১. কবির বুকে যে কবর বাঁধে, কবি তার –
ক. প্রাণ ভরে দেন
খ. বুক ভরিয়ে দেন
গ. মন ভরে দেন
ঘ. জীবন ভরে দেন
উত্তর: খ
২. যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে কবি তার মুখখানি কী করেন?
ক. নিরন্তর সাজান
খ. প্রতিদিন সাজান
গ. প্রতি প্রভাতে সাজান
ঘ. ইচ্ছেমতো সাজান
উত্তর: ক
৩. কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত?
ক. জ্ঞান অর্জন
খ. হানাহানি
গ. পরার্থপরতা
ঘ. ক্ষুদ্র স্বার্থ
উত্তর: গ
৪. কবির কণ্ঠে কিসের বিপরীতে প্রীতিময় পরিবেশ সৃষ্টি হয়েছে?
ক. প্রতিশোধ-প্রতিহিংসার
খ. আশা-ভালোবাসা
গ. অনিষ্টকারীর ভালোবাসা
ঘ. ক্ষমার
উত্তর: ক
৫. কবি কাকে ক্ষমা করে দিয়েছেন?
ক. সুখী ব্যক্তিকে
খ. বন্ধুকে
গ. সুন্দরকে
ঘ. অনিষ্টকারীকে
উত্তর: ঘ
৬. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত? [৩০তম বিসিএস]
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা
ঘ. মাত্রাবৃত্ত
উত্তর: ঘ
৭. তরুছায়াময়ী-মাখা গ্রামখানি কোথায় আঁকা? [ক ইউনিট ২০২২-২৩]
ক. এপারেতে
খ. নদীকূলে
গ. পরপারে
ঘ. শূন্য নদীর তীরে
উত্তর: গ
৮. ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ বলতে প্রতীকী অর্থে কী বোঝানো হয়েছে? [ক ইউনিট ২০১৩-১৪]
ক. কবির ব্যক্তিসত্তা
খ. মহাকাল
গ. কালস্রোত
ঘ. কবির সৃষ্টিকর্ম
উত্তর: গ
৯.‘খরপরশা’ শব্দের আভিধানিক অর্থ – [ক ইউনিট ২০০৭-০৮]
ক. খরস্রোত
খ. ধারালো বর্শা
গ. তীব্র গতি
ঘ. তীক্ষ্ণ তীর
উত্তর: খ
১০. ‘শ্রাবণগগন ঘিরে’ এর পরের চরণ কোনটি? [ক ইউনিট ২০০১-০২।
ক. শূন্য নদীর তীরে
খ. থরে বিথরে
গ. ঘন মেঘ ঘুরে ফিরে
ঘ. যত চাও তত লও তরণী পরে
উত্তর: গ
১১. ‘রচিয়া লহ না আজও গীতি’ – এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত? কি ইউনিট ২০১০-১১]
ক. নিষেধ
খ. অনুরোধ
গ. আদেশ
ঘ. তিরস্কার
উত্তর: খ
১২. ‘কুহেলী উত্তরী তলে — সন্ন্যাসী’ উদ্ধৃতির শূন্যস্থানে বসবে- [খ ইউনিট ২০১৯-২০]
ক. মাঘের
খ. পৌষের
গ. শীতের
ঘ. ফাল্গুনের
উত্তর: ক
১৩. ‘ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারিত লভেনি কি -‘ শূন্যস্থানে কী হবে? গি ২০১৫-১৬]
ক. বসন্তের সাজ
খ. ঋতুর সাজ
গ. ঋতুর সাজন
ঘ. ঋতুর রাজন
উত্তর: ঘ
১৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? [গ ইউনিট ২০১৪-১৫]
ক. মোহাম্মদী
খ. কল্লোল
গ. সওগাত
ঘ. নওরোজ
উত্তর: ক
১৫. কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন?
