যেদিন তুমি এসেছিলে
সিজন ২ পর্ব ২৮
মুন্নি_আক্তার_প্রিয়া
__________________
আহনাফ, হাসিব এবং জহির চৌধুরী একসাথে খেতে বসেছেন। রেণু খাবার এগিয়ে দিচ্ছে। জহির চৌধুরী রেণুকে জিজ্ঞেস করলেন,
“আমেনা আর রাফি খেয়েছে?”
রেণু মাথা ঝাঁকাল। তিনি ফের জিজ্ঞেস করলেন,
“তুমি খেয়েছ?”
“হ খালু। রাফিরে খাওয়ানোর সময় খাইয়া নিছি।”
“ভালো করেছ।”
হাসিব কখন থেকে আহনাফকে খোঁচাচ্ছে। তিনি বিষয়টা খেয়াল করেও এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় তিনি বললেন,
“তোমরা কি কিছু বলতে চাও?”
হাসিব যেন সুযোগ পেয়ে গেল। খাবার গিলে মুখটা হাসি হাসি করে বলল,
“জি আঙ্কেল। আহনাফ বলবে।”
আহনাফ খাবার খাওয়া বাদ দিয়ে হাসিবের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। দুজনের খোঁচাখোঁচির কারণ হচ্ছে বিয়ের প্রসঙ্গ। কথা ছিল হাসিব নিজেই বলবে। অথচ এখন ফাঁসিয়ে দিল আহনাফকে। বাপের কাছে তাই বলে কি নিজের বিয়ের কথা যেচে নিজেই বলা যায়? কী লজ্জা!
“ওর দিকে তাকিয়ে আছো কেন? কী বলবে বলো।” বললেন জহির চৌধুরী।
আহনাফ হাসার চেষ্টা করে বলল,
“কিছু না আব্বু।”
হাসিব মৃদু ধমকের সুরে বলল,
“মিথ্যা বলিস কেন? তুই না বিয়ে করবি? বল আঙ্কেলকে।”
আহনাফের বাবার দিকে তাকাতে লজ্জা করছে। তাই সে মাথা নত করে রেখেছে। ছেলেকে লজ্জা পেতে দেখে মুচকি হাসলেন জহির চৌধুরী। বললেন,
“শুনেছিলাম, শশীকে নাকি বিয়ে করবে না। তাহলে এখন আবার বিয়ের কথা ভাবছ। মেয়ে ঠিক করা আছে বুঝি?”
হাসিব বলল,
“হ্যাঁ, আঙ্কেল। মেয়ে তো ঠিক করাই। এখন শুধু আপনি হ্যাঁ বলা বাকি। তাহলেই আমরা মেয়েকে উঠিয়ে আনতে পারি।”
তিনি উৎসাহিত হয়ে বললেন,
“তাই বুঝি? তুমি চেনো মেয়েকে?”
“চিনি মানে! কী যে বলেন না আপনি আঙ্কেল। ওর প্রেম-কাহিনিও জানি।”
আহনাফ এবার চোখ পাকিয়ে তাকায়। বলতে বলতে হড়বড় করে মুখে যা আসছে সেসবও বলে যাচ্ছে হাসিব। জহির চৌধুরীও কম যান না। তিনিও ছেলের প্রেমের কাহিনি শোনার জন্য উন্মুখ হয়ে আছেন। শেষে আর না পেরে আহনাফ বলে উঠল,
“হাসিব থামবি তুই? আর আব্বু! তুমিও কী শুরু করলে।”
তিনি বললেন,
“কেন থামবে কেন? তুই প্রেম করছিস এটাই তো আশ্চর্যজনক ঘটনা। শোনার জন্য কৌতুহল তো হবেই।”
হাসিব কথার মাঝে ফোঁড়ন কেটে বলল,
“কিন্তু আঙ্কেল, প্রেম তো এক তরফা।”
“এক তরফা মানে?”
“মানে মেয়ে তো ওর সাথে প্রেম করে না।”
“বলো কী! মেয়ে কি তাহলে অন্য কারও সাথে প্রেম করে?”
“না, না! ভুল ভাবছেন। মেয়ে খুবই ভালো। আসলে আঙ্কেল আহনাফের কিছু ভুলের জন্যই মেয়ে রাগ করে আছে।”
“রাগ করুক। তাতে কোনো আপত্তি নেই। রাগ করা মেয়েদের জন্মগত অধিকার। কিন্তু কথা হচ্ছে, মেয়ে আমার ছেলেটাকে ভালোবাসে তো?”
