যেদিন তুমি এসেছিলে
সিজন ২ পর্ব ২৪
মুন্নি_আক্তার_প্রিয়া
___________________
অর্ষার বিয়ে ঠিক হওয়ার খবর আহনাফের কান পর্যন্ত চলে এসেছে। মিজানের থেকে শুনেছিল ওর বাবার অসুস্থ হওয়ার কথা। এর মাঝে বিয়ে এলো কোত্থেকে? অর্ষা অফিসে আসছে না। ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। মিজান একবার ফোন করেছিল। প্রথমবার রিসিভ করলেও পরে আর সে কারও ফোনেরই কোনো রেসপন্স করেনি। আর ঐ প্রথমবারেই আহনাফ মিজানের থেকে জানতে পেরেছিল, অর্ষার বিয়ে ঠিক হয়েছে। তাই সে আর অফিসে আসবে না। চারদিকে সে অন্ধকার দেখছিল। সবকিছু কেমন যেন হাতের নাগালে এসেও বাইরে চলে যাচ্ছে। আহিলকে এই বিষয়ে জিজ্ঞেস করে জানা গেল, অর্ষা বিয়ের ব্যাপারে তাদেরকে কিছুই জানায়নি। আহনাফ যে সকালকে কিছু জিজ্ঞেস করবে সেটাও পারছে না। সকালও রাফিকে পড়াতে আসছে না তিনদিন ধরে। আহনাফের অবস্থা বুঝতে পেরে হাসিব আহিলকে নিয়ে ওর বাকি ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে যায়। যা করার সবার সাহায্য নিয়েই করতে হবে।
সবাই গোল হয়ে বসে আছে। আহনাফ নেই এখানে। সে গেছে অর্ষার সাথে কথা বলতে। আহিলের সঙ্গে হাসিবকে দেখে লামিয়া বলে,
“এই মুলাকে কোত্থেকে নিয়ে এলি?”
হাসিব ভ্রুঁ কুঁচকে গম্ভীর হয়ে বলে,
“আমি মুলা না। আমি হাসিব।”
“হাসিব হোন অথবা পাতিহাঁস হোন তা নিয়ে তো মাথা-ব্যথা নেই। আমাদের বন্ধুদের মধ্যে কী করছেন?” বলল রেশমি।
হাসিব বিস্ময়ে ঢোক গেলে। আহনাফের বলা কথা মনে পড়ে যায়। এরা যে সাংঘাতিক ফাজিল তার একটু-আধটু বিশ্লেষণ সে আগেই জেনেছে। দমে গেলে চলবে না। বন্ধুর জীবন-মরণের ব্যাপার। সে একটু নড়েচড়ে বসে বলল,
“আপনাদের হেল্প প্রয়োজন।”
“চিনি না জানিনা, হেল্প করব কেন? মহা মুশকিল তো! আমরা কি হেল্প সেন্টার খুলে বসেছি?” বিরক্ত হয়ে বলল লামিয়া।
আহিল বলল,
“উনার জন্যই সবাইকে দেখা করতে বলেছি। উনি আহনাফ স্যারের বন্ধু।”
“আমাদের কী দরকার?”
“ঐযে বললাম হেল্প!” বলল হাসিব।
এরপর দীর্ঘ আলোচনা করার ভঙ্গিতে বলল,
“আমার বন্ধু আহনাফ আপনাদের ফ্রেন্ড অর্ষাকে ভীষণ ভালোবাসে। অর্ষাও আহনাফকে ভালোবাসে; যদিও এটা সে স্বীকার করতে চায় না এখন আর। মাঝখানে কিছু ভুল বুঝাবুঝি হওয়ায় অর্ষা অভিমান করে ছিল। কিন্তু সমস্যা আরও গুরুতর আকার ধারণ করেছে। অর্ষার বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়।”
সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আশিক বিস্মিতকণ্ঠে বলল,
“অর্ষার বিয়ে ঠিক হয়েছে আর আমরা জানিনা?”
“আমিও জানতাম না।”
“আপনি নিশ্চয়ই মিথ্যা বলছেন। নয়তো এতকিছু হয়ে গেছে আর আমরা জানব না তা কী করে সম্ভব?” বলল জুঁই।
“আমি কোনো মিথ্যা বলছি না। আপনারা অর্ষাকে জিজ্ঞেস করলেই সত্যিটা জানতে পারবেন।”
লামিয়া বলল,
“অবশ্যই জিজ্ঞেস করব। আপনার কথায় অন্ধবিশ্বাস করব নাকি।”
আহিল জিজ্ঞেস করল,
“আপনি আমাদের থেকে কী হেল্প চাচ্ছেন ভাইয়া?”
“আমি চাই, এই বিয়েটা ভাঙতে। আহনাফ এবং অর্ষাকে এক করতে হবে।”
রেশমি বলল,
“এটা কি মগের মুল্লুক পেয়েছেন নাকি বালতির মুল্লুক? অর্ষা নিজে বিয়েতে রাজি হলে আমরা বিয়ে ভাঙব কেন?”
“অর্ষা যেহেতু আহনাফকে ভালোবাসে, সেহেতু অবশ্যই সে মন থেকে রাজি না।”
“লে! মন থেকে রাজি না তো কি মাথা থেকে রাজি?” বলল লামিয়া।
হাসিব বিরক্ত হয়ে যাচ্ছে। তবুও ধৈর্য নিয়ে বলল,
“আমার কথা বিশ্বাস না হলে অর্ষার থেকে শুনে নেবেন। আপনারা ওর ফ্রেন্ড, ওর কাছের মানুষ। ও কোনটা সত্যি বলছে আর কোনটা মিথ্যা বলছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তখন তো হেল্প করতে আপত্তি নেই?”
