Snow white & Huntsman আমাদের আজকের গল্পের বিষয়। ইংরেজি বইতে আমরা বহুবার স্বল্প পরিসরে snow white এর গল্প পড়েছে। ছোট বেলায় আমি এর পুরো গল্পটা জানতাম না;আমার মতো হয়তো অনেকেই পুরো গল্পটা জানেন না।তো চলুন আজ আমরা জানব এই স্নোন হোয়াইট এর পুরো গল্প।
মুভির শুরুতেই আমরা রাণি এলিনোর কে দেখি।সে তার দূর্গের বাহিরে তুষারপাত দেখছিল।হঠ্যাত সে একটি লাল গোলাপ দেখতে পায়।গোলাপ ফুলটি তুলতে গেলে কাঁটার আঘাতে তার হাত থেকে তিন ফোটা রক্ত তুষারের উপর পড়ে যায়। তখন সে উইশ করে যখন তার সন্তান হবে, তার গায়ের রং যেন তুষারের মতো সাদা আর ঠোট যেন রক্তের মতো লাল হয় আর চুল যেন হয় কাকের ডানার মতো কালো আর তার হৃদয় হবে গোলাপের মতো শক্ত।কয়েক দিন পরেই রানির এক কন্ন্যা সন্তান হয়। রানি এবং রাজা তার নাম রাখেন snow white.
snow white অল্প বয়সেই তার মাকে হারিয়ে ফেলেন এরপর সে তার প্রিয় বন্ধু উইলিয়ামের সাথে বড় হয়।প্রাণ প্রিয় স্ত্রীকে হারিয়ে রাজা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।রাজার এই দূর্বলতার সুযোগ নিয়ে বিশাল এক সৈন্যবাহিনী তাদের উপর হামলা করে বসে। রাজা ম্যাগনেস যখন তার সৈন্যদের নিয়ে দেশ রক্ষায় ঝাপিয়ে পড়েন তখন দেখতে পান বিপরীত দলের কেউ মানুষ নয়, তার সবাই কাঁচের তৈরি সৈনিক।সমস্ত প্রতিকূলতা সত্বেও রাজা তার বিরত্বের সাথে লড়াই করেন এবং যুদ্ধে জয় লাভ করেন। রাজা ম্যাগনেসের সৈনিকেরা চারদিকে তল্লাশি নিতে গিয়ে সেখানে এক বন্দী মহিলাকে দেখতে পান।রাজা ম্যাগনেস তাকে দেখতে গেলে তার রুপে মুগদ্ধ হন এবং তাকে দুর্গে নিয়ে আসেন।পরের দিন ওই মহিলাকে বিয়ে করেন।রাতের বেলা যখন রাজা এবং রানি একসাথে শুয়েছিল তখন রানি রাজাকে জানায় তার মতোই এক রাজ তাকে বিয়ে করেছিল এবং কিছুদিন তার সৌন্দর্য্যের মধু পান করা শেষে তাকে ত্যাগ করেছে।সে আরো বলে যে প্রত্যেক রাজায় বয়েস হয়ে যাবার পর তার রাণীদের ত্যাগ করে।কিন্তু এবার সে তা হতে দিবেনা তাই সে রাজাকে কামের ফাঁদে ফেলে হত্যা করে এবং রাজ সিংহাসন দখল করে।
আমরা এখানেই প্রথম জানতে পারি
রাণি রভেনা একজন শক্তিশালী যাদুকরী যে যাদু শক্তিবলে কাঁচের সৈনিক তৈরি করতে পারে। এরপর রভেনার ভাই ফিন একদল কাঁচের সৈনিক নিয়ে দূর্গে প্রবেশ করে এবং রাজমহল দখল করে নেয়। চারেদিকে কোলাহল শুনে snow white ভয় পায় এবং তার বাবার রুমের দিকে ছুটে যায়।সেখানে গিয়ে সে তার বাবাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে পালিয়ে যায়। ডাইনি রভেনা এটা জানতে পারে;তাই সে তার সৈনিকদের নির্দেশ দেয় snow white কে ধরে আনার নির্দেশ দেয়।
উইলিয়াম তার বাবার সাথে আর snow white অন্য একটি সৈনিকের ঘোড়ায় চেপে পালিয়ে যাচ্ছিল।এমন সময় রভেনার সৈনিকের তীরের আঘাতে snow white এর সাথে থাকা মানুষটি মারা যায়। তাই উইলিয়াম ও তার বাবা পালিয়ে গেলেও snow white সেখানেই আটকা পড়ে যায়।রভেনার সৈনিক দূর্গের মেইন দরজা আটকিয়ে দেয় এবং স্নো হোয়াইট ছাড়া বাকি সবাইকে হত্যা করে। শুধু মাত্র উইলিয়ামের বাবা ডিউক এর সঙ্গে যে কয়জন মানুষ পালিয়ে যেতে পেরেছিল তারাই জানে বেঁচে যায়।