“১০০% ভালোবাসে আঙ্কেল।”
“মাশ-আল্লাহ্, মাশ-আল্লাহ্। তো এবার মেয়ের সম্পর্কে কিছু বলো। নাম কী ওর?”
“ওর নাম অর্ষা। অনার্সে পড়ে। আর পাশাপাশি আহনাফের অফিসেই জব করে।”
রেণু এতক্ষণ চুপচাপ তিনজনের কথোপকথন শুনছিল। এবার সেও উৎসাহিত হয়ে বলে উঠল,
“অর্ষা মানে! মানে সকালের বড়ো বোন?”
“রাইট, রাইট। ঐ অর্ষাই।” বলল হাসিব।
জহির চৌধুরী বললেন,
“ওকে তো আমিও চিনি। রাফিকে কয়েকদিন পড়াতে এসেছিল। তাই না রেণু?”
রেণু বলল,
“জি খালু।”
“ভারী মিষ্টি মেয়েটা। কী শান্তশিষ্ট! দু’বোন-ই বেশ মিষ্টি।”
“জি খালু। আমারও ওদের দুইজনরে অনেক ভালো লাগে। মনও খুব ভালা।”
“তাহলে আহনাফ, কবে প্রস্তাব নিয়ে যাব বলো?”
“আর কিছু জানতে চাইলে না আব্বু? ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড…”
তিনি মুচকি হেসে বললেন,
“আমি ছেলের জন্য বউ আনব আর বাড়ির জন্য মেয়ে। কোনো সম্পত্তি তো আনব না। তাহলে ওর বাবার কী আছে না আছে তা দিয়ে আমার কী? আমার ছেলে খুশি মানেই আমি খুশি।”
আহনাফ সন্তুষ্টির হাসি হাসল।
.
.
সকাল অপরাধীর মতো মুখ করে সামনে দাঁড়িয়ে আছে। অর্ষা অফিস থেকে ফিরে এসেই ওর পেছনে পড়েছে। সে বলল,
“কয়েকদিন ধরেই দেখি, তুই টিফিনে বেশি করে খাবার নিয়ে যাস। আবার মা বলল, কলেজ থেকে এসেও নাকি তোকে দেখেছে লুকিয়ে বাটিতে খাবার নিতে। আজ তো আমি নিজেই দেখলাম। কোথায় যাচ্ছিলি খাবার নিয়ে?”
সকাল নিশ্চুপ।
“সকাল চুপ করে থাকবি না। উত্তর দে।”
সকাল কিছু বলতেই যাবে অর্ষা তখন বলে,
“বানিয়ে বানিয়ে কোনো মিথ্যা বলবি না। খাবার নিয়ে নিশ্চয়ই রাফিকে পড়াতে যাস না?”
“হ্যাঁ, আপু। ওকেই তো দিতাম খাবার।”
“ও তোর বাসার ভাত, আলু ভর্তা, মাছের ঝোল এসব খাওয়ার জন্য বসে থাকে না সকাল। ও এরচেয়েও ভালো ভালো খাবার খায় প্রতিদিন। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে জলদি সত্যিটা বল। নয়তো এক থা’প্প’ড়ে তোর সব কয়টা দাঁত আমি ফেলে দেবো।’
অর্ষার গলার আওয়াজ শুনে সেলিনা বেগম ঘরে এলেন। সকাল কাঁদছিল। তিনি জিজ্ঞেস করলেন,
“কী হয়েছে? কাঁদছে কেন ও?”
অর্ষা তার প্রশ্নের উত্তর না দিয়ে বলল,
“সকাল!”
সকাল এবার কাঁদতে কাঁদতে বলল,
“ভাইয়াকে দিতাম খাবার!”
অর্ষা এবং সেলিনা বেগম দুজনই বিস্ময় নিয়ে তাকাল। সেলিনা বেগম বললেন,
“রুহুলকে দিতি? ও কোথায়?”
