#ফাবিয়াহ্_মমো .
অদ্ভুত দোলাচলে ফাঁসলো মেহনূর! সকাল থেকেই অশান্ত অনুভব হচ্ছে। কি নিয়ে অবচেতন মন হুঁশিয়ারি দিচ্ছে, টের পায়নি সে। ঘুম থেকেই উদভ্রান্তের মতো মায়ের রুমে চলে যায়। গিয়ে দেখে মা ঘুমাচ্ছে। গভীর ঘুমে তলিয়ে আছে। মেহনূর সেখানে দাঁড়িয়ে থাকে না, চুপচাপ চলে আসে। একটু পরেই অনুষ্ঠানের জন্য রেডি হতে হবে। সেটা নিয়েই সাবা ও সুরাইয়ার মধ্যে বিশেষ আলোচনা হচ্ছে। সাবা পায়েল পরবে, না নূপুর পরবে, সুরাইয়া চুড়ি পরবে, না ব্রেসলেট পরবে, এসব নিয়ে দফায়-দফায় মতামত রাখা হচ্ছে। মেহনূর একবার ওদের দিকে তাকালো, পরক্ষণে চোখ নামিয়ে রুমের দিকে চললো। সিঁড়ির ধাপে পা ফেলছে, আর এলোমেলো ভাবনাগুলো প্রশ্ন হয়ে ছুটছে। সকালের ঘুমটা বীভৎস স্বপ্ন দেখে ভেঙ্গেছে। স্বপ্নটার আগাগোড়া ধরতে পারেনি সে। রাত থেকে উদ্ভট-উদ্ভট খেয়াল ঘুরপাক খাচ্ছে। একটুও স্বস্তি পাচ্ছে না মেহনূর। রুমে ফিরতেই অগোছালো বিছানায় হাত দিলো। কাঁথাটা ভাঁজ করতে-করতেই ঘড়ির দিকে তাকালো। সকাল আটটা বেজে চল্লিশ মিনিট। অনুষ্ঠান শুরু হবে দশটার দিকে। রওনা দিতে হবে পৌণে দশটার দিকে। মেহনূর আজ অস্থিরচিত্তের জন্য স্বস্তিবোধ করছে না। সবকিছুতে অর্থবহ দিকটা যেনো ফুটে-ফুটে আছে। এই যেমন, সকালবেলাটা রোজকার মতো লাগছে না। মনেহচ্ছে সকালের জ্বালাময়ী রোদটা আজ একটু মিষ্টি। প্রকৃতির বাতাসটা পোষ মানা হরিণের মতো নরম। গাছের ডালপালা নড়ার শব্দটা শ্রুতিমধুর। রুমের ভেতর অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আলো ঢুকেছে, একটা মিঠে গন্ধ চর্তুদিকে মিলেমিশে আছে। আজকের মতো ব্যাপারটা কি প্রতিদিন ঘটে? প্রতিদিন একইরকম ছবি নিয়ে সবকিছু বহাল থাকে? নাকি শুধু আজকের বেশভূষা বদলে গেছে? সবকিছুতে মায়া লাগানো উচ্ছ্বাস অনুভূত হচ্ছে, নাকি সবই ভ্রম? নাকি সবই মস্তিষ্কের চাতুরতা?
.
