Skip to content

kobitor

সেরা গল্পের ওয়েবসাইট

Connect with Us

Social menu is not set. You need to create menu and assign it to Social Menu on Menu Settings.

Categories

  • Golpo
  • Kobita
  • love story link
  • More Than Love
  • Picture Status
  • sad golper link
  • Uncategorized
  • অতৃপ্ত আত্মা
  • অনির কলমে আদ্রিয়ান
  • অন্তর্হিত কালকূট
  • অন্যরকম তুমি
  • অন্যরকম বউ
  • অরোনী তোমার জন্য
  • আত্মা
  • আমার তুমি
  • আমার তুমি সিজন ২
  • আমি পদ্মজা
  • আরশিযুগল প্রেম
  • ইট পাটকেল
  • ইসলামিক গল্প
  • উইল ইউ ম্যারি মি?
  • উপন্যাস
  • এক কাপ চা
  • এক প্রহর ভালোবাসা
  • এক মুঠো কাঁচের চুরি
  • এক মুঠো রোদ
  • এক সমুদ্র প্রেম
  • একটি ডিভোর্স লেটার
  • একটি রাতের গল্প
  • ওহে প্রিয়
  • কাঞ্চাসোনা
  • কালো বউ
  • কিছু জোড়া শালিকের গল্প
  • কোথাও কেউ ভালো নেই
  • ক্যান্সার যুদ্ধ
  • ক্যামেলিয়া
  • খুন
  • ঘেউলের সংসার
  • চার আনার জীবন
  • চিঠি
  • চিত্ত চিরে চৈত্রমাস
  • চেম্বার কথন
  • জলনূপুর
  • জানা অজানা
  • জীবন যখন যেমন
  • জীবনি
  • জ্বিন রহস্য
  • টু ফাইভ এইট জিরো
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
  • ডিভোর্স
  • ডিভোর্স পেপার
  • তিনি আমার সৎ মা
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
  • থ্রিলার নভেম্বর রেইন
  • দাম্পত্য সুখ
  • দেহ
  • দ্বিতীয় পুরুষ
  • দ্যা ব্লাক বুক
  • ধারাবাহিক গল্প লিংক
  • নবনী
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নীল চিরকুট
  • নীলার শাশুড়ী
  • পরগাছা
  • পরবাসী মেঘ
  • পাপ
  • পিশাচ দেবী
  • পিশাচ পুরুষ
  • পুকুর রহস্য
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • প্রণয়ের আসক্তি
  • প্রতিশোধ
  • প্রাণি জগত
  • প্রিয়োসিনী
  • প্রেমাতাল
  • প্রেমিক অপ্রেমিকের গল্প
  • ফিরতি উপহার
  • ফুলসজ্জা
  • ফ্রিজ
  • বজ্জাত বউ
  • বন্ধু
  • বিচ্ছেদ
  • বিমূর্ত প্রতিশোধ
  • বিশ্বাস অবিশ্বাস
  • বিয়ের চাপ
  • বৃষ্টিময় প্রেম গল্প
  • বৃহন্নলার ডিভোর্স
  • বেপরোয়া ভালোবাসা
  • ভাড়াটিয়া
  • ভাবির সংসার
  • ভালোবাসা রং বদলায়
  • ভুতের গল্প
  • ভ্যাম্পায়ার বর
  • ভয়ংকর নির্জন
  • ভয়ঙ্কর সেই মেয়েটি
  • মায়াবতী
  • মুভি
  • মেঘে ঢাকা আকাশ
  • মেঘের দেশে প্রেমের বাড়ি
  • যেদিন তুমি এসেছিলে
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২
  • রানিং গল্প
  • রুম নম্বর ৯০৯
  • রূপকথা
  • রোদ শুভ্রর প্রেমকথন
  • রোমান্টিক অত্যাচার
  • লিংক+রিভিউ
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
  • লেখক
  • শিমুল ফুল
  • শিশির বিন্দু
  • শিশিরের আদ্র
  • শেষ
  • শেষ পেইজ
  • শ্রাবন আধারে তুমি
  • সঙ্কোচ
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
  • স্যার i love you
  • হাসির গল্প
  • হীরের নাকফুল ও লাল বেনারসি
  • ১৬ বছর বয়স
  • ১৮ বছর বয়স
Primary Menu
  • Home
  • Picture Status
  • Blog
  • Kobita
    • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • লেখক
  • লিংক+রিভিউ
    • love story link
    • sad golper link
  • রানিং গল্প 2
    • জলনূপুর
    • অন্তর্হিত কালকূট
    • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
    • ধারাবাহিক গল্প লিংক
    • মেঘের দেশে প্রেমের বাড়ি
    • এক মুঠো কাঁচের চুরি
    • নবনী
    • শেষ
    • শেষ পেইজ
    • বিমূর্ত প্রতিশোধ
    • শ্রাবন আধারে তুমি
    • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
    • কোথাও কেউ ভালো নেই
    • চিত্ত চিরে চৈত্রমাস
    • পরবাসী মেঘ
    • খুন
    • ভালোবাসা রং বদলায়
    • আত্মা
  • ভুতের গল্প
  • Golpo
    • জীবনি
    • ইসলামিক গল্প
    • প্রাণি জগত
    • জানা অজানা
    • হাসির গল্প
  • উপন্যাস
    • ওহে প্রিয়
    • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
    • স্যার i love you
    • বজ্জাত বউ
    • কিছু জোড়া শালিকের গল্প
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
    • প্রিয়োসিনী
    • চিঠি
    • বেপরোয়া ভালোবাসা
    • শিশিরের আদ্র
    • মায়াবতী
  • Home
  • উপন্যাস
  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ১৬ 
  • উপন্যাস
  • কিছু জোড়া শালিকের গল্প

