- ভালোবাসার ছোট কবিতা।
- হৃদয়ের বন্ধন কবিতা।
- একতরফা ভালোবাসা নিয়ে কবিতা।
- রাতে ঘুম না আসার স্ট্যাটাস।
- চাপা কষ্টের স্ট্যাটাস।
১.ভালোবাসার ছোট কবিতা
তুমি আমার প্রেমিক হবে?
শব্দহীন সাদা পাতায় নীলকণ্ঠে চিঠি পাঠাবো,
তুমি আমার প্রেমিক হবে?
নিকোটিনের স্বাদ নেওয়া ঠোঁটে চুমু একে দিবো!
একটা ঘুম স্বপ্ন দেখাবে?
পাথরের ন্যায় মসৃণ যেন ফুল না ফুটে,
একটু হারানো আশা দিবে?
তোমাতে মিশে গিয়ে যেন মন আতঙ্কে না উঠে!
বেলাশেষে তুমি আসবে?
আমার ভাঙা জানালায় কাচের টুকরো আহত,
তুমি এসো প্রেমিক!
না হয় তোমার লালসার অনুভূতি করে উজ্জীবিত!
নিস্তব্ধ রাত্রিতে এসো;
ভোজনপ্রিয় কামনার প্রেমে মাতবো দুজনায়,
শশ্মান পাখি হয়ে এসো,
তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার শহরে অন্ধকার ছড়ায়!
©Tanjina
২.হৃদয়ের বন্ধন কবিতা
প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর যার কথা সবার আগে মনে পরে বুঝবেন তাকে আপনি অনেক ভালোবাসবে ফেলেছেন!
কারণে অকারণে যার কথা আপনার ভাবনার জগত জুরে ভেসে বেরায় বুঝে নিয়েন তাকে আপনি ভালোবাসতে শুরু করেছেন
কাজ থামিয়ে হুট করেই মাঝে মাঝে যদি কারো ভাবনায় হারিয়ে যান বুঝে নিয়েন সে আপনার ভাবনাকে নিয়ে নিতে শুরু করেছে
ফোনে হাত দিয়েয় সবার আগে যার মেসেজর আশা করেন সে নিশ্চই আপনার কেউ একজন হয়
কারো সাথে যদি কথা বলার প্রবল ইচ্ছা জাগে তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন,
কিংবা একদিন কথা বলতে না পার ছটফটানি টা ভালোবাসা ছাড়া আর কি হতে পারে
তার কোনো কষ্টের কথা শুনে রিদয়ে চিন চিন ব্যাথা অনুভব করার নাম ভালোবাসা ছাড়া আর কি দেয়া যায়
যাকে একবার কাছে পাবার জন্য আপনার মন উতলা হয়ে আছে,তাকে কি করে ভালোবাসেন না বলবেন
কিংবা যাকে দেখার জন্য দুচোখ অপলক হয়ে আছে তাকে ভালো তো অবশ্যই বাসেন
মাহমুদ
৩.একতরফা ভালোবাসা নিয়ে কবিতা
মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ফোনের ওপাশ থেকে হ্যালো বলার মত কেউ নেই
.
অফিস থেকে ঘামে ভেজা শরীর নিয়ে বাসায় ফিরলে
আমার অধর ছুঁয়ে দেয়ার মত কারো আঁচল নেই
.
আমার অপেক্ষায় রোদে পুড়ে দাঁড়িয়ে লাল হয়ে থাকার মত কেউ নেই
.
রিক্সায় পাশাপাশি বসে হঠাৎ কোনো মেয়ের দিকে চোখ গেলে
বিপরিতে আমাকে রাগে অভিমানে খুন করার মত কারো ইচ্ছে নেই
.
পার্কের কোনার বেঞ্চে বসে দশ টাকার বাদাম আর নুনে বিকেল দেখার মত কেউ নেই
.
আমার সামান্য জ্বরে অস্থিরতা নিয়ে একটু পর পর কপাল ছুঁয়ে দেবার মত কেউ নেই
.
কারো বুকের বাঁ পাশে উড়বার মত আমার একটা আকাশ নেই
.
আমার লেখা কবিতাগুলো পড়ে নূন্যতম “খুব পচা” হয়েছে বলার মতো কেউ নেই
.
খানিক ভুলে নিকোটিনে চুম্বন আঁকলে কারো চোখ রাঙানো শাসন নেই
.
মাঝেমাঝে আমার কাছে কারো লাল চুড়ি কিনে দেবার বায়না নেই
.
কখনো রাত করে বাসায় ফিরলে দরজার ওপাশে আমার জন্য না খেয়ে খাবার নিয়ে বসে থাকার মত কেউ নেই
.
বৃষ্টির ফোটা এসে আমার চশমাটা ঘোলাটে হলে তা মুছে দেয়ার মত কেউ নেই
.