উদ্বিগ্ন মুখে বসে আছেন সুজলা। রাত থেকে ঘুম নেই। নিরুপায় ভঙ্গিতে জিকির করছেন তিনি। প্রতিমূহুর্তে চিন্তায়-চিন্তায় আরো গুটিয়ে যাচ্ছেন। এবার সত্যিকার অর্থেই মাহমুদা নেতিয়ে পরেছে। মাহমুদার মুখে যেই কালো ছাপটা লেগেছে, সেটা ভয়ংকর। মুখে ব্যক্ত করা মুশকিল। সচরাচর কাদের মুখের ওরকম ছাপ পরে, এ নিয়ে ভালোভাবে জানেন তিনি। আগাম পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়ে জল্পনা করে শেষ। শুধু একাগ্রচিত্তে নিজেকে শান্ত রেখে চলেছেন। তিনি যদি ভেঙ্গে পরেন, পুরো খুঁটি উলটে সব নষ্ট! এখনো কাধে দায়িত্বভার আছে। সংসারের সবকিছু দেখার পাশাপাশি দুই বিবাহযোগ্যা মেয়ের চিন্তা আছে। মেহনূরকে আগলে রাখার জন্য শক্ত চেতনা থাকা লাগবে। শেফালির পাশে ঢাল হিসেবে থাকার জন্য বদ্ধপরিকর হতে হবে। সুজলা দুচোখ বন্ধ করে বুকভরা নিশ্বাস নিলেন। ডানহাতের তসবীটা ঠোঁটে ছুঁয়ে চুমু খেলেন। তিনি আজ বড়ো একা। উনার পাশে সাহস জোগানোর মানুষ নেই। তিনি সকলের কাছে শক্ত প্রতিমা সেজে থাকেন, কিন্তু নারীহৃদয়ের অবলুপ্ত চেহারা চার দেয়ালের ভেতর গুটানো। শ্বশুরের কলঙ্ক দিনের-পর-দিন মাথায় নিয়ে চলছেন, তবুও নির্বিকার চিত্তে দৃঢ়তার সাথে বসবাস করে যাচ্ছেন। আজ যেনো মুমূর্ষু ঘন্টার সংকেত না বাজুক। কারিস্মার মতো সব যেনো ঠিক হোক। মেহনূরকে নিজের পেটে ধরেননি ঠিকই, কিন্তু মাতৃস্নেহের আদরটা কোনোঅংশে কম রাখেননি। শানাজ ও সাবাকে যেই নজরে এতকাল বড় করলেন, তেমনি ছায়াতল দিয়ে প্রতিটাক্ষণ আগলে রেখেছেন। অপরদিকে তন্নতন্ন করে মাহতিমের দোষটা আজও খুঁজে পাননি। যদি স্ত্রীর প্রতি ক্ষোভ বা বিরক্তি থাকতো, তাহলে মাসে-মাসে বেহুদা কারণে টাকা পাঠাতো না। মেহনূর এখনো কিছু জানে না। তাকে জানানোর জন্য নিষেধ করা হয়েছে। ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে জিকির করছেন সুজলা, সেই ভঙ্গিতেই রুম ছেড়ে মাহমুদার রুমে গেলেন। দরজা ভেজিয়ে তার শিউরের কাছে বসলেন। বহু ধরনের আমল পড়ে মাহমুদার মুখে ফুঁ দিলেন। মুখের উপর ফুঁকার অবস্থা টের পেলো। ঘুমন্ত মাহমুদা চোখ খিঁচুনি দিয়ে আস্তে-আস্তে তাকালো। ঝাপসা জ্যোতিহীন দৃষ্টিতে সুজলার নতমুখ দেখে দূর্বল গলায় বললো,
– ভাবী..
সুজলা পরাজয়ের মতো চোখ বুজে ফেললেন। এই রুগ্ন চেহারা দেখে নিজেকেই গালাগাল করছেন। দুনিয়ার নিষ্ঠুর নিয়মটা বড়োই অসহ্য। তাকে কি বলে আশ্বস্ত করবেন? কিভাবে সুস্থতার খেতাব নিয়ে অটল থাকতে বলবেন? চোখ খুললেন সুজলা। সরাসরি মাহমুদার দিকে দৃষ্টি পরলো। মাহমুদা অভয় নয়নে শান্ত শিশুর মতো তাকিয়ে আছে। যেনো মায়ের কাছে অব্যক্ত প্রশ্নের উত্তর চাচ্ছে। তসবীটা নিজের কোলে রেখে জীর্ণ কপালে হাত ছুঁয়ে দিলেন। সবটুকু নিরাশা মাটি করে হাসি মুখে বললেন,
– ও শাড়ি পরছে ছোটবউ। আজ দেখিও কেমন করে সাজে। তোমার মেয়েটা এতোদিন যা অবস্থা করলো, ভুলবো না। এই সালোয়ার-কামিজের জন্য কম যন্ত্রণা পোহাইনি। মিয়া-বিবির টানাপোড়নে আমি একদম শেষ। এখন কি নিয়ে চিন্তা হচ্ছে জানো? মাহতিমকে নিয়ে। ছেলেটা খুব ভরসা করে শাড়িগুলো পাঠাতো। এতোদিনে শাড়িগুলো কি করেছি শুনলে, না-জানি কেমন অবস্থা করবে। যাইহোক, তুমি ঘুমাও। তোমাকে একঘন্টা পর ঔষুধ দেবো, ঠিকআছে?
.