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ১৬ 

alamin21 21/05/2023 1 min read
ফুল ও প্রজাপতির ছবি

ফুল ও প্রজাপতির ছবি

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ১৬ 

#কোর্টিং_দ্য_মুন

লেখিকা : #Lucky_Nova(কপি নিষেধ)

গাড়িতে জড়সড় হয়ে আছে ত্রয়ী। নীলের বেশ কাছাকাছি। একটু আগে বাসন্তীকে এনজিওর সামনে নামিয়ে দিয়েছে নীল। আপাতত ওরা দু’জন এখন।

নীল ড্রাইভ করতে করতেই একপলক তাকালো ত্রয়ীর দিকে।

কাটখোট্টা গলায় বলল, “এসি আছে তারপরও ঘামছ!”

ত্রয়ী ঠোঁটে ঠোঁট চিপলো। চোরের মতো চোখের মণি ঘুরিয়ে নীলের দিকে তাকালো একনজর। আলগোছে মুখ আর গলায় হাত বুলালো।

হ্যাঁ, সে সত্যিই ঘামছে। খুব ভয়ভয়ও লাগছে। কেনো লাগছে তা সে নিজেও জানেনা। লোকটা তো বাঘও না, ভাল্লুকও না। তাহলে?

খানিক বাদে গাড়ি থামালো নীল। পার্ক করলো একপাশে। নেমে এসে ত্রয়ীর দিকের দরজাটা খুলে দিতে দিতে বলল, “নামো, এসে গেছি।”

ত্রয়ী চোখ পিটপিটালো। আশেপাশে চোখ বুলাতে বুলাতে নামলো গাড়ি থেকে।

চিড়িয়াখানা! এখানে কেনো এনেছে ওকে!

অবাক হয়ে তাকালো ত্রয়ী।

নীল মুচকি হাসলো। বলল, “পার্থক্য বোঝাতে এসেছি  যে আমি কোনো বাঘ ভাল্লুক নই। বাঘ ভাল্লুক চারপায় হাঁটে, বনেজঙ্গলে বা চিড়িয়াখানায় থাকে। বাসাবাড়িতে না।”

এমন কথায় ভীষণ অপ্রতিভ হয়ে পড়লো ত্রয়ী।

🌸

জয়িতা অনেকক্ষণ ধরেই কিছু বলার জন্য মিনমিন করছে। কিন্তু কিছুই বলা হয়ে উঠছে না।

বেশ কিছুক্ষণ সময় নিয়ে অবশেষে আড়ষ্টভাব ভেঙে বলল, “মেয়েটার সাথে তোমার সত্যিই কিছু ছিলো না ঠাকুরপো?”

ইভান ফিরে তাকালো না। কপালে অমসৃণ ভাঁজটা বিদ্যমান রেখে রাশভারি মুখে গাড়ি চালিয়ে যেতে লাগলো।

“আমি আসলে বলতে চাই নি। মুখ ফসকে গেছিলো। তাছাড়া তুমি তো জানো, মা তোমার বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আর তুমিও বিয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করছ না, ওইজন্যই আমি…। কিন্তু পরে তো মা সব ভুলেই যাচ্ছিলো। তুমিই তো মেয়েটাকে আবার এনেছ, বলো! আর মাও দেখেছে ক্যামেরাতে সবটা যে তুমি আর ওই মেয়ে…।” এটুকু বলে খুকখুক করে গলা ঝাড়লো জয়িতা।

তাকালো ইভানের প্রতিক্রিয়া দেখতে। কিন্তু সে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। আর না কিছু বলল। স্থির, নির্বিকার ভঙ্গিতে সামনে দৃষ্টি আবদ্ধ করে রইলো।

চোখ সংকীর্ণ করলো জয়িতা। অধৈর্য হয়ে গমগমে গলায় বলল, “এই ঠাকুরপো! আর কতোদিন রাগ করে থাকবা?”

ইভান এবারো কিছু বলল না।

মনোক্ষুণ্ণ হয়ে গাল ফোলালো জয়িতা। তিনদিন হয়ে যাচ্ছে ইভান কথা অব্দি বলেনি তার সাথে। কতোবার না ফোন দিয়েছে জয়িতা! ধরেনি সে। তাই আজ বাধ্য হয়ে চলেই এসেছে ইভানের বাসায়। নিজের কোন পরিচিত মাসির বাসায় যাবে বলে বের করে নিয়ে এসেছে ইভানকে। সেই সুবাদে কথাও বলা যাবে।

কিন্তু সে তো মুখে কুলুপ এঁটেছে। খুব সহজে মুখ খুলবে বলে মনে হয় না।

ক্লান্ত শ্বাস ফেললো জয়িতা। সল্পক্ষণ নিশ্চুপ থেকে আবার একই কথা বলতে শুরু করলো। সারটা রাস্তাজুড়ে এভাবেই বকরবকর করে গেলো।

