প্রথমে তারা সমাজতন্ত্রীদের গ্রেফতার করতে এসেছিল, এবং আমি নির্বাক ছিলাম —
কারণ আমি সমাজবাদী ছিলাম না।
তারপরে তারা ট্রেড ইউনিয়নবাদীদের গ্রেফতার করতে এসেছিল, এবং আমি নির্বাক ছিলাম —
কারণ আমি ট্রেড ইউনিয়নবাদী ছিলাম না।
তারপরে তারা ইহুদীদের গ্রেফতার এসেছিল এবং আমি কোন কথা বলি নি —
কারণ আমি ইহুদি ছিলাম না।
এরপর একদিন তারা আমাকে গ্রেফতার করতে এলো — তখন আমার পক্ষে কথা বলার মতো কেউই অবশিষ্ট ছিল না।
(First they came) Lutheran pastor Martin
ইতিহাস থেকে শিক্ষা নিন, অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। সেটা যার বিরুদ্ধেই হোক।
2. Fb bangla status about life
অতি সহজে মোবাইল ফোন-ইন্টারনেটে পাওয়া এই প্রজন্মটা নষ্ট জিনিসে এত অনাবিল আনন্দ পায় যা বলার না।
অজস্র উদাহরণ আছে।
কিছুদিন আগে রবীন্দ্রনাথের একটা গানকে “শালা, বাড়া” ইত্যাদি দিয়ে গাওয়া হলো।
প্রজন্ম এত মজা পেলো।
ফেসবুকে, আড্ডায়, রাস্তায় মন খুলে গাইতে লাগলো-
– ছালা (শালা) চাঁদ উঠেছিলো গগনে।
– বাড়া চাঁদ উঠেছিলো গগনে।
“ব্যাচেলর পয়েন্ট” নাটকের অশ্লীলতাগুলো প্রজন্মের কাছে কী যে জনপ্রিয়তা পেলো। পতিতার ছেলে বলে গালি দেওয়াটা যেন ফরজ হয়ে গেলো তাদের কাছে।
চরম জনপ্রিয় হলো সস্তা খিস্তির এসব নাটক।
নাটকের গ্রুপগুলোতে এই নাটক নিয়ে কিছু বলা যায় না। প্রজন্ম হামলে পড়ে।
কিছু বলা যেন পাপ।
মারজুক রাসেল লাখ লাখ ফলোয়ার মেইনটেইন করতেছে খিস্তিখেউড় করে।
সে যত বেশি খিস্তি করে, প্রজন্ম তত বেশি মজা পায়।
ভাষার ব্যবহারের কতটা যে অধঃপতন, তা বলার অপেক্ষা রাখে না।
কদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো।
এক লোক ডাকাত ধরেছে।
তাই সে শাহীনকে বলেছে, “এই নটির ছেলেকে ধর।”
আর তাতেই কাজ সারা।
প্রজন্ম এত মজা পেলো। যেন কী সুন্দর সুস্থ এক বিনোদন৷ শুরু করলো ফেসবুকে দেদারসে “নটির ছেলে” বলে বিনোদন নেওয়া।
ছেলে কেমন সেটা ফ্যাক্ট না। সকল গালি খেলো ছেলেটির মা “নটি”। নটির ছেলে বলে বলে কী অনাবিল আনন্দে ভেসে গেলো সবাই।
আমি অবাক হই।
মানুষের রুচিবোধ, মনন, সৌন্দর্যবোধ, লজ্জাবোধ কোথায় চলে যাচ্ছে দিনকে দিন!
3. fb status bangla attitude
কাউকে জড়িয়ে ধরলে শক্ত করে ধরবেন। যতক্ষন ইচ্ছা ধরে রাখবেন। কারন হতে পারে সেটাই শেষ জড়ায়ে ধরা৷ আমরা তো আর জানিনা, কোনটা শেষ। এজন্য প্রতিবারই শেষ মনে করে জড়ায়ে ধরবেন।
দুনিয়াতে এই একটা জিনিস একজন স্পেসিফিক মানুষের থেকে পাওয়ার অভাবে আমরা কি বাজেভাবে হেরে যাই আমরা কাউকে বলতে পারিনা।
আমরা সেই মানুষের সামনে গিয়ে এও বলতে পারিনা আমাকে একটু জড়ায় ধরো, আমার খুব খালি খালি লাগে তোমাকে ছাড়া!
4.bad boy attitude status bangla
– আমার একটা সপ্ন আছে। সপ্নটি হলো মেয়ে জ্বী’ন বিয়ে করার। শুনেছি জ্বী’নরা নাকি যেকোনো মানুষের অবিকল রূপ ধারণ করতে পারে। এরকম হলে ম*ন্দ কি? জ্বী’ন বউকে একদিন বলবো আজ সেলেনা গোমেজের রূপ ধরে আমার কাছে আসো,
আরেকদিন বলবো ক্যাটরিনার রূপ ধরে আসো, কখনো বলবো ঐশ্বরিয়া, কখনো বা মনিকা বেলুচি, অথবা এমা ওয়াটসন।
আহ্ কি সুন্দর জীবন!আর কি লাগে! এক ঢিলে শত পাখি।
part 2
“পুরুষ মানুষ বিয়ের আগে বন্ধুদের ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডরে টাইম দেয়৷
আর বিয়ের পরে বউরে ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবরে টাইম দেয়।”
-আশিক মর্তুজা
মতামতঃ ১০০% সঠিক কথা।
5.bad girl status bangla
বিয়ে হয়েছে আজ ০৭ মাস। প্রায়ই রাতে ঘুম ভে/ঙে দেখি হাজবেন্ড আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। একদিন কথায় কথায় জানতে চাইলাম, তুমি রাত্রে বেলা না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকো ক্যানো.! জবাবে আমার সাহেব বললো, আমাদের অনেক দেরি করে পরিচয় হলো, তাইনা শান্তা? আরো আগে পরিচয় হলে আরো বেশি তোমাকে দেখতে পারতাম। এতোদিন তো দেখা দাওনি এখন তাকিয়ে থেকে থেকে আগের গ্যাপ গুলা পূরন করি।
কথাটা শোনে সত্যি সত্যি ই চোখে পানি চলে আসলো আপুরা। এতোটা ভালোবাসা পাবো স্বপ্নেও ভাবিনাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া ।
আসলে বিয়া টিয়া কিসু ওই নাই।কোন কাজ নাই, তাই শুয়ে শুয়ে আজাইরা এসব চিন্তা করতেসি।। তাতে কি আবেগে তো ঠিক ই কাইন্দালছি। এখন আমি চোখ মুছে আসি টাটাহ্।
part 2
আজকাল মেসের বুয়ারও গার্লফ্রেন্ডের মত রিয়েক্ট করে।
বুয়া কে বললাম : খালা, ইদানীং রান্না মজা হইতেছে না।
একটা দীর্ঘশ্বাস নিয়ে বললো : বুঝছি মামা, আপনে আমার থেকে বেটার কাউরে ডিজার্ভ করেন…