ফর্সা দেহটা স্নানে সিক্ত। স্নান শেষে চামড়াটা সোনালি রোদ্দুরের মতো ঝিকমিক করছে। অদ্ভুত শোভায় লালিত্য হয়ে মনোহর লাগছে। গামছায় পেঁচানো চুলগুলো ছেড়ে দিলো মেহনূর। মেঝের উপর আকস্মিক বর্ষণের মতো টুপটাপ পানি ঝরলো। কিছু পানি চুয়ে-চুয়ে ঘাড় বেয়ে গায়ের বসন ভিজিয়ে দিচ্ছে। ব্লাউজটার পিঠ একটু-একটু করে পানি শোষণ করছে। সকালের একটু মিষ্টি, একটু ঝাঁজালো রোদটা মেহনূরকে ছুঁয়ে দিচ্ছে। বাতাসের কল্লোলটা ভেজা চুলগুলো নাড়াতে ব্যস্ত। লম্বা চুলগুলো আজ যত্ন করে ধুয়েছে। কেনো ধুয়েছে জানা নেই। চুলের মিষ্টি ঘ্রাণে পুরো রুমটা ছেয়ে গেছে। সেই সুঘ্রাণের সাথে তরতাজা ফুলের গন্ধ জুড়ে আছে। গাঢ় নীল পেডিকোটটা একদম ঠিকঠাক। আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে ফিতাদুটো বাঁধলো মেহনূর। টেনশন ছিলো মখমলের নীল ব্লাউজটা নিয়ে, সেটাও দেখি মাপমতো হলো। কি আশ্চর্য! বড়মা তো সবসময় মাপ নিয়ে ভুল করতো। ভুল না হলেও গড়পড়তা ঠিকই করতো। এবার ব্যতিক্রম হলো কি করে? না, এটাও স্বাভাবিক ঘটনার মধ্যে ফেলা যাচ্ছে না। কেনো এমন হচ্ছে? সবকিছুতে অন্যরকম ছোঁয়া লেগে আছে। শাড়ির ব্যাপার নিয়ে সবসময় দুটো মানুষ ঠিক থাকতো। প্রথমটা ছিলো আম্মা, দ্বিতীয়টা ছিলো মাহ —, আর চিন্তা করলো না সে। এমন আবোলতাবোল চিন্তার মানে আছে? হাতে বেশি সময় নেই। একটু দ্রুত রেডি হলে ওরই লাভ। শাড়িটা চটপট করে পেডিকোটের ভাঁজে-ভাঁজে গুঁজতে থাকলো। সেই পুরোনো দিনের মতো দক্ষ হাতে রপ্ত করে শাড়ি পরে ফেললো। আঁচলটা বাঁ-কাধের সাথে মজবুত করে আঁটকালো। আয়নায় দেখলো, ব্লাউজটার স্লিভ কনুই পযর্ন্ত থেমেছে। এটাও কি অস্বাভাবিক ব্যাপার না? বিয়ের পর সবসময় এ ধরনের ব্লাউজ পরতো। তাও একজনের ইচ্ছানুসারে পরতে হতো। তাহলে এটা —, আবার মাথা ঝাড়া দিলো সে। অদ্ভুত চিন্তা দূর করতে হবে। মাথার ডানদিকে তর্জনী আঙ্গুল দিয়ে সিঁথি কেটে নিলো। চিরুনি তুলে চুলগুলো আঁচড়ে ফেললো। মুখে লাগালো স্বাভাবিক মাত্রার প্রসাধনী। না কম, না বেশি। যতটুকু লাগালে একটা মানুষকে জাঁকজমক লাগবে না, মেহনূর নিজেকে সেই ধারায় রাখলো। বড় বড় আঁখিদুটোয় কাজল টেনে নিলো। সাবার দেওয়া ভ্রঁ পেন্সিলটা একটুখানি ছোঁয়ালো। নরম-কোমল-আরক্ত ঠোঁটদুটোতে লিপস্টিক ছুঁইয়ে নিলো। কর্ণলতির সুক্ষ্ম ছিদ্রে টপ ঢুকিয়ে ফেললো। দুহাত ভরে রিনঝিন শব্দে নীল চুড়ি পরলো। নিজেকে দেখার জন্য আয়না থেকে দু’কদম পিছিয়ে গেলো মেহনূর। পুরো প্রতিবিম্বটা আয়নায় ফুটলে দরজায় করাঘাত পরলো। চট করে ডানে তাকালো সে। দরজার হাসিমুখে সাবা দাঁড়িয়ে আছে। দুহাতের মুঠোয় সাদা-সাদা গোলাপ ফুল। ভেতরে ঢুকে কাছে আসতেই আমোদ গলায় বললো,
– আয়, নীল পরীকে সাদা ফুল লাগিয়ে দেই।
সাদা ফুলের দিকে একপলক তাকালো মেহনূর। লোভাতুর ফুলগুলো চুলে দেওয়ার জন্য ছটফট হচ্ছে। টাটকা ফুলের গন্ধে আরেকটু সিক্ত হওয়ার জন্য মনটা বড্ড চন্ঞ্চল। মেহনূর দুঠোঁট প্রসার করে হাসি দিয়ে বললো,
– তাহলে লাগিয়ে দাও। দেরি কিসের?