গন্তব্যে এসে গাড়ি থামালো ইভান। নেমে গেলো সীটবেল্ট খুলে।

জয়িতাও নামলো।

ইভান পিছনের সীট থেকে মিষ্টির প্যাকেট গুলো বের করে জয়িতার দিকে এগিয়ে দিতেই জয়িতা ভনিতা করে বলল, “ঠাকুরপো হাতে ব্যথা আমার। একটু বাসা অব্দি চলো।”

বলেই উল্টোদিকে ঘুরে সবেগে হাঁটা শুরু করে দিলো জয়িতা।

বিরক্ত হয়ে তাকালো ইভান। অগত্যা যেতে হলো জয়িতার পিছু পিছু।

দরজা খুললেন এক মধ্যবয়স্ক ভদ্রমহিলা। জয়িতাকে দেখে হাসলেন সচ্ছলভাবে।

জয়িতা হাসিমুখে জড়িয়ে ধরলো তাকে। কুশল বিনিময় করে পরিচয় করিয়ে দিলো ইভানের সাথে। এটাই জয়িতার মাসি রুবি। সিটিজেনশিপ পেয়ে দীর্ঘদিন প্রবাসেই ছিলেন সপরিবারে। বেশিদিন হয়েনি স্বদেশে ফিরেছেন।

“দাঁড়িয়ে থাকিস না।ভেতরে আয়। তুমিও এসো বাবা।” হাসিমুখে বললেন ভদ্রমহিলা।

ইভান না করতে চাইলেও জয়িতা যেতে দিলো না। ভদ্রমহিলাও শুনলেন না।

সৌজন্যতার খাতিরে তাই আসতেই হলো ইভানকে।

ভদ্রমহিলা বসার রুমে বসতে বলে চা নাস্তা আনতে গেলেন। জয়িতাও গেলো পিছু পিছু।

ইভান ঢুকলো বসার ঘরটায়। অকারণেই হাত উলটে ঘড়ি দেখলো একবার। তারপর চোখ তুলে বসার ঘরটায় নজর বুলালো।

অত্যন্ত ছিমছাম, পরিপাটি বসার ঘরটা। একপাশে বই দিয়ে ভরা একটা সাদা বুকসেল্ফ। সেটার পাশেই চিনামাটির তৈরি বড়ো একটা ফুলদানি। আর বুকসেল্ফের ঠিক অপরপাশে একটা পেইন্টিং।

বসার ইচ্ছে না থাকায় ইভান এগিয়ে গিয়ে সেটার সামনে দাঁড়ালো। পকেটে হাত গুঁজে দেখতে লাগলো সেটা।

পল বন্ডের আঁকা – ‘কোর্টিং দ্য মুন’।

পূর্ণচন্দ্রের মোহনীয় জ্যোৎস্নারাতে একঝাঁক পাখির উন্মাদনা ভরা নৃত্যের।

ছবিটা দেখে ফের ঘুরতে যেতেই ট্রে-র সাথে ধাক্কা খেলো ইভান। নিমিষেই ট্রে-তে থাকা পানীয় গড়িয়ে গেলো শার্টে। ভিজে গেলো বুক থেকে উদরের অংশ। হতবুদ্ধি হয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো ইভান।

কাজের মেয়েটা হুড়মুড়িয়ে পিছিয়ে গেলো। জিভ কেটে বাংলার পাঁচের মতো মুখ করে বলল, “সরি সরি ভাইজান। আমি বুঝিনাই আপনি হুট করে ঘুইরা দাঁড়াইবেন। হায় হায়! এহন কী হইবো! আপনের শার্ট তো শরবতে মাখামাখি হইয়া গেছে।”

বলতে বলতেই ক্যাথি ঘরে ঢুকলেন। ইভানের শার্টের দিকে নজর যেতেই চোখ চড়কগাছ হলো তার।

“কী করেছিস তুই আবার?” ঝাঁঝ মিশানো গলায় আক্ষেপের সাথে বলতে বলতে এগিয়ে এলেন তিনি।

মুখটা শুকিয়ে গেলো মেয়েটার। আড়চোখে তাকালো একবার ক্যাথির দিকে।

“একটা কাজও যদি ঠিকঠাক পারতি!” চোখ দ্বারা ভর্ৎসনা করলেন ক্যাথি।

“কী হয়েছে?” বলতে বলতে ভিতরে ঢুকলো জয়িতা।

ইভানের দিকে তাকিয়ে হা হয়ে গেলো তার মুখ।

“ওমা! কী করে হলো?” এগিয়ে এলো জয়িতা।

“আর বলিস না। এই অকর্মাটার কাজ। যা এখান থেকে।” ঝাড়ি খেয়ে হরদমে পালালো মেয়েটা।

“সরি, দেখেছ কী হয়ে গেলো!” আহাজারি করে উঠলেন ক্যাথি।

“সমস্যা নেই। It’s ok.” বলল ইভান।

উনি তাও থামলেন না। হাইহুতাশ করে গেলেন। বোঝা গেলো তিনি বেশ লজ্জিত মেয়েটার এমন ভুলের দরুন।

জয়িতা কিছু ভাবলো। তারপর বলল, “ঠাকুরপো, এক কাজ করো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেও। আর শার্টটা যেটুকু অংশ ভিজেছে সেটুকু একটু পানি দিয়ে ধুয়ে ফেলো। শুকাতে সময় লাগবে না।”

