বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর
০১. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? (৩০তম বিসিএস)
ক. বীরবল
খ. ভিমরুল
গ. অনিলাদেবী
ঘ. যাযাবর
উত্তর: গ
০২. কত খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন? (২৭তম বিসিএস)
ক. ১৯১৬
খ. ১৯২৩
গ. ১৯৩৩
ঘ. ১৯০৩
উত্তর: খ
০৩. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? (২৪তম বিসিএস)
ক. পথের দাবী
খ. নিষ্কৃতি
গ. চরিত্রহীন
ঘ. দত্তা
উত্তর: ক
০৪. ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে? (২৩তম বিসিএস)
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ক
০৫. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক- (১১তম বিসিএস)
ক. বঙ্কিমচন্দ্র
খ. শরৎচন্দ্র
গ. তারাশংকর
ঘ. নজরুল ইসলাম
উত্তর: খ
ঢাকা বিশ্ববিদ্যালয়
।। ক ইউনিট।।
০৬. ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ক ইউনিট ২০২২-২৩/
ক. বঙ্গদর্শন
খ. চতুরঙ্গ
গ. ভারতী
ঘ. সাধনা
০৭. মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল- [গ ইউনিট ২০১৩-১৪]
ক. কালকেউটে খ. উদয়নাগ
গ. খরিশ গোখরো ঘ. চন্দ্রবোড়া
উত্তর: গ
উত্তর: গ
০৮. ‘বিলাসী’ গল্পে উনিশ শতকের সমাজ সংস্কারকের কথা বলেছেন তাঁর
নাম- [ক ইউনিট ২০১২-১৩]
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. অক্ষয়কুমার দত্ত
খ. রামমোহন রায়
ঘ. ভূদেব মুখোপাধ্যায়
উত্তর: ঘ
০৯. ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ‘ভারতী’ পত্রিকার কোন সংখ্যায়? [ ক ইউনিট ২০১১-১২]
ক. বৈশাখ ১৩২৫
গ. বৈশাখ ১৩২৬
খ. জ্যৈষ্ঠ ১৩২৫
ঘ. জ্যৈষ্ঠ ১৩২৬
উত্তর: ক
১০. ‘রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি?’ বিলাসী গল্পে কথাটি কার? [ক ইউনিট
২০০৯-১০]
ক. বিলাসীর
খ. ন্যাড়ার
গ. মৃত্যুঞ্জয়ের
ঘ. আত্মীয়ার
উত্তর: ক
১১. ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধের উল্লেখ রয়েছে কোন রচনায়? [ক ইউনিট ২০০৪-০৫]
ক. বিলাসী খ. হৈমন্তী গ. সৌদামিনী মালো ঘ. সাহিত্যে খেলা
উত্তর: ক
১২. ‘ধুচুনি’ হলো – [ক ইউনিট ২০০৪-০৫]
ক. বাঁশের ঝুড়ি
খ. মাটির পাতিল
গ. পিঠা
ঘ. চুলা
উত্তর: ক
১৩. ‘তাহার হাতের উলটা পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল।’ এখানে
কার হাতের কথা বলা হয়েছে? [ক ইউনিট ২০০০-০১]
ক. মৃত্যুঞ্জয়ের
খ. বিলাসীর
গ. ন্যাড়ার
ঘ. শাহজীর
উত্তর: ক
১৪. মৃত্যুঞ্জয়ের জাত কী ছিল? [ক ইউনিট ২০০০-০১]
ক.সদব্রাহ্মণ খ. কায়স্থ গ. শূদ্র ঘ. বৈশ্য
উত্তর: খ
১৫. ‘কাগজ তো ইঁদুরেও আনতে পারে’ বিলাসী গল্পে এই উক্তি কার? [ক ইউনিট ২০০৩-০৪]
ক. বিলাসীর
খ. মৃত্যুঞ্জয়ের
গ. খুড়ার