দিদার বলল,
“অর্ষা যদি সত্যিই আহনাফ ভাইয়াকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। তবে তার আগে সত্যতা যাচাই করব।”
“অবশ্যই।”
লামিয়া মাঝখানে ফোঁড়ন কেটে বলল,
“এক মিনিট। হেল্প করলে আমরা কী বেনিফিট পাব?”
“উম! সবাইকে একটা করে বিড়াল গিফ্ট করব।”
লামিয়া চিবিয়ে চিবিয়ে বলে,
“কেন রে ভাই! আপনি কি বিড়াল কমিটির চেয়ারম্যান?”
জুঁই লামিয়াকে থামিয়ে বলল,
“আরে থাম! আগে সত্য-মিথ্যা যাচাই করে নিই তারপর বেনিফিট নিয়ে ভাবা যাবে। আর তার কথা যদি সত্যি হয়, তাহলে আহনাফ ভাইয়ের সঙ্গে অর্ষার বিয়ে হলে সে হবে আমাদের বেয়াই। বেয়াইকে কী করে লুট করতে হয় তা তো আর আমাদের অজানা নয় বেবি।”
হাসিব ঢোক গিলে মনে মনে দোয়া-দরুদ পড়ছে।
.
.
আহনাফকে বাড়িতে দেখে অর্ষা চমকে যায়। সে তরকারি কাটছিল। সেগুলো একপাশে সরিয়ে রেখে আহনাফের কাছে আসে। আহনাফ তখন ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে।
“আপনি বাসায় এসেছেন কেন?” ফিসফিস করে জিজ্ঞেস করে অর্ষা।
রুহুল তখন বাইরে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছিল। আহনাফকে দেখে অর্ষাকে জিজ্ঞেস করে,
“উনি কে?”
অর্ষা স্বাভাবিক শান্ত ভঙ্গিতে বলল,
“অফিসের স্যার।”
রুহুল সালাম দিয়ে বলল,
“দাঁড় করাই রাখছিস ক্যান? বসতে দে। আমি বাজার থেকে আসি। স্যার বসেন, খাওয়া-দাওয়া করে যাইয়েন।”
রুহুল চলে যাওয়ার পর আহনাফ ক্ষুব্ধ হয়ে বলল,
“আমি এসব কী শুনছি অর্ষা?”
অর্ষা ভাবলেশহীন হয়ে বলল,
“কী শুনেছেন?”
“তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে?”
“হুম।”
“এখন নিশ্চয়ই আমায় এটা শুনতে হবে না যে, তুমি এই বিয়েতে রাজি।”
“শুনতে হবে কেন? আমি তো রাজিই।”
আহনাফের মেজাজ চড়ে যায়। সে চিৎকার করে বলে,
“ফাইজলামি শুরু করছ তুমি? ভালোবাসবে একজনকে। আর বিয়ে করার সময় পরিবারের বাধ্য মেয়ে হয়ে যাবে। তাদের পছন্দেই বিয়ে করবে।”
অর্ষা নিশ্চুপ। আহনাফ রাগ সামলানোর চেষ্টা করে গলার স্বর নামিয়ে বলল,
“প্লিজ অর্ষা! অনেক তো হলো। এখনও কি আমায় ক্ষমা করা যায় না? আমি জানি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে কেন অন্য কাউকে বিয়ে করতে চাইছ বলো?”
অর্ষা এবারও নিশ্চুপ। আহনাফ আবার রেগে বলে,
“চুপ করে আছো কেন? একটা কুকুরও যদি সাথে সাথে ঘুরে মানুষের তো তার প্রতিও মায়া হয়। আর আমি যে এমন পাগলের মতো ঘুরছি, তোমার একটুও মায়া হয় না আমার প্রতি? এতটা নিষ্ঠুর হয়ে গেছ তুমি।”
“আপনি প্লিজ চলে যান!”
“চলে যাব মানে কী? আমার প্রশ্নের উত্তর চাই।”
“কোনো উত্তর নেই আমার কাছে।”
আহনাফ অর্ষার দু’কাঁধে হাত রেখে কাঁধ ঝাঁকিয়ে বলল,
“আমার দিকে তাকাও অর্ষা। আমার দিকে তাকিয়ে একবার বলো ভালোবাসো না আমায়?”
অর্ষা তাকায় না। শক্ত হয়ে থাকে। আহনাফ বলে,
“চুপ করে থাকবে না। উত্তর দাও।”
অর্ষা নিরুত্তর। আহনাফ ছেড়ে দিল ওকে। বলল,
“বেশ! তোমায় কিছুই বলতে হবে না। যা বলার তোমার বাবা-মাকে আমি বলছি।”
আহনাফ ভেতরে যাওয়ার জন্য উদ্যত হয়। পেছন থেকে হাত টেনে ধরে অর্ষা। ভেতর থেকে নিজেকে শক্ত করে বলে,
“আপনি এক্ষুণী বাড়ি থেকে চলে যাবেন।”
অর্ষার বলার ধরণে এমন কিছু ছিল যা আহনাফকে ক্ষত-বিক্ষত করে। সে ধরে রাখা হাতের দিকে তাচ্ছিল্যর দৃষ্টিতে তাকায়। হাত ছেড়ে দেয় অর্ষা। আহনাফের বাকশক্তি লোপ পেয়েছে। কিছু বলল না সে। নিরবে প্রস্থান করল অর্ষার বাড়ি।
চলবে…
[কার্টেসী ছাড়া কপি করা নিষেধ।]