ক্যাথিও সম্মতিসূচক মাথা নাড়লেন।

“হ্যাঁ, সেটাই ভালো হবে। উপর তলায় গিয়ে কষ্ট করে ফ্রেশ হয়ে নেও।”

এছাড়া আর উপায় দেখা গেলো না। এভাবে বসে থাকলে গা চিটচিট করবে। তারচেয়ে ফ্রেশ হয়ে নেওয়াই ভালো।

ইভান উপরের একটা রুম থেকে ফ্রেশ হলো। ভিজে শার্টটা বেলকনিতে দিয়ে এসে বসলো বিছানাটাতে। মাথার শিরাগুলো দপদপ করছে। ভেবেছিলো ছুটির দিন বলে আজ দুপুরে ভাতঘুম দেবে। কিন্তু তা আর হলো কই। জয়িতা টেনে নিয়ে এলো।

শার্টটা না ভিজলে বাসায় ফেরা যেতো। অবশ্য এখন শার্ট শুকানো অব্দি অপেক্ষা করতে হবে। কিছু করার নেই।

কান্ত নিঃশ্বাস ফেললো ইভান। সময় কাটানোর জন্য ফোন বের করে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো।

🌸

ঘটা করে সন্ধ্যে নেমেছে ধরনীতে। কৃত্রিম আলোতে ছেয়ে গেছে চারিদিক। অন্ধকারে ডুবে থাকা ঘরটা বেলকোনি থেকে তীর্যকভাবে আসা কৃত্রিম হলুদাভ আলোতে আলোকিত হয়েছে কিছুটা। তবে আঁধারের রেশ পুরো কাটে নি।

ক্যান্ডেল ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। মুক্ত শ্বাস ফেলে কাধে ঝুলানো মোটা চেইনের পার্স ব্যাগটা ধপ করে রাখলো চেয়ারের উপরে।

গাড়ি থেকে নেমে রুম অব্দি আসতে আসতেই ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে সে। এতো গরম!

ফোঁস করে নিঃশ্বাস ফেলে চুলগুলো হাতখোপা করে নিলো ক্যান্ডেল।

হাতের উলটো পিঠ দিয়ে ঘাম মুছে চট করে নিজের গায়ের কাপড় খুললো। চেয়ারের উপর থেকে তোয়ালে নিয়ে প্যাঁচালো শরীরে।

ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজের হাতঘড়ির দিকে নজর গেলো ওর। বিরক্তসূচক শব্দ করে হাতঘড়ি খুলতে খুলতে বেরিয়ে এলো ও।

ওয়াশরুমের বাতিটার আলো ছলকে পড়লো রুমের মেঝেতে। বেশ আলোকিত হয়ে উঠলো রুমটা। ড্রেসিং টেবিল ঘড়িটা রেখে আনমনেই আয়নার দিকে একপলক তাকালো ক্যান্ডেল। ঘুরে চলে যাবার জন্য পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো। সেকেন্ড ব্যবধানে আয়নায় দেখা প্রতিবিম্বটা মগজে খেলতেই কপাল কুচকে এলো ওর। আকাশ সমান বিস্ময় নিয়ে চট করে ঘাড় ঘুরিয়ে আয়নার বিপরীতপাশে তাকালো ক্যান্ডেল। মুহুর্তেই পীলে চমকে উঠলো ওর। 

চোখের সামনে আস্ত একটা পুরুষ মানুষকে দেখে পুরো শরীর শিউরে উঠলো যেন। চরমভাবে চমকে দুইপা পিছিয়ে দেয়ালের সাথে লেপ্টে গেলো ও।

চোখাচোখি হতেই একহাত দিয়ে চেপে ধরলো বুকের কাছের তোয়ালের অংশটা।

চোখের পাপড়িতে অনুরণন তুলে কোনমতে অস্ফুটস্বরে আওড়াল, “তু..তুমি!”

ঘটনার আকস্মিকতায় ইভান নিজেও বেশ বিমূঢ় হয়ে পড়লো। শূন্য হয়ে পড়লো মস্তিষ্ক। তার সাতাশ বছরের জীবনে এর মতো অস্বস্তিদায়ক পরিস্থিতিতে সে কখনো পড়ে নি।

ক্যান্ডেলের দিক থেকে চোখ সরালো ইভান। হাতে থাকা শার্টটা মুঠোয় চেপে ধরে বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেললো।

এতক্ষণে বিস্ময় কাটলো ক্যান্ডেলের। এটা যে বাস্তবেই ঘটছে সেটা বোঝার সাথে সাথে শরীরে কাঁপন ধরে গেলো ওর।

একটু আগে ও এখানে, এই লোকটার সামনে নিজের কাপড়গুলো…।

ক্যান্ডেল আর ভাবতে পারলো না। হাতপা অবশ হয়ে এলো। বুক ওঠানামা করতে লাগলো অতিদ্রুত।

ইভান বুঝলো হয়তো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে এদিক ওদিক চোখ ঘুরালো একবার। কিন্তু বলার মতো কিছুই খুঁজে বের করা সম্ভব হলো না। আর পরিস্থিতিও এমন যে কিছু বললে সেটা আরো অস্বস্তিদায়ক হবে। আপাতত রুমটা থেকে বের হওয়াটাকেই উচিত বলে মনে হলো ওর।

কিন্তু সে অবকাশ পাওয়া গেল না। তার আগেই এবাসার কাজের মেয়ে, রাশেদা নব ঘুরিয়ে ঘরে ঢুকে পড়লো।

“আপামনি, এতবার ডাকলাম আপনে…” এটুকু বলেই থমকালো মেয়েটা। চোখ কপালে তুললো সে।

রাশেদাকে দেখে ইভান, ক্যান্ডেল দুজনেই চমকালো খুব।

মেয়েটা রসগোল্লার মতো চোখ বানিয়ে ভ্যাবাচেকা খেয়ে যাওয়া স্বরে বলল,  “আন্নেরা… এমনে খাড়াইয়া… কী করেন?”

