ঢাকা বিশ্ববিদ্যালয়
।। ক – ইউনিট।।
০১. প্রখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁ কোন দেশে জন্মগ্রহণ করেন? [ক ইউনিট ২০১৭-১৮; ইবি ইউনিট ২০১৭-১৮।
ক. ফ্রান্স
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. রাশিয়া
উত্তর: ক
।। খ–ইউনিট।।
০২. ‘নেকলেস’ গল্পে শিশু নিয়ে চামপস্- এলিসিসি-এ ঘুরে বেড়াচ্ছিল- [খ ইউনিট ২০১৯-২০]
ক. মাদাম লোইসেল
খ. জনশিক্ষা মন্ত্রী
গ. মাদাম ফোরস্টিয়ার
ঘ. মাদাম জর্জ
উত্তর: গ
।। গ–ইউনিট।।
০৩. ‘নেকলেস’ গল্পে বন্দুক কিনতে মসিঁয়ে কত ফ্রাঁ সঞ্চয় করেছিল? [ঘ ইউনিট ২০১৮-১৯]
ক. এক হাজার ফাঁ
খ. তিনশ ফ্রাঁ
গ. চারশ ফ্রাঁ
ঘ. নয়শ ফ্রাঁ
উত্তর: গ
।। ঘ–ইউনিট।।
০৪. মোপাসাঁ নামের কোন ইংরেজি বানানটি শুদ্ধ? [ঢাবি ঘ ইউনিট- ২০২১-২২]
ক. Mopassa
খ. Maupassant
গ. Mapassant
ঘ. Mapassan
উত্তর: খ
GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়
০৫. মূল ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কী? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় A ইউনিট – ২০২১-২২]
ক. Collier
খ. La Parure
গ. La fiesta
ঘ. Le Parure
উত্তর: খ
০৬. “তার দাম পাঁচশত ফ্রাঁর বেশি হবে না।” এখানে ফ্রাঁ বলতে কি বোঝানো হয়েছে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় C ইউনিট – ২০২১-২২]
ক. তুর্কির মুদ্রা
খ. জার্মানির মুদ্রা
গ. সুইডেনের মুদ্রা
ঘ. ফরাসি মুদ্রা
উত্তর: ঘ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
০৭. ফরাসি লেখক মোপাসাঁর সাহিত্যগুরু কে ছিলেন? [ঙ ইউনিট ২০১৭-১৮]
ক. গুস্তাব ফ্লবেয়ার
খ. ইভান তুর্গেনিভ
গ. এমিল জোলা
ঘ. লিও তলস্তয়
উত্তর: ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
।। গ–ইউনিট।।
০৮. মোপাসাঁ কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? [জাবি C ইউনিট ২০২২-২৩]
ক. ইতালির নেপোলি
খ. ফ্রান্সের নর্মান্ডি
গ. স্পেনের বার্সেলোনা
ঘ. জার্মানির নর্থ রাইন
উত্তর: খ
০৯. ‘সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।’- এরকম উপলব্ধি কার? [জাবি C ইউনিট – ২০২১-২২]
ক. মাদাম ফোরসটিয়ারের
খ. মাদাম জর্জ রেমপন্ন এর
গ. মাদাম লোইসেলের
ঘ. মঁসিয়ের
উত্তর: গ
১০. পূর্ণেন্দু দস্তিদার মৃত্যুবরণ করেন- [জাবি C ইউনিট – ২০২১-২২]
ক. ভাষা আন্দোলনে অংশগ্রহন করতে গিয়ে রাজপথে
খ. স্বদেশি আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে
গ. মুক্তিযুদ্ধে অংশ গ্রহণে ভারত যাত্রার পথে
