এক মহিলা কেনাকাটা করে cash counter র সামনে bag খুলতেই cashier এর নজরে এলো tv remote.
কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, bag এ remote কি সব সময় থাকে ?
মহিলাঃ না, মাঝেমাঝে । আজ আমার কত্তাটি Cricket final দেখবে বলে shopping-এ এলোনা, তাই জব্দ করতে remote bag-এ।
শিক্ষাঃ ১) বৌ তুচ্ছ হলেও তাচ্ছিল্যে বিপদ !
Cashier এরপর হাসতে হাসতে card টি মহিলাকে ফেরৎ দিতেই –
মহিলাঃ এটা কি হলো ?
Cashier: আপনার স্বামি card block করে দিয়েছেন।
শিক্ষাঃ ২) স্বামীর শখও সম্মানযোগ্য।
মহিলা bag থেকে স্বামীর card বার করে সোয়াইপ করলেন।
শিক্ষাঃ ৩) বৌ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার।
সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE
শিক্ষাঃ ৪) বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে।
মহিলা মুচকি হেসে bag থেকে স্বামীর phone টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে।
অবশেষে সব কেনাকাটা করে তৃপ্ত মহিলা ঘরে ফিরলো…
শিক্ষাঃ ৫) smart মহিলাদের সাথে টক্কর দিয়োনা।
এবার গল্পের শেষ…
মহিলা দেখলো গ্যারেজে গাড়ি নেই, দরজায় sticker-এ লেখা –
“বন্ধুর বাড়ি খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে call করো।
এবার শেষে…
মহিলা duplicate key দিয়ে দরজা খুলে ঢুকে, dinner সেরে শুয়ে পড়লো।
মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো sticker-এ লেখা আছে –
“গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া…”
শেষ শিক্ষাঃ
নারীশক্তি হইতে সাবধান…!!