Skip to content

kobitor

সেরা গল্পের ওয়েবসাইট

Connect with Us

Social menu is not set. You need to create menu and assign it to Social Menu on Menu Settings.

Categories

  • Golpo
  • Kobita
  • love story link
  • More Than Love
  • Picture Status
  • sad golper link
  • Uncategorized
  • অতৃপ্ত আত্মা
  • অনির কলমে আদ্রিয়ান
  • অন্তর্হিত কালকূট
  • অন্যরকম তুমি
  • অন্যরকম বউ
  • অরোনী তোমার জন্য
  • আত্মা
  • আমার তুমি
  • আমার তুমি সিজন ২
  • আমি পদ্মজা
  • আরশিযুগল প্রেম
  • ইট পাটকেল
  • ইসলামিক গল্প
  • উইল ইউ ম্যারি মি?
  • উপন্যাস
  • এক কাপ চা
  • এক প্রহর ভালোবাসা
  • এক মুঠো কাঁচের চুরি
  • এক মুঠো রোদ
  • এক সমুদ্র প্রেম
  • একটি ডিভোর্স লেটার
  • একটি রাতের গল্প
  • ওহে প্রিয়
  • কাঞ্চাসোনা
  • কালো বউ
  • কিছু জোড়া শালিকের গল্প
  • কোথাও কেউ ভালো নেই
  • ক্যান্সার যুদ্ধ
  • ক্যামেলিয়া
  • খুন
  • ঘেউলের সংসার
  • চার আনার জীবন
  • চিঠি
  • চিত্ত চিরে চৈত্রমাস
  • চেম্বার কথন
  • জলনূপুর
  • জানা অজানা
  • জীবন যখন যেমন
  • জীবনি
  • জ্বিন রহস্য
  • টু ফাইভ এইট জিরো
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
  • ডিভোর্স
  • ডিভোর্স পেপার
  • তিনি আমার সৎ মা
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
  • থ্রিলার নভেম্বর রেইন
  • দাম্পত্য সুখ
  • দেহ
  • দ্বিতীয় পুরুষ
  • দ্যা ব্লাক বুক
  • ধারাবাহিক গল্প লিংক
  • নবনী
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নীল চিরকুট
  • নীলার শাশুড়ী
  • নয়নে লাগিল নেশা
  • পরগাছা
  • পরবাসী মেঘ
  • পাপ
  • পিশাচ দেবী
  • পিশাচ পুরুষ
  • পুকুর রহস্য
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • প্রণয়ের আসক্তি
  • প্রতিশোধ
  • প্রাণি জগত
  • প্রিয়োসিনী
  • প্রেমাতাল
  • প্রেমিক অপ্রেমিকের গল্প
  • ফিরতি উপহার
  • ফুলসজ্জা
  • ফ্রিজ
  • বজ্জাত বউ
  • বন্ধু
  • বিচ্ছেদ
  • বিমূর্ত প্রতিশোধ
  • বিশ্বাস অবিশ্বাস
  • বিয়ের চাপ
  • বৃষ্টিময় প্রেম গল্প
  • বৃহন্নলার ডিভোর্স
  • বেপরোয়া ভালোবাসা
  • ভাড়াটিয়া
  • ভাবির সংসার
  • ভালোবাসা রং বদলায়
  • ভুতের গল্প
  • ভ্যাম্পায়ার বর
  • ভয়ংকর নির্জন
  • ভয়ঙ্কর সেই মেয়েটি
  • মায়াবতী
  • মুভি
  • মেঘে ঢাকা আকাশ
  • মেঘের দেশে প্রেমের বাড়ি
  • যেদিন তুমি এসেছিলে
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২
  • রানিং গল্প
  • রুম নম্বর ৯০৯
  • রূপকথা
  • রোদ শুভ্রর প্রেমকথন
  • রোমান্টিক অত্যাচার
  • লিংক+রিভিউ
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
  • লেখক
  • শিমুল ফুল
  • শিশির বিন্দু
  • শিশিরের আদ্র
  • শেষ
  • শেষ পেইজ
  • শ্রাবন আধারে তুমি
  • সঙ্কোচ
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
  • স্যার i love you
  • হাসির গল্প
  • হীরের নাকফুল ও লাল বেনারসি
  • ১৬ বছর বয়স
  • ১৮ বছর বয়স
Primary Menu
  • Home
  • Picture Status
  • Blog
  • Kobita
    • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • লেখক
  • লিংক+রিভিউ
    • love story link
    • sad golper link
  • রানিং গল্প 2
    • জলনূপুর
    • অন্তর্হিত কালকূট
    • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
    • ধারাবাহিক গল্প লিংক
    • মেঘের দেশে প্রেমের বাড়ি
    • এক মুঠো কাঁচের চুরি
    • নবনী
    • শেষ
    • শেষ পেইজ
    • বিমূর্ত প্রতিশোধ
    • শ্রাবন আধারে তুমি
    • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
    • কোথাও কেউ ভালো নেই
    • চিত্ত চিরে চৈত্রমাস
    • পরবাসী মেঘ
    • খুন
    • ভালোবাসা রং বদলায়
    • আত্মা
  • ভুতের গল্প
  • Golpo
    • জীবনি
    • ইসলামিক গল্প
    • প্রাণি জগত
    • জানা অজানা
    • হাসির গল্প
  • উপন্যাস
    • ওহে প্রিয়
    • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
    • স্যার i love you
    • বজ্জাত বউ
    • কিছু জোড়া শালিকের গল্প
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
    • নয়নে লাগিল নেশা
    • প্রিয়োসিনী
    • চিঠি
    • বেপরোয়া ভালোবাসা
    • শিশিরের আদ্র
    • মায়াবতী
  • Home
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • কালো বউ পর্ব ৩২
  • কালো বউ
  • নীল ক্যাফের গল্প গ্রুপ

কালো বউ পর্ব ৩২

alamin21 25/01/2023 1 min read
হিজাব পরা পিক

কালো বউ পর্ব ৩২

 Kobitor.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ

.লেখিকাঃ Tahmina Toma 

.

