বউ আমার লক্ষী সোনা
–তাওহীদ হোসেন
বউ আমার লক্ষী সোনা
একটু আমায় বোঝ !
কাজের চাপে পাই না সময়
ক্যামনে নিতাম খোঁজ।
সুযোগ পেলেই সাধ্যমত
করি যোগাযোগ।
আমি নাকি নেই না খবর
তোমার অভিযোগ !
আসলে কি হইছে জানো?
কাজের ভীষন চাপ।
শুক্রবারেও পাই না ছুটি
করি অনুতাপ !
সত্যি কথা বলতে তোমায়
ভীষন মনে পড়ে।
তোমার জন্য দূর প্রবাসে
মন যে কেঁদে ফিরে !
মর্ম দোষে কর্ম করি
ভাগ্যও খেলা করে।
ভাগ্য কেবলই আপন ঘড়ি
সময়ই বদলাতে পারে।
চিত্ত করার পাই না সুযোগ
কাজ করে যাই নিত্য।
ওসব কি আর আমার জন্য
আমি যে মধ্যবিত্ত।।
উৎস : কবিতা টি আমার এক প্রবাসী বন্ধুর জন্য লিখা। সেই কবিতার বাস্তবতার নায়ক। আমি আমার ক্ষুদ্র চিত্তে শুধু কিছু ছন্দ যোগ করেছি মাত্র।