- হৃদয় নিংড়ানো ভালোবাসার চিঠি।
- ভালোবাসার মানুষের কাছে কষ্টের চিঠি।
- একতরফা ভালবাসার চিঠি।
- বেদনার চিঠি।
- না বলা ভালোবাসার চিঠি।
1.হৃদয় নিংড়ানো ভালোবাসার চিঠি
তোমায় নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাবো..
দেখতে যাবো সমুদ্রের বিশালতা।
হাতে হাত রেখে দেখব সূর্য আর সমুদ্রের ডুবে যাওয়া প্রেম।
তুমি জানো!
সমুদ্র আর সূর্যে প্রেম কতটা গভীর?
কতটা দূরত্ব তাদের মাঝে।
তবুও দেখো ঠিক বেলা শেষে নিয়ম করে এক হয়ে মিশে দুজন।
তুমি কি বলবে এই মিশে যাওয়া কে?
ভালোবাসা?
নাকি লোক দেখানো!
___ রুদ্র
2.ভালোবাসার মানুষের কাছে কষ্টের চিঠি
ও প্রাক্তন শুনছো?
তুমি আমার জন্য আর একটু দোয়া করে দেবে প্লিজ? না মানে চলে যাওয়ার সময় বলেছিলে না যে “দোয়া করি আমার চেয়ে ভালো কেউ আসুক তোমার জীবনে” আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করে নিয়েছেন।
আলহামদুলিল্লাহ্ তোমার চেয়ে কয়েক হাজার গুণ ভালো একজনকে আল্লাহ আমায় হাদিয়া দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণঃ- আমার অসুস্থতায় সে আমার পাশে থাকতে না পেরে এক আকাশ পরিমাণ কষ্ট আর আফসোস বয়ে বেড়ায়। আর তুমি একগাল হেসে বলেছিলে, ঔষুধ খাও ঠিক হয়ে যাবে।
সেদিন অভিযোগ ছিলো, তুমি আমায় ঠ-কিয়েছো আর আজ অনুযোগ, তুমি ঠকিয়েছো বলেই আমি জিতে গেছি। স্ত্রী হিসেবে আমি সত্যিই জিতে গেছি। তোমার প্রতি কৃতজ্ঞতা প্রিয় প্রাক্তন।
সংগৃহীত
#হুমায়ুন_আহমেদের_২৬৫_টি_উপন্যাস_ও_গল্পের _বই_(pdf)_মাত্র_২০_টাকায়। #জাফর_ইকবালের_১৫৭_টি_বই_মাত্র_১০টাকায়, #সমরেশ_মজুমদার এর ১০৭টি বই Pdf ১০টাকা। শরৎচন্দ্রের ১০০টি বই pdf দাম ১০টাকা
পেতে নিচের লিংকে ক্লিক করুন
আমাদের ফেসবুক পেজ কিছু কথা কিছু হাসি ( ম্যাসেজ করুন )
৩.একতরফা ভালবাসার চিঠি
“যে পথে আমাদের দুইজোড়া পায়ের চিহ্ন আর একসাথে পড়লো না, সে পথ আগের মতোই আছে ; আমরা শুধু আলাদা পথ খুঁজে নিলাম !!
যে ঠিকানায় আমাদের ঘর হওয়ার কথা ছিলো, সে ঠিকানা আগের মতোই আছে ; আমরা শুধু আলাদা ঠিকানা খুঁজে নিলাম !!
ঐ পথে হাঁটতে গেলে মাঝে মাঝে পা দুটো অবশ হয়ে আসে, বলতে দ্বিধা নেই … তবু একবারও পেছন ফিরে তাকানো হয় না … যে ঠিকানায় নতুন ঘর হলো, সে ঘরে আধেক ভালোবাসার সাথে দু’ মুঠো হাহাকার যে ভেসে বেড়ায় না, তা কিন্তু না … তবু কখনো পুরোনো ঠিকানায় গিয়ে কড়া নাড়ার ইচ্ছে হয় না !!
যা কখনো আমার ছিলো না, তার জন্য এক মূহুর্তের শোকসভা আর বুকচেরা দীর্ঘশ্বাস – স্রেফ অতটুকুই মানায় … যার পথে আমি নিখোঁজ সংবাদ, যার ঘরে আমি যাযাবর – তার কাছে কখনো ফিরে আসা যায় না !!”
৪.বেদনার চিঠি
হুটহাট দম বন্ধ লাগে,নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অল্পতেই বিরক্তি চলে আসে, অস্থির লাগে, ভীষণ মন খারাপ হয়, এই ব্যপার গুলো সত্যি একান্তই নিজের।
কেউ বুঝতে চায় না ঠিক এমন না, কাউকে বলে বোঝানো যায় না ৷
© abir hossain
…………………
………………………..
গা পোড়েনি, জ্বর নয়,
তবুও বিস্বাদ মুখ।
আমাকে পেয়ে বসেছে,
তোমাকে দেখতে চাওয়ার দীর্ঘ অসুখ
___ রুদ্র গোস্বামী
……………..
………………………
আমি খুব গাঢ় ধ্বংসের ক্ষতচিহ্ন নিয়ে বুকের মাটিতে
পৃথিবীর মতো সুঠাম দাঁড়িয়ে থাকা অবিচল তনু
আমাকে এতটা অসহায়, এতো ম্রিয়মান ভাবো কেন?
___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
৫.না বলা ভালোবাসার চিঠি
আমার জন্য অস্থির হবার কেউ নাই
কিংবা অপেক্ষা করবার
আমি যদি রাত্তিরে না-ও ফিরি
সেই খবর একমাত্র কামিনীপুর জানবে
আর জানবে ঝুল বারান্দার গাছগুলা
অবশ্য যদি বৃষ্টি হয়, তবে তাদেরও আমাকে মনে করে কাজ নাই
খাদ্যজল পেয়ে গেলে কে কাকে অহেতুক মনে রাখে!
কামিনীপুরে কেউ থাকে না
এখানে কেউ আসেও না
বিস্ফোরিত জনসংখ্যার শহরে
আমি বেরিয়ে যাই চাবি হাতে
আবার রোজ রাতে তালা খুলে
ঢুকে পড়ি পিঁপড়ের মতোন
এইখানে মৃত্যু হলে-
শ্মশান হবে শোবার ঘর
বেলির সুবাস হবে আতর লোবান
অসংখ্য কামিনী ঢেকে দেবে উদ্ভিন্নযৌবনা দেহ
শেষ বিদায় দিতে কোনো অশ্রুসজল স্বজন থাকবে না
কারণ,
এইখানে,
এই কামিনীপুরে,
বাস করে এক স্বজনহীন অভাজন
যার ঘরে ফিরবার খবর হয় না কারো স্বস্তির কারণ
এক সদস্যের পরিবারে স্বয়ং নিজের জন্য অস্থির হই
ঘরে ফিরি
দোর লাগাই
দোর খুলি
আবার বেরিয়ে যাই
ফিরতে ফিরতে ভাবি, আজ বুঝি কোনো তালা ঝুলবে না
আজ কেউ ভেতর থেকে দরজা খুলে দেবে…
যদিও আমার জন্য অস্থির হয়ে কেউ অপেক্ষা করবার নাই!
কামিনীপুর