মেঘলাঃ(আয়নার সামনে দাড়িয়ে জুয়েলারি খুলছিলাম খালি পেটে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠলাম) আপনি,,,,,,,,,,??

আকাশঃ কেন খুশি হওনি?? 

মেঘলাঃ তা নয় আপনি কখন এলেন?? 

আকাশঃ বেশিক্ষণ হয়নি,,,, একটু ফ্রেস হয়ে কেবল শুয়েছিলাম। 

মেঘলাঃ আপনি কীভাবে এলেন?? 

আকাশঃ কীভাবে এলাম মানে?? এখনো কী পাইপ বেয়ে আসবো নাকি?? আমেনা আপু দরজা খোলে দিছে। বললো তোমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাই একটু ফ্রেস হয়ে নিলাম।( পেটে হাত বুলাচ্ছি আর ঘাড়ে মুখ গুজে বললাম)

মেঘলাঃ ওহ্  ,,,,,,, (বরফের মতো জমে গেছি। কথা বলতে কষ্ট হচ্ছে) 

আকাশঃ ওহ্ কী?? 

মেঘলাঃ এ,,,এভাবে থাকলে কথা বলা যায়??

আকাশঃ কেন যায় না??(আরে গভীর ভাবে স্পর্শ করে আর ঘাড়ে কিস করে বললাম)

মেঘলাঃ কে,,,,কেমন যেন লাগে??

আকাশঃ কেমন লাগে?? (পেটে হালকা চাপ দিয়ে ধরে) 

মেঘলাঃ জ,,,,জানি না,,,,,। 

আকাশঃ আমি বলি কেমন লাগে?? 

মেঘলাঃ (উনার থেকে দূরে এসে দাড়ালাম)  আমি শাওয়ার নিয়ে আসছি আপনি বসুন।

আকাশঃ চলো আমিও আসছি একসাথে নিবো।

মেঘলাঃ ধূর ফালতু লোক একটা (ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে এলাম।) 

আকাশঃ হাহাহা পাগলি ভয় পেয়েছে। আজ ছেড়ে দিলাম তাই কী সবসময় ছাড়বো? আমার সাথেই তোমাকে শাওয়ার নিতে হবে একবার শুধু বাসায় চলো। 

মেঘলাঃ(আল্লাহ শাওয়ার নেওয়া শেষে খেয়াল করলাম জামাকাপড় কিছুই আনি নি। কী করবো এখন??  রুমে তো উনি আছে।) এই যে শুনছেন?? 

আকাশঃ,,,,,,,,,,, 

মেঘলাঃ রুমে নেই নাকি?? দরজা হালকা খোলে উঁকি দিয়ে দেখি রুমে নেই। রুমের দরজা খোলা। মনে হয় বাইরে গেছে। টাওয়েল জড়িয়ে বাইরে এসে আগে দরজা অফ করে দিলাম। কে আবার এসে পড়ে ঠিক নেই। আলমারিতে কাপড় খুজতে লাগলাম। 

আকাশঃ মেঘলা ওয়াশরুমে যেতেই বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। রুমের দরজা অফ করার শব্দ শুনে রুমে এলাম। মেঘলার হয়তো শাওয়ার নেওয়া শেষ। রুমে এসে দেখি মেঘলা শুধু একটা টাওয়েল পড়ে আলমারির সামনে দাড়িয়ে আছে। ভেজা চুল কোমরের নিচে নেমে গেছে টপটপ করে পানি পড়ছে। নিশ্বাস নিতে ভুলে গেছি মেঘলাকে দেখে। 

মেঘলাঃ(জামাকাপড় হাতে নিয়ে পেছনে ঘুরতেই দেখি আকাশ দাঁড়িয়ে আছে। কেমন নেশাগ্রস্তের মতো দৃষ্টিতে। লজ্জায় শরীরের রক্ত জমে গেছে মনে হচ্ছে। পা মনে হচ্ছে ফ্লোরে আটকে গেছে।)

আকাশঃ(ধীরপায়ে এগিয়ে যেতে লাগলাম মেঘলার দিকে। ওর মুখে গলায় জমে থাকা বিন্দু বিন্দু পানি শুষে না নিলে মনে হচ্ছে তৃষ্ণায় মরে যাবো।)

মেঘলাঃ (উনাকে এগিয়ে আসতে দেখে হাত থেকে জামাকাপড় পড়ে গেলো কিন্তু একপাও নড়তে পারলাম না) 

আকাশঃ (মেঘলার সামনে এসে নিচু হয়ে থুতনিতে জমে থাকা পানি ঠোঁট দিয়ে শুষে নিলাম।)

মেঘলাঃ(সারা শরীরে মনে হয় বৈদ্যুতিক শক খেলাম। শক্ত করে চোখ বন্ধ করে নিলাম)

আকাশঃ(থুতনিতে আঙুল দিয়ে মুখটা উপরে তুললাম। চোখ বন্ধ করে আছে। ভেজা ঠোঁটগুলি কাঁপছে। মুখটা দু’হাতের আজলে নিলাম। সারা মুখে জমে থাকা পানি ঠোঁট দিয়ে শুষে নিলাম।) 