এরপর রাণী রভেনা এক যাদুর আয়নার সামনে গিয়ে জিজ্ঞাস করে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরি কে? তখন আয়নাটি উত্তর দেয় অবশ্যই আপনি মহারাণী।এরপর রভেনা snow white কে বন্দী করে রাখার নির্দেশ দেয়।
রভেনা এতটাই বিষাক্ত ছিল যে তার আগমনের ফলে সবুজে ঘেরা রাজ্য মুহুর্তের মধ্যেই শুকিয়ে ধুসর হয়ে যায়।
এদিকে snow white বড় হয়ে যায়।সে যেখানে বন্দী ছিল সেখানে গ্রেটা নামক আরেক মেয়েকে নিয়ে এসে বন্দি করে রাখা হয়। snow white গ্রেটার কাছে জানতে পারে উইলিয়াম ও তার বাবা ডিউক এখনো জীবিত আছে। এদিকে গ্রেটা snow white কে দেখে অবাক হয় কেননা তারা সবাই জানে সে মারা গেছে।
এদিকে ডিউকের
দুইজন সৈনিক রভেনার হাতে ধরা পড়ে যায়। রভেনা তাদের কাছে ডিউকের সন্ধান চায়,কিন্তু তারা ডিউকের সন্ধান দিতে অস্বিকার করে এবং রভেনাকে মেরে ফেলার জন্য ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু এতে রভেনার কিছুই হয়না,তারা রভেনার যাদু শক্তি সম্পর্কে বুঝতে পারে।রভেনা তাদের এই আচরনে রেগে গিয়ে তাদের একজনকে মেরে ফেল এবং অন্য জনকে মুক্ত করে দেয়।
রভেনা তার রুমে চলে যায়, তার শরীরে বয়সের ছাপ চলে এসেছে; কেননা সে একটু আগেই তার যাদু শক্তি প্রয়োগ করেছে। আল্প কিছুক্ষনের মধ্যই রভেনার ভাই ফিন ওই বন্দি মেয়ে গ্রেটাকে ধরে নিয়ে আসে।রভেনা গ্রেটার সৌন্দর্য পান করে ও তার আয়ু ধারণ করে ফলে গ্রেটা বৃদ্ধ হয়ে যায় এবং মারা যায়।
এরপর রভেনা ওই যাদুর আয়নার সামনে যায় এবং জিজ্ঞাস করে সবচেয়ে সুন্দরী কে? তখন আয়না উত্তর দেয় snow white. আয়না আরো বলে snow white এর সৌন্দর্য তোমাকে ধ্বংস করতে পারে আবার তোমাকে উদ্ধার ও করতে পারে।তার জন্যেই তোমার শক্তি দিন দিন কমে যাচ্ছে। তুমি যদি snow white এর সৌন্দর্য পান কর তবে আর কখনো অন্য কারো সৌন্দর্য পান করার দরকার হবে না,তোমার শক্তি ও কখনো কমবে না।এটা শোনার পর রভেনা তার ভাই ফিনকে আদেশ দেয় snow white কে ধরে নিয়ে আসার জন্য।
ফিন যখন snow white কে নিতে আসে তখন সে জানালার কাছে থাকা একটি পেরেক দিয়ে তাকে আঘাত করে এবং পালিয়ে যায়।রানির সৈনিকগুলো তাকে তাড়া করে সে দৌড়ে গিয়ে একটি সমুদ্রে ঝাপ দেয়। এরপর সে তীরে উঠে একটা সাদা ঘোড়া দেখতে পায়। সে ওই সাদা ঘোড়া নিয়ে ডার্ক ফরেস্টের দিকে ছুটে পালিয়ে যায়।আহত ফিন তার পিছু সৈন্য নিয়ে তাড়া করে কিন্তু সে সফল হয়না।
snow white ডার্ক ফরেস্টে ঢুকতেই তার ঘোড়া কাঁদার মধ্য আটকিয়ে যায়।সে অনেক চেস্টা স্বত্বেও কাদা থেকে ঘোড়াকে উঠাতে পারেনা,তাই সে একাই পায়ে হেঁটে বনের মধ্য প্রবেশ করে। এই অন্ধকার বনে সে অদ্ভত সব জিনিস দেখতে পায়।সে ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে,আচমকা বৃহৎ আকৃতির নাম না জানা ভয়ানক এক তার উপর হামলা করে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
