১. বড়দের প্রেমের কবিতা
আমি এমন একজনকে চাই
আমি এমন একজনকে চাই
যে আধুনিক যুগের মেয়েগুলোর গাঢ়
মেকাপ দেখে বলুক,
ওটা তো শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য
মনের সৌন্দর্যের জন্য নয়।
যে বলবে, শাড়ি পড়লেই
ম্যাচিং গহনা পড়তে হবে না,শুধু
ওই হরিণী চোখে লেপ্টে দেয়া কাজল আর
কপলে রক্তিম বর্ণের সূর্য এঁকে দিলেই হবে।
আমি এমন একজনকে চাই, যে বলুক
আমার জন্য উঁচু জুতো পড়তে হবে না কিংবা
চুলে রঙ মাখতে হবে না।
তুমি যেভাবে আছো, আমি সেভাবেই আমার
বুকের বা পাশটায় জড়িয়ে রাখবো।
গায়ে শ্যাম বর্ণ, কপালে ব্রণের দাগ
আমি এমন একজনকে চাই, যে ওই
কপালের দাগটায় ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিয়ে বলবে, “ভালোবাসি”
আমার অতীত, বর্তমান,সব
সব কিছু ছুড়ে ফেলে দিয়ে যখন বলবে,
চলো তো দুজনে একটু হারিয়ে যাই
এতো উদাস হয়ে কেউ থাকে?
আমি এক চিলতে হেসে বলবো,
“আমি এমন একজনকেই চাই।”
©মুনিয়া আক্তার
২. প্রেমের অনু কবিতা
তোমাকে ঠিক ততোটাই ভালোবাসি,
যতোটা ভালোবাসলে নিজেকে ভোলা যায়।
তোমাকে ঠিক ততোটাই চাই,
যতোটা চাইলে পরকালে ও পাওয়া যায়।
_____ আস্থা আয়াত
৩.গভীর প্রেমে ফেলার কবিতা
অপেক্ষা_সঠিক_মানুষের_জন্য
যে তোমাকে ভালোবাসবে,
সে তোমার সমস্তটা জেনেই ভালোবাসবে।
তুমি কালো হও কিংবা ফর্সা
খাটো কিংবা লম্বা!
যে তোমাকে ভালোবাসবে,
সে তোমার ভালো, খারাপ
সব দিকগুলোকেও ভালোবাসবে।
তোমার ভালো দিকগুলোতে মুগ্ধ হবে,
আর খারাপ দিকগুলো শুধরে দিবে।
এই রঙিন দুনিয়ায় ঝমকালো রঙ খুঁজতে গিয়ে,
সাদামাটা রঙটাকে হারিয়ে ফেল না।
নইলে দেখবে যা তোমার উপযুক্ত ছিলো,
তা তুমি সঠিক সময়ে ব্যবহার করতে পারোনি।
আধুনিক যুগের পোশাক দেখে
তুমি মানুষ খুঁজতে যেও না,
একটা খাঁটি মনের মানুষ খুঁজো
হলে হোক না সে খুবই সাধারন!
তবুও আধুনিক পোশাকের মধ্যে ডুবে যেও না।
যুগের সাথে তাল মিলিয়ে বয়ফ্রেন্ড খুঁজতে যেও না,
অপেক্ষা করো যে হবে তোমার প্রেমিক।
সম্পর্কের মধ্যে ব্রেকআপ বলে কিছু থাকবে না,
যদিও কখনো আলাদা হওয়ার কথা উঠে
তবে হলে হোক বিচ্ছেদ।
শুধু আস্থা রাখতে হবে সময়ের উপর,
অপেক্ষা করতে হবে সঠিক মানুষের জন্য।
©মুনিয়া আক্তার
৪.আবেগি প্রেমের কবিতা
আমরা হাঁটছি না হাত ধরে
দেখছি না প্রতিদিন,
তবুও চোখ বন্ধ করলেই হৃদয়ের
খুব কাছে তুমি,
নিঃশ্বাসের প্রতিটি ছোঁয়ায়।
~ চারুলতা
৬. বিদেশি প্রেমের কবিতা
আমি তো তোমার প্রেমে পড়তে চাই নি,
তোমায় ভালোবাসতে চেয়েছি।
তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই নি,
তবে হ্যা,তোমায় নিয়ে শতাব্দী পার হতে চেয়েছি।
আমি তোমার প্রেমিকা হতে চাই নি,
হতে চেয়েছি শুদ্ধতম ভালোবাসার মানুষ।
যাকে পাশে নিয়ে জীবনের শেষ সূর্যদ্বয় দেখা যায়।
_______ আস্থা আয়াত
৭.লুকানো ভালোবাসা কবিতা
বুঝতে দেই না কতটা বুঝি তোমায়,
জানতে দেই না কতটা ভালবাসি তোমায়।
তুমি বুঝবে না কখনও কতটা মনে রাখি তোমায়।
~ চারুলতা