ঘ. মৃত্যুঞ্জয়ের বন্ধুর
উত্তর: খ
বাংলা
১৬. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মত’ এই উক্তি কার প্রসঙ্গে করা হয়েছে? ক ইউনিট ১৯৯৮-৯৯/
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. মৃত্যুঞ্জয়
ঘ. কুবের
উত্তর: খ
১৭. ‘মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপরে একেবারে চুপ করিয়া গেল।’ এই মেয়েটি হলো- (ক ইউনিট ১৯৯৬-৯৭)
ক. হৈমন্তী
খ. কুবেরের স্ত্রী
গ. আজরের স্ত্রী
ঘ. বিলাসী
উত্তর: ঘ
১৮. ‘সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল।’ উক্তিটি কার? [ক ইউনিট ১৯৯৫-৯৬]
ক. বিলাসীর
খ. মৃত্যুঞ্জয়ের
গ. খুড়ার
ঘ. গল্পকারের
উত্তর: ঘ
।। খ-ইউনিট।।
১৯. ন্যাড়া কোন বঙ্গের অনেক পল্লিতে অনেকদিন ঘুরে গৌরব করবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে? [খ ইউনিট ২০১২-১৩]
ক. পূর্ববঙ্গের
খ. পশ্চিমবঙ্গের
গ. উত্তরবঙ্গের
ঘ. দক্ষিণবঙ্গের
উত্তর: ঘ
২০. ‘বিলাসী’ গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচয়? [খ ইউনিট ২০০৮-০৯]
ক. ঔদার্যের
খ. মহত্ত্বের
গ. দান-ধ্যানের
ঘ. সংকীর্ণতার
উত্তর: ঘ
২১ . মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন- [খ ইউনিট ২০০৬-০৭/
ক. দশ-পনেরো বিঘা
খ. কুড়ি-পঁচিশ বিঘা
গ. পঁচিশ-তিরিশ বিঘা
ঘ. তিরিশ চল্লিশ বিঘা
উত্তর: খ
২২. ‘সহমরণ’ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত? [খ ইউনিট ২০০৫-০৬]
ক. বিলাসী
খ. হৈমন্তী
গ. অর্ধাঙ্গী
ঘ. সৌদামিনী মালো
২৩. শরৎচন্দ্রের বিলাসী গল্পে হুমায়ূনের বাপের নাম কী হয়েছিল? [খ ইউনিট ২০০০-০১]
উত্তর: ক
ক. বাবর
খ. আকবর
গ. শের খাঁ
ঘ. তোগলক খাঁ
উত্তর: ঘ
।। গ–ইউনিট।।
২৪. ‘বিলাসী’ গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কী করত? গ ইউনিট ২০১২-১৩)
ক. উৎসাহ দিত
খ. নিরুৎসাহিত করত
গ. বাধা দিত
ঘ. ভয় দেখাত
উত্তর: গ
২৫. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ বাক্যটি কোন গল্পের? [গ ইউনিট ২০১১-১২]
ক. হৈমন্তী
খ. যৌবনের গান
গ. একটি তুলসী গাছের কাহিনি
ঘ. বিলাসী
২৬. ‘উচ্ছুণ্ড্য’ শব্দের অর্থ- [গ ইউনিট ২০১১-১২]
ক. উচ্ছন্ন
খ. উৎসব
গ. উচ্ছৃঙ্খল
ঘ. উৎসর্গ
উত্তর: ঘ
২৭. কামঙ্কাটকা কোন মাছের দেশ নামে পরিচিত? [গ ইউনিট ২০১১-১২]
ক. ইলিশ
খ. ভেটকি
গ. রূপচাঁদা
ঘ. স্যামন
উত্তর: ঘ
২৮. ‘যাক, তাহার দুঃখের কাহিনিটি আর বাড়াইব না’ এ কথা কার প্রসঙ্গে বলা
হয়েছে? [গ ইউনিট ২০১০-১১]
ক. বিলাসী
খ. কলিমদ্দি দফাদার
গ. আব্দুল মজিদ
ঘ. হৈমন্তী
উত্তর: ক
২৯. ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’ উক্তিটির লেখক
কে? [গ ইউনিট ২০০৯-১০]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. দীনেশচন্দ্র সেন
