এক কথায় প্রশ্নোত্তর
০১. বন্দুক কিনতে মসিয়ে কত ফ্রাঁ সঞ্চয় করেছিলেন?
উত্তর: বন্দুক কিনতে মসিয়ে লোইসেল চারশ ফ্রাঁ সঞ্চয় করেছিলেন।
০২. কোন ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম ‘La Parure’?
উত্তর: ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম ‘La Parure’।
০৩. ‘নেকলেস’ গল্পে সুন্দরী তরুণীর কোন পরিবারে জন্ম হয়েছে?
উত্তর: ‘নেকলেস’ গল্পে সুন্দরী তরুণীর কেরানির পরিবারে জন্ম হয়েছে।
০৪. মাদাম লোইসেলকে গল্পে অন্য কী নামে ডাকা হয়েছে?
উত্তর: মাদাম লোইসেলকে গল্পে মাতিলদা নামে ডাকা হয়েছে।
০৫. সর্বদা মাতিলদার মনে দুঃখ কেন?
উত্তর: এক কেরানির পরিবারে জন্ম হয়েছিল বলে সর্বদা মাতিলদার মনে দুঃখ।
০৬. মাদাম লোইসেলের কয়জন ভৃত্য থাকবে বলে তিনি কল্পনা করেন?
উত্তর: মাদাম লোইসেলের দুইজন ভৃত্য থাকবে বলে তিনি কল্পনা করেন।
০৭. মাদাম লাইসেলের ভৃত্যগুলো দেখতে কেমন হবে?
উত্তর: মাদাম লাইসেলের ভৃত্যগুলো দেখতে হবে মোটাসোটা।
০৮. কার গৃহে লাইসেল দম্পতি নিমন্ত্রণ পান?
উত্তর: জনশিক্ষামন্ত্রীর গৃহে লাইসেল দম্পতি নিমন্ত্রণ পান।
০৯. পোশাক কেনার জন্য মাদাম লোইসেল কত ফ্রাঁ চেয়েছিলেন?
উত্তর: পোশাক কেনার জন্য মাদাম লাইসেল চারশত ফ্রাঁ চেয়েছিলেন।
১০. মি. লোইসেলের বন্ধুরা কী শিকার করতে গিয়েছিল?
উত্তর: মি. লোইসেলের বন্ধুরা ভরতপাখি শিকার করতে গিয়েছিল।
১১. মি. লোইসেলের কাদের সঙ্গে শিকারে যোগ দেওয়ার ইচ্ছা?
উত্তর: মি. লোইসেলের তার বন্ধুদের সাথে শিকারে যোগ দেওয়ার ইচ্ছা।
১২. ‘নেকলেস’ গল্পে দু-তিনটি গোলাপের দাম কত ছিল বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: ‘নেকলেস’ গল্পে দু-তিনটি গোলাপের দাম দশ ফ্রাঁ ছিল বলে উল্লেখ করা হয়েছে।
১৩. মাদাম লোইসেলের বান্ধবীর নাম কী?
উত্তর: মাদাম লোইসেলের বান্ধবীর নাম মাদাম ফোরস্টিয়ার।
১৪. ‘বল’ নাচে যাওয়ার জন্য মাদাম লোইসেল কার থেকে হারটি ধার নিয়েছিল?
উত্তর: ‘বল’ নাচে যাওয়ার জন্য মাদাম লাইসেল মাদাম ফোরস্টিয়ারের কাছ থেকে হারটি ধার নিয়েছিল।
১৫. মন্ত্রিসভার সব সদস্যের কার সঙ্গে ‘ওয়ালটজ’ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল?
উত্তর: মন্ত্রিসভার সব সদস্যের মাদাম লাইসেলের সঙ্গে ‘ওয়ালটজ’ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল।
১৬. ‘বল’ নাচের অনুষ্ঠানে কার জয়জয়কার ছিল?
উত্তর: ‘বল’ নাচের অনুষ্ঠানে মাদাম লোইসেলের জয়জয়কার ছিল।
১৭. কতদিন পর লাইসেল দম্পতি হারের সব আশা ত্যাগ করলেন?
উত্তর: এক সপ্তাহ পর লাইসেল দম্পতি হারের সব আশা ত্যাগ করলেন।
১৮. প্যালেস রয়েলে দেখা কণ্ঠহারের দাম কত?
উত্তর: প্যালেস রয়েলে দেখা কণ্ঠহারের দাম চল্লিশ হাজার ফ্রাঁ।
১৯. হীরার হারটি বিক্রি না করার জন্য মি. লোইসেল কাকে অনুরোধ করেন?
উত্তর: হীরার হারটি বিক্রি না করার জন্য মি. লোইসেল স্বর্ণকারকে অনুরোধ করেন।