ঘ. স্বৈরাচার-বিরোধী আন্দোলন করতে গিয়ে
উত্তর: গ
১১. গুস্তাভ ফ্লবেয়ার হলেন গী দ্য মোপাসাঁর? [গ ইউনিট ২০১৯-২০]
ক. ছাত্র
খ. শিক্ষক
গ. পারিবারিক বন্ধু
ঘ. প্রকাশক
উত্তর: গ
১২. পূর্ণেন্দু দস্তিদার পেশা জীবনে ছিলেন- [F ইউনিট ২০১৯-২০]
ক. আইনজীবী
খ. সাহিত্যিক
গ. অনুবাদক
ঘ. সমাজকর্মী
উত্তর: ক
১৩. ‘নেকলেস’ গল্পে মাদাম লোইসেলের শারীরিক পতনের মূল কারণ কী [F
ইউনিট ২০১৯-২০]
ক. শারীরিক পরিশ্রম
খ. ঈর্ষা
গ. উচ্চাভিলাষ
ঘ. প্রতিহিংসা
উত্তর: ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৪. ‘বীরকন্যা প্রীতিলতা’ গ্রন্থটির রচয়িতা কে? [খ ইউনিট ২০১৮-১৯]
ক. পূর্ণেন্দু দস্তিদার
খ. আনিসুজ্জামান
গ. আবদুল হক
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক
১৫. ‘নেকলেস’ গল্পটি কোন ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়? [রাবি A ইউনিট- ২০২১-২২]
ক. Le Gaulois
খ. La Gaulois
গ. La Parure
ঘ. Le Parure
ব্যাখ্যা: নেকলেস এর ফরাসি নাম La Parure
উত্তর: খ
১৬. ‘নেকলেস’ গল্পের অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার মৃত্যুবরণ করেন- [রাবি A ইউনিট ২০২১-২২]
ক. ৮ মে ১৯৭১
গ. ১৯ এপ্রিল ১৯৭১
খ. ৯ মে ১৯৭২
ঘ. ৯ মে ১৯৭১
উত্তর: ঘ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
।। খ–ইউনিট।।
১৭. মাদাম লোইসেলের স্বামী কী হাতে নিয়ে ঘরে ফিরলেন? [চবি B ইউনিট -২০২১-২২]
ক. দামী অলংকার
খ. একটি বড় খাম
গ. উজ্জ্বল রৌপ্যপাত্র
ঘ. কারুকার্যময় আসবাব
উত্তর: খ
১৮. গী দ্য মোপাসাঁ কোন দেশের লেখক? [চবি B ইউনিট- ২০২১-২২/
ক. ইংল্যান্ড
খ. স্কটল্যান্ড
গ. আয়ারল্যান্ড
ঘ. ফ্রান্স
উত্তর: ঘ
১৯. ফরাসি লেখক মোপাসাঁর সাহিত্যগুরু কে ছিলেন? [চবি B – ইউনিট, কলা ওমানববিদ্যা অনুষদ (১ম শিফট) ২০২০-২১]
ক. গুস্তাব ফ্লবেয়ার
খ. এমিল জোলা
গ. লিও তলস্তয়
ঘ. ইভান তুর্গেনিভ
উত্তর: ক
২০. ‘নেকলেস’ গল্পে মাদাম লোইসেলের ধার-দেনা পরিশোধ করতে কত বছর লেগেছিল? [চবি B – ইউনিট, কলা ও মানববিদ্যা অনুষদ (১ম শিফট) ২০২০-২১]
ক. বারো বছর
খ. এগারো বছর
গ. দশ বছর
ঘ. তেরো বছর
উত্তর: গ
২১. ‘নেকলেস’ গল্পে কোন নদীর নাম পাওয়া যায়? [চবি B ইউনিট, কলা ও মানববিদ্যা অনুষদ (১ম শিফট) ২০২০-২১]
ক. সিন
খ. টেমস
গ. পদ্মা
ঘ. রাইন
উত্তর: ক
২২. গী দ্যা মোপাসাঁ কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
ক. সপ্তদশ
খ. অষ্টদশ
গ. ঊনবিংশ
ঘ.বিংশ
উত্তর: খ
২৩. ‘নেকলেশ’গল্পে নকল হারটির দাম কত ছিল?