এদিকে রভেনা তার ভাইয়ের উপর ভিষণ ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক গালি দেয়। অন্য কোথাও হলে রভেনা নিজেই snow white কে ধরতে যেত কিন্তু সে ডার্ক ফরেস্টে যেতে পারবেনা।কেননা ভুতুড়ে এই জঙ্গলে কোন ভৌতিক শক্তিই কাজে আসেনা।রভেনা তার ভাইকে এমন একজনক জোগার করতে বলে যে এর আগেও এই বনে গিয়েছে।
এরপর আমরা এরিককে দেখি,
যে huntsman নামে পরিচিত। কিছু মানুষ রাস্তায় এরিককে রাস্তায় গণধোলায় দিচ্ছিল,কেননা সে তার ধার নেওয়া টাকা ফেরত দেয়নি। সদ্য এরিকের স্ত্রী মারা গিয়েছে তাই সে তার সমস্ত সম্পদ মদ্য পানে উড়িয়ে দিয়েছে। ফিন সেখানে তার সৈন্য নিয়ে চলে আসে এবং এরিককে রাণির কাছে ধরে নিয়ে যায়।
রাণি রাভেনা huntsman এর সাথে একটা চুক্তি করে, huntsman তাকে স্নো হোয়াইটকে এনে দিবে বিনিময়ে সে তার স্ত্রীকে যাদু শক্তিবলে জীবিত করে দিবে। huntsman ফিন ও তার সৈনিকদের নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়।
snow white জ্ঞান ফিরে পেয়েই আবার পালাতে শুরু করে,কিন্তু সে huntsman এর হাতে ধরা পরে। huntsman ফিনকে বলে প্রথমে তার স্ত্রীকে জীবিত করে তুলতে হবে তার পর সে snow white কে তাদের হাতে তুলে দিবে। ফিন তখন হান্টসম্যানকে বলে তার বোনের এতোটাও শক্তি নেই যে কোন মৃত মানুষকে জীবিত করতে পারে।এটা শুনে huntsman রেগে যায় এবং তাদের সাথে লড়াই করে snow white কে নিয়ে পালিয়ে যায়।
snow white, huntsman কে বলে সে যদি তাকে ডিউকের দুর্গে নিয়ে যায় তবে সে তাকে অনেক টাকা দিবে; huntsman এই প্রস্তাবে রাজি হয়।এদিকে রভেনা যে বৃদ্ধকে মুক্তি দিয়েছিল সে ডিউকের কাছে এসে জানায় যে snow white এখনো জিবিত আছে।এটা শুনে উইলিয়াম সঙ্গে সঙ্গে snow white কে উদ্ধারের জন্য রওনা দেয়।পথের মধ্য উইলিয়ামের ফিনের সাথে দেখা হয় এবং সে নিজেকে দক্ষ তীরন্দাজ বলে দাবি করে এবং ফিনের সেনাবাহিনীতে যোগদিতে চায়।উদ্দেশ্য একটাই সে তাদের মাধ্যমে snow white কে খুঁজে বের করবে।
snow wite & huntsman
নদীর তীরের এক গ্রামে চলে আসে; এই গ্রামটি ছিল মহিলাদের গ্রাম।এই গ্রামের সকম মহিলা তাদের মুখে দাগ দিয়ে রেখেছে যেন তার রেভেনার শিকার না হয়। huntsman এখানের এক মহিলার কাছে snow white এর আসল পরিচয় জানতে পারে।সে মনে করে snow white এখানে সুরক্ষিত থাকবে তাই সে snow white কে সেখানে রেখে ডিউকের সন্ধানে বেড়িয়ে পড়ে। huntsman কিছুদূর যেতেই পিছনে শোরগোলের আওয়াজ শুনতে পারে,সে পিছন ফিরে তাকাই।সে দেখতে পায় মহিলাদের সে গ্রামটি জ্বালিয়ে দেয়া হয়েছে, huntsman বুঝতে পারে এটা ফিনের কাজ।সে দ্রুত সেখানে যায় এবং snow white কে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে আমরা রভেনাকে দেখি,তার ছোট বেলার কথা মনে পড়ছিল।ছোট বেলায় রভেনার মা রভেনার তিন ফোটা রক্ত দুধে মিশিয়ে মন্ত্রপূত করে তাকে পান করিয়েছিল এবং বলেছিল পরবর্তীকালে তোমার মতো কোন সুন্দর চেহারায় তোমার জন্য বিনাশকাল হয়ে দাঁড়াবে।
