ঔষুধ প্রশাসন অধিদপ্তর
পদ: অফিস সহায়ক
তারিখ: ২৬ এপ্রিল, ২০২৪
০১. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
উ: খ
০২. সন্ধি বিচ্ছেদ করুন: পরিচ্ছদ
ক. পরি + ছেদ
গ. পর ছদ
খ. পরি+ চদ
ঘ. পরি + ছদ
উঃ ঘ
০৩. সন্ধি বিচ্ছেদ করুন: নিরাময়
ক. নিঃ + আময়
খ. নি + আময়
গ. নিরা + ময়
ঘ. নিরাঃ + আময়
উ: ক
০৪. ‘বাহাদুর’ কোন দেশি শব্দ?
ক. ফরাসি
খ. হিন্দি
গ. তুর্কি
ঘ. গুজরাটি
উ: গ
০৫. শুদ্ধ শব্দ কোনটি?
ক. ধুলিসাৎ
খ. ধূলিসাৎ
গ. ধুলীস্নাত
ঘ. ধূলিল্লাৎ
উ: খ
০৬. ‘পূর্বাহ্ণ‘ কি সমাস?
ক. তৎপুরুষ
গ. কর্মধারয়
খ. অব্যয়ীভাব
ঘ. দ্বন্দ্ব
উ: ক
০৭. ‘সমীরণ’ এর প্রতিশব্দ কোনটি?
ক. মেঘ
খ. পবন
গ. ঢেউ
ঘ. পৃথিবী
উ: খ
০৮. ‘চিনির পুতুল’ বাগধারার অর্থ কি?
ক. শ্রম কাতুরে
খ. আদরের বস্তু
গ. ক্ষণস্থায়ী
খ. ঘুম কাতুরে
উ: ক
০৯. ‘প্রমাণ‘ শব্দের বিশেষণ কোনটি?
ক. প্রামান্য
খ. প্রমাণিক
গ. প্রামাণ্য
ঘ. প্রমান্য
উ: গ
১০. এক কথায় প্রকাশ করুন: ‘যা আঘাত পায়নি‘?
ক. অনাহৃত
খ. আহত
গ. অনাঘাত
ঘ. অনাহত
উঃ ঘ
১১. এক কথায় প্রকাশ করুন: ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’?
ক. ঐতিহাসিক
খ. ইতিহাসবেত্তা
গ. ইতিহাসবিদ
ঘ. ইতিহাসজ্ঞ
উঃ খ
১২. ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শামসুর রহমান
ঘ. নির্মলেন্দু গুণ
উঃ ক
১৩. ‘সনেট’ কবিতার প্রবর্তক কে?
ক. রজনীকান্ত সেন
খ. সুকুমার দত্ত
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. সুকুমার রায়
উঃ গ
১৪. ‘নিরক্ষর’ শব্দের বিপরীত শব্দ?
ক. সাক্ষর
খ. স্বাক্ষর
গ. অক্ষর
ঘ. নিজের অক্ষর
উঃ ক
১৫. ‘অগস্ত্য যাত্রা’ শব্দটি দ্বারা কি বুঝায়?
ক. অযাত্রা
খ. কুযাত্রা
গ. মারা যাওয়া
ঘ. শেষ বিদায়
উঃ ঘ
১৬. ‘Auction’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
ক. মূল্য ছাড়
গ. দরপত্র
খ. নিলাম
ঘ. ক্রয়
উঃ খ
১৭. ‘Administrator’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
ক. প্রশাসক
গ. ব্যবস্থাপক
খ. প্রশাসন
ঘ. পরিচালক
উঃ ক
১৮. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. দেশি
খ. তদ্ভব
গ. তৎসম
ঘ. বিদেশি
উঃ গ
১৯. ‘ছেলেটি গরীব কিন্তু মেধাবী’ কোন বাক্যের উদাহরণ?
ক. যৌগিক
খ. জটিল
গ. মিশ্র
ঘ. সরল
উঃ ক
২০. ‘মন্দ ভাগ্য’ অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য?
ক. দুর্ভাগ্য
খ. তামার বিষ
গ. অসহায়
ঘ. ইঁদুর কপালে
উ: ঘ