কারো শেষ রাতের জেগে থাকা প্রার্থনায়ও আমি নেই
.
আমার শুধু এত এত নেই নেই হাহাকার!
কেন জানো?
কারন, আমার যে একটা “প্রিয়তুমি” নেই!
#কবিতাঃ_প্রিয়তুমি_নেই
#কলমেঃ_মেহেদী_হাসান
#ছবিঃ_জি_ফটোগ্রাফি
৪. রাতে ঘুম না আসার স্ট্যাটাস
আমার রাতে ঘুম হয় না,
চোখের নিচে মোটা করে কালি পড়েছে
আর চার পাঁচটা ছেলেমেয়ের মতো আমি প্রাণ
খুলে হাসতে পারি না,
আমার কপাল থেকে প্রতিনিয়ত
চিন্তার ঘাম নির্গত হয়!
নাহ! এটা প্রেম গঠিত কোনো ব্যাপার না!
কোনো ব্যক্তিগত মানুষের জন্য আমার চিন্তা হয় না
আমার কপালে চিন্তার ভাজ কারণ,
‘আমি মধ্যবিত্ত’
আমার চোখের নিচে কালি জমা হওয়ার কারণ,
‘আমি মধ্যবিত্ত’
আমি প্রাণ খুলে হাসতে পারি না কারণ,
‘আমি মধ্যবিত্ত’!
আমি লেখাপড়া শেষ করে বেকার বসে আছি,
কেউ আমাকে মুখ ফোটে বলতে হয় না,
‘তুই সংসারের বোঝা’
আমার নিজেরই মনে হয় আমি একটা অপদার্থ!
আমি সত্যিই সংসারের জন্য বোঝা!
হাতে ফাইল নিয়ে যখন কোনো চাকরির
ইন্টার্ভিউ দিতে যাই,
তখন আমার পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটে উঠে,হয়তো তারা ভাবে এই বুঝি একটা গতি হলো,কিন্তু যখন ব্যর্থ হয়ে ফিরে আসি
তাদের চেহারা দেখলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়
কারণ, ‘আমি মধ্যবিত্ত’
বন্ধুরা যখন গাড়ি করে বাড়ি ফিরে
আমি তখন দশ টাকা বাঁচানোর জন্য
কড়া রোদে পায়ে হেটে বাড়ি ফিরি কারণ,
‘আমি মধ্যবিত্ত’
বন্ধুরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিংবা
দামী কোনো রেস্টুরেন্টে খেতে যায়,
আমি তখন তাদের অগোচরে গিয়ে কাজ খুঁজি
কারণ, ‘আমি মধ্যবিত্ত’
কোনো ড্রেস পছন্দ হলে আমি ওইটা কিনতে পারি না!
কোনো খাবার খেতে ইচ্ছে করলে আমি খেতে পারি না!
কারণ ‘আমি মধ্যবিত্ত’!
আমার স্বপ্ন অধরাই থেকে যায়,আমার কোনো ব্যক্তিগত মানুষ হয় না কারণ,
‘আমি মধ্যবিত্ত’!
~মধ্যবিত্ত~
তোহফা(কলি)
৫.চাপা কষ্টের স্ট্যাটাস
আমার ঘুম না আসা রাতে
জানি ক্যামনে থাকিস তুই
বুকে কষ্ট চেপে রাখি,
স্মৃতি আকড়ে ধরে শুই।
আমার ভাল্লাগেনা খেতে,
তুই রেস্টুরেন্টে যাস
আমায় রেখে তুই,
জানি কেমন করে খাস?!
আমার ভীড়ের মাঝেও হটাৎ
ভীষন একলা মনে হয়
তুই ভীড়ের মাঝেই থাকিস,
একাকিত্বেও নেই ভয়
আমার জানলা টাতে রাতে,
বড্ড আধার করে ভর,
আমার একলা একলা লাগে,
মনে লাগে ভীষণ ডর।
জানি আসবিনা তুই ফিরে,
তবু হারানোর ডর লাগে,
আমার পুরো পৃথিবীটাই
পরে তর পায়ের আগে।
তুই পা বাড়িয়ে আগে,
জানি আছিস এখন বেশ,
আমার মন ভেঙেছিস আগেই,
এখন পৃথিবীটাও শেষ।
এই মুভ অন মুভ অন খেলা
এসব হয়না আমায় দিয়ে
তুই কষ্ট দেখে হাসিস,
খেলিস ভাঙা মনটা নিয়ে।
জানি লাগবে না মন জোড়া
তোর স্মৃতি নিয়েই আছি,
তরে ভুলবো ভুলবো বলে
এই ভুলের মাঝেই বাচি।
আমার ভুল ভালোবাসা,
আমার ভুলের স্বপ্নঘর
আমি জানি আমার ভুলের
শুধু আমিই কারিগর।
___ভুল
__কাশফিয়া তিন্নী