খুশিতে ফুল নিয়ে চলে এলো সাবা। মাথার পেছনে একটা-পর-একটা ফুল সারিবদ্ধ করে বেঁধে দিলো। মেহনূরকে নিজের দিকে ঘুরিয়ে আপাদমস্তক দেখলো সে। ডানহাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে এমন ইশারা করলো, যেটার অর্থ হচ্ছে, ‘ একদম ফাটাফাটি লাগছে। পার্ফেক্ট! ‘ বোনের কাছ থেকে প্রশংসা শুনে খিলখিল করে হাসলো মেহনূর। কাধে ব্যাগ তুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। দুবোন রুম থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটছিলো। সাবা মাথা চুলকানোর ভান ধরে ফিসফিস করে বললো,
– ইশশ, যদি নেভির মানুষজন দেখতো..
মেহনূরও ফিসফিস করে মলিন হাসিতে বললো,
– সেটা জীবনেও সম্ভব না। দিনেরবেলা কখনো চাঁদ উঠে না।
.
গ্রাম্য কলেজ হলেও আয়তন বিশাল। সেই বিশাল আয়তনের গোলাকার মাঠে প্যান্ডেল বসানো হয়েছে। বাঁশের খুঁটি গেড়ে-গেড়ে পুরো মাঠ সাজানো হয়েছে। মাথার উপর সাদা-নীল-গোলাপী রঙের তেরপাল টাঙানো। নীল রঙের চেয়ার বিছিয়ে বসার স্থান রেখেছে। গান বাজনার জন্য চারটা বড়-বড় সাউন্ড সিস্টেম। স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে ‘ হ্যালো মাইক টেস্টি, ওয়ান টু ‘ বলা হচ্ছে। কলেজের চর্তুদিকে শিক্ষার্থীদের ভীড়। অবস্থা এমন, যেনো বিরাট উৎসব লেগেছে। সেখানে সবাই জাঁকজমকের সাথে সেজেগুজে এসেছে। কলেজটা মেয়েদের হলেও আজকের জন্য সেটা উন্মুক্ত করা। ফলে, ঝালমুড়ি, ফুচকা, ভেলপুড়ি, আচার-সহ সব খোলা খাবারের পসরা বসেছে। মানুষের কিলবিল অবস্থা যেনো চোখ ধাঁধানোর মতো। সুরাইয়া এমন অনুষ্ঠানে আসতে পেরে খুশিতে আত্মহারা! একটু পরপর ফুচকার জন্য ছুটে যেতে চাইছে, কিন্তু সাবার চোখ রাঙানি দেখে সাহস পাচ্ছে না। আধঘন্টার ভেতরেই উপস্থাপনার জন্য ছুটে যাবে সুরাইয়া। উপস্থাপনার ব্যাপারটা সাবাও একটু আগে জেনেছে। সুরাইয়া ভেবেছিলো, সাবা ইচ্ছামতো বকবে। কিন্তু, না, বকেনি। শুধু চিন্তার সুরে বলেছে,
– আম্মা জানলে রক্ষে নেই। সেটা নিয়ে কিছু ভেবেছিস?