বলতে বলতে আড়চোখে পিছনে তাকালো একবার। ততক্ষণে ইশারা হাসিমুখে এসে দাঁড়িয়েছে রাশেদার পিছনে। উদ্দেশ্য জয়িতার সুপরিচিত, দূরসম্পর্কের মাসির মেয়েটির সাথে দেখা করা।

সেই তাগিদেই রাশেদার পাশ গলিয়ে রুমের ভিতরে তাকালেন তিনি। আর তাকাতেই কিয়ৎপলের মধ্যেই হাসিটা উবে গেলো তার।

নিজের ছেলের সাথে সেদিনের সেই মেয়েটাকে এমন দৃষ্টিকটু অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি। মুখটা আপনাআপনি হা হয়ে গেলো তার। বিস্ফোরণ ঘটে গেলো তার বুকের মধ্যস্থানে।

রুদ্ধশ্বাস কণ্ঠে বলে উঠলেন, “তুই এই মেয়ের সাথে কী করছিস?”

ইশারাকে দেখে হৃদস্পন্দন থেমে গেলো দু’জনেরই। পলকেই পাংশুটে বর্ণ ধারণ করলো ওদের চেহারাখানা।

এটাই হয়তো বাকি ছিলো!

ঝামেলার সূচনা হতে বিলম্ব হলো না। ইশারা চেঁচামেচিতে বিষয়টা তিল থেকে তাল হয়েই গেল।

🌸

বসার রুমে বসে একনাগাড়ে নিজের ভুলবোঝা গল্পগুলো গমগমে স্বরে বলে গেলেন ইশারা। সেই প্রথম দিনের কল্পকাহিনী থেকে শুরু করলেন।

ইভান থামালো না। কারণ লাভ নেই। তার মা কখনই শুনবে না। তারউপর আজকের ঘটনার পর থেকে তো আর জীবনেও বুঝতেও চাইবে না। শত বললেও না। এটা তার মায়ের বিশেষ দোষ।

তাছাড়া তিনি যে অবস্থায় ওদের দুজনকে আবিষ্কার করেছে তাতে তো আরোই মানতে চাইবেন না।

সব শুনে হতবাক হয়ে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে নিজের মেয়ের দিকে তাকালেন ক্যাথি।

ক্যান্ডেল চুপচাপ মাথা নুয়ে রইলো। এতসময়ে ইভানের মায়ের বলা কিছুই তার কান পর্যন্ত পৌঁছেছে কিনা সে নিজেও জানে না। বরং এখন, এই মূহুর্তে ইভানের আশেপাশেও থাকতে লজ্জা হচ্ছে ওর। দম বন্ধ হয়ে আসছে।

ক্যান্ডেলের কাঁচুমাচু ভাব দেখে বিষয়টা সত্যি বলে ধরে নিলেন ক্যাথি। তাছাড়া একটা বয়স্ক মানুষ সামনাসামনি বসে মিথ্যে কেন বলবে?

🌼

গাড়িটা ত্রয়ীর বাসার সামনে থামালো নীল। ত্রয়ী নিজের সীটবেল্ট খুলে একপলক তাকালো নীলের দিকে।

নীলও তাকালো। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিলো ত্রয়ী।

মিনমিন করলো, “আপনি কী ভিতরে যাবেন?”

সারাদিনের মধ্যে এটাই হয়তো ওর নিজে থেকে বলা কথা। এর আগ পর্যন্ত নীল যেটুকু বলেছে সেটুকুই শুনেছে। আর যতটুকু প্রশ্ন করেছে সংক্ষেপে তার উত্তর করেছে। মেয়েটা অতিরিক্ত চুপচাপ ধরনের।

মুচকি হাসলো নীল। বলল, “তুমি চাইলে যাব। আর তুমি চাইলে তোমার সাথে থাকবোও।”

থতমত খেয়ে গেলো ত্রয়ী।

“বলো তুমি কী চাও?” ভারিক্কি গলায় বললো নীল।

হতবুদ্ধি হয়ে গেলো ত্রয়ী। ঘনঘন পলক ঝাপটিয়ে কোলের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলো কী বলবে।

নীল চুপচাপ অপেক্ষা করলো ত্রয়ী কী বলে তা শোনার জন্য।

ত্রয়ী দিকদিশা খুঁজে পেলো না। অবশেষে কয়েক মুহূর্ত ব্যয় করে বলল, “আপনার ইচ্ছা।”

নীল কাছে এগিয়ে গিয়ে ডানহাত রাখলো ত্রয়ীর একপাশে।

চকিত ভঙ্গিতে তাকালো ত্রয়ী।

নীল ওর চোখের দিকে তাকিয়ে অধরে সুক্ষ্ম হাসি টেনে সুডোল স্বরে বলল, “আমি জানতে চাচ্ছি তুমি কী চাও?”

