- মিস করার কবিতা
- প্রেমিকাকে মিস করার কবিতা
- অনেক বেশি মিস করি
- কাউকে মিস করার স্ট্যাটাস
- খুব মিস করি তোমায় কবিতা।
১.মিস করার কবিতা
আমাদের আবার দেখা হোক।
গ্রীষ্মের তপ্ত দুপুরে
তৃষ্ণায় ছটপট করা পথিকের মতো
মাঘের শীতে কাবু হওয়া
পথচারীর মতো
শ্রাবণের মুষল ধারায়
ভিজে যাওয়া পাখির মতো
মনের অবস্থা হোক আমাদের।
আমাদের আবার দেখা হোক।
আন্দোলনরত শত মানুষের ভীড়ে
অচেনা কোন রাস্তার মোড়ে
লাঠি হাতে পুলিশের প্রতিরোধের মাঝে
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কোন জনপদে
সব হারানো বুড়ির আহজারির মাঝে!!
আমাদের আবার দেখা হোক
আমাদের মাঝে কথা হোক
মনের দুরত্ব কমে শূন্য তে আসুক
সবল নিউক্লিয় বল ক্রিয়া করুক।
___কাজী শাব্বির আহমেদ
২. প্রেমিকাকে মিস করার কবিতা
যখন তুমি আমার ছিলে, একবার
“তোমাকে খুব মিস করছি”
কথাটা শুনলেই আমার সমস্ত মন আবেশে পুলকিত হয়ে যেত,আমার বুকের ভেতর মৃদু কম্পন হতো।।
তারপর তোমাকে ছাড়া কাটানো দিনগুলোতে আবারও খুব করে চাইতাম তুৃৃমি অন্তত একটিবার “মিস করছি “
কথাটা বলো।
কিন্তু আমার চাওয়াটা পূর্ণ করতে তুমি কখনো আসোনি।
তারপর অনেকগুলো সময় কেটে গেছে।
আমিও আর শুনতে চাইনা “মিস করছি ‘
কথাটা।
কিন্তু হঠাৎ করেই একদিন তুমি ফোন দিয়ে বললে,”খুব মিস করছি তোমায়।”
খেয়াল করে দেখলাম,আমার বুকের ভেতর মৃদু কম্পন হলোনা,আর আবেশে পরিপূর্ণও হলোনা আমার মন।।
বরং এক ধূসর আস্তরণ পড়ে মৃদু হেসে বললাম,”বড্ড হাসালে আমায়।”
#মিস করছি
সংজ্ঞা
৩.প্রেমিকাকে মিস করার কবিতা
তুমি যে আমাকে মিস করো তা আমি বুঝি।
আমাকে ছাড়া যে তোমার বিষন্ন লাগে,
অকারণে মন খারাপ হয়, কোন কিছুই ভালো লাগে না!
তা আর বলার অপেক্ষা রাখে না যে, তুমি ভালো নেই!
অথচ অভিমান ভেঙে বলো না।
এইযে আমাকে ভেবে তুমি এলোমেলো হয়ে যাও,
মাঝ রাতে হুট হাট তোমার ঘুম ভেঙে যায়,
আমি কি করছি? কেমন আছি?জানতে ইচ্ছে করে!
সেই রাতে তোমার আর ঘুম হয় না আমি জানি।
কতো কি যে ভাবতে ভাবতে রাত ভোর করে দাও,
অথচ রাত জাগতে তোমার ভালো লাগে বলে মিথ্যে বাহানা দাও,
অথচ অভিমান ভেঙে বলতে পারো না,,
আমার সাথে কথা না বলে যে তুমি ঘুমাতে পারো না।
চারপাশটা খুব খালি খালি লাগে তোমার,
ইনবক্সে টুংটাং শব্দ হয় না আর
তোমাকে অবাক করে দিতে আমিও আর পাগলামি করিনা।
বুকের মাঝে একটা ঝড় বয়ে যায়, ছন্নছাড়া লাগে নিজেকে,
নিদিষ্ট একটা মানুষের অভাব যেনো,
কোন কিছুতেই পূরণ হয়না তোমার!
অথচ তোমার অভিমানে কাছে সব অনুভূতি হেরে যায় বারংবার।
কি দোষ ছিলো আমার? সেই প্রশ্ন আর নাই বা করলাম,
পার্থনা তবু ভালো থাকা হোক তোমার।
— পারভীন ইসলাম।
৪.অনেক বেশি মিস করি
মিস করি
সন্ধা হলে মায়ের মুখে
পড়তে বসো মিস করি,
বৃষ্টি এলে টিনের চালে
ছন্দ ভীষন মিস করি।
খেতে বসে সবাই মিলে
খুনসুটি খুব মিস করি।
ক্লাসের পরে ঝালমুড়ি
আর বাদাম ভাজা মিস করি।
গরম গরম জিলিপি ,
পাপড় গুলো মিস করি ।
পুকুরে নেমে কাদা জলে
হুটোপুটি মিস করি।
বেঁচে আছি না মরে গেছি?
জীবন টা খুব মিস করি।
৫.খুব মিস করি তোমায় কবিতা
মন খারাপ
——————
অভিনয়ে ভালো থাকা,
মুখোশ খুললেই সব চাপ,
একলা রাতে মিস করলে,
বালিশ ভিজোই চুপ চাপ।
বাকি সব একই আছে,
দেরাজ জুড়ে মন খারাপ,
সারারাতই ঘুম আসেনা,
মন জুড়ে তাই নিম্নচাপ।
গুমোট করে আকাশ বুকে,
দম আটকানো খুব তাপ,
ডায়েরি জুড়ে লিখে রাখি,
আমার ভীষণ মন খারাপ।
©সোম