সুরাইয়া অপরাধীর মতো ‘ না ‘ সূচকে মাথা নাড়লো। দোষীদের মতো নিচু সুরে বললো,
– এজন্যই আগ বাড়িয়ে জানাইনি। আমার উপস্থাপনা করার খুব শখ। ফেরদৌসী ম্যাডাম আছে না? ওই ম্যাডাম আমার উপস্থাপনা দেখে অনেক প্রশংসা করেছে।
এরপর আর কথা হয়নি। সাবা শান্তভাবে বুঝিয়ে দিলো, বাড়ির ব্যাপারটা বাড়িতেই দেখা যাবে। আপাতত এই কাজে মনোযোগ দিতে। সাবার সায় ও সম্মতি পেয়ে সবটুকু সঙ্কোচ ঘুচে যায় ওর। আনন্দে-খুশিতে দুহাতে জাপটে ধরে সাবাকে। অনেকগুলো ধন্যবাদ জানিয়ে স্টেজের জন্য চলে যায়। সাবা আশেপাশে নিরীক্ষণ চালিয়ে যাচ্ছে। এখনো আসেনি কেন? আর কতক্ষণ ওয়েট করবে? বেশি ভীড় হলে কথা বলাটা মুশকিল হবে। সাবার বেচইন অবস্থাটা ধরতে পারলো না মেহনূর। সে কৃষ্ণচূড়া গাছের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিলো। ভীড় ছেড়ে সেখানে বসার জন্য সাবার উদ্দেশ্যে বলে উঠলো,
– ওই কৃষ্ণচুড়া গাছটার কাছে যাই। চলো, ওখানে গিয়ে বসি। সুন্দর ঘাস আছে। জায়গাটাও নিরিবিলি। এখানে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বুবু। চলো না, ওখানে যাই?
কথামতো দূরের গাছটার দিকে দৃষ্টি রাখলো সাবা। মনে-মনে বললো, এটাই মোক্ষম সুযোগ! যা করার তাড়াতাড়ি করতে হবে। মেহনূরকে ওখানে পাঠানোর জন্য ছোট্ট কৌশল খাটালো। মেহনূরের দিকে একটু উদ্বিগ্ন হয়ে তাকালো সাবা।কিছুটা চিন্তিত ভান ধরে বললো,
– ওখানে বসতে চাচ্ছিস? মানুষই তো নেই। বেশি নিরিবিলি জায়গা হলে সমস্যা। যদি সাপ থাকে?
মেহনূর আশ্বস্ত সুরে জানালো,
– কোনো সমস্যা নেই বুবু। আমি আগেও ওখানে গিয়েছি। জায়গাটা একদম পরিষ্কার। তুমি আমার সঙ্গে আসো।
প্রসঙ্গটা কাটাতে চাইছে সাবা। ওখানে যাওয়া যাবে না। যে করেই হোক, মেহনূরের কাছ থেকে দূরে সরতে হবে। মেহনূর যতক্ষণ সাথে থাকবে, ততক্ষণে পযর্ন্ত নিস্তার নেই। আরেকবার সবদিকে সতর্কতার সাথে দৃষ্টি বুলালো। হঠাৎ ফুচকাওয়ালার পাশে চোখ আঁটকে গেলো। এরপর দৃষ্টি ঘুরিয়ে সুরাইয়ার দিকে তাকালো সাবা। সুরাইয়া এখন স্টেজে ব্যস্ত। ঢোক গিললো সে। খুব ঠান্ডা মাথায় মিথ্যা বানাতে হবে। একটু ধাতস্থ হয়ে মেহনূরের দিকে তাকালো। ঠোঁটে মিথ্যা হাসি টেনে স্বচ্ছ গলায় বললো,
– আমার বান্ধুবী নুসরাতকে চিনিস? আমি ওর জন্য দাঁড়িয়ে আছি। ও আমাকে এখানেই দাঁড়াতে বলেছে। যদি এসে খুঁজে না পায়? তখন আবার বকাবকি করবে। তুই একটা কাজ কর্। তুই বরং ওদিকটায় বস। আমি এখুনি ফোন দিয়ে জিজ্ঞেস করি, দেখি কোথায় আছে।
চট করে ব্যাগে হাত ঢুকালো সাবা। চেইন খুলে মোবাইল বের করলো। মেহনূরকে আরেকটু ঘোলাটে করার জন্য কানে ফোন চাপলো। মেহনূর ‘ ঠিকআছে ‘ বলে চুপচাপ চলে গেলো। হেঁটে-হেঁটে গাছটার নিচে চলে আসলো সে। পাতার ফাঁকফোকর গলে সূর্যের আলো ঘাসের উপর পরছে। চর্তুদিকে রক্তিম ফুলগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। সবুজ ঘাসের উপর লালবর্ণটা চমৎকার!কাধের ব্যাগটা ঘাসের উপর রাখলো মেহনূর। হাত বাড়িয়ে বড় একটা ফুল তুলে নিলো। ঘ্রাণ শুঁকার জন্য চোখ বন্ধ করে নিশ্বাস নিলো। বেলীফুল বা গোলাপের মতো সুঘ্রাণ নেই। তবে রঙটা এতো রাজকীয় যে, চোখের কাছে মারাত্মক লাগে। ফুল নিয়ে ব্যস্ত হতেই হঠাৎ ভ্রুঁ কুঁচকে গেলো। যেদিকটায় সাবা দাঁড়িয়েছিলো, সেখানে সে নেই। পুরোপুরি খালি। সাবা সেকেন্ডের ভেতর কোথায় গেলো?
