কবিতা: নিষিদ্ধ প্রেম ১
এক নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ এক বালিকা অনাহুত এক ক্ষণে নিষিদ্ধ কারও প্রেমে পড়ে
সেই থেকে তার চিরচেনা ক্ষণ নিষিদ্ধ বলয়ের ঘুর্নিপাকে কেমন আটকে নেয় নিজেকে
প্রশ্ন তাই তার নিজের কাছেই
” ভুল কি করেছি আমি!”
উত্তর হাতড়ে বেড়ায় বালিকা
স্বচ্ছ দিবালোক তার হঠাতই হয় ঘোর অমানিশা
প্রখর রোদে সে হেঁটে চলে,একাকী
পায়ের তলে শুধু মাটি নয়, চৌচির সব
ভালোবাসা,রাগ, অভিমান, ঘৃণা সব মিলেমিশে হয় একাকার
বালিকা পৌঁছে যায় ঠিক, নগরতোরন দোরগোড়াতে
উদ্দেশ্য, সাক্ষাত হবে বুঝি দেবতুল্য নগরপিতার
অগুনিত এলোমেলো বেহিসাবি প্রশ্ন যে তার
তবুও একটি প্রশ্নই ছাপিয়ে এসেছে বারবার
” হায়, ভুল কি করেছি আমি! ভুলে,
নিষিদ্ধ মানুষটিকে নিষিদ্ধ ক্ষনে শুদ্ধতম ভালোবেসে!”
কবিতা: “নিষিদ্ধ প্রেম”
#Nazmun_Naher
নিষিদ্ধ প্রেমের কবিতা ২
নিষিদ্ধ সিদ্ধার্থ || নীল হালদার
তুমি আজ যৌবনে পা রেখেছো যুবক;
তাই আজ হতেই তোমার নিষিদ্ধ স্বপ্ন দেখা শুরু।
যৌবনের সংজ্ঞা জানো?
তোমায় আমি যৌবনের সংজ্ঞা শেখাবো;
এসো তবে, নব্য যুবা, সংজ্ঞায় পূর্ণস্নাত হও!
যৌবনে অন্যায়
ভেসে যাক বন্যায়;
যৌবনে পরাভয়
কক্ষনো কাম্য নয়।
যৌবন দ্রোহকাল;
যৌবন ইন্দ্রজাল;
যৌবন মিছিল;
যৌবন প্রেয়সীর কপোলের তিল।
যৌবন প্রেমিক;
যৌবন দার্শনিক;
যৌবন বৈজ্ঞানিক;
যৌবন কবি;
যৌবন বাজীকর;
যৌবন চিত্রকর;
অনাকাঙ্ক্ষিত ঝড়
কামার্ত ছবি।
যৌবন জননকোষের অবদমিত ঝংকার,
শাস্ত্রীয় যুবা লহরী;
যৌবন প্রহরী,
হ্যাঁ, হ্যাঁ, প্রহরী,
সীমান্তের লৌহ প্রহরী।
যৌবন ভগবানের তরবারি;
যৌবনে মন বলে,
ফালি ফালি ক’রে এই মহাবিশ্বটাকে ছিঁড়ি।
যৌবন সুদর্শন চক্র;
যৌবন বক্র নয়;
যৌবন নক্র যেন সুদৃঢ় চোয়াল;
যৌবন পরাক্রমী পশুরাজ পাল।
যৌবন মুসাফির
উত্তাল সমুদ্রতীর;
যৌবন মহাকাল
আবর্ত নীড়;
যৌবনে ভাবনায়
সৃষ্টির ভীর।
যৌবন উন্মনা
প্রফুল্ল চিত্ত;
যৌবনে উদ্দাম
নটরাজ নৃত্য।
যৌবন ভালোবাসা
দিনমান জুড়ে;
যৌবন অভিমান
একলা দুপুরে;
যৌবন বিস্ময়;
বিস্মিত কথা কয়
স্তব্ধ তিমিরে।
যৌবন জিপ্সি দিন;
যৌবন বেদুঈন;
যৌবনে দূর বহুদূরে
পথে পথে এই ভবঘুরে।
তুমি আজ যৌবনে পা রেখেছো যুবক;
তাই আজ হতেই তোমার নিষিদ্ধ স্বপ্ন দেখা শুরু।
যৌবনের সংজ্ঞা জানো?
তোমায় আমি যৌবনের সংজ্ঞা শেখাবো;
নব্য যুবা, জানি না, নিজেরে তুমি চিনেছো কি না?
যৌবন হলো আমার এই নিষিদ্ধ কবিতা!
© কাব্যস্বত্ব : নীল হালদার।
.
