- না পাওয়ার কষ্টের কবিতা
- বুক ফাটা কষ্টের কবিতা
- পাওয়া না পাওয়ার কবিতা
ভচাইলেই তো সব পাওয়া হয় না,
চাইলেই তো আর তোমায় ছোঁয়া হয় না—
পাশাপাশি যেনো পুরোটা আঁধার
অশ্রুরা যেনো থামবে না আর।
অনেক কথাদের বলা হয় না
আবেগ জুড়ে চাপা দেয়ার বায়না,
অনেক লেখারা মুছে যায় ব্যাকস্পেসে —
চুপিসারে আড়াল হয় চোখজোড়া
পাঁজরের নিচে জমা হয় ভাবনারা কষ্টের ক্লেশে।
বহু ভাবনাদের জলাঞ্জলি দিয়ে
“ঠিক আছে” তে কথা থামে,
কথাগুলো জমা হয় একদম ঠিক
বুকের বামে।
চাইলেই সত্যি সব পাওয়া যায় না
চাইলেই তোমাকে চাওয়া ও যায় না,
চাওয়ার আকুলতা জুড়ে সময়টাই
কেবল আমাদের হয় না।
অপেক্ষার অন্তরজ্বালা সবার জন্য এক হয় না
চাইলেই সব তুমিটা আপন রয় না।
কবিতাঃ চাইলে সব হয় না
কলমে ঃ খায়রুন নেসা
২. বুক ফাটা কষ্টের কবিতা
“ভুলে যাওয়ার” একটা ব্যধিতে আমাকে পেয়ে বসুক
কেউ আমাকে এমন একটা অভিশাপ দিক-
যেনো আর কিছুই মনে করতে না পারি।
আমি কে ছিলাম?
কাকে ভালোবাসতাম?
কাকে ঘৃণা করতাম?
এসব ভুলে যেতে চাই…
সব ভুলকে “ভুলে যাওয়ার” একটা ব্যধি
আমাকে জাপটে ধরুক।
__সীমা রহমান মেঘো
৩.পাওয়া না পাওয়ার কবিতা
আর কেউ আমার প্রেমে না পড়ুক
কেউ না বলুক আমাকে ভালোবাসে,
আর কেউ আপনি থেকে তুমি না হোক।
একটা জনম কেটে যাক মায়া হীন
এইবার মৃত্যু হোক অনুভূতির,
মৃত্যু হোক অনুভবের।
আর কেউ না আসুক বসন্ত হ’য়ে
কেউ না আসুক আপন মানুষ হয়ে।
এইবার জয় হোক একাকীত্বের,
জয় হোক বিরহের।
হেরে যাক ক্ষনস্থায়ী প্রেম,
হেরে যাক মিথ্যে প্রতিশ্রুতি।
প্রাক্তন নামটা হারিয়ে যাক পৃথিবী থেকে,
হারিয়ে যাক অসমাপ্ত গল্প।
কেউ না চিনুক অবহেলা,
আর অবজ্ঞাকে।
কোনো মন খারাপের দিন না আসুক,
নির্ঘুম রজনীগুলো দীর্ঘ না হোক।
হৃদপিণ্ডের ছাপা কষ্টগুলো উড়ে যাক মেঘ হয়ে
অভিযোগের বাক্সটা বিস্ফোরিত হোক।
আর কোনো স্বপ্ন মায়াজালে আটকে না যাক,
মানুষ ভুলে গিয়ে ভুলে যাক –
প্রেম আর ভালোবাসার সংজ্ঞা…
__সীমা রহমান মেঘো
4.ভালোবাসা না পাওয়ার কবিতা
প্রিয় প্রাক্তন,,
আবেগের তেল পুড়িয়ে এখনো আমি
তোমার কথাই ভাবছি।
কিছুটা ভালবাসার ইচ্ছে আছে বলেই
গোপনে কাছে ডাকছি।
মাহাদী_হাসান_নাঈম
5.কষ্ট পাওয়ার কবিতা
চলে যদি যেতেই হতো
কবেই চলে যেতাম…
জোর করে থেকে গিয়ে
কষ্ট কি আর পেতাম?
আছি বলেই কষ্ট দেওয়ার
সুযোগ এত পাচ্ছো…
না থাকলে দেখবো কারে
কষ্ট এত দিচ্ছো…
আবার হয়তো ডাকবা আমায়
খুজঁবা হয়ে হন্য,
চাইবা আমায় ফিরে পেতে
কষ্ট দেওয়ার-ই জন্য….
সেদিন যদি ফের না আসি
পথ খুজেঁ পাই অন্য…
জেনে রেখো এই “কষ্ট” গুলোই
করবে আমাদের বিচ্ছিন্ন….
তাই তো বলি, কষ্ট দেওয়ার
আগে একবার ভাইবো,
মানুষ আমি, রোবট তো নই
যে কষ্ট শুধুই সইবো…
একদিন যদি কষ্ট গুলো
যায় সীমা ছাড়িয়ে,
আমাকেও সেদিন তুমি
ফেলবা যে হারিয়ে।
নিজের কষ্টে নিজেরই সেদিন
কাদতেঁ তোমার হবে…
“মুল্য” আমার বুঝবে তুমি,
হারাবা আমায় যবে….
কষ্ট
তানিয়া হাসান।