গ. প্রমথ চৌধুরী
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ
৩০. ‘দেশের নব্বই জন নরনারীই ঐ পাল্ল গ্রামেরই মানুষ এবং সেইজন্য কিছু একটা আমাদের করা চাই-ই।’ উক্তিটি কোন লেখকের? [গ ইউনিট ২০০৮-০৯]
ক. কাজী মোতাহার হোসেন
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
৩১. কোন সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ডি.লিট, ডিগ্রি প্রদান করা হয়? [গ ইউনিট ২০০৭-০৮।
ক. ১৯২৬
খ. ১৯৩৬
গ. ১৯৪৬
ঘ. ১৯৩৮
উত্তর: খ
৩২. ‘রম্ভার কাঁদি’ শব্দের অর্থ গি’ ইউনিট ২০০৫-০৬।
ক. ব্যথিত
খ. অশ্রু সজল
গ. কলার ছড়া
ঘ. বেতের ছড়া
উত্তর: গ
৩৩. ‘স্নেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই’ কথাটি যে গল্প হতে নেয়া হয়েছে, তার নাম- [গ ইউনিট ২০০৫-০৬]
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. অর্ধাঙ্গী
ঘ. শকুন্তলা
উত্তর: খ
৩৪. ‘পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই।’ এ বাক্যে পথের দৈর্ঘ্য মাইলে প্রকাশ করতে বলতে হবে- [গ ইউনিট ২০০৮-০৫]
ক. দুই মাইল
খ. দুই মাইলের কিছু কম
গ. দুই মাইলের অনেক কম
ঘ. দুই মাইলের অনেক বেশি
উত্তর: ঘ
৩৫. ‘বিলাসী’ গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন- [গ ইউনিট ২০০৪-০৫]
ক. মানব প্রেমের অপূর্ব মহিমা
খ. সামাজিক সংকীর্ণতা
গ. সাম্প্রদায়িকতার বিষময় ফল
ঘ. সামাজিক অনৈক্য
উত্তর: ক
৩৬. “সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক”। উক্তিটির লেখক- [গ ইউনিট ২০০৪-০৫]
ক. শওকত ওসমান
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. জহির রায়হান
উত্তর: খ
৩৭. মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল? গ ইউনিট ২০০০-০১]
ক. অনাহারে
খ. সাপের কামড়ে
গ. নৌকাডুবিতে
ঘ. জ্বরে
উত্তর: খ
৩৮. ‘বিলাসী’ গল্পে কে কাকে অন্নপাপের জন্য দায়ী করেছে? [গ ইউনিট ২০০০-০১]
ক. মৃত্যুঞ্জয়ের লোভী খুড়া মৃত্যুঞ্জয়কে
খ. মৃত্যুঞ্জয় লোভী খুড়াকে
গ. ভূদেববাবু নারায়ণকে
ঘ. শ্রীকৃষ্ণ নারায়ণকে
উত্তর: ক
৩৯ . এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে, মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? এ অংশটুকু কোন গল্প থেকে নেওয়া হয়েছে? [গ ইউনিট ২০০০-০১।
ক. হৈমন্ত্রী খ. বিলাসী গ. যৌবনের গান ঘ. জীবন ও বৃক্ষ
উত্তর: খ
৪০. বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয়ী কতদিন শয্যাগত ছিল? [গ ইউনিট ১৯৯৮-৯৯]
ক. একমাস
গ. আড়াই মাস
খ. একমাস সাতদিন
ঘ. দেড় মাস
উত্তর: ঘ
৪১. শরৎচন্দ্র কোন সালে মৃত্যুবরণ করেন? [গ ইউনিট ১৯৯৫-৯৬]
ক. ১৯৩৭
খ. ১৯৩৮
গ. ১৯৩৯
ঘ. ১৯৪০
উত্তর: খ