বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর
০১. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? [৪৫তম বিসিএস ২০২৩]
ক. গাইবান্ধায়
খ. বগুড়ায়
গ. ঢাকায়
ঘ. সিরাজগঞ্জে
উত্তর: ক
০২. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? [৪১ তম বিসিএস ২০২১]
ক. ভূমিপুত্র
খ. মাটির জাহাজ
গ. কাটাতারে প্রজাপতি
ঘ. চিলেকোঠার সেপাই
উত্তর: ঘ
০৩. ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা – [২৩তম বিসিএস]
ক. শওকত ওসমান
খ. জ্যোতিপ্রকাশ দত্ত
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. হাসান আজিজুল হক
উত্তর: গ
০৪. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন? [২০তম বিসিএস]
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. বিনয় ঘোষ
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. রাধারমণ মিত্র
উত্তর: গ
ঢাকা বিশ্ববিদ্যালয়
।। ক–ইউনিট।।
০৫. ‘রেইনকোট’ গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কী? [ক ইউনিট ২০১৬-১৭]
ক. আবু ইসহাক
খ. আবুল ইসহাক
গ. ইসহাক মিয়া
ঘ. ইসহাক কবির
উত্তর: গ
।। খ–ইউনিট।।
০৬. ‘শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন’। এটি [খ ইউনিট ২০২২-২৩]
ক. বচন
খ. ছড়া
গ. ধাঁধা
ঘ. প্রবাদ
উত্তর: ক
০৭. ‘বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে’-উদ্ধৃত চরণটি যে
রচনার অন্তর্গত – [ঢাবি খ ইউনিট- ২০২১-২২।
ক. আমার পথ
গ. অপরিচিতা
খ. বায়ান্নর দিনগুলি
ঘ. রেইনকোট
উত্তর: ঘ
০৮. ‘মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি পরি দিকে’ উক্তিটির অন্তর্নিহিত অর্থ প্রকাশিত হয়েছে- [ঢাবি খ ইউনিট, ২০২০-২১।
ক. শ্লেষ
খ. কৌতুক
গ. ক্ষোভ
ঘ. অনিশ্চয়তা
উত্তর: ঘ
০৯. ‘নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্তজবার মতো ক্ষত’। এ মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হলো- [খ ইউনিট ২০১৭-১৮।
ক. পীড়িতের প্রতিবাদ
খ. আঘাতের অবিচল
গ. প্রতিবাদের ধারাবাহিকতা
ঘ. সুনিপুণ প্রত্যাঘাত
উত্তর: খ
।। গ–ইউনিট।।
১০. ‘এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা’ ‘রেইনকোট’ গল্পে ‘কাঁটা’ বলতে বুঝানো হয়েছে। [গ ইউনিট ২০২২-২৩]
ক. গ্রন্থাগার
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. মন্দির
ঘ. শহিদ মিনার
উত্তর: ঘ
।। ঘ–ইউনিট।।
১১. ‘রেইনকোট’ গল্পের রেইনকোট কিসের প্রতীক? [ঢাবি ঘ ইউনিট – ২০২১-২২/
ক. সহিষ্ণুতা
খ. ধৈর্য ও ক্ষমা
গ. সাহস ও দেশপ্রেম
ঘ. মৃত্যু
উত্তর: গ
১২. কলেজের স্টাফরুমে একজন ফিসফিস করে ‘জেনারেল মনসুন’ বলতে কী বুঝিয়েছিলেন? [ঘ ইউনিট ২০১৮-১৯]
ক. পাকিস্তানি জেনারেল
খ. রাশিয়ান জেনারেল
গ. বাংলার বাঘ
ঘ. বাংলার বর্ষা
উত্তর: ঘ
।। চ–ইউনিট।।
১৩. “রেইনকোট” গল্পের অধিকাংশ ঘটনা যার জবানিতে বিবৃত – [ঢাবি চ ইউনিট- ২০২২-২৩/]
ক. সাত্তার মৃধা
খ. প্রিনসিপ্যাল
গ. লেখক
ঘ. নূরুল হুদা
উত্তর: ঘ