মেঘলাঃ(দম আটকে আছে গলায়। মনে হচ্ছে যে কোন সময় মারা যাবো। মুঠো শক্ত করে টাওয়েল আঁকড়ে ধরে আছি)

আকাশঃ(কিছুক্ষণ তাকিয়ে থাকতাম ওর অবিরাম কাঁপা ঠোঁটগুলির দিকে। বেশি সময় নিজেকে আটকে রাখতে পারলাম না। ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিলাম। পাগলের মতো শুষে নিচ্ছি ওর ঠোঁট।)

মেঘলাঃ(প্রথমে রোবটের মতো দাঁড়িয়ে থাকলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রেসপন্স করতে শুরু করলাম নিজের অজান্তেই। আকাশের মাথার পিছনে চুল আঁকড়ে ধরে আমিও পাগলের মতো ওর ঠোঁট শুষতে শুরু করলাম। কিন্তু আকাশের সাথে পেরে ওঠছি না। কী হলো জানি না উনার ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। এতে যেন উনার পাগলামি আরো বেড়ে গেলো।) 

আকাশঃ(ওর রেসপন্স আমাকে পাগল করে দিয়েছে আর যখন ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে আরো যেন আউট অফ কন্ট্রোল হয়ে পড়লাম। কতটা সময় এভাবে কেটেছে জানি না। ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলাম পাগলের মতো। মাঝে মাঝে ছোট ছোট লাভ বাইট দিচ্ছি। ওর গায়ে জড়ানো টাওয়েল খোলার জন্য হাত রাখলাম টাওয়েলে)

মেঘলাঃ(উনি টাওয়েলে হাত রাখতেই কী হলে জানি না শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলাম উনাকে। উনি কিছুটা দূরে সরে গেলেন) 

আকাশঃ( অবাক হয়ে তাকালাম মেঘলার দিকে। এমন কেন করলো ও ??)

মেঘলাঃ (ফ্লোরে পড়ে থাকা জামাকাপড় হাতে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম) 

আকাশঃ (আমি তো জোর করিনি ওর সাথে। তাহলে এমন কেন করলো মেঘলা?? ও চাইলে প্রথমেই আমাকে বাঁধা দিতে পারতো এভাবে কাছে টেনে দূরে ঠেলে দিলো কেন?? ও কী আমাকে মন থেকে মাফ করতে পারেনি এখনো?? কম্প্রমাইজ করার চেষ্টা করছে,,,, শেষ পর্যন্ত পেরে ওঠেনি। কিন্তু আমিতো কোন কম্প্রমাইজ চাই না। ভালোবাসা চাই শুধু।) 

মেঘলাঃ (ওয়াশরুমের ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। কেন এমন করলাম আমি?? আমিওতো উনাকে ভালোবাসি,,, কাছে চাই। তাহলে কেন??? এটা করা ঠিক হয়নি আমার। সরি বলতে হবে উনাকে।) 

আকাশঃ (যেদিন ভালোবেসে কাছে টেনে নিতে পারবে সেদিনই তোমার কাছে যাবো তার আগে তাকানোর ও চেষ্টা করবো না। বেড়িয়ে এলাম রুমে থেকে।)

মেঘলাঃ(তাড়াতাড়ি চেঞ্জ করে রুমে এসে দেখি উনি নেই। কোথায় গেলো এত তাড়াতাড়ি??) 

আকাশঃ(বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম। কিছুতেই ভুলতে পারছি না। চোখ বন্ধ করলেই ভেসে ওঠছে সেই দৃশ্য। ভুলটা হয়তো আমার ছিলো কিন্তু মানতে পারছি না মেঘলার এমন আচরণ।) 

মেঘলাঃ( ড্রয়িংরুমে এসেও আকাশকে পেলাম না। আমেনা আপু ড্রয়িংরুমে বসে টিভি দেখছে) আমেনা আপু আকাশকে দেখেছো??

আমেনাঃ হ আপা কোনো দিকে না তাকাইয়া সোজা বাইর হইয়া গেলো হনহন কইরা।

আকাশঃ(গাড়ি নিয়ে বের হয়ে আসলাম বাসা থেকে)

মেঘলাঃ(দৌড়ে বাইরে এসে দেখি উনি বের হয়ে গেলেন। উনি অনেক কষ্ট পেয়েছেন হয়তো। আবার দৌড়ে রুমে নিয়ে কল দিলাম উনাকে কিন্তু রিসিভ করছে না।)

আকাশঃ(ফুল স্প্রিডে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছালাম। গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইলাম কিছুক্ষণ। তাও নিজেকে শান্ত করতে পারছি না। গাড়ি থেকে নেমে সুইমিংপুলে ঝাপ দিলাম। ডুব দিয়ে পুলের ফ্লোরে বসে রইলাম। কিছুক্ষণ এভাবে থেকে সাতার কেটে রুমের দিকে যেতে লাগলাম।) 

মেঘলাঃ(একের পর এক কল দিয়ে যাচ্ছি কিন্তু উনি রিসিভ করছে না। এখন কান্না করতে ইচ্ছে করছে আমার। নিজের চুল নিজে ছিঁড়ছি কেন এমন করলাম,,, কেন???)

আকাশঃ(রুমে এসে ফ্রেস হয়ে শুয়ে পড়লাম) 

,,,,,,,,

রবিনঃ(অফিস থেকে এসে দেখি রুপ রুমে নেই।) রুপ,,,,, 

রুপঃ,,,,,,,,,

রবিনঃ রুপ,,,,,,,,৷৷  

রুপঃ (বেলকনিতে বসে ছিলাম। ইচ্ছে করেই উত্তর দেইনি। এখন মনে হচ্ছে উত্তর না দিতে বাসার সবাইকে জড়ো করে ছাড়বে) কী হয়েছে ষাঁড়ের মতো চেঁচাচ্ছো কেন?? মরিনি এখনো,,, বেঁচে আছি।

রবিনঃ রুপ,,,,,,, এসব কেমন কথা??