snow white & huntsman বনের মধ্য বামনদের হাতে পরে।বামনরা তাদের শত্রু মনে করে এবং উল্ট করে গাছে ঝুলিয়ে দেয়। এরপর যখন তারা snow white এর পরিচয় জানতে পারে তখন তারা ক্ষমা চায় এবং তাদের মুক্ত করে দিতে যায়,কিন্তু এরই মধ্য ফিন তার সৈনিকদের নিয়ে চলে আসে।বামনরা ফিনের হাত থেকে বাচাতে snow white ও huntsman কে নিয়ে এক গুপ্ত পথে রুপকথার রাজ্যে চলে আসে যেখানে পরীদের বাস।রাতে বামনরা এক জায়গায় বসে নাচগান শুরু করে দেয়, snow white ও তাদের সাথে নাচতে শুরু করে।এরপর রাত অনেক গভীর হয় এবং তারা সবাই ঘুমিয়ে পড়ে। snow white সকাল বেলা ঘুম থেকে উঠে নিজের সামনে কয়কটা পরীকে দেখতে পায়।সে পরীদের পিছন পিছন বিশাল এক গাছের নিচে চলে আসে যেখানে বিশাল এক হরিণ ছিল।এদিকে বামনেরা ঘুম থেকে উঠে snow white কে দেখতে না পেয়ে চারেদিকে খুঁজতে শুরু করে।খুঁজতে খুঁজতে তারাও ওই গাছের নিচে চলে আসে এবং দেখতে পায় snow white ওই হরিণকে স্পর্শ করতে যাচ্ছে।
বামনদের যে সর্দারছিল
সে বলে এর অর্থ হলো snow white ই কেবল মাত্র রাভেনাকে পরাজিত করতে পারবে,এবং আগের মতো রাজ্য সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবে।কিন্তু তখনই সেখানে রানির সৈনিক চলে আসে এবং তাকে তীর ছুরে মারে।তীর বিদ্ধ হওয়ার পর হরিণটি অনেকগুলো প্রজাপতিতে রুপান্তরিত হয়ে উড়ে যায়।সবাই এটা দেখে অবাক হয়ে যায়,আর এই সুযোগে snow white & huntsman সেখানে থেকে পালিয়ে যায়।
ফিন huntsman এর পিছু তাড়া করে এবং তাদের মধ্য লড়াই শুরু হয়।লড়াইয়ের এক পর্যায়ে huntsman ফিনকে মেরে ফেল।এরপর তারা ডিউকের দূর্গের দিকে রওনা হয়।রাত অনেক গভীর হওয়াই তারা একটি গুহায় আশ্রয় নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল বেলা রাভেনা উইলিয়ামের ছদ্মবেশে সেখানে আসে এবং snow white এর সাথে গল্প করে।সে snow white কে বিষযুক্ত একটি আপেল খেতে দেয়। snow white আপেলটি খাওয়া মাত্রই তার শরিরে বিষক্রিয়া শুরু হয় এবং সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।এরপর রাভেনা তার আসল রুপ বের করে এবং snow white এর হৃদয় চিরে বের করতে যায়, ঠিক সেই সময়ই huntsman ও উইলিয়াম চলে আসে এবং রাভেনার উপর হামলা করে।রাভেনা অনেকগুলো কাকে রুপান্তরিত হয়ে সেখান থেকে উড়ে যায়।উইলিয়াম snow white কে বাঁচানোর জন্য চেস্টা করতে থাকে,সে তার শরীরের বিষক্রিয়া কমানোর জন্য তার ঠোঁটে কিস করতে থাকে কিন্তু তাতে কোন লাভ হয়না।
