১. কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা-
ক) বিকেলের নক্ষত্র
(খ) শাশ্বত রাত্রি
(গ) দূরতর দ্বীপ
ঘ) দারুচিনি বন
উত্তর গ
[তথ্য/ব্যাখ্যা: এই দূরতম দ্বীপ পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়।]
২. ‘মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
(ক) ইহলৌকিকতা
খ) ভাবালুতা
(গ) সাম্যবাদী চেতনা
(ঘ) পরাবাস্তববাদী চেতনা
উত্তর ক
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
তবে পাল খোলো, তবে নোঙর তোলো;
এবার অনেক পথ শেষে সন্ধানী
হেরার তোরণ মিলবে সম্মুখে জানি।
৩. উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে-
ক) অতীতের মোহমুগ্ধতা
(খ) দেশপ্রেমের চেতনা
(গ) সংকট উত্তরণের প্রত্যাশা
(ঘ) সমকাল নিয়ে হতাশা
উত্তর গ
৪. ‘হেরার তোরণ মিলবে সম্মুখে জানি’- উক্তির সাথে ‘সুচেতনা’ কবিতার কোন চরণের সাদৃশ্য লক্ষ করা যায়?
ক) এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য
খ) মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে
গ) সে অনেক শতাব্দীর মনীষীর কাজ
ঘ) শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়
উত্তর ঘ
৬. জীবনানন্দ দাশের কবিচেতনায় ‘সুচেতনা’ হলো- [ঢা. বো. ‘২২]
i. এক চেতনানিহিত আরাধ্য নারী-সত্তা
ii. এক শুভচেতনা
iii. জীবন্মুক্তির এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) ii ও iii
ঘ) i ও iii
উত্তর: গ
৭. বাংলা সাহিত্যে কে ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত?
ক) জসীমউদ্দীন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: গ
৮. জীবনানন্দ দাশের জন্মতারিখ কোনটি?
ক) ১৭ জানুয়ারি, ১৮৯৯
খ) ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯
গ) ২৭ জানুয়ারি, ১৮৮৯
ঘ) ২৭ ফেব্রুয়ারি, ১৮৮৯
উত্তর: খ
৯. কবি কুসুমকুমারী দাশ ও কবি জীবনানন্দ দাশের সম্পর্ক কী?
ক)ভাই-বোন
খ) মা-ছেলে
গ) দাদি-নাতি
ঘ) খালা-ভাগিনা
উত্তর: খ
১০. রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে কী বলে আখ্যায়িত করেছেন?
ক) প্রকৃতিময়
খ) চিত্ররূপময়
গ) স্বদেশ চেতনাময়
ঘ) নৈসর্গিক
উত্তর: খ
১১. কবি বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলন ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী কোন ধরনের কবিতার জন্য স্মরণীয়? (উচ্চতর দক্ষতা)
ক) রোমান্টিক কবিতা
খ) শহরকেন্দ্রিক কবিতা
গ) নিসর্গবিষয়ক কবিতা
ঘ) ইতিহাস-ঐতিহ্যনির্ভর কবিতা
উত্তর: গ
১২. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক) সাত ভাই চম্পা
খ) ধূসর পাণ্ডুলিপি
গ) সাতটি তারার তিমির
ঘ) বনলতা সেন
উত্তর: খ
১৩. ‘ঝরা পালক’ ও ‘ধূসর পান্ডুলিপি’ জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?
ক) নাটক
খ) কাব্যগ্রন্থ
গ) উপন্যাস
ঘ) ভ্রমণকাহিনি
উত্তর: খ
১৪. নিচের কোন আখ্যাটি জীবনানন্দ দাশের ক্ষেত্রে প্রযোজ্য নয়? (জ্ঞান)
ক) রূপসী বাংলার কবি
খ) ধূসরতার কবি
গ) নির্জনতার কবি
ঘ) সোনার বাংলার কবি
উত্তর: ঘ
১৫. জীবনানন্দ দাশ কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
ক) ৫০
খ ) ৫৫
গ) ৬০
ঘ) ৬৫
উত্তর: খ
১৬. কবি জীবনানন্দ দাশ কবে মৃত্যুবরণ করেন?
ক) ২২ অক্টোবর, ১৯৫৪
খ) ২২ আগস্ট, ১৯৫৪
গ) ২২ সেপ্টেম্বর, ১৯৫০
ঘ) ২২ অক্টোবর, ১৯৫০
উত্তর: ক
১৭. জীবনানন্দ দাশ কীভাবে মারা যান?