রুপঃ কেন তুমি মনে প্রাণে যা চাও আমি শুধু সেটা প্রকাশ করলাম। 

রবিনঃ (একটানে রুপকে বুকে এনে ফেললাম) বাবার বাড়ি এসে সাহস বেড়ে গেছে।

রুপঃ সাহস বাবার বাড়ি এসে বাড়েনি। সাহস বাড়িয়েছে আমার সন্তান। এতোদিন একা ছিলাম এখন আমার সন্তান আমার সাথে আছে।(ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম)

রবিনঃ শুধু তোমার সন্তান??? 

রুপঃ হুম শুধু আমার। যে ভালো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না সে ভালো বাবা হবে কী করে??

রবিনঃ মাফ করা যায় না আমাকে রুপ?? আমি জানি আমার অপরাধ আকাশ সমান। তুমিতো আমায় ভালোবাসো মাফ করে দাও না আমার অপরাধ। 

রুপঃ আমি কাউকে ভালোবাসি না (মুখ ফিরিয়ে নিলাম) 

রবিনঃ কোনদিন বাসো নি??

রুপঃ না,,, 

রবিনঃ একটুও না,,,?

রুপঃ না,,,,,

রবিনঃ আমার দিকে তাকিয়ে বলো।(থুতনি ধরে মুখটা সামনে আনলাম)  চোখে চোখ রেখে বলো,,, একটুও না??

রুপঃ ন,,,,,না (আজ এই চোখে কোন রাগ দেখতে পাচ্ছি না।  না আছে রাগ না আছে বিরক্তি। আছে শুধু ভালোবাসা পাওয়ার আকুলতা, অসহায়তা। “আমরা মেয়েরা বড় অদ্ভুত,,,,  একটু ভালোবাসা পেলে হাজার অপরাধ এক নিমিষে ভুলে যায়।”

{কথাটা বাস্তব,,, সত্য}

আমারও এখন একই অবস্থা। মন বলছে রবিনকে মাফ করে কাছে টেনে নিতে। কিন্তু মস্তিষ্ক বলছে ও কী এতো সহজে মাফ পাওয়ার যোগ্য?? মস্তিষ্ক যেন হঠাৎ করে মনকেও শক্ত করে তুললো) ভালোবাসি না আমি তোমাকে,,,, শুনতে পেয়েছো তুমি?? একটুও ভালোবাসি না,,,(ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেড়িয়ে এলাম) 

রবিনঃ (চোখ টলমল করছে পানিতে। নিজের দোষে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। যে হাসিখুশী রুপকে ভালোবেসেছিলাম তাকে নিজের হাতে গলা টিপে খুন করেছি একটু একটু করে। তৈরি করেছি এই কঠিন রুপকে। অভিমানের নিচে চাপা পড়ে গেছে তোমার ভালেবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো সেই রুপকে বাঁচিয়ে তোলার যাকে নিজেই খুন করেছিলাম। চেষ্টা করবো সেই ভালোবাসা ফিরে পাবার যা নিজের দোষে হারিয়েছি।)

রুপঃ(আমি সব জেনে গেছি রবিন। ইরার সাথে তোমার কোন রিলেশন ছিলো না। শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য এতবড় একটা নাটক করেছো। আমার অপরাধ কী ছিলো?? আকাশকে ভালোবেসেছিলাম ??? কাউকে ভালোবাসা অন্যায়?? আমি যদি আকাশের সাথে সম্পর্কের কথা তোমার থেকে লুকাতাম,,,, তোমায় মিথ্যে বলতাম,,, তাহলে তোমার সব অত্যাচার মেনে নিতাম। আকাশ আমার প্রথম ভালোবাসা মনের কোণে তার জায়গা হয়তো থেকে যাবে। কিন্তু তোমাকে তো নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম,,, সারা জীবন সাথে চলার জন্য হাত ধরেছিলাম। বিনিময়ে কী পেলাম??) 

রবিনঃ( ফ্রেস হয়ে রুম থেকে বাইরে এসে দেখি রুপ অন্যমনস্ক হয়ে সিড়ি দিয়ে নামার সময় পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি হাত টেনে ধরলাম) 

রুপঃ(কেউ হাত টেনে ধরায় হুশ ফিরলো। রুম থেকে বাইরে এসে কিছুক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে নিচে নামতে নিচ্ছিলাম রবিনের খাবার আনতে। তখনই কেউ পেছন থেকে হাত টেনে ধরলো। খেয়াল করে দেখলাম হাত টেনে না ধরলে সিড়ি দিয়ে গড়িয়ে নিচে চলে যেতাম। ভয়ে কলিজা কেঁপে ওঠলো। হাতটা আপনাআপনি পেটে চলে গেলো। পড়ে গেলে আমার সোনাটার কী হতো?? ভাবতেই ভয়ে শরীর কাঁপছে।) 

রবিনঃ(খেয়াল করলাম ও ভয়ে কাঁপছে। বুকে জড়িয়ে নিলাম)  কিছু হয়নি ভয় পেও না,,,,, দেখো কিছু হয়নি,,, 

রুপঃ পড়ে গেলে আমার বাবুর কী হতো?? ওর কিছু হলে আমি মরে যাবো,,,,(ভয়ে রবিনকে জড়িয়ে ধরলাম) 

রবিনঃ হুসসস বাজে কথা বলবে না। আমি থাকতে তোমাদের কিছু হতে দিবো না প্রমিস।(কোলে করে রুমে নিয়ে এলাম। অনেক বেশি ভয় পেয়েছে। এখনো জড়িয়ে ধরে আছে)  বললাম তো ভয় পাওয়ার কিছু হয়নি আমি আছি তো।

রুপঃ(হুশ ফিরতেই রবিনকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। কিন্তু ভয়ে এখনো আমার সারা শরীর কাঁপছে।) 

রবিনঃ আর কখনো একা একা নিচে যাবে না। আমি থাকলে আমি নিয়ে যাবো আর না থাকলে মেঘলাকে বলবে। মনে থাকবে??