snow white কে ডিউকের দুর্গে নিয়ে আসা হয়। huntsman তার মৃত দেহের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে উপরওয়ালার কাছে snow white এর প্রাণ ভিক্ষা চায়। huntsman এর তার স্ত্রীর কথা মনে পড়ে,কেননা সে দেখতে অনেকটা snow white এর মতোই ছিল। huntsman বলে সে তার স্ত্রীকে কিছু সময়ের জন্য আড়াল করেছিল,আর তাই সে মারা গিয়েছে।একই ভুল সে দ্বিতীয় বার করেছে, snow white কে সে চোখের আড়াল করেছে তাই সেও মারা গিয়েছে।এরপর huntsman; snow white কে কিস করে এবং সেখান থেকে চলে যায়।এরপর snow white বেঁচে ওঠে কেননা huntsman এর ভালবাসা সত্য ছিল।
এরপর উইলিয়াম তার বাবাকে গিয়ে বলে
এখনি তাদের রাভেনার দূর্গ আক্রমন করা উচিত।কেননা তাদের সাহায্য করতে গিয়েই snow white মারা গিয়েছে। ডিউক সৈন্য সমাবেশ করে, সেখানে snow white চলে আসে।সবাই ভেবেছিল snow white মারা গিয়েছে,তাই তাকে জীবিত দেখে তারা বিস্মিত হয়। snow white সবাইকে বলে তার বাবার দূর্গকে ডাইনি রাবেনার হাত থেকে মুক্ত করে আবার সেখানে শান্তি ফিরিয়ে আনতে হবে।
এদিকে আমরা দেখতে পাই রাবেনা আগের মতোই অনেকগুলো মেয়ের সৈন্দর্য্য পান করে পুনরায় সৌন্দর্য ফিরে পেয়েছে ও অনেক শক্তি সঞ্চার করেছে।
ডিউক তার সৈন্য নিয়ে রাভেনার দূর্গ অভিমুখে যাত্রা করে।রাভেনা তাদের আগমনি বাত্রা জানতে পেরে তার সৈনিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেয়।রাভেনা দূর্গে প্রবেশের সকল পথ বন্ধ করে দেয়।তাই ডিউক তার সৈন্য নিয়ে ভিতরে প্রবেশ করতে পারছিলনা।এই সুযোগ নিয়ে রাভেনার সৈনিকরা তাদের উপর আগুনের গোলা নিক্ষেপ করা শুরু করে।ডিউকের সৈনিক দিশাহার হয়ে যায়,কিন্তু তারা হার মানেনা।এরপর snow white এসে তাদের এক গুপ্ত পথের সন্ধান দেয়।এই গুপ্তপথে বামনরা ভিতরে প্রবেশ করে এবং দুর্গের দরজা খুলে দেয়,ফলে সহজেই ডিউকের সৈনিকেরা সহজেই দূর্গের ভিতরে প্রবেশ করতে পারে।এরপর দুপক্ষের মধ্য তুমুল যুদ্ধ হয়।
snow white রাভেনাকে মারার জন্য খুঁজতে থাকে,তার পিছু পিছু huntsman ও উইলিয়াম ও যায়।রাভেনা তাদেরকে তার যাদুর তৈরি কাঁচের সৈনিক দিয়ে ঘিরে ফেলে।কাচের সৈনিকগুল huntsman ও উইলিয়ামের সাথে লড়াই করতে শুরু করে।রাভেনা ও snow white এর মধ্যেও লড়াই শুরু হয়।রাভেনার শক্তি বেশি হওয়াই সে কিছুতেই তার সাথে পেরে উঠছিলনা।এরপর রাভেনা আগুনের মধ্য দাঁড়িয়ে বলে তুমি আমাকে কোনদিনই হারাতে পারবেনা কেননা আমার মধ্যে অসীম শক্তি আছে। এরপর snow white, huntsman এর শিখানো কায়দায় হৃদয়ের ছুরি দিয়ে তাকে আঘাত করে ফলে কাঁচের সৈনিকগুলো একে একে ভেঙ্গে যায় এবং রাবেনা মৃত্যুর মুখে ঢলে পড়ে। শেষ বারের মতো রাবেনা তার আয়নার দিকে তাকায় মৃত্যুর আগে সে তার মুখোশের আড়ালে থাকা কুৎসিত রুপ দেখতে পায় যা সে এতোদিন আড়াল করে রেখেছিল।
রাভেনা মারা যাবার সাথে সাথে রাজ্যের উপর থেকে তার বিষাক্ত প্রভাব কেটে যায় এবং ফুল ফুটতে শুরু করে।এরপর snow white কে রাণির মুকুট পড়ানো হয়।এরপর সেখানে huntsman আসে,আর তাকে দেখে snow white এক মিষ্টি হাসি দেয় যার মাধ্যমে সিনেমাটি সমাপ্ত হয়।