.
মাঠ পেরিয়ে কলেজে বাইরে গেলো সাবা। সামনে আগাচ্ছে, আর বারবার ডানকাধের কাছে মুখ এনে আড়চোখে তাকাচ্ছে। পিছু-পিছু সে আসছে কিনা, এটাই দেখছে সে। শাড়ি ধরে দ্রুতপায়ে পাশের পরিত্যক্ত জায়গায় ঢুকলো। সেখানে এসময় কখনো মানুষ থাকে না। মেহগনি গাছের নিচে ছায়া দেখে সেখানে যাচ্ছিলো সাবা। পিছু-পিছু উক্ত ব্যক্তিও হাজির। সবটুকু নিরবতা চুরমার চেঁচিয়ে ডাকলো সে,
– সাবা!
খট করে দাঁড়িয়ে পরলো সাবা। তবে মাথা পিছু ঘুরালো না। পেছনের উক্ত ব্যক্তি সাবাকে থামতে দেখে একদৌঁড় দিয়ে সামনে আসলো। সাবার মুখোমুখি হতেই ভ্রুঁদুটো কুঁচকে বললো,
– তুমি আমাকে কোন্ সাহসে ইগনোর করছো?
সাবার চাহনি কঠোর। দাঁত যে রাগে কটমট করে সেটা স্পষ্ট! নাক ফুলিয়ে দম ছাড়লো সে, রাগী সুরে ধীরে-ধীরে কথা টানলো,
– আপনার মামার ঘটনা ভুলিনি তানভীর। নিশ্চয়ই সেটা আঙ্গুল দিয়ে বোঝাতে হবে না। ওইদিন আমার বোনদুটোকে শয়তানের মুখে ফেলে দিয়েছো। আমার আম্মাকে কি পরিমাণ অপমান করেছো, আমি ভুলিনি।
প্রতিটি বাক্যের মধ্যে রাগ মেশানো। জ্বলন্ত শিখার মতো সেটা জ্বলছে। রোষের আগুনটা চেহারার উপর আশ্চর্যভাবে প্রভাব ফেলেছে। তানভীর নিরুত্তেজ চোখে তাকালো, নিজেকে দোষী সাবাস্ত করে বললো,
– আমিতো ভুল স্বীকার করছি। কেনো আমাকে সুযোগ দিচ্ছো না? আমাকে কেনো ফিরিয়ে দিচ্ছো? আমার মধ্যে কি নেই সাবা? তোমাকে বিয়ে করতে চাইলাম, সেটাও ফিরিয়ে দিলে।
তৎক্ষণাৎ চিৎকার করলো সাবা। তর্জনী উঁচিয়ে রুষ্ট গলায় বললো,
– চুপ! আমি সাফাই শুনতে আসিনি। শুধু এটাই বলতে এসেছি, আমার পিছুটা ভদ্র মানুষের মতো ছেড়ে দিন। আমাকে সহজভাবে নিয়েছেন, সেটার জন্য এখনো চুপ করে আছি। আমার আম্মার কানে যদি কথা লাগাই, এখনই আপনার চামড়া ছিঁড়ে লবণ লাগাবে।
ক্ষুদ্ধ চাহনিতে এক-পা এগুলো তানভীর। আকস্মিকভাবে আগানো দেখে পিছিয়ে গেলো সাবা। ক্রুদ্ধভাবে গলা উঁচালো তানভীর, রাগের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভুল কথাটা বলে ফেললো,