রুপঃ হুম,,,,,,,,,,

রবিনঃ ক্ষুধা পেয়েছে,,, কিছু খাবে???

রুপঃ না ক্ষিদে পায়নি,,, খাবো না,,,,,

রবিনঃ কখন খেয়েছো,,,??

রুপঃ লিজাদের বাসায় ডিনার করে এসেছি। 

রবিনঃ সেই রাত ৯ টায় খেয়েছো আবার রাস্তায় বমি করেছো আর এখন বাজে রাত ১১ টা। তুমি বলছো ক্ষিদে পায়নি। ফাজলামি করো আমার সাথে,,,,

রুপঃ(ক্ষিদে তো পেয়েছে কিন্তু খাবার দেখলেই বমি পায়,, কী করবো??)

রবিনঃ বমি পেলেও কিছু করার নেই খেতে হবে।

রুপঃ(এ বুঝলো কী করে আমি কী ভাবছি??) 

রবিনঃ এভাবে তাকিয়ে আছো কেন?? তোমার মুখের এক্সপ্রেশন দেখে যে কেউ বুঝবে কী ভাবছো?? বাট এখন কথা হলো এই বাড়িতে আমি খাবার পাবো কোথায়,,,,,?

ঠক ঠক ঠক

এখন আবার দরজা নক করছে কে,, এত রাতে?(দরজা খুলে দেখি সার্ভেন্ট)

আমেনাঃ খালাম্মা আপা মনি আর আপনার খাবার পাঠাইছে। আপা মনি সেই কখন খাইছে তাই,,,,

রবিনঃ আচ্ছা ঠিক আছে,,, আপনি যান( খাবারটা নিয়ে টেবিলে রেখে দরজা অফ করে দিলাম) আমার শাশুড়ি মায়ের দেখছি সবদিকে খেয়াল আছে,,,,,

রুপঃ যতসব ঢং,,,,, খাবারের গন্ধেই বমি পাচ্ছে। 

রবিনঃ(হাত ধুয়ে এক লোকমা তুলে রুপের সামনে ধরলাম) 

রুপঃ (অবাক হয়ে তাকালাম রবিনের দিকে। এ কোন রবিন?? চিনতে পারছি না আমি। যে রবিন ৩ বছরে কোনদিন খেয়েছি কিনা জিজ্ঞেস করেনি সে নিজের হাতে খাইয়ে দিতে চাইছে। সন্তানের জন্য এত পরিবর্তন নাকি অন্য কারণ আছে?? মুখ ফিরিয়ে নিলাম খাবারের গন্ধে)

রবিনঃ নিজের জন্য না হলেও আমাদের বেবির কথা ভেবে খেয়ে নাও কষ্ট করে। 

রুপঃ (সত্যিতো আমি না খেলে আমার সোনা বাবাটা কষ্ট পাবে। তাই খেয়ে নিলাম। কয়েক লোকমা খেতেই বমি আসতে নিলো।) আর খাবো না,,,,পানি।

রবিনঃ (তাড়াতাড়ি প্লেট রেখে পানি এগিয়ে দিলাম) 

রুপঃ(পানি মুখে দেওয়ার আগেই গরগর করে বমি করে দিলাম রবিনের গায়ে। ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া। এখন কী মারবে আমাকে??? আমার বাবুটা কষ্ট পাবে তো??)

রবিনঃ(কতটা খারাপ আমি। ও আমার গায়ে বমি করেছে বলে ভয়ে গুটিয়ে গেছে। আবার মারবো মনে করে আমি ,,,, এটা জানা সত্ত্বেও যে ও প্রেগনেন্ট। কাউকে কতটা খারাপ ভাবলে এটা কারো মনে আসতে পারে। ওর কাছে আজ আমি মানুষই না। কারণ কোন মানুষ তার প্রেগনেন্ট ওয়াইফের গায়ে হাতে তুলতে পারে না,,,, জানোয়ার ছাড়া,,,,,। নিজেকে আমার জানোয়ারই মনে হচ্ছে।  কতটা নেমে গেছি ওর চোখে। ইচ্ছে করছে শেষ করে দি নিজেকে।) ওঠো ফ্রেস হতে হবে,,,

রুপঃ (আজ মনে হচ্ছে আমার অবাক হওয়ার দিন। ও আমাকে কিচ্ছু না বলে আমাকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে রুমে নিয়ে এলো)

রবিনঃ তুমি ৫ মিনিট বসো আমি আসছি।(ওয়াশরুমে গিয়ে দ্রুত শাওয়ার নিয়ে শুধু টাওয়েল পড়েই বের হলাম। ওকে বাকিটা খাইয়ে দিতে হবে। শুধু চুলটা একটু মুছে আবার খাইয়ে দিতে নিলাম।)

রুপঃ আর খাবো না,,,,,

রবিনঃ চুপচাপ শেষ করো,,,,(রাগি চোখে তাকিয়ে) 