চোখের পাতা কেঁপে গেলো ত্রয়ীর। বড়োবড়ো চোখে তাকিয়ে রইলো নীলের দিকে।

নীল ভ্রু তুলে আবার নামালো।

ঢোক গিললো ত্রয়ী। নাকমুখ ঘেমে উঠলো নিমিষেই। চোখ নামিয়ে কাঁপা চোখের দৃষ্টিতে চেয়ে রইলো নিজের কোলের দিকে।

নীল স্থির, বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো ওকে। কিছুক্ষণ বাদে নরম কণ্ঠে বলে উঠলো, “তোমাকে একবার জড়িয়ে ধরি?”

বুকের ভিতরটা ধ্বক করে উঠলো ত্রয়ীর। থমকে তাকিয়ে রইলো নিম্নপানে। হ্যাঁ, না কিছুই বললো না। নীল শোনার অপেক্ষাও করলো না। একহাতে বুকে জড়ালো ওকে।

এতুটুকু ঘনিষ্ঠতায় সর্বাঙ্গ কেঁপে উঠলো ত্রয়ীর। ঢোক গিলতেও গলায় আটকালো যেন।

নীল ওর গলার ভাঁজে ঘ্রাণেন্দ্রিয় ডুবিয়ে দিতেই শিউরে উঠলো ও।

নীল প্রতিটি প্রশ্বাসের সাথে ওর শরীরের মিষ্টি মেয়েলি ঘ্রাণ নিলো।

ঘাড়ে, গলায় উষ্ণ নিঃশ্বাসের বহরে শরীর শিথিল হয়ে আসতে লাগলো ত্রয়ীর। ঠোঁটে ঠোঁট চিপলো ও। দুরুদুরু বুক, অশান্ত মন আর কম্পিত শরীরে আড়ষ্ট হয়ে বসে রইলো ত্রয়ী।

কিন্তু মিনিটের পরে মিনিট পেরিয়ে গেলেও লোকটার হুঁশ হলো না। যেমন ছিল তেমনই রইলো শুধু হাতের বাঁধন পূর্বের চেয়ে দৃঢ় করলো।

দোটানায় পড়ে গেলো ত্রয়ী। এভাবে আর কতক্ষণ থাকবে লোকটা! ওর সুড়সুড়ি লাগছে খুব। আর এভাবে শক্ত হাতে আর কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলেই তো শ্বাস আটকে মরেই যাবে ও!

কাঁপা হাতের মুঠোয় নীলের বুকে ঠেস দিলো ত্রয়ী। মিইয়ে যাওয়া স্বরে বলল, “ছাড়ুন। লাগছে আমার।”

ঘোর কাটলো নীলের। হাত আলগা করলো তাড়াতাড়ি। মুখ তুলে তাকালো ত্রয়ীর দিকে। চোখাচোখি হলো। প্রতিবারের ন্যায় চোখ সরিয়ে নিলো ত্রয়ী। বেশ লজ্জাও পেলো। আলগোছে গালের পাশে চুলগুলো কানের পিছনে গুজলো।

নীল নৈশব্দে হাসলো ওর দিকে তাকিয়ে।

আচমকা ত্রয়ীর দিকে ঝুঁকে এসে অভাবনীয় কাজ করে বসলো একটা।

(চলবে…)

Continue Reading

Previous: এক সমুদ্র পর্ব ৪৯
Next: কিছু জোড়া শালিকের গল্প পর্ব ১৭ 

Related Stories

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৪ ফুল ও প্রজাপতির ছবি
1 min read
  • উপন্যাস
  • কিছু জোড়া শালিকের গল্প

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৪

27/05/2023
কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৩ ফুল ও প্রজাপতির ছবি
1 min read
  • উপন্যাস
  • কিছু জোড়া শালিকের গল্প

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৩

27/05/2023
কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২২ ফুল ও প্রজাপতির ছবি
1 min read
  • উপন্যাস
  • কিছু জোড়া শালিকের গল্প

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২২

27/05/2023

Recent Posts

  • ১৮+ গল্প
  • আমার জীবনের গল্প
  • আধুনিক হাসির গল্প
  • প্রিয়োসিনী পর্ব ২৪
  • প্রিয়োসিনী পর্ব ২৩

Archives

  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • April 2022
  • January 2022
  • December 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021

