০১. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত? [৩০তম বিসিএস]
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা
ঘ. মাত্রাবৃত্ত
উত্তর: ঘ
ঢাকা বিশ্ববিদ্যালয়
।। ক – ইউনিট।।
০২. তরুছায়াময়ী-মাখা গ্রামখানি কোথায় আঁকা? [ক ইউনিট ২০২২-২৩]
ক. এপারেতে
খ. নদীকূলে
গ. পরপারে
ঘ. শূন্য নদীর তীরে
উত্তর: গ
০৩. ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ বলতে প্রতীকী অর্থে কী বোঝানো হয়েছে? [ক ইউনিট ২০১৩-১৪]
ক. কবির ব্যক্তিসত্তা
খ. মহাকাল
গ. কালস্রোত
ঘ. কবির সৃষ্টিকর্ম
উত্তর: গ
০৪. ‘রাশি রাশি ভারা ভারা’। শব্দের এরূপ ব্যবহারকে বলে- [ক ইউনিট ২০১১-১২,খ ইউনিট ২০০৬-০৭]
ক পুনরুক্তি
গ. ক্রিয়া বিশেষণ
খ. অলংকার
ঘ. নির্ধারক বিশেষণ
উত্তর: ঘ
০৫. ‘খরপরশা’ শব্দের আভিধানিক অর্থ – [ক ইউনিট ২০০৭-০৮]
ক. খরস্রোত
খ. ধারালো বর্শা
গ. তীব্র গতি
ঘ. তীক্ষ্ণ তীর
উত্তর: খ
০৬. ‘বারেক ভিড়াও তরী কূলেতে এসে।’ কাকে আহ্বান করা হয়েছে? [ক ইউনিট ২০০৪-০৫]
ক. নৌকার মাঝিকে
খ. অচেনা লোকটিকে
গ. কৃষককে
ঘ. বারেক নামের বালকটিকে
উত্তর: ক
০৭. ‘শ্রাবণগগন ঘিরে’ এর পরের চরণ কোনটি? [ক ইউনিট ২০০১-০২।
ক. শূন্য নদীর তীরে
খ. থরে বিথরে
গ. ঘন মেঘ ঘুরে ফিরে
ঘ. যত চাও তত লও তরণী পরে
উত্তর: গ
।। খ-ইউনিট।।
০৮. ‘তরুছায়ামসী-মাখা’ কোন রঙের প্রসঙ্গ? [খ ইউনিট ২০১০-১১]
ক. মেটে
খ. সবুজ
গ. কালো
ঘ. ধূসর
০৯. ‘সোনার তরী’ কবিতার পঙ্ক্তি সংখ্যা- [খ ইউনিট ২০০৭-০৮]
ক. ৪০
খ. ৪২
গ. ৪৬
ঘ. ৪৮
উত্তর: খ
।। গ-ইউনিট।।
উত্তর: গ
১০. ‘কোনো দিকে নাহি চায়’ এই পঙ্ক্তির আগের পঙ্ক্তি হলো [গ ইউনিট ২০২২-২৩)
ক. ঢেউগুলি নিরূপায়
খ. ভরা পালে চলে যায়
গ. ঢেউগুলি কোথা যায়
ঘ. দেখে যেন মনে হয় চিনি উহারে
উত্তর: খ
১১. নিচের কোন কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? [গ ইউনিট ২০১৩-১৪]
ক. বঙ্গভাষা
খ. বাংলাদেশ
গ. কবর
ঘ. সোনার তরী
উত্তর: ঘ
১২. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা।’ ‘কাটিতে কাটিতে’ কোন অর্থে ব্যবহৃত হয়?
[গ ইউনিট ২০১১-১২]
ক. নিরন্তরতা
খ. বিলম্ব
গ. সমাপ্তি
ঘ. সম্ভাবনা
উত্তর: ক
১৩. কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত’ এটি কোন কবিতার ভাবার্থ? [গ ইউনিট ২০১০-১১]
ক. জীবন-বন্দনা
খ. বঙ্গভাষা
গ. কবর
ঘ. সোনার তরী
উত্তর: ঘ
১৪. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সোনার তরী’ কবিতাটি যে স্থানে রচনা করেন তার নাম- [গ ইউনিট ২০০৬-০৭]
ক. শান্তিনিকেতন
খ. শিলাইদহ
গ. জোড়াসাঁকো
ঘ. খুলনা
উত্তর: খ
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ‘সোনার তরী’ কাব্যের কিছু কবিতা শাহজাদপুরে বসে লিখলেও নাম কবিতাটি লেখেন শিলাইদহে বসে।