এক ছোটভাই জিজ্ঞেস করলো, ভাই, আপনার ল্যাপটপটা কি ম্যাকবুক?
আমি বললাম, না ভাই। আমি উইন্ডোজ ব্যবহার করি।
ছোটভাই হতাশ হয়ে বললো, ওহ। আচ্ছা ভাই, দুই তিন ঘন্টার জন্য একটা ম্যাকবুক জোগাড় করে দিবেন? ধার হিসেবে?
আমি বললাম, কেন? কী দরকার?
সে বললো, আর বইলেন না ভাই, একজন নর্থ এন্ডে কফি খাওয়ার দাওয়াত দিছে।
তো? সেজন্য ম্যাক দিয়া কী করবা? ইনফ্যাক্ট ল্যাপটপ দিয়েই বা কী করবা?
ছোটভাই বললো, ভাই আপনি ব্যাকডেটেডই রইয়া গেলেন। নর্থ এন্ড বা গ্লোরিয়া জিন্স – এসব ক্যাফেতে একটা ম্যাক ল্যাপটপ সামনে নিয়ে না বসলে ভাব আসে না।
ছোটভাইয়ের অবজার্ভেশন আমাকে মুগ্ধ করলো।
তার কথা সত্য।
এসব ক্যাফেতে গেলেই কিছু লোককে ল্যাপটপ খোলা রেখে ব্যাপক ভাব নিয়ে কাজ করতে দেখা যায়।
তারা ওখানে বসে কী কাজ করে জানার খুব শখ আমার অনেকদিনের।