নিষিদ্ধ প্রেমের কবিতা ৩
নিষিদ্ধ নগরীর সেই মেয়েটিকে নগরপিতা অতঃপর এক বর দিলেন,
“মেয়ে, তুমি ফিনিক্স পাখির ন্যায় হও”
মেয়েটির অবাক চোখ বৃষ্টি শুরু হওয়া নগরীতে থমকে যায়
শুদ্ধতম ভালোবাসার প্রত্যাশায় আসা এ কিরূপ বরে হল ঠাঁই!
নগরপিতা হাসলেন, বললেন..
“বুঝেছি আকুলতা, শুনেছি ব্যাকুলতা
হারিয়েছ তোমার কিন্নরী চপলতা
ফিরিয়ে দিলাম পাখিডাকা ভোর
ফিনিক্স পাখির ডানায় বিভোর।”
শূণ্যহাতে বিষণ্ণ মনে মেয়েটি ফিরে আসে নীড়ে
পরিচিত শহর বড্ড অচেনা তখন বিস্মৃতির ভীড়ে
সন্ধ্যালোক ডুবেছে প্রিয়সখা রাত্রিবেলার ছায়ায়
মনের গহীনে হাহাকার তার ভীষন ভাবে কাঁদায়
বোঝেনি সে ফিনিক্স মর্ম হতাশায় সিক্ত মন
বৃথা হল নগরপিতা তরে তার আকূল আবেদন।
অনেক কাল পরে আজ তুমুল বৃষ্টিবেলায়
পা ডুবিয়ে গা ভাসিয়ে ভেজা নগরীর মায়ায়
আনমনে সে পেলব হাতে স্মৃতিপত্র উলটে যায়
নগরপিতার বরে পুনর্জনম বদলেছে জীবন রায়।
মনুষ্য সমাজ করবে দহন, পুড়ে হবে সে অঙ্গার
ছাই হতে সে আসবে ফিরে এই তার অঙ্গিকার
ভালোবাসা নামক বিষবৃক্ষটির আজ নেই তার ভয়
স্নানের ঘরে বাষ্পে ভাসে না শিলাস্তর বিন্যস্ত হৃদয়
দুই চোখে তার প্রবল দ্যুতি, আরব পাখি আজ সে
ফিনিক্স ডানায় কালের সাক্ষী হয়েছে ভালোবেসে।।
#নিষিদ্ধ প্রেম ও ফিনিক্স….
অনেক দিন পর লিখলাম
কেন যেন লিখা থমকে গিয়েছিল
অভিমানে হোক বা যাই হোক..
আজ লিখতে ইচ্ছে হল
তাই এই সন্ধ্যাকথন..
শুভ সন্ধ্যা
#Nazmun_Naher
নিষিদ্ধ প্রেমের কবিতা ৪
# হায় এর নাম উন্নয়ন _
রোজ সকালে খবরের কাগজ
পড়তে গেলে দেখতে পাই
খুন ধর্ষন ডাকাতি পরকীয়া
যেন উন্নত দেশের পূর্বশর্ত
তাই চলছে অনাচারের মহোৎসব
দেশ আজ উন্নয়নের মহাসড়কে
দেশ আজ মধ্যমআয়ের পথে
অতএব দুচারটে অনৈতিক কাজ
মেনে নেয়া যেতেই পারে
পৃথিবীর কোন দেশে নাহয়?
এছাড়া যে সমাজে স্ট্যাটাসলেস
হয়ে থাকতে হয় বলুন
এ কি মেনে নেয়া সম্ভব?
লোকে হাসবে আমাদের দেখে
সে যে আরও অপমানের
তার চাইতে আসুন গা
ভাসিয়ে দেই ডান বাম
মধ্যম মিলিয়ে। দেশ পরিচালনা
করছেন যারা কম বোঝেন
কেন মনে হলো আপনার?
বাক স্বাধীনতা বেশি দেয়া
হয়ে গেছে আপামর জনগণকে
এবারে ধরতে হবে রাশ।
ভয় পেয়ো না, আমরা
জনগণের বন্ধু, শত্রু নই
নির্ভর করো আমাদের উপর
আমরাই এনে দেব কাংখিত
উন্নয়ন, শুধু থাকতে হবে
মোদের আর এক মেয়াদ
মুড়ে দেব বাংলা সোনায়
থাকবে না কোন বেকার
মিলে মিশে গড়বো মোদের
জন্মভূমি কে তিলোত্তমা রূপে
শিক্ষকরা ক্লাস নেবে ঠিকমত
চিকিৎসক রা করবে চিকিৎসা
রাজনৈতিকরা রাজনীতি, ব্যবসায়ীরা ব্যবসা
এটা কি বেশি চাওয়া
হয়ে গেল সৃষ্টিকর্তার কাছে!
তাহলে সৃষ্টিকর্তাই বলে দিক
আমাদের কি করা উচিৎ?