রুপঃ আচ্ছা ঠিক আছে,,, তাহলে তুমি আগে ড্রেস পরে নাও,,,

রবিনঃ কেন তোমার সমস্যা হচ্ছে?? (চোখ টিপ মেরে)

রুপঃ(কিছু না বলে ভেংচি কেটে চুপচাপ খাবারটা মুখে নিলাম। সত্যি সমস্যা হচ্ছে। ভেজা গায়ে হট লাগছে হিহিহি)

রবিনঃ এবার শুয়ে পড়ো,,,,(ও শুয়ে পড়তে বাকি খাবারটা খেয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে বাট কিছু করার নেই)

রুপঃ(রাত ১ টা বাজলেও আমাকে দিয়ে খাবার গরম করিয়ে খেতো আর এখন ঠান্ডা খাবারই খাচ্ছে। বেশ হয়েছে,,,, আমার বাবুটা না আসতেই তোমার এই অবস্থা করেছে। এলে কী হাল হবে তোমার???  হাহাহা)

রবিনঃ(ওর শয়তানি হাসি দেখে ভালোই লাগছে। আমার এই অবস্থা দেখে খুশী থাকতে তাই থাকো। খাওয়া শেষে একটা টাউজার পরে নিলাম। ড্রাইভার সব দিয়ে গেছে। বেডে শুয়ে রুপকে বুকে টেনে নিলাম।) 

রুপঃ( তোমার এত পরিবর্তন সহজভাবে নিতে পারছি না। তোমার প্রয়োজন মিটে গেলে বেডেও আমার জায়গা হতো না আর আজ সোজা বুকে,,,?? সরে আসতে নিলাম) 

রবিনঃ(আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আর যেতে দেবো না এই বুক থেকে)

রুপঃ(এতো সুখ সইবে তো?? নিজের অজান্তে চোখের পানিতে রবিনের বুক ভিজে যাচ্ছে) 

রবিনঃ(কিছু বললাম না শুধু মাথায় একটা কিস করলাম। এভাবেই হয়তো একদিন অভিমানের বরফ গলে আমার সেই হাসিখুশি রুপ বেড়িয়ে আসবে।)

,,,,,,

মেঘলাঃ গতরাতে কল দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙার পর থেকে কল দিয়ে যাচ্ছি কিন্তু কোন খবর নেই উনার। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে ফোলে গেছে। দেখতে পেত্নীর মতো লাগছে।  তাও কল দিয়েই যাচ্ছি সাথে চোখের পানি পড়ছে। এখন আবার অফ বলছে কান্নার বেগ আরো বেড়ে গেলো। দিনটা এভাবেই গেলো। বিকেলের দিকে আমরা সবাই ঐ বাড়িতে যাওয়ার জন্য বেড়িয়ে পড়লাম। সবাই শুধু জিজ্ঞেস করছে আমার মুখের এই দশা কেন?? এলার্জি বলে কাটিয়ে দিয়েছি। তাও হয়তো তাদের সন্দেহ দূর হয়নি।  যা ইচ্ছে ভাবতে থাকুক আমি এখন আছি নিজের জ্বালায়। ভাইয়ের মুখটাও দেখার মতো হয়েছে। ও এখনো জানে না আমরা তানহাকে না চাঁদকে দেখতে যাচ্ছি। ঐ বাড়িতে আমার জন্য কী অপেক্ষা করছে আল্লাহ জানে। কীভাবে ওনার রাগ ভাঙাবো??

মাহিনঃ(গাড়ি যত এগোচ্ছে আমার তত মনে হচ্ছে চাঁদ আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। মেয়েটার সাথে আর একবার কথাও বলতে পারিনি। সে আমার ফোনই রিসিভ করছে না। আচ্ছা পালিয়ে যাবো কোথাও???)

চলবে,,,,,,,,,

Continue Reading

Previous: More tham love পর্ব ১৬
Next: কালো বউ পর্ব ৩৩ 

Related Stories

নয়নে লাগিল নেশা পর্ব ৪ মেহজাবীন চৌধুরী পিক
1 min read
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নয়নে লাগিল নেশা

নয়নে লাগিল নেশা পর্ব ৪

31/05/2023
প্রিয়োসিনী পর্ব ২৮ মেহজাবিন চৌধুরী পিক
1 min read
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • প্রিয়োসিনী

প্রিয়োসিনী পর্ব ২৮

30/05/2023
নয়নে লাগিল নেশা পর্ব ৩ মেহজাবীন চৌধুরী পিক
1 min read
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নয়নে লাগিল নেশা

নয়নে লাগিল নেশা পর্ব ৩

30/05/2023

Recent Posts

  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০
  • অন্তর্হিত কালকূট পর্ব ২০
  • নয়নে লাগিল নেশা পর্ব ৪
  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯
  • ব্রেকাপ ভালোবাসার গল্প

Archives

  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • April 2022
  • January 2022
  • December 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021

