– কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট
১/ আমরা যত সুখি হই আমাদের ঘুম তত কম হয় অথবা ঘুমের প্রয়োজন কম হয়।
২/ প্রিয় মানুষের হাত ধরা পর আমাদের চিন্তা কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়।
৩/ বুদ্ধিমান এবং স্মার্ট ব্যক্তিরা অন্যদের চেয়ে কম বন্ধু তৈরি করে। ব্যক্তি যতই স্মার্ট হয়, বন্ধু নির্বাচনে সে ততই বাছাই মুলক এবং সতর্ক হয়।
৪/ নিজের বেস্ট ফ্রেন্ডকে সঙ্গী হিসেবে নির্বাচন করলে ডিভোর্সের ঝুঁকি ৭০% কমে যায় এবং বিয়ে সারা জীবন টিকে থাকার সম্ভাবনা থাকে।
৫/ যেসব ব্যক্তি একাধিক ভাষায় কথা বলতে পারে, তারা এক ভাষা হতে অন্য ভাষায় কথা বলার সময়, নিজের অজান্তেই তার ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাতে পারে।
৬/ একাকীত্ব মানুষের জীবনে দুর্বিষহ। আপনি জানেন কি দীর্ঘ সময় একাকীত্ব থাকা মানে হচ্ছে, একদিনে 15 টি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সমান।
৭/ ভ্রমণ প্রিয় মানুষ মানসিক দিক দিয়ে উন্নত হয়। ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায় এবং হার্ট অ্যাটাক ও ডিপ্রেশন এর ঝুঁকি কমায়।
৮/একজন মানুষকে অধিক আকর্ষণীয় এবং প্রফুল্ল মনে হয় তখন যখন সে নিজের আগ্রহের কথা জানায়।
৯/ দুজন ব্যক্তি যখন একসাথে কথা বলে, তখন যদি একজন ব্যক্তি পা অস্বাভাবিক ভাবে নড়াচড়া করে অথবা কথার মাঝে পা সামান্য দূরে সরিয়ে নেয়, তাহলে বুঝতে হবে সে আপনার সাথে আলাপ করতে ইচ্ছুক নয় এবং সে স্থান ত্যাগ করতে চায়।
– ধন্যবাদ