“ভাইয়ার সাথে কলেজে যাওয়ার সময় একদিন দেখা হয়েছিল। মুখ শুকিয়ে গেছে। খায় না ঠিকমতো। কাজ তো করে না। তোফায়েল ভাইয়ার সাথেও নাকি সম্পর্ক নাই। ভাইয়া খুব কেঁদেছে মা। আপুর সাথে তোফায়েল ভাইয়ের বিয়ে ঠিক করে নিজেও খুব আফসোস করেছে। তোমার আর আব্বার সাথে যে খারাপ ব্যবহার করত এজন্য খুব আফসোস করে। আমি বলেছিলাম, বাসায় আসতে। কিন্তু ভাইয়া বলে তার নাকি তোমাদের সামনে আসার মুখ নাই। খুব কেঁদেছে মা ভাইয়া। আমার খুব কষ্ট হয় ভাইয়ার জন্য। তোমাদের বললে যদি তোমরা রাগ করো। তাই আমি লুকিয়ে লুকিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে যেতাম।”
কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সকাল। ওর কথা শেষ হওয়ার আগেই সেলিনা বেগমের চোখ থেকে পানি পড়ছে। তিনি শাড়ির আঁচলে বারবার চোখ মুছেও চোখের জল আটকাতে পারছেন না। অর্ষার বুকের ভেতরটায় হুহু করে ওঠে। তার ভাই না খেয়ে থাকে! করুক না ভুল, আপন ভাই তো! কষ্ট হয় এসব জানলে। চোখের কোণে আসা পানিটুকু মুছে অর্ষা বলল,
“ভাইয়া কোথায় থাকে তুই জানিস?”
“বাজারের শেষ মাথায় ক্যারাম বোর্ডের দোকান আছে না? ঐখানেই থাকে।”
অর্ষা ওমর রহমানের ঘরে গিয়ে সকালের বলা কথাগুলোই সংক্ষেপে তাকে বলল।
“আব্বা, ভাইয়াকে যদি বাসায় নিয়ে আসি তাহলে কি তুমি রাগ করবে?”
ওমর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন,
“না, মা। বরং খুশি হব। ভুল তো মানুষই করে। চল আমিও সাথে যাই।”
তিনি একা না। সঙ্গে সেলিনা বেগম এবং সকালও গেল। রুহুল তখন বেঞ্চের ওপর গুটিসুটি হয়ে বসেছিল। সবাইকে একসাথে এখানে দেখে সে হতভম্ব হয়ে যায়। অর্ষা বলল,
“বাড়ি চলো ভাইয়া।”
রুহুল সকালের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। সকাল তখন বলল,
“আমি সব বলে দিছি ভাইয়া। তুমি আমাদের সাথে বাড়িতে চলো।”
রুহুল দোকানে সবার সামনেই ওমর রহমান আর সেলিনা বেগমের পা ধরে কেঁদে ফেলে। ক্রন্দনরত স্বরে বলে,
“আমাকে তোমরা ক্ষমা করে দাও আব্বা। আমি ভুল করছি মা। আমারে তোমরা মাফ কইরা দাও।”
ওমর রহমান রুহুলকে ধরে উঠিয়ে বললেন,
“ক্ষমা না করলে কি তোকে নিতে আসতাম বোকা ছেলে? চল, চল বাড়ি চল।”
রুহুল চোখের পানি মুছে সকাল আর অর্ষাকে দু’হাতে জড়িয়ে ধরে দুজনের মাথায় চুমু খেল। আবেগে অর্ষার চোখে পানি চলে আসে। সকাল তো কেঁদেই ফেলে আনন্দে। অর্ষা নিজেকে সামলে নিয়ে বলল,
“তোমরা সবাই বাড়িতে যাও। আমি রাফিকে পড়িয়ে আসি। প্রায় রাত হয়ে গেছে। সকালের যেতে হবে না আজ।”
“আজ না পড়ালে হয় না?” বললেন সেলিনা বেগম।
“না, মা। ওর পরীক্ষা আছে। তোমরা যাও। আমি তাড়াতাড়ি চলে আসব।”
রুহুল একটা রিকশা ঠিক করে দিয়ে বলল,
“তাড়াতাড়ি আসিস কিন্তু।”
অর্ষা হাসল। আজ না পড়ালেও হতো। মাকে সে মিথ্যে বলেছে। হাসিব কল করে বলেছিল, আজ যেন সকালের বদলে সে যায় বাসায়। গুরুত্বপূর্ণ কথা নাকি আছে।
.
অর্ষা বাসায় গিয়ে দেখে আহনাফ, হাসিব আর রাফি ড্রয়িংরুমে বসে টিভি দেখছে। রেণু দরজা খুলেই তাকে দেখে কেমন যেন রহস্যজনক হাসি দিল। খুব অমায়িকভাবেই জিজ্ঞেস করল,
“ভালো আছেন ম্যাডাম?”