– তোমার মেইন সমস্যাটা আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে। যেদিন থেকে শুনেছো শহরে থাকি, এখানে কাজের জন্য এসেছি, সেদিন থেকেই আমাকে ইগনোর করে যাচ্ছো। ব্যাপারটা বুঝিনি মনে করছো? আরে, হান্নান মোল্লার কাহিনি শুনেনি? তোমার আনসারী ভাইয়ের ঘটনা শুনিনি? সবই শুনেছি। তোমার ছোটবোনের জন্য আমাকে ফিরিয়ে দিয়েছো সাবা। ওই মেয়ে স্বামীর কাছে লাত্থি খেয়ে ফিরেছে, সেটার জন্য তুমি আমার সাথে —
প্রচণ্ড ক্ষোভে বাতাসের তাল কেটে চড় মারলো! ঠাস জাতীয় আওয়াজটা চর্তুদিকে ছড়িয়ে পরলো! তানভীর মূর্তির মতো ডানগাল ধরে থমকে গেছে। কিংকর্তব্যবিমূঢ় দৃষ্টিতে সাবার পানে তাকিয়ে আছে। সাবা ফুসতে থাকা রাগের চোটে আবার তর্জনী তুললো, পূর্বের চেয়ে দ্বিগুন ক্ষোভ দেখিয়ে ‘ না ‘ সূচকে মাথা নাড়ালো,
– আমার পরিবার নিয়ে একটাও কথা না! যেখানে আমার বিশ্বাস নিয়ে খেলা করা হয়েছে, সেখানে আমি চুপ থাকবো না। আমাকে অতো স্বস্তা ভেবে ভালোই ভুল করেছেন। ভেবেছিলেন, গ্রামের মেয়েকে যা বুঝাবো, তাই বুঝে যাবে। আহ্, এতোই সহজ? আমাদের গ্রামে আসিয়েন, আমাদের তল্লাটে ঢুকলে আসল চেহারা চিনিয়ে দেবো। হান্নান মোল্লা সবার সাথে খারাপ করেছে। কিন্তু আমাদের সাথে গলা উঁচিয়ে কথা বলেনি। অন্তত আমার দুলাভাই নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতা দেখিয়েন। আমি আমার বাকি বোনদের মতো শান্ত মেয়ে না। যদি আমার আশেপাশে দ্বিতীয়বার দেখি, খবর আছে। ভুলেও আমার বোনদের পিছু ঘাঁটাতে যাবেন না। কপালে কোন্ শনির আঁচড় বসাবো, সেটা সময় মতো দেখতে পাবেন।
দম্ভভরে তর্জনী নামালো সাবা। দুহাতে এক ধাক্কা মেরে তানভীরকে সরিয়ে দিলো। কোনো মেয়ের কাছে এই প্রথম অপদস্থ হলো তানভীর। বুকের চিতা পযর্ন্ত থরথর করে কাঁপছে। রাগ সংবরণ করতে দুহাত মুষ্টিবদ্ধ করেছে। মাটি থেকে দৃষ্টি তুললো তানভীর, সাবার শেষ যাওয়াটার দিকে বিক্ষুদ্ধ চাহনিতে ঢোক গিললো।
.
– মেহনূর?
নিজের নাম শুনে চোখ তুললো মেহনূর। সামনে বাংলা বিভাগের লাকী মজুমদার ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামকে দেখে ত্রস্তভঙ্গিতে দাঁড়াতেই মেহনূর সম্মানসূচকে বললো,
– আদাব ম্যাডাম, কিছু বলবেন?
ম্যাডাম একটু ক্লান্ত গলায় অনুরোধ করে বললো,
– আদাব, একটু হেল্প করবে? কাল কলেজ বন্ধ দেখে পাঠাগার থেকে বই আনতে গেছিলাম। ভুলে পাওয়ার চশমাটা ফেলে এসেছি। একটু এনে দেবে?