ক) হৃদরোগে আক্রান্ত হয়ে
খ) ট্রাম দুর্ঘটনায়
গ) যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে
ঘ) আত্মহত্যা করে
উত্তর: খ
১৮. কবিতায় সুচেতনাকে কবি কী বলেছেন?
ক) প্রিয়া
খ ) দূরতর দ্বীপ
গ) দূরতর নদী
ঘ) নিকটতম মানুষ
উত্তর:খ
১৯. দূরতর দ্বীপের অবস্থান কোথায়?
ক) সাগরে
খ) মহাসাগরে
গ) চাঁদের কাছে
ঘ) নক্ষত্রের কাছে
উত্তর: ঘ
২০. দূরতর দ্বীপে কোন বনানী রয়েছে?
ক) নারকেল
খ) সুপারি
গ) দেবদারু
ঘ) দারুচিনি
উত্তর: ঘ
২১. কবির মতে নির্জনতা কোথায় আছে?
ক) নদীর পাড়ে
খ) বনানীর ফাঁকে
গ) বনান্তে
ঘ) নক্ষত্রের কাছে
উত্তর: খ
২২. কবি বিকেলের নক্ষত্রের সঙ্গে কিসের কল্পনা করেছেন?
ক) দূরের নদীর
খ) দূরতর দ্বীপের
গ) মেঠোপথের
ঘ) পরপারের
উত্তর: খ
২৩. কবি নক্ষত্রের সঙ্গে দ্বীপের তুলনা করেছেন কেন?
ক) ভাবালুতার জন্য
খ) অল্প দূরত্ব বোঝাতে
গ) অনধিগম্য দূরত্ব বোঝাতে
(ঘ) কল্পনার আবেশে
উত্তর: গ
২৪. কবির মতে এই পৃথিবীর কী সত্য?
ক) বিফলতা
খ) সফলতা
গ) রণরক্ত সফলতা
ঘ) চলমানতা
উত্তর: গ
২৫. কবির মতে কোথাকার রণরক্ত সফলতা শেষ সত্য নয়?
ক) এ পৃথিবীর
খ) যুদ্ধক্ষেত্রের
(গ) জীবনযুদ্ধের
(ঘ) বহির্বিশ্বের
উত্তর: ক
২৬. ‘নির্জনতা’ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) প্রশান্তি
খ) জনমানবহীন
গ) হতাশা
ঘ) নিরাশা
উত্তর: খ
২৭. ‘রণরক্ত সফলতা সত্য’- কথাটি দ্বারা কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) যোগ্যতার জয়গান
খ) দূরতমের কামনা
গ) অস্তিত্বের জন্য সংগ্রাম
ঘ) রক্তাক্ত যুদ্ধ
উত্তর: গ
২৮. ‘তবু শেষ সত্য নয়’- কথাটি দ্বারা কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) অবিশ্বাসী
(খ) উদারতা
গ) সন্দেহপ্রবণতা
(ঘ) মানবিকতা
উত্তর: ঘ
২৯. অস্তিত্বের সংগ্রামই শেষ কথা নয়- সর্বোপরি মানবিকতার প্রয়োজন আছে- এমন ভাব প্রকাশ পেয়েছে কবিতার কোন চরণে?
ক) সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ
খ) বিকেলের নক্ষত্রের কাছে
গ) তবু শেষ সত্য নয়
ঘ) এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে
উত্তর: গ
৩০. ‘এই পথ’ বলতে কবি কোন পথের কথা বলেছেন?
ক) দারুচিনি-বনানী
খ) শুভ চেতনা
(গ) শিশিরস্নাত
ঘ) শাশ্বত রাত
উত্তর: খ
৩১. কবি কাকে ভালোবাসা দিতে গিয়েছেন?
ক) পৃথিবীর মানুষকে
খ) বনের পাখিকে
গ) বনানীকে
ঘ) দ্বীপকে
উত্তর: ক
৩২. কবি কিসের সঙ্গে রূঢ় রৌদ্রের তুলনা করেছেন?
ক) মানবসভ্যতাকে
খ) কবির চেতনাকে
গ) বিক্ষুব্ধ সমকালকে
ঘ) মানুষের জীবনকে
উত্তর: গ