ক.১০০ ফ্রাঁ
খ. ২০০ ফ্রাঁ
গ. ৩০০ ফ্রাঁ
ঘ. ৪০০ ফ্রাঁ
উত্তর: ঘ
২৪. ‘নেকলেস’ গল্পটির ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি? [খ১ ইউনিট ২০১৬-১৭]
ক. অহংকারের প্রাবল্য
খ. বিলাসিতার পরিণাম
গ. দাম্ভিকতার পরিণাম
ঘ. জীবনের রূঢ় বাস্তবতা
উত্তর: খ
।।গ – ইউনিট।।
২৫. গী দ্য মোপাসাঁর কোন ভাষায় সাহিত্য রচনা করেন- [গ১ ইউনিট ২০১৬-১৭)
ক. ইতালীয়
খ. ফরাসি
গ. ফারসি
ঘ. স্পেনীয়
উত্তর: খ
।। ঘ–ইউনিট।।
২৬. মোপাসাঁ কোন ভাষায় লিখতেন? [চবি D ইউনিট – ২০২১-২২]
ক. ইংরেজি
খ. ইতালীয়
গ. ফরাসি
ঘ. জার্মান
উত্তর: গ
২৭. নেকলেস গল্পে মাদাম লোইসেল হীরার নেকলেসটি কত টাকায় কিনেছিলেন? [চবি D – ইউনিট, (২য় দিন সকাল) ২০২০-২১]
ক. চৌত্রিশ হাজার ফ্রাঁ
খ. ছত্রিশ হাজার ফ্রাঁ
গ. চল্লিশ হাজার ফ্রাঁ
ঘ. আঠারো হাজার ফ্রাঁ
উত্তর: খ
২৮. ‘বল’ নাচের অনুষ্ঠানে মাদাম লোইসেলের জয়জয়কার’- এ বাক্যে কিসের
ইঙ্গিত করা হয়েছে? [ঘ৩ ইউনিট ২০১৬-১৭]
ক. মাদামের জড়োয়া গহনা
খ. মাদামের পারিবারিক আভিজাত্য
গ. মাদামের চমৎকার নাচ
ঘ. মাদামের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্ব
উত্তর: ঘ
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নোত্তর
২৯. মাতিলদার স্বপ্নে দেখা পার্শ্বকক্ষ কেমন ধরনের চিত্রে শোভিত? [সাত কলেজ বাণিজ্য ইউনিট – ২০২১-২২]
ক. প্রতীচ্য
খ. ক্লাসিক
গ. প্রাচ্য
ঘ. পৌরাণিক
উত্তর: গ
৩০. ‘নেকলেস’ গল্পটি প্রথম কোন ভাষায় রচিত হয়? [বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় – ২০২২]
ক. ইংরেজি
খ. গ্রিক
গ. ফরাসি
ঘ. বাংলা
উত্তর: গ
৩১. ‘নেকলেস’ রচনায় খ্রিষ্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুল কোনটি? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; ক ইউনিট ২০১৯-২০]
ক. মিউজিয়াম
খ. লাইসিয়াম
গ. কনভেন্ট
ঘ. হার্মিটেজ
উত্তর: গ
৩২. ‘নেকলেস’ গল্পে এবং ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় যথাক্রমে কয়টি নদীর উল্লেখ আছে? [খুলনা বিশ্ববিদ্যালয়; গ ইউনিট ২০১৯-২০]
ক. ১টি ও ৬টি
খ. ২টি ও ৫টি
গ. ২টি ও ৬টি
ঘ. ২টি ও ৪টি
উত্তর: ক
৩৩. ‘সর্বদা তার মনে দুঃখ।’ ‘নেকলেস’ গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে? [কুমিল্লা বিশ্ববিদ্যালয়; খ ইউনিট ২০১৯-২০]
ক. ব্লেটন
খ. মি. লেঠসের
গ. মাদাম লোইসেল
ঘ. মাদাম ফোরস্টিয়ারের
উত্তর: গ
৩৪. সম্মান প্রদর্শনের জন্য ফ্রান্সে পুরুষদের কী সম্বোধন করা হয়? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; ক ইউনিট ২০১৭-১৮]
ক. মিস্টার
খ. মাদাম
গ. মসিয়ে
ঘ. লর্ড
উত্তর: গ
৩৫. মাদার লোইসেলের হারানো নেকলেসটি কিসের তৈরি? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; ক ইউনিট ২০১৭-১৮; গ ইউনিট ২০১৬-১৭]
ক. হীরের
খ. নকল হীরের
গ. মুক্তার
ঘ. নকল মুক্তার
উত্তর: খ
৩৬. ‘নেকলেস’ গল্পে কোন নৃত্যানুষ্ঠানের উল্লেখ আছে? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; ক ইউনিট ২০১৭-১৮]
ক. ‘ব্যালে’ নাচ
খ. ‘ছৌ’ নাচ
গ. ‘বল’ নাচ
ঘ. ‘সালসা’ নাচ
উত্তর: গ