ায় তাহলে কি গোল্ড কিনবেন নাকি কিনবেন না?
গোল্ড প্রাকৃতিক একটা ধাতু, প্রকৃতিতে খুব সীমিত পরিমাণে আছে। শেয়ার বাজার ধসে যেতে পারে, ব্যাংক দেউলিয়া হতে পারে, কিন্তু হাজার বছর পরেও গোল্ডের একটা value থাকবে। কিন্তু তার মানে এই না যে আপনি সব টাকা গোল্ডে ইনভেস্ট করে ফেলবেন। আমার মনে হয় একজন মানুষের কাছে যদি ১০ লাখ টাকা savings থাকে, তাহলে এরমধ্যে ১-২ লাখ টাকার গোল্ড রাখা যেতে পারে। বাকিটা অন্যান্য লাভজনক খাতে বিনিয়োগ করে ফেলা ভালো। হ্যাঁ, যদি গয়না কিনতেই হয় বিয়ে-শাদীর জন্য, তাহলে সেক্ষেত্রে এখন হয়তো খুব ভালো সময় না। কারণ দাম already অনেক উপরে। একটু ধৈর্য্য ধরলে কিছুটা কমলেও কমতে পারে।
আপনার কি মনে হয়, বর্তমান আর্থসামাজিক অবস্থায় গোল্ড কি একটা ভালো ইনভেস্টমেন্ট নাকি অন্য জায়গায় invest করা বেশি লাভজনক? কমেন্টে জানান আপনার কি মতামত, আসুন আলোচনা করি। 