ক. আকাঙ্ক্ষার
খ. বাস্তবতার
গ. স্বপ্নের
ঘ. ইচ্ছায়
উত্তর: গ
১৭ ‘আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব’ কোন দিকটি প্রকাশ পেয়েছে? – চরণটিতে কবি মনের
ক. আনন্দ
খ. বিস্ময়
গ. শঙ্কা
ঘ. হতাশা
উত্তর: গ
১৮. ‘লৌহখণ্ডকে প্রজ্বলিত করা’ – অর্থ কী?
ক. লৌহ উত্তপ্ত করা
খ. যুদ্ধ করা
গ. সাহসের সাথে অস্ত্র শান দেওয়া
ঘ. ভূমি কর্ষণের উপযোগী লোহা তৈরি করা
উত্তর: খ
১৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক. বাঙালির হাজার বছরের ইতিহাস
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
গ. বাংলাদেশের ভাষা আন্দোলন
ঘ. বাঙালির দুঃসাহস
উত্তর: ক
২০. সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করলে মুক্তি অনিবার্য, কারণ –
ক. শক্তির আধার হওয়ায়
খ. শত্রুদের ভয় হওয়ায়
গ. প্রচণ্ড উত্তাপ থাকায়
ঘ. তার আশীর্বাদ থাকায়
উত্তর: ক
২১. কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন? [খ ইউনিট ২০১৯-২০]
ক. দৈনিক স্বাধীনতা
খ. পূর্বাশা
গ. আজাদ
ঘ. সওগাত
উত্তর: ক
২২. কোন পঙক্তিটি ‘আঠারো বছর বয়স’ কবিতায় নেই? [গ১ ইউনিট ২০১৬-১৭]
ক. আঠারো বছর বয়স দুর্নিবার
খ. আঠারো বছর বয়স ভয়ংকর
গ. আঠারো বছর বয়সের নেই ভয়
ঘ. আঠারো বছর বয়স যে দুর্বার
উত্তর: ক
২৩. ‘আঠারো বছর বয়স জানে না কাঁদা’- কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত
করেছেন? [ঘ৩ ইউনিট ২০১৬-১৭]
ক. শক্তিমত্ততা
খ. দুঃসাহস
গ. কর্মপ্রাণতা
ঘ. আত্মপ্রত্যয়
উত্তর: ঘ
২৪. আঠারো বছর বয়স স্টিমারের মতো কীসের বেগে চলে? [ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিট, ২০২০-২১]
ক. বাষ্পের
খ. তুফানের
গ. ঢেউয়ের
ঘ. ঝড়ের
উত্তর: ক
২৫. ‘আঠারো বছর বয়স’ কবিতার সর্বশেষ চরণ কোনটি? [ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ, বাণিজ্য ইউনিট ২০২০-২১]
ক. এ বছর তবু নতুন কিছু তো করে
খ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
গ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে
ঘ. এ বয়সে তাই নেই কোনো সংশয়
উত্তর: গ
২৬. “বিদ্রোহী” কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? [জাবি C ইউনিট ২০২২-২৩/
ক. ইস্রাফিলের
খ. অর্ফিয়াসের
গ. শ্যামের
ঘ. শুদ্ধ খওগ
উত্তর: ঘ
২৭. “বিদ্রোহী”- কবিতায় “অর্ফিয়াস” এর পিতা কে ছিলেন? [রাবি A ইউনিট (গ্রুপ – ১) ২০২২-২৩]
ক. জিউস
খ. ইগ্রাস
গ. প্রমেথিউস
ঘ. সিসিফাস
উত্তর: খ
২৮. ‘বিদ্রোহী’ কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম কী? [রাবি A ইউনিট ২০২২-২৩/
ক. ইন্দ্রানী
খ. তিয়াসা
গ. পূরবী
ঘ. অনসূয়া
উত্তর: ঘ
২৯. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হলো –
[BUP (FSSS ইউনিট) ২০২২-২৩]
ক. পুরাণ
খ. ইতিহাস
গ. ঐতিহ্য
ঘ. সবগুলো
উত্তর: ঘ
৩০. ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [চবি মানবিক ইউনিট ২০২২-২৩]
ক. বিজলী
খ. সওগাত
গ. মোসলেম ভারত
ঘ. প্রবাসী
উত্তর: ক