Categories

  • Golpo
  • Kobita
  • love story link
  • More Than Love
  • Picture Status
  • sad golper link
  • Uncategorized
  • অতৃপ্ত আত্মা
  • অনির কলমে আদ্রিয়ান
  • অন্তর্হিত কালকূট
  • অন্যরকম তুমি
  • অন্যরকম বউ
  • অরোনী তোমার জন্য
  • আত্মা
  • আমার তুমি
  • আমার তুমি সিজন ২
  • আমি পদ্মজা
  • আরশিযুগল প্রেম
  • ইট পাটকেল
  • ইসলামিক গল্প
  • উইল ইউ ম্যারি মি?
  • উপন্যাস
  • এক কাপ চা
  • এক প্রহর ভালোবাসা
  • এক মুঠো কাঁচের চুরি
  • এক মুঠো রোদ
  • এক সমুদ্র প্রেম
  • একটি ডিভোর্স লেটার
  • একটি রাতের গল্প
  • ওহে প্রিয়
  • কাঞ্চাসোনা
  • কালো বউ
  • কিছু জোড়া শালিকের গল্প
  • কোথাও কেউ ভালো নেই
  • ক্যান্সার যুদ্ধ
  • ক্যামেলিয়া
  • খুন
  • ঘেউলের সংসার
  • চার আনার জীবন
  • চিঠি
  • চিত্ত চিরে চৈত্রমাস
  • চেম্বার কথন
  • জলনূপুর
  • জানা অজানা
  • জীবন যখন যেমন
  • জীবনি
  • জ্বিন রহস্য
  • টু ফাইভ এইট জিরো
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
  • ডিভোর্স
  • ডিভোর্স পেপার
  • তিনি আমার সৎ মা
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
  • থ্রিলার নভেম্বর রেইন
  • দাম্পত্য সুখ
  • দেহ
  • দ্বিতীয় পুরুষ
  • দ্যা ব্লাক বুক
  • ধারাবাহিক গল্প লিংক
  • নবনী
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নীল চিরকুট
  • নীলার শাশুড়ী
  • পরগাছা
  • পরবাসী মেঘ
  • পাপ
  • পিশাচ দেবী
  • পিশাচ পুরুষ
  • পুকুর রহস্য
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • প্রণয়ের আসক্তি
  • প্রতিশোধ
  • প্রাণি জগত
  • প্রিয়োসিনী
  • প্রেমাতাল
  • প্রেমিক অপ্রেমিকের গল্প
  • ফিরতি উপহার
  • ফুলসজ্জা
  • ফ্রিজ
  • বজ্জাত বউ
  • বন্ধু
  • বিচ্ছেদ
  • বিমূর্ত প্রতিশোধ
  • বিশ্বাস অবিশ্বাস
  • বিয়ের চাপ
  • বৃষ্টিময় প্রেম গল্প
  • বৃহন্নলার ডিভোর্স
  • বেপরোয়া ভালোবাসা
  • ভাড়াটিয়া
  • ভাবির সংসার
  • ভালোবাসা রং বদলায়
  • ভুতের গল্প
  • ভ্যাম্পায়ার বর
  • ভয়ংকর নির্জন
  • ভয়ঙ্কর সেই মেয়েটি
  • মায়াবতী
  • মুভি
  • মেঘে ঢাকা আকাশ
  • মেঘের দেশে প্রেমের বাড়ি
  • যেদিন তুমি এসেছিলে
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২
  • রানিং গল্প
  • রুম নম্বর ৯০৯
  • রূপকথা
  • রোদ শুভ্রর প্রেমকথন
  • রোমান্টিক অত্যাচার
  • লিংক+রিভিউ
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
  • লেখক
  • শিমুল ফুল
  • শিশির বিন্দু
  • শিশিরের আদ্র
  • শেষ
  • শেষ পেইজ
  • শ্রাবন আধারে তুমি
  • সঙ্কোচ
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
  • স্যার i love you
  • হাসির গল্প
  • হীরের নাকফুল ও লাল বেনারসি
  • ১৬ বছর বয়স
  • ১৮ বছর বয়স