অর্ষা কিছুটা হতভম্ব হলেও জোরপূর্বক হেসে মাথা নাড়াল। ড্রয়িংরুমে যাওয়া মাত্রই তাকে দেখে রাফি দৌঁড়ে ছুটে এসে জড়িয়ে ধরে বলে,
“তোমাকে অনেক মিস করেছি।”
অর্ষা হেসে বলল,
“আমিও তো তোমাকে মিস করেছি।”
“হাসিব মামা বলেছিল আজ তুমি আসবে। তাই তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি।”
“তাই? দেখি?”
রাফি অর্ষাকে অন্য সোফায় জোরপূর্বক বসিয়ে বলল,
“তুমি বসো এখানে। আমি এক্ষুণী নিয়ে আসছি।”
আমেনা বেগমও তখন ড্রয়িংরুমে এলেন। অর্ষার পাশে বসে বললেন,
“ভালো আছো?”
অর্ষার মনে হলো কী স্বাভাবিক তিনি! কত স্বাভাবিক হয়ে কথা বলছে। সে তার হাত ধরে বলল,
“ভালো আছি। আপনি ভালো আছেন?”
“হ্যাঁ। তুমি সেই মিষ্টি মেয়েটার বোন না?”
অর্ষা বুঝল তিনি সকালের কথা বলছেন। সে মাথা ঝাঁকিয়ে বলল,
“হ্যাঁ।”
“জানতাম। আহনাফের বাবা বলল আজ তোমার কথা। তুমিও খুব মিষ্টি।”
অর্ষা অবাক হয়ে একবার তার দিকে এবং আরেকবার হাসিব, আহনাফের দিকে তাকাল। কিছু জিজ্ঞেস করার পূর্বেই রাফি দৌঁড়ে এলো। তার হাত পেছনে। সে বলল,
“চোখ বন্ধ করো।”
আমেনা বেগমও বললেন,
“দাদুভাই বলেছে চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করো মিষ্টি মেয়ে।”
অর্ষা হেসে চোখ বন্ধ করল। রাফি তার ছোট্ট ছোট্ট দু’হাত ভর্তি কাঠগোলাপ ফুল অর্ষার সামনে এনে বলল,
“এবার চোখ খোলো।”
অর্ষা চোখ খুলে উচ্ছ্বসিত হয়ে বলল,
“কাঠগোলাপ!”
“তোমার পছন্দ না?”
“খুব!”
“আমার স্কুলের সামনে দুইটা কাঠগোলাপ গাছ আছে। তোমার জন্য এনে ফ্রিজে রেখেছিলাম, যাতে শুকিয়ে না যায়।”
অর্ষা রাফির গাল টেনে বলল,
“কী বুদ্ধি গো তোমার!”
“হুম! মামার মতো।”
অর্ষা আড়চোখে তাকিয়ে দেখল আহনাফ হাসছে। আমেনা বেগম একটা ফুল নিয়ে অর্ষার কানের পিঠে গুঁজে দিলেন। অর্ষাও একটা ফুল নিয়ে তার খোঁপায় গুঁজে দিয়ে বলল,
“আপনাকে সুন্দর লাগছে।”
“সত্যিই?”
“হ্যাঁ?”
তিনি আহনাফ, হাসিবকে জিজ্ঞেস করলেন,
“আমায় সুন্দর লাগছে?”
ওরাও বলল,
“অনেক সুন্দর লাগছে।”
তিনি খুশি হয়ে অর্ষার চিবুক ছুঁয়ে চুমু খেল। অর্ষা রাফিকে নিয়ে রাফির রুমে চলে যায়। ওকে পড়িয়ে তারপর হাসিবের সঙ্গে কথা বলবে। কিছুক্ষণ বাদে আহনাফ এসে বলল,
“রাফি, তোমাকে রেণু ডাকছে।”
রাফি দৌঁড়ে বেরিয়ে গেল। আহনাফ তখন এগিয়ে গেল অর্ষার কাছে। নিচু হয়ে ঝুঁকে অর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
“তুমি কাঠগোলাপের মায়ায় জড়ালে, আমি চোখ ফেরাতে পারি না।”
এরপর সে ঠোঁট দিয়েই অর্ষার কান থেকে ফুলটা নিয়ে দুষ্টু হাসি দিল।
চলবে…
[কার্টেসী ছাড়া কপি করা নিষেধ।
হ্যাপি নিউ ইয়ার পাঠকমহল। নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন।]