কলেজের ছাত্রীরা যখন মেহনূরের সংসার নিয়ে হাসাহাসি করতো, তখন এই ম্যাডামই সবাইকে তিরষ্কার করেছে। মানবিক অবক্ষয় নিয়ে এমন লেকচার ছুঁড়েছে, আজ অবধি নির্বিঘ্নে কলেজ করলো মেহনূর। তাই শ্রদ্ধাভরে আদেশটা মেনে নিলো সে,
– আপনি ওদিকটায় বসুন ম্যাডাম। আমি এক্ষুনি আপনার চশমা এনে দিচ্ছি।
ঘাসের উপর ব্যাগ ফেলে পাঠাগারের রাস্তা ধরলো। পাঠাগারটা একটু দূর। একদম কোলাহলমুক্ত শান্ত জায়গা। দোতলা বিল্ডিংয়ের পুরোটাই পাঠাগার করা হয়েছে। আজ সেটা খোলা থাকলেও লাইব্রেরিয়ান কাকা ছুটিতে। মেহনূর পায়ে-পায়ে হাঁটে পাঠাগারে পৌঁছলো। চারটা সিঁড়ি পেরিয়ে কাঠের খোলা দরজা দিয়ে ঢুকলো। ভেতরে একদম ঘুটঘুটে অন্ধকার। মেহনূর সুইচবোর্ডে আঙ্গুল চেপে দুটো বাতি ধরিয়ে নিলো। ভেতরে ঢুকে এদিক-ওদিক তাকাতেই কাঠের টেবিলে চশমা দেখতে পেলো। সেখানে যেতেই একপ্রস্থ হাসি দিয়ে চশমাটা হাতে তুললো মেহনূর। যাক, বেশি খোঁজাখুঁজি করতে হলো না। চশমার ডাঁটদুটো বন্ধ করতে নিলে অদ্ভুত একটা আওয়াজ হলো। ধপ্ ধপ্ শব্দটা কিসের? পায়ের আওয়াজ না? শব্দটা তীব্র থেকে তীব্রতর হতেই চট করে পিছু তাকালো মেহনূর, ওমনেই এক চিৎকার দিয়ে পিছিয়ে গেলো সে! বুকটা ধক্ ধক্ করে লাফাচ্ছে! হৃৎপিন্ডটা বুঝি খাঁচা চিঁড়ে বেরিয়ে আসবে! মাথার ভেতর রি-রি জাতীয় বারি খাচ্ছে। ভয়ে একদম বিবর্ণ অবস্থা, মেহনূর কথাই বলতে পারছেনা। এই ছেলে এখানে কি করছে? মেহনূর অনেক কষ্টে ঢোক গিললো, সমস্ত ভয় চেপে প্রশ্ন করে বসলো,
– এখানে কি? কিসের জন্য এসেছেন?
তানভীর একটু চুপ থেকে অদ্ভুত গলায় বললো,
– আপনার জন্য। প্রচুর হিসাব-নিকাশ বাকি তো। বলুন, কোথা থেকে শুরু করবো? কিভাবে করলে আপনি খুশি হবেন?
নিশ্বাসটা যেনো আঁটকে এলো। এই ছেলের মতলব কি? কথার ভাবগতিক স্বাভাবিক না, একদম স্বাভাবিক না। এখান থেকে চিৎকার দিলেও বাইরে পৌঁছবে না। গরমের জন্য মাথা ঝিমঝিম করছে। শান্ত থাকতে হবে, খুব শান্ত হবে। ভয়ের চেহারা দেখলেই আশকারা পেয়ে যাবে। আঁচলটা শক্ত করে খামচাতেই তানভীর নড়ে উঠলো। পায়ের দিকে তাকাতেই শরীর কাঁটা দিলো মেহনূরের। তানভীর একপা করে এগুচ্ছে। হাঁটার গতি আরো বাড়িয়ে দিলে তৎক্ষণাৎ শিষ বেজে উঠলো। চমকে উঠলো তানভীর। শিষ বাজালো কে? তানভীর সামনে তাকিয়ে দেখলো, মেহনূর বিস্ফোরণ চোখে তাকিয়ে আছে। থপ্ করে হাতের চশমাটা পরে গেলো ওর। তানভীর কৌতুহল গলায় শুধালো,
– পেছনে ভূত নাকি? শা:লার ভূতেরাও বুঝি শিষ মা:রে!
গা:লিটা ছুঁড়েই পিছু তাকালো তানভীর। বিষ্ময়ে-অবাকে চূর্ণ হয়ে তাজ্জব বনে গেলো। এই লোক শিষ বাজালো কেন?
চলমান .
#FABIYAH_MOMO .
মন বাড়িয়ে ছুঁই গল্পের লিংক kobitor (all part)
#নোটবার্তা : প্রচুর ভুল-ত্রুটি ছিলো। দ্বিতীয় দফা চেক দিতে পারিনি। তাই যতটুকু সম্ভব, ঠিক করে দিয়েছি। ভালোবাসা, ভালোবাসা।