Categories

  • Golpo
  • Kobita
  • love story link
  • More Than Love
  • Picture Status
  • sad golper link
  • Uncategorized
  • অতৃপ্ত আত্মা
  • অনির কলমে আদ্রিয়ান
  • অন্তর্হিত কালকূট
  • অন্যরকম তুমি
  • অন্যরকম বউ
  • অরোনী তোমার জন্য
  • আত্মা
  • আমার তুমি
  • আমার তুমি সিজন ২
  • আমি পদ্মজা
  • আরশিযুগল প্রেম
  • ইট পাটকেল
  • ইসলামিক গল্প
  • উইল ইউ ম্যারি মি?
  • উপন্যাস
  • এক কাপ চা
  • এক প্রহর ভালোবাসা
  • এক মুঠো কাঁচের চুরি
  • এক মুঠো রোদ
  • এক সমুদ্র প্রেম
  • একটি ডিভোর্স লেটার
  • একটি রাতের গল্প
  • ওহে প্রিয়
  • কাঞ্চাসোনা
  • কালো বউ
  • কিছু জোড়া শালিকের গল্প
  • কোথাও কেউ ভালো নেই
  • ক্যান্সার যুদ্ধ
  • ক্যামেলিয়া
  • খুন
  • ঘেউলের সংসার
  • চার আনার জীবন
  • চিঠি
  • চিত্ত চিরে চৈত্রমাস
  • চেম্বার কথন
  • জলনূপুর
  • জানা অজানা
  • জীবন যখন যেমন
  • জীবনি
  • জ্বিন রহস্য
  • টু ফাইভ এইট জিরো
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
  • ডিভোর্স
  • ডিভোর্স পেপার
  • তিনি আমার সৎ মা
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
  • থ্রিলার নভেম্বর রেইন
  • দাম্পত্য সুখ
  • দেহ
  • দ্বিতীয় পুরুষ
  • দ্যা ব্লাক বুক
  • ধারাবাহিক গল্প লিংক
  • নবনী
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নীল চিরকুট
  • নীলার শাশুড়ী
  • নয়নে লাগিল নেশা
  • পরগাছা
  • পরবাসী মেঘ
  • পাপ
  • পিশাচ দেবী
  • পিশাচ পুরুষ
  • পুকুর রহস্য
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • প্রণয়ের আসক্তি
  • প্রতিশোধ
  • প্রাণি জগত
  • প্রিয়োসিনী
  • প্রেমাতাল
  • প্রেমিক অপ্রেমিকের গল্প
  • ফিরতি উপহার
  • ফুলসজ্জা
  • ফ্রিজ
  • বজ্জাত বউ
  • বন্ধু
  • বিচ্ছেদ
  • বিমূর্ত প্রতিশোধ
  • বিশ্বাস অবিশ্বাস
  • বিয়ের চাপ
  • বৃষ্টিময় প্রেম গল্প
  • বৃহন্নলার ডিভোর্স
  • বেপরোয়া ভালোবাসা
  • ভাড়াটিয়া
  • ভাবির সংসার
  • ভালোবাসা রং বদলায়
  • ভুতের গল্প
  • ভ্যাম্পায়ার বর
  • ভয়ংকর নির্জন
  • ভয়ঙ্কর সেই মেয়েটি
  • মায়াবতী
  • মুভি
  • মেঘে ঢাকা আকাশ
  • মেঘের দেশে প্রেমের বাড়ি
  • যেদিন তুমি এসেছিলে
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২
  • রানিং গল্প
  • রুম নম্বর ৯০৯
  • রূপকথা
  • রোদ শুভ্রর প্রেমকথন
  • রোমান্টিক অত্যাচার
  • লিংক+রিভিউ
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
  • লেখক
  • শিমুল ফুল
  • শিশির বিন্দু
  • শিশিরের আদ্র
  • শেষ
  • শেষ পেইজ
  • শ্রাবন আধারে তুমি
  • সঙ্কোচ
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
  • স্যার i love you
  • হাসির গল্প
  • হীরের নাকফুল ও লাল বেনারসি
  • ১৬ বছর বয়স
  • ১৮ বছর বয়স

Trending News

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০ ফুল ও প্রজাপতির ছবি 1

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০

01/06/2023
অন্তর্হিত কালকূট পর্ব ২০ মেহজাবিন চৌধুরী পিক 2

অন্তর্হিত কালকূট পর্ব ২০

31/05/2023
নয়নে লাগিল নেশা পর্ব ৪ মেহজাবীন চৌধুরী পিক 3

নয়নে লাগিল নেশা পর্ব ৪

31/05/2023
কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯ ফুল ও প্রজাপতির ছবি 4