Trending News

১৮+ গল্প romantic pictures of man and woman 1

১৮+ গল্প

27/05/2023
আমার জীবনের গল্প জীবনের গল্প 2

আমার জীবনের গল্প

27/05/2023
আধুনিক হাসির গল্প keya payel pick 3

আধুনিক হাসির গল্প

27/05/2023
প্রিয়োসিনী পর্ব ২৪ keya payel picture 4

প্রিয়োসিনী পর্ব ২৪

27/05/2023
প্রিয়োসিনী পর্ব ২৩ keya payel picture 5

প্রিয়োসিনী পর্ব ২৩

27/05/2023
অবাক করা ফেসবুক স্ট্যাটাস facebook picture 6

অবাক করা ফেসবুক স্ট্যাটাস

27/05/2023
অন্তর্হিত কালকূট পর্ব ১৭ মেহজাবিন চৌধুরী পিক 7

অন্তর্হিত কালকূট পর্ব ১৭

27/05/2023

Categories

  • Golpo (243)
  • Kobita (36)
  • love story link (71)
  • More Than Love (18)
  • Picture Status (43)
  • sad golper link (18)
  • Uncategorized (12)
  • অতৃপ্ত আত্মা (14)
  • অনির কলমে আদ্রিয়ান (33)
  • অন্তর্হিত কালকূট (17)
  • অন্যরকম তুমি (58)
  • অন্যরকম বউ (6)
  • অরোনী তোমার জন্য (20)
  • আত্মা (5)
  • আমার তুমি (44)
  • আমার তুমি সিজন ২ (56)
  • আমি পদ্মজা (93)
  • আরশিযুগল প্রেম (65)
  • ইট পাটকেল (48)
  • ইসলামিক গল্প (8)
  • উইল ইউ ম্যারি মি? (10)
  • উপন্যাস (1,575)
  • এক কাপ চা (48)
  • এক প্রহর ভালোবাসা (20)
  • এক মুঠো কাঁচের চুরি (51)
  • এক মুঠো রোদ (50)
  • এক সমুদ্র প্রেম (56)
  • একটি ডিভোর্স লেটার (4)
  • একটি রাতের গল্প (8)
  • ওহে প্রিয় (49)
  • কাঞ্চাসোনা (15)
  • কালো বউ (35)
  • কিছু জোড়া শালিকের গল্প (24)
  • কোথাও কেউ ভালো নেই (15)
  • ক্যান্সার যুদ্ধ (3)
  • ক্যামেলিয়া (36)
  • খুন (5)
  • ঘেউলের সংসার (4)
  • চার আনার জীবন (4)
  • চিঠি (1)
  • চিত্ত চিরে চৈত্রমাস (30)
  • চেম্বার কথন (45)
  • জলনূপুর (6)
  • জানা অজানা (2)
  • জীবন যখন যেমন (20)
  • জীবনি (8)
  • জ্বিন রহস্য (6)
  • টু ফাইভ এইট জিরো (4)
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি (8)
  • ডিভোর্স (4)
  • ডিভোর্স পেপার (3)
  • তিনি আমার সৎ মা (8)
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর (42)
  • থ্রিলার নভেম্বর রেইন (4)
  • দাম্পত্য সুখ (14)
  • দেহ (8)
  • দ্বিতীয় পুরুষ (36)
  • দ্যা ব্লাক বুক (6)
  • ধারাবাহিক গল্প লিংক (27)
  • নবনী (9)
  • নীল ক্যাফের গল্প গ্রুপ (325)
  • নীল চিরকুট (71)
  • নীলার শাশুড়ী (6)
  • পরগাছা (6)
  • পরবাসী মেঘ (4)
  • পাপ (3)
  • পিশাচ দেবী (5)
  • পিশাচ পুরুষ (11)
  • পুকুর রহস্য (4)
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা (5)
  • প্রণয়ের আসক্তি (41)
  • প্রতিশোধ (3)
  • প্রাণি জগত (1)
  • প্রিয়োসিনী (24)
  • প্রেমাতাল (57)
  • প্রেমিক অপ্রেমিকের গল্প (32)
  • ফিরতি উপহার (2)
  • ফুলসজ্জা (20)
  • ফ্রিজ (15)
  • বজ্জাত বউ (45)
  • বন্ধু (5)
  • বিচ্ছেদ (20)
  • বিমূর্ত প্রতিশোধ (10)
  • বিশ্বাস অবিশ্বাস (7)
  • বিয়ের চাপ (10)
  • বৃষ্টিময় প্রেম গল্প (76)
  • বৃহন্নলার ডিভোর্স (12)
  • বেপরোয়া ভালোবাসা (50)
  • ভাড়াটিয়া (20)
  • ভাবির সংসার (59)
  • ভালোবাসা রং বদলায় (4)
  • ভুতের গল্প (16)
  • ভ্যাম্পায়ার বর (26)
  • ভয়ংকর নির্জন (5)
  • ভয়ঙ্কর সেই মেয়েটি (5)
  • মায়াবতী (34)
  • মুভি (11)
  • মেঘে ঢাকা আকাশ (16)
  • মেঘের দেশে প্রেমের বাড়ি (10)
  • যেদিন তুমি এসেছিলে (51)
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২ (46)
  • রানিং গল্প (434)
  • রুম নম্বর ৯০৯ (4)
  • রূপকথা (17)
  • রোদ শুভ্রর প্রেমকথন (63)
  • রোমান্টিক অত্যাচার (17)
  • লিংক+রিভিউ (92)
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ (4)
  • লেখক (5)
  • শিমুল ফুল (52)
  • শিশির বিন্দু (7)
  • শিশিরের আদ্র (23)
  • শেষ (3)
  • শেষ পেইজ (9)
  • শ্রাবন আধারে তুমি (22)
  • সঙ্কোচ (7)
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে (8)
  • স্যার i love you (23)
  • হাসির গল্প (86)
  • হীরের নাকফুল ও লাল বেনারসি (5)
  • ১৬ বছর বয়স (44)
  • ১৮ বছর বয়স (32)

তালিকা

  • Home
  • Picture Status
  • Blog
  • Kobita
    • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • লেখক
  • লিংক+রিভিউ
    • love story link
    • sad golper link
  • রানিং গল্প 2
    • জলনূপুর
    • অন্তর্হিত কালকূট
    • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
    • ধারাবাহিক গল্প লিংক
    • মেঘের দেশে প্রেমের বাড়ি
    • এক মুঠো কাঁচের চুরি
    • নবনী
    • শেষ
    • শেষ পেইজ
    • বিমূর্ত প্রতিশোধ
    • শ্রাবন আধারে তুমি
    • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
    • কোথাও কেউ ভালো নেই
    • চিত্ত চিরে চৈত্রমাস
    • পরবাসী মেঘ
    • খুন
    • ভালোবাসা রং বদলায়
    • আত্মা
  • ভুতের গল্প
  • Golpo
    • জীবনি
    • ইসলামিক গল্প
    • প্রাণি জগত
    • জানা অজানা
    • হাসির গল্প
  • উপন্যাস
    • ওহে প্রিয়
    • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
    • স্যার i love you
    • বজ্জাত বউ
    • কিছু জোড়া শালিকের গল্প
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
    • প্রিয়োসিনী
    • চিঠি
    • বেপরোয়া ভালোবাসা
    • শিশিরের আদ্র
    • মায়াবতী

Recent Posts

  • ১৮+ গল্প
  • আমার জীবনের গল্প
  • আধুনিক হাসির গল্প
  • প্রিয়োসিনী পর্ব ২৪
  • প্রিয়োসিনী পর্ব ২৩
  • Home
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • নীল ক্যাফের গল্প গ্রুপ

Copyright © All rights reserved by kobitor.com