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯

31/05/2023
ব্রেকাপ ভালোবাসার গল্প ব্রেকআপ হওয়ার গল্প পিক 5

ব্রেকাপ ভালোবাসার গল্প

30/05/2023
এক সমুদ্র প্রেম পর্ব ৫২ এক সমুদ্র প্রেম গল্প 6

এক সমুদ্র প্রেম পর্ব ৫২

30/05/2023
একটি রাতের গল্প পর্ব ১ চাঁদের ছবি 7

একটি রাতের গল্প পর্ব ১

30/05/2023

Categories

  • Golpo (246)
  • Kobita (36)
  • love story link (73)
  • More Than Love (18)
  • Picture Status (43)
  • sad golper link (22)
  • Uncategorized (12)
  • অতৃপ্ত আত্মা (14)
  • অনির কলমে আদ্রিয়ান (33)
  • অন্তর্হিত কালকূট (20)
  • অন্যরকম তুমি (58)
  • অন্যরকম বউ (6)
  • অরোনী তোমার জন্য (20)
  • আত্মা (5)
  • আমার তুমি (44)
  • আমার তুমি সিজন ২ (56)
  • আমি পদ্মজা (93)
  • আরশিযুগল প্রেম (65)
  • ইট পাটকেল (48)
  • ইসলামিক গল্প (8)
  • উইল ইউ ম্যারি মি? (10)
  • উপন্যাস (1,584)
  • এক কাপ চা (48)
  • এক প্রহর ভালোবাসা (20)
  • এক মুঠো কাঁচের চুরি (51)
  • এক মুঠো রোদ (50)
  • এক সমুদ্র প্রেম (57)
  • একটি ডিভোর্স লেটার (4)
  • একটি রাতের গল্প (8)
  • ওহে প্রিয় (49)
  • কাঞ্চাসোনা (15)
  • কালো বউ (35)
  • কিছু জোড়া শালিকের গল্প (30)
  • কোথাও কেউ ভালো নেই (15)
  • ক্যান্সার যুদ্ধ (3)
  • ক্যামেলিয়া (36)
  • খুন (5)
  • ঘেউলের সংসার (4)
  • চার আনার জীবন (4)
  • চিঠি (1)
  • চিত্ত চিরে চৈত্রমাস (30)
  • চেম্বার কথন (45)
  • জলনূপুর (6)
  • জানা অজানা (2)
  • জীবন যখন যেমন (20)
  • জীবনি (8)
  • জ্বিন রহস্য (6)
  • টু ফাইভ এইট জিরো (4)
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি (8)
  • ডিভোর্স (4)
  • ডিভোর্স পেপার (3)
  • তিনি আমার সৎ মা (8)
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর (42)
  • থ্রিলার নভেম্বর রেইন (4)
  • দাম্পত্য সুখ (14)
  • দেহ (8)
  • দ্বিতীয় পুরুষ (36)
  • দ্যা ব্লাক বুক (6)
  • ধারাবাহিক গল্প লিংক (32)
  • নবনী (9)
  • নীল ক্যাফের গল্প গ্রুপ (337)
  • নীল চিরকুট (71)
  • নীলার শাশুড়ী (6)
  • নয়নে লাগিল নেশা (4)
  • পরগাছা (6)
  • পরবাসী মেঘ (4)
  • পাপ (3)
  • পিশাচ দেবী (5)
  • পিশাচ পুরুষ (11)
  • পুকুর রহস্য (4)
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা (5)
  • প্রণয়ের আসক্তি (41)
  • প্রতিশোধ (3)
  • প্রাণি জগত (1)
  • প্রিয়োসিনী (29)
  • প্রেমাতাল (57)
  • প্রেমিক অপ্রেমিকের গল্প (32)
  • ফিরতি উপহার (2)
  • ফুলসজ্জা (20)
  • ফ্রিজ (15)
  • বজ্জাত বউ (45)
  • বন্ধু (5)
  • বিচ্ছেদ (20)
  • বিমূর্ত প্রতিশোধ (10)
  • বিশ্বাস অবিশ্বাস (7)
  • বিয়ের চাপ (10)
  • বৃষ্টিময় প্রেম গল্প (76)
  • বৃহন্নলার ডিভোর্স (12)
  • বেপরোয়া ভালোবাসা (50)
  • ভাড়াটিয়া (20)
  • ভাবির সংসার (59)
  • ভালোবাসা রং বদলায় (4)
  • ভুতের গল্প (17)
  • ভ্যাম্পায়ার বর (26)
  • ভয়ংকর নির্জন (5)
  • ভয়ঙ্কর সেই মেয়েটি (5)
  • মায়াবতী (36)
  • মুভি (11)
  • মেঘে ঢাকা আকাশ (16)
  • মেঘের দেশে প্রেমের বাড়ি (10)
  • যেদিন তুমি এসেছিলে (51)
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২ (46)
  • রানিং গল্প (442)
  • রুম নম্বর ৯০৯ (4)
  • রূপকথা (17)
  • রোদ শুভ্রর প্রেমকথন (63)
  • রোমান্টিক অত্যাচার (17)
  • লিংক+রিভিউ (96)
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ (4)
  • লেখক (5)
  • শিমুল ফুল (52)
  • শিশির বিন্দু (7)
  • শিশিরের আদ্র (23)
  • শেষ (3)
  • শেষ পেইজ (9)
  • শ্রাবন আধারে তুমি (22)
  • সঙ্কোচ (7)
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে (8)
  • স্যার i love you (23)
  • হাসির গল্প (86)
  • হীরের নাকফুল ও লাল বেনারসি (5)
  • ১৬ বছর বয়স (44)
  • ১৮ বছর বয়স (32)

তালিকা

  • Home
  • Picture Status
  • Blog
  • Kobita
    • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • লেখক
  • লিংক+রিভিউ
    • love story link
    • sad golper link
  • রানিং গল্প 2
    • জলনূপুর
    • অন্তর্হিত কালকূট
    • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
    • ধারাবাহিক গল্প লিংক
    • মেঘের দেশে প্রেমের বাড়ি
    • এক মুঠো কাঁচের চুরি
    • নবনী
    • শেষ
    • শেষ পেইজ
    • বিমূর্ত প্রতিশোধ
    • শ্রাবন আধারে তুমি
    • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
    • কোথাও কেউ ভালো নেই
    • চিত্ত চিরে চৈত্রমাস
    • পরবাসী মেঘ
    • খুন
    • ভালোবাসা রং বদলায়
    • আত্মা
  • ভুতের গল্প
  • Golpo
    • জীবনি
    • ইসলামিক গল্প
    • প্রাণি জগত
    • জানা অজানা
    • হাসির গল্প
  • উপন্যাস
    • ওহে প্রিয়
    • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
    • স্যার i love you
    • বজ্জাত বউ
    • কিছু জোড়া শালিকের গল্প
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
    • নয়নে লাগিল নেশা
    • প্রিয়োসিনী
    • চিঠি
    • বেপরোয়া ভালোবাসা
    • শিশিরের আদ্র
    • মায়াবতী

Recent Posts

  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০
  • অন্তর্হিত কালকূট পর্ব ২০
  • নয়নে লাগিল নেশা পর্ব ৪
  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯
  • ব্রেকাপ ভালোবাসার গল্প
  • Home
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • নীল ক্যাফের গল্প গ্রুপ

Copyright © All rights reserved by kobitor.com